নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

১৯ দিন হলো !!

১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৩

ছবিঃ আমার তোলা।

গতকাল রাতে একটা মুভি দেখলাম-
মুভিটা আমার ভীষন প্রিয়। মনে হয় এখন পর্যন্ত ১০০ বারের বেশি দেখে ফেলেছি। আবারও দেখব। মুভির নাম- ফরেস্ট গাম্প। চমৎকার মুভি। 'দ্য শশাঙ্ক রিডেম্পশন' মুভিটাও আমার অসম্ভর প্রিয় মুভি। এই মুভিটাও বহুবার দেখেছি। কিছু কিছু মুভি আছে অসংখ্যবার দেখলেও বিরক্ত লাগে না। যেমন- 'লাইফ ইজ বিউটিফুল'। এই মুভিটা প্রথম অর্ধেক ঠিক আছে। বাকি অর্ধেক ভীষন কষ্ট দেয়। বুকটা ভার হয়ে থাকে। চোখ ভিজে আসে। আমার আরেকটা প্রিয় মুভি আছে। নাম- Triangle, বড় অদ্ভুত মুভি। খুব বেশি রহস্যময়। এই মুভিটা যতবার দেখি ততবার মুগ্ধ হই। অবাক হই। বিস্মিত হই। ইচ্ছা করে এসব মুভির পরিচালক কে বুকে জড়িয়ে ধরি।

আমি সব বুঝি। সব জানি। তবুও চুপ করে আছি।
গোপন তথ্য আছে আমার কাছে। প্রমান আছে। যে তথ্য ফাঁস করলে হাউকাউ লেগে যাবে। সমাজে যে ভালোর মুখোশ পরে আছে, সে মুখ লুকাবার জায়গা পাবে না। বন্ধু আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি কারো কোন তথ্য প্রকাশ করবো না। আমি কখনও কারো ক্ষতির কারন হবো না। হোক সে দুষ্টলোক। আমি তো দুষ্টলোক নই। দুষ্টলোকজন প্রকৃতির নিয়মে সাইজ হবে। দুষ্টলোকজনের জন্য আমার একটা পরামর্শ আছে- এক ধরনের পাখি আছে পা উপরের দিকে দিয়ে, তাঁরা নিজের মুখটা মাটির নিচে লুকিয়ে রাখে। আর ভাবে আমাকে কেউ দেখে না। কিন্তু গাধা বুঝে না- তাকে সকলেই দেখছে।

আমি একটা স্বপ্ন প্রায়ই দেখি-
আমি যেন সপ্তম শতাব্দীর রাজা। আমার গায়ে চামড়ার বর্ম। কোমরে তরোয়াল। হাতে চাবুক। আমি ঘোড়ায় করে পথে নেমেছি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে- সমাজের দুষ্টলোকদের শায়েস্তা করার। আমি ঘোড়া নিয়ে এক পথে থেকে আরেক পথে যাচ্ছি। যেখানেই অন্যায় দেখছি লাগাচ্ছি দু ঘা করে। শাস্তি দেওয়ার জন্য আমাকে ঘোড়া থেকে নামতে হচ্ছে না। হাতে আছে চাবুক। বাস্তব জীবনে আমার এরকম ইচ্ছা করে চাবুক নিয়ে পথে নেমে যাই। যেখানেই অন্যায় দেখব, অনাচার দেখব- লাগাব দুই ঘা করে। মুখের কথায় দুষ্টরা ভালো হবার নয়। তাদের জন্য, তাদের কে লাইনে আনার জন্য চাবুক।

সেদিন সামু থেকে বলা হলো-
'সামু চাইলে কাউকে হিরো বানাতে পারে, আবার চাইলে জিরো বানাতে পারে'। কথাটা ভুল। সামুর কাউকে হিরো বা জিরো বানানোর ক্ষমতা নেই। সামু পারে ফ্রন্ট পেজ ব্যান করে দিতে, কমেন্ট ব্যান করে দিতে অথবা একেবারে ব্যান করে দিতে পারে। হিরো বা জিরো সামু কাউকে বানাতে পারে না। পারবে না। আচ্ছা, দুই একটা উদাহরন দেন। এ পর্যন্ত কাকে কাকে হিরো বা জিরো বানিয়েছেন? আমি মনে করি যারা ভালো লিখে, তাদের লেখা মানুষ পড়বেই। খুঁজে খুঁজে পড়বো। যদি ব্লগ থেকেও বলা হয়, অমুকে ভালো লিখে। অমুকে মন্দ লিখে। সেটা গ্রহন করা সঠিক কাজ হবে না। মানুষের চোখ আছে, মেধা আছে। সামু কি ব্লগারদের কথা ভাবে?

আজ ১৯ দিন ধরে সামুতে চাঁদগাজী/সোনাগাজীর কোনো লেখা নেই।
কোনো মন্তব্য নেই। তাকে হয়তো ব্যান করে রাখা হয়েছে। আমি ভীষনভাবে তার লেখা এবং মন্তব্য গুলো মিস করছি। মডারেটরের কাছে আমার অনুরোধ তাকে লিখতে দিন। (হ্যাঁ আমি জানি সামু এরকম পোষ্টে উৎসাহ দেন না। এরকম পোষ্ট পছন্দ করেন না।) কিন্তু আমার পছন্দের ব্লগারের কথা আমাকে বলতে হবে। এতটুকু স্বাধীনতা আমার আছে। এবং ইহা নীতিমালা ভঙ্গ করে না। যাইহোক গত ১৯ দিন ধরে আমিও মন দিয়ে ব্লগিং করছি না। চাঁদগাজী/সোনাগাজী না থাকায় ব্লগে উৎসাহ পাচ্ছি না। আনন্দ পাচ্ছি না। প্রতিদিন সামু ওপেন করতে গিয়েই ভাবি- আজ বুঝি চাঁদগাজীর নতুন লেখা পাবো!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:০১

ঢাবিয়ান বলেছেন: জেনারেল বা ব্যান থাকা ব্লগারকে সেফ করা কোন পোস্ট নীতিমালা বিরোধি। এই এক কথা আপনাদের মডূ আর কতবার বোঝাবে?

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: ভুলোমনা আমি।
মনে থাকে না। ছোট বেলা থেকেই আমার সমস্যা হলো পছন্দের জিনিস পাওয়ার জন্য কোনো নিয়ম নীতির ধারধারি না। কিন্তু ইহা ভুল। সেটা আমি বুঝি।

২| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৫

পোড়া বেগুন বলেছেন:
ভাই গাধাতো পাখি নয়;
যে তথ্য আছে তা প্রকাশ না করলে ভয় দেখিয়ে লাভ কী?
নীরব কবি আর নীরব প্রেমের কোনও দাম নাই।
আপনি এত এত মুভি দেখেন আর রাতে সপ্ন দেখেন!
বেশী রাত জাগা ভালো নয়। সপ্ন বাস্তবে কাজ করেনা।
সামু চাইলেই যাকে খুশী তাকে হিরো বা জিরো বানাতে
পারে; যেমন চাঁদগাজী আর সোনাগাজীকে হিরো থেকে
জিরো বানিয়েছে। আপনাকেও জিরো করতে পারে!
তাই সামুর নীতিমালার মাঝেই থাকুন। গন্ডি পার হবার
চেষ্টা না কিরাই ভালো।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: ভয় দেখাচ্ছি না। আপনি আমার লেখা ভিন্নখাতে নিচ্ছেন কেন?
একজনের প্রেম অন্য জনের কাছে মূল্যহীন হয়।
রাত জাগা আমার অভ্যাস। ভালো লাগে। রাত রহস্যময়।
চাঁদগাজী কিন্তু জিরো হননি। তিনি হিরো। এবং সব সময় হিরো থাকবেন। কলকাতার শিক্ষিত সমাজ চাদগাজীর লেখা পছন্দ করেন। এমন কি দেশ বিদেশের শিক্ষিত বাঙালী তারা চাদগাজীর নাম জানেন। তার লেখার সাথে সকলে পরিচিত।
আমি সামুতে জিরো বা হিরো হতে আসিনি। শুধু লিখতে চেয়েছি। তাতেই আমি খুশি।
নীতিমালার মধ্যে অবশ্যই থাকতে হবে। আমি আপনি এবং আমাদের সকলে।

৩| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪০

কামাল৮০ বলেছেন: অনেকগুলো বিষয় নিয়ে লিখেছেন এবং ভালো লিখেছেন।ছবি দেখা হয় না অনেক দিন।ভাবছি আবার শুরু করবো ছবি দেখা।কোথাথেকে শুর্ করবো ঠিকরতে পারছি।ঋত্বিক না সত্যজিৎ

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: প্রতিদিন দুটা করে মুভি দেখবেন।
সব ধরনের মুভিই দেখবেন।
সত্যজিৎ আর ঋত্বিক তো মাস্ট।

৪| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: হিরোও হতে চাইনা জিরোও হতে চাইনা। ব্লগিং এখন উপভোগ করসি তাই ব্লগে টাইম স্পেন্ড করসি। মানসিক প্রশান্তির জন্য লিখি।

৫| ২০ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


গাজী সাহেব মুভি গুলো দেখেছিলো?

৬| ২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: চাঁদগাজী, ওই লোকটা মানুষের সাথে প্রচন্ড রাফ বিহ্যাব করে তাই উনাকে ব্যান করা হয়েছে বলে আমার ধারণা। সমস্যা নেই উনি চাঁদপাজি নামে অরেকটা নতুন একাউন্ট খুলতে পারেন।

আমি মুভি যতটা না দেখি তারচেয়ে বেশি ডাউনলোড করি, কোন মুভি রিভিও দেখলে তা আমার ডাউনলোড করা চাই চাই কিন্তু দেখা হয় খুব কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.