নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মুক্তির মন্দির সোপানতলে

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৯

ছবিঃ আমার তোলা।

আমার মনে হচ্ছে 'জটিল ভাই' ব্লগটা জমজমাট করতে চেষ্টা করছেন।
কারন ব্লগের প্রান চাঁদগাজী/সোনাগাজী নেই। তাকে জোর করে থামিয়ে দেওয়া হয়েছে। সামান্য মাত্র উছিলা পেয়ে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ইহা অন্যায়। অবশ্য সারা বাংলা জুড়েই অন্যায় হচ্ছে প্রতিনিয়ত। এখন ব্লগে ভালো লেখা নেই। জটিলভাই নতুন খেলা শুরু করেছেন। যেন চাঁদগাজীর অভাব ব্লগে কেউ অনুভব না করে। জটিল ভাইয়ের এই কাজ যথেষ্ঠ হাস্যকর। সবচেয়ে বড় কথা- জটিল ভাই একটা মাল্টি নিক। আপনারা জানেন কে এই জটিলভাই? আমি জানি। তার নামটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন।

সামু ব্লগ চলবে। চলতেই থাকবে।
নতুন ব্লগার আসবে, পুরাতন ব্লগার কেউ কেউ বিদায় নেবে। কেউ কেউ থেকে যাবে। আর কাউকে জোরপূরক ব্লগ থেকে বের করে দেওয়া হবে। অতীতেও ব্লগ এভাবেই চলেছে। ভবিষ্যতেও সামু এভাবেই চলবে। আমি দেখতে পাচ্ছি- গুটিকয়েক ব্লগার মিলে সিন্ডিকেট তৈরি করেছে। এই সিন্ডিকেট আসলে সামু ব্লগের বারোটা বাজিয়ে দিচ্ছে। এই সিন্ডিকেটের সদস্যরা সকলেই জটিল কুটিল মানসিকতার অন্তভুক্ত। চোখের সামনে ব্লগে অন্যায় হতে দেখছি। ভালো ব্লগারদের চলে যেতে দেখছি। আমাদের রাজনীতিবিদদের যা মন চায় করে। কিছু করার আগে জনগনের সাথে আলাপ করে না।

চাঁদগাজী/সোনাগাজী ছাড়াও সামু চলবে।
আর আমি তো দুধভাত। যদি ভোট করা হয় চাঁদগাজী ভালো না মন্দ ব্লগার। তাহলে আমি ১০০% নিশ্চিত চাঁদগাজী বিপুল ভোটে জয়ী হবেন। সামুর বেশির ভাগ ব্লগার তাকে ভালোবাসেন। তবুও তাকে ব্যান করে রাখা হয়েছে। কেন? কার স্বার্থে? কাকে খুশি করতে? তিনি তো ব্লগে কম সময় দেননি। কম লেখেন নি। কম মন্তব্য করেন নি। দীর্ঘদিন ব্লগিং করার- এই কি তার পুরষ্কার? তবু কেন বারবার তাকে আক্রমণ করা হয়। দিনশেষে সব দোষ চাঁদগাজীর। সব ভুল চাঁদগাজীর। আর সবাই ধোয়া তুলসী পাতা।

চাঁদগাজীর জায়গা কি কোনোদিন জটিলভাই নিতে পারবে?
পারবে না। কোনো দিনও পারবে না। মাল্টি দিয়ে সামু জমজমাট করা যাবে না। অযোগ্য লোককে সম্মান দেওয়া বোকামী। যোগ্য লোককে যোগ্য সম্মান দিতে হয়। তা না হলে ভারসাম্য ঠিক থাকে না। আমাদের দেশের আজ এই অবস্থা কেন? কারন অযোগ্য এবং কুৎসিত মানসিকতার লোক দিয়ে ভালো কাজ করা যায় না। প্রতিষ্ঠান অধপতনে যায়। ভালো করে তাকিয়ে দেখুন। ভাবুন ঠান্ডা মাথায়। হিংসা বিভেদ বাদ দিন। সত্যের সাথে থাকুন। ভালোর সাথে থাকুন।

আমি জানি, এই পোষ্ট গুটিকয়েক ব্লগারের ভালো লাগবে না।
এমন কি ব্লগটিমও পছন্দ করবে না। কিন্তু আমার কথা গুলো আমাকে বলতে হবে। আমি সাদা চোখে যা দেখি, যা অনুভব করি তা আমি লিখব। আমার চিন্তা ভাবনায় ভুল থাকলে আমাকে দেখান। আমি শুধরে নিবো। দেশটা আমাদের। আমাদের ভাষা বাংলা। বাংলায় লিখি। মনের ভার প্রকাশ করি। এখানে আমাদের মিলেমিশে থাকাটাই আমাদের সকলের জন্য ভালো। শুধু হিংসাত্মক মনোভাবটা বাদ দিলেই সুন্দর ভাবে জীবনযাপন করা যায়। এমনকি ব্লগিংও।

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চাঁদগাজীকে অনেকেই অনুভব করে। আমিও করি। তবে জটিল ভাইয়ের পোষ্টের উদ্দেশ্য আপনার সাথে একমত নই।
আমি মাল্টি ধরতে পারিনা। জটিল ভাই কার মাল্টি সেটা আমার ধারণার বাইরে কিন্ত জানতে ইচ্ছে হয়। কুশন কে আপনার মাল্টি ভাবতাম। আমার মাল্টি চেনার দৌড় এইটুকুই।

শেষের লাইটার উপরে নিচে মাঝে পাশে কোন সন্দেহ থাকে না।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: একজন খাটি দেশপ্রেমিক কে কেন বারবার ব্যান করা হবে?
মাল্টি ধরা সবচেয়ে সহজ। কঠিন কিছু না।
অনেকেই কুশন নিকটা আমার বলে মনে করতো।

২| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছবি সুন্দর হয়েছে।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৬

স্বাধীন বাংলা ৭১ বলেছেন: মাল্টি মাল্টি কোন সমস্যাই নহে যদিনা কাহারো কুনু ক্ষেতি নাহ কড়ে।আমিও মাল্টি। পূষ্টের বিষয়াদিতে মন্তব্য নিষ্প্রয়োজন তবে যে ভাইডির কথা কচ্চেন, তারে দিয়ে ব্লগ জমানুর চিষ্টা কড়া, পাপন সাব কে দিয়ি বাংলাদেশ ক্রিকেট দলের ওপেন করানোর চেয়েও বড্ড বিনুদুন।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: এই মাল্টি গুলোই ব্লগের সর্বনাশ করছে।

৪| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কুশন আপনার মত লেখার চেষ্টা করতো। অনেকদিন দেখি না।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: কুশন অল্প কিছু লেখা লিখেছিলো।
গল্প, যাপিত জীবন। ভালো লেখা। আমি পড়েছি। কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়েছে। কুশন কোনো মাল্টি ছিলো না।

৫| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৪

শেরজা তপন বলেছেন: এখানে অনেকেই মাল্টি নিকে লেখে - মাল্টি নিকে লেখা কোন অপরাধ নয়।
নিঃসন্দেহে চাঁদ/ সোনাগাজী ব্লগে অনেক সময় দিয়েছেন। তিনি বয়স্ক বুদ্ধিমান লোক, মাঝে মধ্যে বেশ মানসম্পন্ন লেখা
দিয়েছেন। কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন, তিনি অবসরে আছেন- তার হাতে সময় আছে বলেই তিনি দীর্ঘ সময় ধরে ব্লগিং
করতে পারেন। আপনাকে বার বার বলেছেন, ব্লগে সময় ব্যয় না করে পরিবারের সময় দেবার জন্য।

ব্লগে কেউ আমার আত্মীয় স্বজন বন্ধু শত্রু কিংবা পূর্ব পরিচিত নন। এখানে মোটামুটি তেমন কেউ মুল ঘরনার লেখক নন। কারো
লেখা ভাল লাগে, কারো মোটামুটি কারো যাচ্ছে তাই।
আমরা এড়িয়ে গেলে সমালোচনা করলে বা তিক্ত কথা বললেও সবার এখানে লেখার সমান অধিকার আছে। আপনি যেমন জটিল
ভাইকে নিয়ে বলছেন,সেটা যেমন ঠিক নয় তেমনি তারও অনুচিত এভাবে সোনাগাজী-কে নিয়ে বলা।
আপনি নিজেই এখানে তাকে নিয়ে বলে -নিজের একটা গ্রুপ তৈরি করছেন না-কি?
আমারতো মনে হয় ব্লগ বেশ জমজমাট আছে- আপনার কেন মনে হয় না?

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই মাল্টি নিকে লেখা অন্যায় না। এটা ব্লগের নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু মাল্টি নিকে খোচাখুচি করা নিয়মের মধ্যে পড়ে না। খোচাখুচি করবে দুজন। ব্যান করা হবে একজনে এটা ঠিক না।

সামুতে সবাই ব্লগার। কারো বয়স বেশি, বা কম সেটা কোনো সমস্যা না। আপনি সার্টিফিকেট দিচ্ছেন? তার সার্টিফিকেটের দরকার নাই। যাদের কলস খালি তাদের সার্টিফিকেট দেন।
চাদ্গাজী একজন বিচক্ষন মানুষ। তার দেখার ক্ষমতা, বুঝার ক্ষমতা অনেক উন্নত। তার ধারনা শক্তি অত্যন্ত প্রখর।

সামুতে লেখার অধিকার সকলের আছে। কিন্তু অপমান করার অধিকার নাই। কুৎসিত কথা বলার অধিকার নাই।
ঠিক বেঠিক এর হিসাব নির্ধারন করবেন এডমিন। আপনি বা আমি না।

আমি গ্রুপিং সব সময় অপছন্দ করেছি। গ্রুপিং যারা করে তাদের আমি অপছন্দ করি। হোক সেটা অফিস বা ব্লগ। এই শ্রেনীর কাছ থেকে আমি সব সময় দূরে থেকেছি। এবং এদের হেদায়েত কামনা করেছি।

সামু ব্লগ জমজমাট থাকুক এটা আমাই চাই।

৬| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চাঁদগাজীর/সোনাগাজীর জায়গা জটিল ভাই নিতে পারবে না। এর লেখার মান বাজে। ভাঁড় মনে হয়। চাঁদগাজী/সোনাগাজীকে বহুবার সুযোগ দেওয়া হয়েছে। তবুও যে কেন শুধরালেন না!

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: একটা শিশু একবারে হাঁটতে পারে না। হাঁটতে শিখতে তাঁরা সময় লাগে।
মানুষ ভুল করেই শিখে।
চাঁদগাজী যে কি ভুল করেছেন, সেটা আমি খুঁজে পাই না। অথচ অসংখ্য বার বলা হচ্ছে- তাকে সুযোগ দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হয়েছে। ইত্যাদি ইত্যাদি।

মূলত কয়েকজন ব্লগার পরিকল্পিত ভাবে তাকে ব্যান করিয়েছে। অতীতের মন্তব্য গুলো এনালাইসিস করলেই বুঝা যাবে কে আগে ঢিল মেরেছে। আরা দোষ কার ঘাড়ে চাপানো হয়েছে।

৭| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫১

রানার ব্লগ বলেছেন: সোনাগাজী বা চাঁদ্গাজী ওয়নার লেখা অবশ্যই মিস করছি !!! তিনি সমসাময়িক বিষয় নিয়ে বেশ মজাকরে লিখতেন ! তার কমেন্টের খোঁচা অনেকেরই সহ্য হয় না । তাকে ফিরিয়ে আনা হোক । গোয়ালে কিছু ঘাড় ত্যাড়া গরু থাকা জরুরী গোয়ালেরই স্বার্থে !!!

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী একজন আন্তর্জাতিক বিশ্লেষক।

৮| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০১

কামাল৮০ বলেছেন: ব্লগ দেশের বাইরে না।আওয়ামী লীগের নেতা,বিএনপির নেতা সহ বড় বড় আমলারাও হয়তো ব্লগে লিখে।কেউ যদি এই তিন গুষ্ঠিকেই সমালোচনা করে তার পক্ষে টিকে থাকা মুসকিল।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ, বিএনপি সহ আমলারা লিখুক। কোনো সমস্যা নাই। কিন্তু রাজাকারদের লেখা আমি মেনে নিতে পারবো না। মুক্তিযযুদ্ধের বিপক্ষের লোকদের আমাই সহ্য করতে পারি না।

৯| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৪

জুন বলেছেন: ব্লগার জটিল আসলে কে রাজীব নুর ? আকাশ থেকে পড়ার কথা শুনে আমিও জানতে ইচ্ছুক উনি কে?

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: যারা অনলাইনে বিজনেস করেন, তাদের যদি জ্ঞিজ্ঞেস করা হয় প্রোডাক্টের দাম কত? তাঁরা উত্তর দেন- ইনবক্স দেখুন/ ইনবক্স চেক করুণ।

যেহেতু সামুতে ইনবক্সে আলাপের সুবিধা নেই। তাই আপনাকে জানাতে পারলাম না।

১০| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৮

শেরজা তপন বলেছেন: এভাবে বলেন বলেই ক্যাঁচাল লাগে ভাই।
আমি যদি এভাবে বলি আপনার কি ভাল লাগবে;
~আমি তার লেখার প্রশংসা করলাম সেটা সার্টিফেকেট হতে যাবে কেন? আর যদি দিয়েই থাকি তবে, তার সেটা দরকার
আছে কি নেই সেটা আপনি জাজমেন্ট করার কে? উনার লেখার নিগুঢ় তত্ত্ব শুধু আপনিই উপলব্ধি করেছেন নাকি?

- গায়ে লেগেছে? দেখেন এখন আপনি ফের দুটো কথা বলবেন, আমার গায়ে লাগবে। চেনা জানা নাই, কেউ কারো দোস্ত দুশমন নই- শুধু আজাইর‍্যা ফ্যাসাদ!

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: সৈকত মুখোপাধ্যায়ের "ঘাতকের মুখ" গল্পটার কথা মনে পড়ে গেলো।
দুটো মৃত্যু আর তার দুইরকম ব্যাখ্যাকে কেন্দ্র করে গল্প- একটি ব্যাখ্যা অলৌকিকের ভিত্তিতে, যেখানে বলা হচ্ছে এক তান্ত্রিকের অভিশাপের ফলে মানুষ দুটির উপরে মৃত্যুর খাঁড়া নেমে এসেছিলো; আরেকটি ব্যাখ্যা লৌকিক, যেখানে বলা হচ্ছে মৃত্যুগুলির নেপথ্যে রয়েছে কিছু প্রতিহিংসাপরায়ণ ও লোভী মানুষের নির্মম ষড়যন্ত্র ।

১১| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২১

মনিরা সুলতানা বলেছেন: সবাই মিলে লিখতে বসলেই ব্লগ জমজমাট হবে।
ছবি টা সুন্দর, আপনি এর মাঝে গ্রামে বেড়াতে যান নাই ? ছবি ব্লগ দিয়েন গিয়ে থাকলে।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ গ্রামে গিয়েছি। কিন্তু ছবি তোলা হয়নি। এরপর গ্রামে গেলে ছবি তুলে আনবো। পোষ্ট দিব।

১২| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: চাঁদগাজী কে ব্লগ টিম নীতিমালায় এনেছে, আনুক হয়তো সময়মতো আনব্যন করবেন প্রয়োজনে। না করলেও না করুক। প্রত্যেককে নীতিমালার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। নীতিমালা হতে হবে সবার জন্য সমান।

আর আপনি কিসের সাথে কি তুলনা করলেন? কোথায় নিউ ইয়র্ক ফ্যাশন উইক আর কোথায় সার্কাস!!


আপনি এগুলো বাদ দিয়ে দেশের মানুষের পক্ষে লিখুন। যারা শুধু এক পক্ষের দোষ দেখে অন্য পক্ষের দেখেনা তাঁদের ভদ্র ভাবে পরিহার করুন।

ব্লগে সবাই বেশ জ্ঞানী এবং বিচক্ষণ। সবাই সব বুঝে।

১৩| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:




রাজীব না মাত্র বের হয়েছে !
আবার ভেতরে যাবার জন্য এইরকম পোষ্ট লেখা :(

জটিল যে কার মাল্টি সেটা আমরা অনেকেই জানি ।
সো হোয়াট ? ব্লগে অনেকের একাধিক মাল্টি আছে এবং মাল্টি থেকে লেখে ।
যদি সে ব্লগের নিয়মের বাইরে লেখে সেটা এডমিন দেখবে ।

খেলাঘরের লেখা আমিও মিস করি ।
হয়তো কিছুদিন পর আবারও চলে আসবে এবং লিখবে ।

কিন্তু এখানে কেউ কারো সাথে কম্পিটিশন করছে না ।
কাজেই এভাবে তুলনা করা ঠিক না ।

হিংসা বিভেদ বাদ দিন। সত্যের সাথে থাকুন।
শুধু হিংসাত্মক মনোভাবটা বাদ দিলেই সুন্দর ভাবে জীবনযাপন করা যায়। এমনকি ব্লগিংও।


Why don't you start ? We'll follow you.

এই যে রাজীব এভাবে লিখলো, পুরোই কন্ট্রাডিক্টরি ।
এই পোষ্টটা সম্পূর্ণ হিংসা থেকে লেখা ।

কাউকে এডভাইস করার আগে আমাদের নিজেদের পরিশুদ্ধ করা দরকার ।
নিজেই যেখানে আমি হিংসা আর ঘৃণা প্রকাশ করছি, সেখানে কি করে অন্যদের উপদেশ দেই !!!!



১৪| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



চাঁদগাজী আমার লেখায় যতগুলো মন্তব্য করছেন, তার ১০০ ভাগই তির্যক। তবুও আমি তাকে ব্যন করার পক্ষে নই। অশ্লীল মন্তব্য বা পোস্ট না করলে কাউকেই ব্যন করার পক্ষে নই। তিনি নিজে বলতেন প্রত্যেককে তার কথা বলতে দেওয়া উচিত, অথচ নিজেই আমাকে তার পোস্টে মন্তব্য করার ক্ষেত্রে ব্যান করেছিলেন, এটা হিপোক্রেসি, তবুও আমি তাকে ব্যান করার পক্ষে নই।

১৫| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

একলব্য২১ বলেছেন: চাঁদগাজীর লেখা আমিও মিস করি। উনার সব লেখা না পড়লেও অনেক লেখাই পড়ি।

রাজীব ভাই, আমি আপনার লেখাও মাঝে মাঝে পড়ি। অনেক আনন্দের সাথে পড়ি।

জটিল কার মাল্টি নিক। আমি জানি না। :|

১৬| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৪

রেজাউল৮৮ বলেছেন: মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে। ফ্রুটিকা না খায়ে সত্য কথা কম লোক বলতে পারে। আপনি সেই কম লোকদের মাঝে একজন।
আপনার সাহসি সত্যি কথা বলার জন্য ছেলুট।

১৭| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৯

রেজাউল৮৮ বলেছেন: জটিল ভাই যে কাল্পনিক ভালবাসার মাল্টি এইটাতো বাচ্চা ছেলেরাও জানে। কাল্পনিক ভালবাসা নিজে লিখতে পারে না, লিখলে
তাতে কমেন্ট- ভিউ-টিআরপি আসে না, অথচ চাদগাজি ছার একটা দুই লাইনের পোস্ট দিলেও লোকে তাতে হুমরি খায়ে পরে।
এই হিংসা থেকে চাদগাজি ছারকে ব্যান করে কাল্পনিক ভালবাসা মাল্টিনিকে ব্লগিং কড়তেছেন।
চাদগাজি ছার সেইটা আগেই টের পাইসিলেন, এই জন্য তখনি কয়া দিসলেন- আমারে লিখতে দিতেছে না, এদের অন্য এজেন্ডা আছে। এরা নিজেরা লিখবার চায়।

১৮| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:১২

রেজাউল৮৮ বলেছেন: চাদগাজি ছার এই ব্লগের না, যে কোন ব্লগের গর্ভ হবার যুগ্যতা রাখেন। ব্লগার শেরশায়েরী একবার বলেছিলেন
ডোনাল্ড ট্রাম্প বাংলা শিখছিলেন শুদু গাজি ছারের পোস্ট পড়ার জন্য।
পিথিবিতে এমন আর কেউ আছে?

১৯| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:১২

এমজেডএফ বলেছেন: একজন ব্লগার সবার কাছে একরকম হবে না। কারণ একেকজনের দৃষ্টিভঙ্গি একেকরকম। আপনি বলেছেন, "চাদ্গাজী একজন বিচক্ষন মানুষ। তার দেখার ক্ষমতা, বুঝার ক্ষমতা অনেক উন্নত। তার ধারনা শক্তি অত্যন্ত প্রখর। চাঁদগাজী একজন আন্তর্জাতিক বিশ্লেষক।" -এটা আপনার ধারণা। আপনি চান সবার ধারণা আপনার মতো হউক! এটা মারাত্মক ভুল। X(

চাঁদগাজি/সোনাগাজি সম্পর্কে আমার ধারণা, গ্রামের বাজারে, শহরের গলির মুখের চায়ের দোকানে কিছু অর্ধ-শিক্ষিত, বেকার, বখাটে লোক সারাদিন বসে থাকে। এরা জেনে বা না জেনে বিভিন্ন মুখরোচক বিষয়ে গলাবাজি করে। আশেপাশের মানুষ এদেরকে নিয়ে মজা করে। এরা সকালে এসে বলবে, ২৪ ঘন্টার মধ্যে আমেরিকা ইরান আক্রমণ করবে। তখন পাশের একজন বললো, চাচা কী কইলেন! ইরান কী পারবো? চাচা তখন সবজান্তা শমসেরের মতো মাথা দুলিয়ে বলবে, ইরান ১২ ঘন্টা যুদ্ধ করবে এরপরে কাপুত। এই চাচা আবার পরেরদিন এসে বলবে, বাইডেন ইরানকে ভয় পাইছে, ইরান আক্রমণ করবে না। :P

চাঁদগাজি/সোনাগাজি হলো সেই টাইপের ব্লগার। উনি যা লেখে তার বেশিরভাগ সম্পূর্ণ বা আংশিক ভুল ধারণার ওপরে লেখা। ব্লগে যাদের সেসব বিষয়ে সঠিক ধারণা নাই তারাই উনার পিঠ চাপড়াই। চাঁদগাজি/সোনাগাজি আপাতত ব্লগে না থাকায় আমি মনে করি ব্লগ এখন জমজমাট ও পরিবেশও ভালো। ব্লগের পরিবেশ ভালো না থাকলে ভালো ব্লগার থাকবে না। কারণ এদের লেখার জায়গা আরো অনেক আছে। চাঁদগাজি/সোনাগাজির মতো ব্লগারদের হেই হ্যাডাম নেই, তাই এদেরকে সামুর এডমিন টিমের দয়ার ওপর বেঁচে থেকে সামুতেই গলাবাজি করতে হবে।

যাই-হোক, চাঁদগাজি/সোনাগাজি সম্পর্কে এটা আমার ব্যক্তিগত মতামত। আপনার মতের সাথে অমিলের জন্য দুঃখিত। আগে 'চাঁদগাজি সমর্থকগোষ্ঠি' নিক নিয়ে নেমেছিলেন, এবার 'সোনাগাজি সমর্থকগোষ্ঠি' নিক নিয়ে নামেন এবং বলেন 'আমি দলাদলি পছন্দ করিনা' :)

২০| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৪

রেজাউল৮৮ বলেছেন: ডোনাল্র ট্রাম্পকে টুইটার ব্যানড করায় কার লছ? আগে টুইটারে ট্রাম্প সাবের পোস্টে লক্ষ লক্ষ ভিউ-শেয়ার হত। টিআরপি বারতো।
এখন?

ট্রাম্প নিজে সোসাল মিডিয়া খুলবে। ওখানে ওনাকে কে আটকাবে?

২১| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৭

শূন্য সারমর্ম বলেছেন:



গাজী সাহেব আসবে ব্লগে?কি মনে হয়?

২২| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৮

রেজাউল৮৮ বলেছেন: চাদগাজি ছারকে বলেন- উনি নিজে একটা ব্লগ খুলেন। উনি এডমিন হবেন। কোন মগজ হিন লোক্কে লিখতে দিবেন না।
আমি জানি , অপুমপু জটিলকুটিলআরিউফারিউশায়মামায়মা সবায় আসে ওনার কাছে কান্নাকাটি করবে ব্লগে সুযুক পায়ার জন্য।

২৩| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাঁদগাজীর পার্শ্ববর্তী উপজেলা সোনাগাজী। যা আমার নিজের উপজেলা। চাঁদগাজী, সোনাগাজী দুটো নিকই আমার আপন আপন মনে হত।
উনি ব্যান এটা জানতাম না। যাক সামু টিমের সিদ্ধান্তের উপরে কিছু বলার নাই। তবে আমার দেখা সময়ে চাঁদগাজীর চেয়ে বেশি সময় কেউ ব্লগে দেন নি বলেই আমার ধারণা।

২৪| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: জটিলের পোস্ট গুলো বেশ মজার।

২৫| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৬

কামাল৮০ বলেছেন: @ রেজাউল৮৮,আমার মনে হয় না জটিল ভাই কাভা ভাইয়ের মাল্টি নিক।তা হলে আমাকে ব্লক করতেন না।অবশ্য কেকি লিখছে তা নিয়ে আমি মাথা ঘামাই না।বেশির ভাগ না পড়াই থেকে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.