নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি বিশ্বাস করি- লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব।
সেই বিশ্বাস আমার আজও আছে। ১৩ বছর আগের কথা। সমাজে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে। আমি দেখছি, জানছি। অথচ আমার কিছু করার নেই। এই সমাজে যারা অন্যায় করে তাঁরা এলিট শ্রেনী। আসলে যাদের প্রচুর টাকা আছে, তাঁরা টাকা দিয়ে অন্যায় করায়। আর যাদের টাকা নেই- তাঁরা টাকার বিনিময়ে অন্যায় কাজ গুলো করে। আমি এই সমাজের একজন মানুষ। আমার কিছু দায়িত্ব আছে। আমার দায়িত্ব পালন করার জন্যই আমার লেখার দরকার। মন্তব্য করার দরকার।
গত ১৩ বছর আগে যখন আমি লিখতে শুরু করি।
তখন আমার মনে হয়েছিলো- লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব। আমি তো চাবুক নিয়ে রাস্তায় বের হতে পারবো না। যেখানেই অন্যায় দেখবো- লাগাবো দুই ঘা করে। পিস্তল হাতে তুলে নিতে পারবো না। যে মন্দ লোকদের গুলি করে মেরে ফেলল। কিন্তু সমাজে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে। কাজেই একজন মানুষ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। আমি লিখব। লিখে লিখে প্রতিবাদ করবো। আমাদের লিখতেন দিন। বলতে দিন। নইলে একদিন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।
গত ১৩ বছর আগে থেকেই আমার মনে হলো-
লিখে লিখে সমাজ বদলে দেওয়া একেবারে অসম্ভব নয়। দীর্ঘদিন ধরে আমি অনেক কিছুই লিখছি। কিন্তু আজকাল মন ভরে লেখাও যাচ্ছে না। আপনি যে ব্লগে লিখবেন- যদি সেই ব্লগের মালিকের আপনার লেখা ভালো না লাগে তাহলে সে আপনাকে লিখতে দিবে না। সে আপনাকে ব্যান করে দিবে। এমন কি সে আপনাকে মন্তব্যও করতে দিবে না। জোর তার মুল্লুক তার- এমন অবস্থা হয়েছে। এভাবে তো চলতে পার না। আমি মরে গেলেও আমার লেখা গুলো থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম জানবে- যে লোকটা প্রতিবাদ করেছিলো।
আমি বলছি না যে-
আমি বা আপনি লিখলেই সমাজের সব সমস্যা গুলো দূর হয়ে যাবে। অপরাধ-অন্যায় গুলো বন্ধ হয়ে যাবে। ৭১ সালে একজন কবি কবিতা লিখে প্রতিবাদ করেছেন। একজন গায়ক গান গেয়ে প্রতিবাদ করেছেন। আমি লিখে লিখে আমার প্রতিবাদ জানাই। অথচ আজকাল লিখতে দেওয়া হচ্ছে- একদম গলা টিপে ধরা হচ্ছে। কাউকে লিখতে না দেওয়া অন্যায়। বলতে না দেওয়া অন্যায়। আরেহ ভাই এটা স্বাধীন দেশ। লোকজন নির্বোধ নয়। মিথ্যা লিখে পার পাওয়া যায় না। কাজেই লোকজনদের লিখতে দিন।
সমাজের দুষ্ট লোকদের আমার শাস্তি দিতে ইচ্ছা করে।
একসময় আমার ইচ্ছা করতো দুষ্টলোকদের প্রেস ক্লাবের সামনে ন্যাংটা করে পিটাবো। এটা কি কখনও সম্ভব? সম্ভব না। আবার আমি চুপ করে বসেও থাকতে পারি না। তার জন্য আমাকে লিখতে হবে। সকল অন্যায় অবিচারের কথা লিখতে হবে, বলতে হবে। অথচ দুষ্টদের হাতে সকল ক্ষমতা। এখন লিখতে হবে দুষ্টদের মর্জিমাফিক। অর্থাৎ আমি বাড়িওলা আমার ইচ্ছা মতো চলবে। নইলে কান ধরে বাড়ি থেকে বের করে দিবো। বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন বন্ধ করে শাস্তি দিবো। রাত ১১ টা না, ভোর সন্ধ্যায় মেইন গেট তালা দিয়ে দিবো।
০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: লিখে লিখে সমাজ বদলানো সম্ভব।
অথচ লিখতে দেওয়া হচ্ছে না।
২| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার কথা বুঝতে পারছি। এখন অধিকাংশ মানুষ পড়ে মনের খোরাক হিসেবে, যারা লেখেন তাদের কাছেও ঐ মনের খোরাকি।
পৃথিবীতে যা লেখা হয়ে গেছে তা থেকেই জ্ঞান অর্জন করা যায়। নতুন কিছু লেখারো নাই। টলস্টয়রা লিখে গেছেন।
আপনি কাদের বদলাবেন? কোন সমাজকে বদলাবেন? সমাজের কতজন মানুষ টলস্টয় দের পড়েছে?
আপনি যে লিখছেন সেটা কতজন মানুষ পড়ছে? কতজন আপনার বই কিনছে। সমাজ ধরেই নিয়ে তার আর নতুন কিছু পড়ার নেই।
০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: The quick brown fox jumps over the lazy dog.
০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: আসলে সব জিনিস নেগেটিভ ভাবে চিন্তা না করে ভালো ভাবে পরিস্থিতির বিশ্লেষণ করা উচিত। আমরা প্রায়ই আমাদের ছোট ছেলেমেয়েদের সাথে খারাপ আচরণ করি। সকল শিশু অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আমাদেরকে তাদের সুপ্ত প্রতিভা বের করার জন্য তাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে।
৩| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলে সব জিনিস নেগেটিভ ভাবে চিন্তা না করে ভালো ভাবে পরিস্থিতির বিশ্লেষণ করা উচিত। আমরা প্রায়ই আমাদের ছোট ছেলেমেয়েদের সাথে খারাপ আচরণ করি। সকল শিশু অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আমাদেরকে তাদের সুপ্ত প্রতিভা বের করার জন্য তাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে।
এটা ভাল বলেছেন।
৪| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
হু, পরিবর্তনটা কলমের হাত থেকেই আসে
০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: কলম তো চলতে দেয় না।
৫| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৯
রেজাউল৯০ বলেছেন: ৪ থেকে ৮ আগস্ট আপনার কোন পোষ্ট ছিল না।
খুব অস্থির লাগছিল।
আপনার পোষ্ট পেয়ে ভাল লাগছে।
কতটা ভাল লাগছে, আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না।
ঐযে গোপাল ভারের গল্পে আছে রাজার চেহারা দরশন করে গোপালের পটি করার আনন্ফ হয়েছিল। আপনার পোষ্ট দেখে আমারো পটি করার মত আনন্দ হচ্ছে।
৬| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৯
রেজাউল৯০ বলেছেন: লেখালিখি দ্বারা সমাজ বদলান জায় না।
অপুমপু-আরিউফারিউ লিখা চুরি নিয়ে বহুত পোষ্ট দিয়েছে। এর পরেও একজন আপনার ১৮ জুলাইয়ের
অসাধারণ পোষ্টটি চুরি করে ফেস বুকে দিয়ে দিয়েছে।
৭| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
সম্ভব;তবে সম্ভাবনা স্থান,কাল,পাত্রের উপর নির্ভর করে।
০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: হুম। তাই।
৮| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫১
রেজাউল৯০ বলেছেন: গাজি স্যারও সোনেক লিখেছেন। কিন্তু কিছু অপব্লগারের (এবং এমনকি মডারেটরের) চিন্তা চেতনা জ্ঞান ভাবনায় কোন পরিবর্তন আসে নি।
৯| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০১
ককচক বলেছেন: রাজীব ভাই, লেখালেখি করে সমাজ বদলানো সম্ভব। কিন্তু অন্যের লেখায় অপ্রাসঙ্গিক মন্তব্য করে, আক্রমণাত্মক মন্তব্য করে সমাজ বদলানো সম্ভব না। একটা সভ্য সমাজের, একটা রাস্ট্রের বা একটা ছোটখাটো প্রতিষ্ঠানেরও কিছু নিয়ম কানুন থাকে। সংশ্লিষ্ট সকলকে সেইসব নিয়মকানুন মেনে চলতে হয়। সামুরও কিছু নিয়মকানুন বা নীতিমালা আছে।
সামুর নীতিমালা নিয়ে বা কোনো শর্ত নিয়ে কিছু বলার থাকলে 'নির্দিষ্ট ধারা বা শর্ত' উল্লেখ করে আলোচনা করলে ভালো হইতো। আপনি বলছেন, 'আপনার লেখা ব্লগের মালিকের পছন্দ না হলে আপনাকে লিখতে দিবে না। আপনা ব্যান করে দিবে।' এই অভিযোগটা ছেলেমানুষি হয়ে গেলো না।
ব্লগ আপনাকে ব্যান করার সময় বলে নাই, কেন আপনারে ব্যান করা হইছে? বা ব্লগের নীতিমালা বা আইনের ধারা উল্লেখ করে দেখায় নাই 'আপনি কোথায় ভুল করছেন? বা কোন আইন ভঙ্গ করেছেন?।
বললে, ব্লগের সেই ধারা আপনার ও অন্যদের মুক্তচিন্তার চর্চা, লেখালেখি কিভাবে বাধাগ্রস্ত করছে সেটা নিয়ে আলোচনা করুন।
ব্যক্তি আক্রমণ করে, অপ্রাসঙ্গিক মন্তব্য করার ফলে শাস্তি হলে ব্লগের এডমিন বা ব্লগটিমকে অভিযুক্ত করা কতটা সঠিক?
আপনার পোস্ট পড়ে আমি যদি বলি, ''মাথায় মগজ নামের কিছু আছে? কিসব বা*সাল পোস্ট লিখছেন।" তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না? আপনি কষ্ট পাবেন, হয়তো প্রকাশ করবেন না!
গঠনমূলক সমালোচনা করার ক্ষমতা যাদের নাই, যাদের ধৈর্য নাই... মূলত তারাই বাজেভাবে ব্যক্তি আক্রমণ করে। অপ্রাসঙ্গিক বক্তব্য বা ব্যাক্তি আক্রমণ সমর্থনযোগ্য নয়।
০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: আপনি বিচক্ষন ব্লগার।
আপনাকে বলার কিছু নেই।
১০| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু?
যদি ফুল ফিরিয়ে দাও,
তবে দিতে পারি তোমায়
এই দুচোখে ভরে থাকা জলধারা।
বাংলাদেশের কোন ব্লগের কথা বলছেন? যাই হোক এগুলো নিয়ে কিছু বলিয়েন না। দেশের প্রত্যেক ব্লগের মডারেশন যথেষ্ট বিচক্ষণ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাদের হিংসুকরা ও যাদের পোস্ট নিজেরা ছাড়া কেহ পড়েনা তারা মিথ্যা তথ্য দেয়। কেউ নিজের ব্যবসা নিজে নষ্ট করবেনা। কারণ অবশ্যই আছে।
ব্লগ শুধু কোয়ালিটি পোস্ট আসুক। আমরা ক্লাসি ও কোয়ালিটি চাই। ম্যাও প্যাও চাই না।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: হ্যাঁ কোয়ালিটি পোষ্ট আসুক। ধর্মীয় ক্যাচক্যাচানি না।
১১| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৮:১১
ককচক বলেছেন: লেখক বলেছেন: আপনি বিচক্ষন ব্লগার।
আপনাকে বলার কিছু নেই।
আপনার প্রচুর লেখা আমি পড়েছি। একটাসময় প্রতিদিন একাধিক পোস্ট লিখতেন আপনি। সামুতে এলে আপনার পোস্ট চোখে পড়তো। আমি যখন ৩-৪ বছর ব্লগে এক্টিভ ছিলাম, তখন আপনি ব্যান হয়েছেন। এমন কিছু শুনিনি। সামু নিয়ে আপনার কোনো অভিযোগও চোখে পড়েনি। যাইহোক, শুভকামনা...
ভালো থাকুন।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: সামু নিয়ে আমার কনো অভিযোগ নেই। কখনও ছিলো না।
কতিপয় দুষ্ট ব্লগার নিয়ে আমার অবশ্যই কিছু অভিযোগ আছে।
১২| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ততটা উচুঁ মানের লিখা সামুতে কেউ লিখছে বলে আমার জানা নেই।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: উঁচু মানের লেখা না আসুক। কিন্তু আমি যদি আমার মনের কথা গুলো খুলে বলতে পারি, সেটাই অনেক।
১৩| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৭
কামাল৮০ বলেছেন: সমাজ বদলের জন্য লেখার সাথে সাথে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।সংগঠনের সাথে যুক্ত থাকতে হবে।সচেতন করার জন্য লেখা কিছুটা কাজ করে তবে সেটা খুবই সামান্য।
আমার ধারনা সবথেকে বেশি লিখেছেন লেনিন।সাথে সাথে সংগঠনও করেছেন।মাও সে তুং কম লেখেন নি।অনেক বড় সংগঠক ছিলেন তারা।সমাজ বদলেছেন।কিম ইল সাং অনেক লিখেছেন সাথে সাথে সংগঠক ছিলেন।
শেখ মুজিব ভাল সংগঠক ছিলেন কিন্তু লেখক ছিলেন না তাই সমাজ বদলে নেতৃত্ব দিতে পারেন নাই।আবার রবি ঠাকুর অনেক লিখেছেন কিন্তু সংগঠক ছিলেন না।রবি ঠাকুর বাংগালির মনোজগতে আছে কিন্তু সমাজ বদলে নাই।
১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
১৪| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৫
রানার ব্লগ বলেছেন: গতো ১৩ বছরে সমাজ আপনার চিন্তার সাথে সামঞ্জস্য রেখে কতোখানি বেদলেছে মনে করেন??!!
১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: কিছুটা। অতি সামান্য।
১৫| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৭
রানার ব্লগ বলেছেন: গোফ ভাই আপনার ফিতা একই জায়গায় আটকে আছে, ফিতা ছাড়িয়ে নিয়ে সামনে আগান।
১৬| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৮
জ্যাকেল বলেছেন: রেজাউল সাহেব'র জন্য হইলেও দিনে একটি করে পোস্ট দিন।
১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: মাল্টি মানেই খারাপ উদ্দেশ্য।
১৭| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসব লেখায় সমাজ পরিবর্তন হবেনা।
১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: গাইতে গাইতেই গায়েন।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একসময় সমাজ বদলানোর জন্য অন্যতম মাধ্যম ছিল লেখালেখি, সাহিত্য। এখন সেগুলো খুব একটা প্রভাব ফেলে না।