নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনার জানামতে বিশ্বের সবথেকে একজন ভালো মানুষের নাম বলুন?

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:২৩



রাজীব নূর খান। আমার জানা মতে সে একজন ভালো মানুষ।
সহজ সরল ভালো মানুষ। একজন সৎ ও পরিশ্রমী মানুষ। একজন হৃদয়বান মানুষ। উনি কোনোদিন কারো ক্ষতি করেন নাই। পারতপক্ষে মিথ্যা বলেন না। উনি যদি মিথ্যা বলেনও তাহলে ধরে নিতে হবে সেই মিথ্যায় কারো না কারো উপকার হয়েছে। রাজীব কোনোদিন কাউকে ঠকান নাই। উনি সব সময় অসহায় ও দরিদ্র মানুষদের পাশে থাকেন। রাস্তায় ক্ষুধার্থ মানুষ দেখলে উনি তাকে রেস্টুরেন্টে নিয়ে পেট ভরে ভাত খাওয়ান। অসুস্থ মানুষকে ওষুধ কিনে দেন। আজ পর্যন্ত রাজীব নূর কাউকে কোনো দিন একটা গালি দেন নাই। মানুষের প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে।

রাজীব নূর দেশ নিয়ে ভাবেন।
দেশের সমস্যা গুলো নিয়ে ভাবেন। যখন দেশে কোনো বিপদ আসে উনি অস্থির হয়ে যান। করোনার সময় তিনি মানুষকে সচেতন করেছেন। সবাইকে কেন মাস্ক পড়তে হবে বুঝিয়েছেন। বন্যা এলে উনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান। ধনীদের অনুরোধ করেন অসহায় মানুষদের সাহায্য করতে। যেসব কিশোর রাস্তায় কাগজ টোকায়- রাজীব তাদের বুঝায় পড়াশোনা করতে। এখন পর্যন্ত দুইজন নিরক্ষর মানুষকে সে পড়তে শিখিয়েছে। রাজীব একজন পড়ুয়া মানুষ। সে প্রচুর পড়ে। তার একটা ইচ্ছা আছে- সারা বাংলাদেশে অনেক গুলো লাইব্রেরী করবে। সব শ্রেনীর মানুষ লাইব্রেরীতে আসবে। পড়বে। রাজীবের আরেকটা ইচ্ছা আছে- সারা বাংলাদেশে অসংখ্য গাছ লাগাবে। দেশ হবে সবুজ। সবুজ বাংলাদেশ।

রাজীব সাহেব দেশের সমস্যা ও সমাধানের কথা গুলো জাতির সামনে তুলে ধরেন।
তিনি অবিরত লিখে চলেছেন। বর্তমান প্রজন্মকে রাজীব সাহেব বলেন- তোমরা শুধু লেখাপড়া করে যাও। খুব ভালো করে লেখাপড়া করো। টিকটক, ইউটিউব, ফেসবুক জীবনের জন্য গুরত্বপূর্ন নয়। পড়া এবং জানার চেয়ে আনন্দময় আর কিচ্ছু নাই। জ্ঞান অর্জন করো। জ্ঞানই সম্পদ। সময় অপচয় করো না। প্রতিটা মুহুর্ত কাজে লাগাতে হবে। পড়ো, পড়ো এবং পড়ো। নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলো। যারা সমাজের জন্য ভালো কাজ করে তাঁরা সবাই ভালো মানুষ। যেমন মাদার তেরেসা। যার তুলনা হয় না। বহু সংগঠন আছে- অসহায় ও দরিদ্র মানুষদের জন্য কাজ করে। যারা দেশের জন্য কাজ করে তাঁরা হিরো।

রাজীব সাহেব অনেক গুলো বিয়ে করেন নাই।
ডাকাতি করেন নাই। দাস দাসী রাখেন নাই। অন্যের মাথায় কাঠাল ভেঙ্গে খায় নাই। কাউকে নিয়ে উপহাস করেন নাই। ধর্ম ব্যবহার করে ধান্দাবাজি করেন নাই। দূর্নীতি করেন নাই। অন্যের মালামাল লুট করেন নি। ভোগ, বিলাস করে জীবনযাপন করেন নি। চ্যাটাং চ্যাটাং কথা বলেনি। কাউকে পরকালের ভয় দেখান নি। শুধু মানুষের সেবা করে গেছেন। সব সময় দেশ এবং দেশের মানুষের কথা ভেবেছেন। তারপর ভেবেছেন বিশ্বের কথা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাজীব নূর খুব চিন্তিত। মানুষ সৃষ্টির সেরা জীব। এজন্যই মানুষকে সব সময় ভালো ভালো কাজ করতে হবে। মানুষের পাশে থাকতে হবে। শুধু নিজে ভালো থাকলে হবে না। আশেপাশের সকলকে নিয়ে ভালো থাকতে হবে।

ভালো মানুষ কে? যে অন্যের ক্ষতি করে না।
যে অন্যকে নিয়ে উপহাস করে না। যে ইনিয়ে বিনিয়ে নিজেকে মহান দেখাতে চেষ্টা করেন না। যে সব সময় নিরপেক্ষ থাকেন। যে অনেক গুলো প্রেম করেন না। যে নিজেকে পন্ডিত মনে করেন না। যে ভূয়া নয়, মাল্টি নয়, জটিল, কুটিল মানুষ নয়। যে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন। কাজেই আমি বিনা দ্বিধায় বলতে পারি- রাজীব নূর খান একজন ভালো মানুষ। ভালো মানুষের জীবনে বারবার বাঁধা আসে। দুষ্ট লোকেরা বাঁধা সৃষ্টি করে। তবুও রাজীব তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। রাজীব সাহেব আধুনিক মানুষ। কোনো কুসংস্কার তার মধ্যে নেই। তার চিন্তা ভাবনা উন্নত। তিনি মানুষকে ভালো কথা বলেন। ভালো পথ দেখান। তার দ্বারা কেউ কখনও ক্ষতিগ্রস্ত হয়নি।

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবি আর শিরোনাম বিবেচনায় আনলে
বিশ্বের সবথেকে একজন ভালো মানুষের
নাম রাজীব নূর খান!

বলেন ঠিক কী না ?

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি অবশ্যই ভালো।

২| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:২৮

আরোগ্য বলেছেন: পোস্ট পড়িনি। ছবিটার জন্য একখান লাইক B-)

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: ছবিটা সোনাবীজ তৈরি করেছেন।

সামু মডারেটর আমাকে কমেন্ট ব্যান রেখে হয়তো ভুলে গেছে। দীর্ঘদিন কাউকে মন্তব্য করতে পারছি না।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: চাঁদগাজী ভালো মানুষ
হেটার্সঃ চাঁদগাজী নিজেকে ছাড়া কাউকে সহ্য করতে পারেনা।
চাঁদগাজী ডেডিকেটেড ব্লগার ব্যক্তিত্ববান। গার্বেজ কে ভাল পোস্ট পোস্ট বলে সস্তা লাইক ও সিন্ডিকেট বাড়ায় না।
হেটার্সঃ চাঁদগাজী নিজেকে ছাড়া কাউকে সহ্য করতে পারেনা।
চাঁদগাজী চুপ থাকলে ব্লগ পাড়া চুপ হয়ে থাকে।
হেটার্সঃ চাঁদগাজী নিজেকে ছাড়া কাউকে সহ্য করতে পারে না।
চাঁদগাজী গালি দেন না, ভন্ডামি করেন না। লীগ দল ছাগু মোল্লা সবার ভুল ধরেন।
হেটার্সঃ চাঁদগাজী নিজেকে ছাড়া কাউকে সহ্য করতে পারে না।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: এক কথায় বলি- চাঁদগাজী সামুর প্রান। সামুর শ্রেষ্ঠ ব্লগার। সর্বকালের শ্রেষ্ঠ ব্লগার।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এখানে কিছু রাম ছাগল ও বলদ এসে বলতে পারে রাজীব কপি পেস্ট করসে। অপ্রাসঙ্গিক মন্তব্য করবে। ওরা এই একটাই বলতে পারবে।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: হা হা হা---
ওরা আমৃত্যু এই কথা বলবে। বলুক। আমি অনেক কিছু সহ্য করা লোক।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:৫২

অধীতি বলেছেন: ত্রিমুখী প্রযোজনার কাজ এই প্রথম দেখলাম।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: আমি একজন উজ্জ্বল প্রতিভা।
সামুটিম তাহা বুঝিলো না।

৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৬

জ্যাকেল বলেছেন: আপনার জানামতে বিশ্বের সবথেকে একজন ভালো মানুষের নাম বলুন?

Your ostad.

khushi? :-<

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: আমি সব সময়ই খুশি।
চাঁদগাজী একজন গ্রেট ব্লগার।

৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২০

ককচক বলেছেন: রাজীব নূরের পোস্ট পড়ে বিশ্বাস করলাম, রাজীব নূর খান একজন ভালো মানুষ।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।

৮| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২১

কামাল৮০ বলেছেন: আপনার বর্ণনা মতো যদি কোন মানুষ থাকে তবে তিনিই ভালো মানুষ।এক কথায়, যে অন্যের ক্ষতি করেনা সেই ভালো মানুষ।
মানুষ সব থেকে বেশি ক্ষতি করে মানুষের,পরিবেশের এবং অন্য প্রানীর।অতয়েব মানুষ পৃথীবির সেরা জীব না।বলা চলে নিকৃষ্ট জীব।
মানুষ না থাকলে পৃথীবির কিছুই যায় আসে না।কোটি কোটি বছর পৃথীবিতে মানুষ ছিল না,লক্ষ বছর পর হয়তো মানুষ থাকবেনা কিন্তু পৃথীবি থাকবে আরো কয়েক কোটি বছর।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো পৃথিবীতে খারাপ মানুষ দিয়ে ভরে গেছে।

৯| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১১

রানার ব্লগ বলেছেন: নিজের ঢোল নিজেরই পেটানো উচিৎ, অন্যরা পেটালে ফেটে যাতে পারে।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার বক্তব্য থেকে এটা পরিস্কার
রাজীব নূর খান বিশ্বে এক নাম্বার!

চিল্লাইয়া বিলেন ঠিক কী না?

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: আমি শুধু এটুকু জানি- আমার পৃথিবী সুন্দর। সহজ সরল।

১১| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

ইমরোজ৭৫ বলেছেন: হযরত মোহাম্মদ (সাঃ) ও কোনদিন মিথ্যে কথা বলেন নি। উনি কারো হক মেরে খান নি। তিনি চুরি করেন নি। তিনি ডাকাতিও করেন নি। তার কাছে কেউ আমানত রাখলে, সেটা তিনি খেয়ানত করেন নি। তিনি ধর্ম ও শান্তির কথা বলতেন। তিনি ভালো মানুষদের জান্নাত এর সুসংবাদ দিয়েছেন। আপনি তো ভালো মানুষ। তাই আপনি জন্নাতে যাবেন।

তিনি মানুষ কে সেবা করে গেছেন। তিনি দাসদের মক্ত করার পক্ষে ছিলেন। আমাদের নবী প্রয়োজনের অতিরিক্ত কথা বলতেন না। তিনি কাউকে ছোট করে কথা বলতেন না। তিনি বৃক্ষ রোপনের উৎসাহ দিয়ে গেছেন।

তিনি জ্ঞান আহরোন করতেন। তিনি সাহাবীদের জ্ঞান আহরোনের এর জন্য তাগাদা দিতেন।

তার জীবন বিশ্রেষণ করলে দেখা যায় তিনি অনেক কষ্ট সহ্য করে গেছেন। চাইলে তিনি আরাম আয়েস করে জীবন পার করে দিতে পারতেন। কিন্ত তা তিনি করেন নি।

তিনি যখন তরুন তিনি সমাজ সংস্কারের জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের নাম মনে নাই।

তিনি নিজে না খেয়ে অপর কে খাওয়াতেন। সবার মঙ্গলের জন্য উপকার করতেন।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: আমি জানতাম আপনি এরকম কিছু মন্তব্য করবেন।

নবিজির কাছ থেকে আমাই অনেক কিছু শিখেছি।

১২| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:০২

আখেনাটেন বলেছেন: :D

রাজীব নুর ভাইজান, আপনি তো দেখছি পীর, উলি-আওলিয়া টাইপের মানুষ। তাবিজ নেওয়ার জন্য আপনার বাসায় যেতে হবে দেখছি। :P

তা বড় হুজুরকে আশেপাশে দেখছি না যে...? :-B

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার বক্তব্য থেকে এটা পরিস্কার
রাজীব নূর খান বিশ্বে এক নাম্বার!

চিল্লাইয়া বিলেন ঠিক কী না?
---নূরু ভাই যখন বলেছেন তখন ঠিক না হয়ে পারে.. ঠিক, ঠিক.... :D

যাহোক পরী ও ফাইহাকে বেশি করে সময় দেন...মানসিক প্রশান্তি বয়ে আনুক আপনার পরিবারে...

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: তাবিজ কবজে আমার বিশ্বাস নেই।
ওস্তাদ ভালো আছেন। ব্যস্ত আছেন।

ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:০৮

ঢাবিয়ান বলেছেন: নিজের ঢোল নিজে পেটায় কথাটা শুনেছিলাম, কিন্ত নিজের ক্যরেকটার সার্টিফিকেট যে কেউ নিজে লিখতে পারেে তা জানা ছিল না =p~

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: জানুন আরো জানুন। তবে বেশি জানলে সমস্যা তৈরি হয়।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কি খেল দেখাইলেন মাথা ঘুরাচ্ছে।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: খেইল আমি আরো দেখাবো। অপেক্ষা করুণ।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: হযরত মুহাম্মদ সঃ ও তাঁর চার সাহাবী যারা দুনিয়ায় থাকতেই নিশ্চিত বেহেশতের সুসংবাদ পেয়েছেন।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: নবিজি (সঃ) এর জীবনী আমাকে অনেক কিছু শিখিয়েছে।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:১৪

শেরজা তপন বলেছেন: আপনি নিশ্চিত যে আপনি ভাল মানুষ- ব্যাস এইবার শান্তিতে থাকুন। আপনি ভাল মানুষ হইলে কারো কোন সমস্যা নাই। আমার ধারনা আপনি সব সমালোচনার উর্ধে উঠে গেছেন।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: আমি মন্দ লোক হলে সমাজের অনেক ঝামেলা সৃষ্টি হতো।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:২৬

শ্রাবণধারা বলেছেন: বিশ্বের সব থেকে একজন ভালো মানুষ বলতে তো আমি আপনাকেই বুঝি।

ব্লগের সবাই কে চ্যালেজ্ঞ জানিয়ে বলতে চাই, হারিকেন, টর্চ, মোমবাতি, হ্যাজাক লাইট, সার্চ লাইট যা দিয়েই খুঁজুক না কেন, আপনার মত ভালো মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: ইয়েস। রাইট।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:৫৯

শার্দূল ২২ বলেছেন: আপনি ৯।৯৯% ভালো মানুষ । ০.০১% আটকে আছে শুধু মাত্র একটা ফাউল মানুষের সমর্থনের কারণে।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: ভুল মন্তব্য।

১৯| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:০০

শার্দূল ২২ বলেছেন: একটু ভুল হইসে, সে মানুষ না। ব্লগার হবে,

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: !

২০| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের রাজীব খান, বিশ্ব সেরা ভদ্রলোক।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালোবাসা ও শ্রধা জানবেন।

২১| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪১

পুরানা দামান বলেছেন: আপনের মতো এতো ভালো মানুষ আমি আগে দেখি নাই। দুলাভাই গো দুলাভাই।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদের নাটকের ডায়লগ।

২২| ০৫ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:



আপনার ওস্তাদকে দেখছিনা, গেল কই? নাকি আবার জেলে গেল।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: শেখ মুজিব সারা জীবনে বহু বার কারাগারে গেছেন।
আমার ওস্তাদ কে বহুবার ব্যান করা হয়েছে। ইহা ভুল। ইহা অন্যায়। ইহা দুঃখজনক।

২৩| ০৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একাধিক বিয়ে না করলেও প্রেম করছেন। ঠিক কি না?

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: না।
একটাই প্রেম করেছি।

২৪| ০৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো মানুষ আমিও, সাথে নির্বোধও।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আপনি ইগো বেশি। ইগো কমান।

২৫| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি ভালো আছেন? গত কয়েক দিন ধরে আপনার পোষ্ট দেখছি না।

০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: আমি ভালো আছি।
আমি ভালো নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.