নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাংলা সিনেমার নায়ক শাকিব কে মূল্যায়ন করার কিছু নেই। দেশের শিক্ষিত সমাজ তার সিনেমা দেখে না। দেশ ও সমাজের জন্য শাকিব কোনোদিন কিছু করেন নি। দেশ ও সমাজের জন্য যে কিছু করতে হয় সেই জ্ঞান বা মেধা তার নেই। সে শুধু একটা কাজই ভালো পারে- বিয়ে না করে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করা। আর মেয়েদের গর্ভবতী করা। শাকিব এর আসল নাম মাসুদ। সিনেমা করতে গিয়ে সে শাকিব খান নাম নিয়েছেন। উনি মানুষ হিসেবে উন্নত নন। তার মধ্যে মনুষ্যত্ব নেই। মানবিকতা নেই। দেশের মূর্খ শ্রেনী তাকে নিয়ে মাথা ঘামায়। একজন জ্ঞানী বা রুচিশীল ব্যাক্তি শাকিবকে নিয়ে ভাববে না। তাকে নিয়ে ভাবার কিছু নেই। তার একমাত্র যোগ্যতা নিম্ম মানের বাংলা সিনেমা করা।
শাকিবের অভিনয় অতি নিম্ম মানের। অভিনয় একটা শিল্প। কিন্তু এই শিল্প তার অভিনয়ে দেখা যায় না। আজ পর্যন্ত শাকিব এমন একটা মুভি করতে পারে নি, যে সিনেমা তাকে মানুষের হৃদয়ে ধাক্কা দিয়েছে। শাকিবের উচ্চারন ভালো না। সে ইংরেজি কথা বলতে পারে না। (ইংরেজীতে কথা না বলতে পারাটা অন্যায় নয়)। কিন্তু সে এমন ভাব দেখায়- সে ইংরেজিতে অতি পন্ডিত। স্টেজে উঠে একটা ইংরেজী শব্দ বলে ঘাবড়ে যায়। এরপর ভুল উচ্চারনে বাংলা বলতে শুরু করে। মিডিয়ার উচিৎ দেশের সমস্যা গুলোতে ফোকাস করা। শাকিবের মতো তৃতীয় শ্রেনীর নায়ককে নিয়ে লাফালাফি বন্ধ করা। শাকিবের কাজ শুধু মেয়েদের ভুলিয়ে-ভালিয়ে সেক্স করা। একজন নীতিবান মানুষ, একজন আদর্শবান একজন সৃষ্টিশীল মানুষ অনৈতিক কাজ করতে পারে না। একজন ধর্ষনকারীর চেয়ে শাকিব বেশি খারাপ।
আমি আজ পর্যন্ত সাকিবের কোনো সিনেরমা দেখি নাই। কোনোদিন দেখবও না। তবে ইউটিউব থেকে শাকিবের সিনেমার কিছু অংশ দেখে নিয়েছি। অতি অখাদ্য। ভাত রান্না করতে গেলে সব ভাত টিপে দেখতে হয় না। বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ। এই দেশে সব সম্ভব। তাই শাকিব এখনও টিকে আছে। এই দেশের বেশিইর ভাগ মানুষ মূর্খ এবং নির্বোধ। তাদের ভালো সিনেমা সম্পর্কে কোনো ধারনা নেই। যে মানুষ 'দ্য শশাঙ্ক রিডেম্পশন', 'লাইফ ইজ বিউটিফুল', 'চিলড্রেন অব হেভেন' অথবা 'প্যারাসাইট' এর মতো মুভি গুলো দেখেছে, তাঁরা কোনো দিনও বস্তাপচা শাকিবের মুভি দেখবে না। আমার মনে হয় শাকিব নিজেও এরকম মুভি কোনদিন দেখেনি। দেখে থাকলে সে নিজের মুভি গুলো দেখেই লজ্জা পেতো।
বাংলাদেশ অতি ছোট দেশ। এই দেশে টিভভি চ্যানেল, দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল খুব বেশি হয়ে গেছে। (খোজ নিলে জানা যাবে, মিডিয়া হাউজ গুলোর বেশির ভাগ মালিকই দূর্নীতিবাজ)। বিনোদন রিপোর্টারদের খেয়েদেয়ে আর কাজ নেই। তাই তাঁরা সস্তা বিষয় নিয়ে মাতামাতি বেশি করে। একজন খেটে খাওয়া মানুষের শাকিব কে নিয়ে ভাবার সময় নাই। এই সমাজে একজন সিকিউরিটি গার্ডের যে মূল্য, শাকিবের তাও নেই। কিন্তু বাংলাদেশ বলেই শাকিবকে নিয়ে নিউজ হয়, মাতামাতি হয়। সাধারণত বাংলাদেশের মানুষ হলে গিয়ে সিনেমা দেখে না। এখন টিভি ছাড়লেই অসংখ্য চ্যানেল। দারুন দারুন সব সিনেমা, নাটক, দেখা যাচ্ছে। কাজেই শাকিবকে নিয়ে ভাবার কিছু নেই। বিনা দ্বিধায় বলা যেতে পারে এই শালা লুচ্চা।
মূলত শাকিব একজন লুচ্চা। আমার ধারনা অসংখ্য মেয়ের সাথে সে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করেছে। এটাই তার নেশা। শাকিব একজন সাইকো। তার পেশা সিনেমা করা আর নেশা মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করা। মিডিয়ার কারনে আমাদের সামনে অপু বিশ্বাস আর বুবলীর নাম এসেছে। কিন্তু আমার ধারনা কমপক্ষে সে ১০০ মেয়ের সর্বনাশ করেছে। শাকিব একজন নির্লজ মানুষ। সরকারের উচিৎ শাকিব সম্পর্ক তদন্ত করে তাকে আইনের আওতায় আনা। খোজ নিলে জানা যাবে সে অসংখ্য মেয়ের সাথে লটর-পটর করেছে। শাকিবের চেয়ে অনেক বেশি নির্লজ আমাদেরর মিডিয়া হাউজ গুলো। তাদের উচিৎ শাকিব নামের নর্দমার কীটের নিউজ করা থেকে বিরত থাকা। শাকিব কে বাদ দিয়ে আমাদের ভাবতে হবে দেশের সমস্যা ও সমাধান নিয়ে।
০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: সহমত।
২| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লিখেছেন।
০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:৫১
একলব্য২১ বলেছেন: কোথায় যেন পড়েছিলাম শাকিব খানের আসল নাম মাসুদ রানা।
খান টাইটেলটা কার নাম থেকে কপি করেছে শাহরুখ খান, সালমান খান না আমির খান।
০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: তার সিনেমা গুলোও কপি করা, নামও কপি করা।
৪| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:৫২
মোগল বলেছেন: শাকিব খান একজন ভাল অভিনয় শিল্পী
০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: তার কোন অভিনয় দেখে আপনার এরকমটা মনে হলো?
৫| ০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৩:০১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে অনেকাংশেই পুনরুদ্ধার করেছে শাকিব খানরাই। শাকিব খানের সিনেমা আমার দেখা হয় না। আমি দেখি না বলেই যে বাংলার মানুষজন তাঁর সিনেমা দেখে না এমন নয়। যাই হোক সেসব ভিন্ন কথা।
শাকিবকে দোষারোপ করা যৌক্তিক। তবে আমার প্রশ্ন, আপনার ধারণার কমপক্ষে ১০০ মেয়ের যে সর্বনাশ করেছে এই শাকিব খান, সেই মেয়েগুলো কি অশিক্ষিত আর নাবালিকা ছিল?
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: চলচিত্র জগত শাকিব পুনরুদ্বার করে নি। তার সেই প্রতিভা নেই।
বাংলাদেশে সিনেমা এবং সিনেমা হল গুলোর অবস্থা আপনি ভালো করেই জানেন।
মেয়ে গুলো অসহায় এবং হয়তোবা কিছুটা লোভী।
৬| ০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৪:২০
দেয়ালিকা বিপাশা বলেছেন: সুন্দর আলোচনা। ভালো লেগেছে।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: সফল একজন বর্গাচাষী , যিনি অন্যের পতিত বা অনাবাদী জমিন দেখলেই চাষের জন্য উঠেপড়ে লাগেন এবং সফল চাষ - বাসের পর সোনার ফসল জমিনের মালিক কে উপহার দেন নিজের জন্য কিছু না রেখেই ( পরোপকারী মাসুম মানুষ কিনা,যিনি দান করতে ও ঝামেলা বিহিন থাকতে ভালবাসেন , এর পরে আবার নতুন জমিন খোজে বের করার আশায়)।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: সাকিব একজন অনৈতিক মানুষ।
৮| ০১ লা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১২
কামাল৮০ বলেছেন: সিনেমার আসল কারিগর পরিচালক।হুমায়ূন আহমেদের হাতে পরলে এই লোকই হয়ে যেতো অন্য রকমের অভিনেতা।এখন আর ভালো পরিচালক নাই,তাই ভালো সিনেমা তৈরি হয় না।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সত্য বলেছেন।
তবে ইদানিং কিছু পরিচালক দূর্দান্ত ওয়েব সিরিজ বানাচ্ছেন। সেগুলো দেখুন। ভালো লাগবে। আপনি ''কারাগার'' দেখুন। ভালো লাগবে।
৯| ০১ লা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: রেজাউল ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৯, ৯৮ এখনো পোষ্টে মন্তব্য করলেন না। বুঝলাম না কাহিনী কী ?
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: উনি একজন ক্রিমিনাল।
১০| ০১ লা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: সাকিব খান এর কোন মুভি আমি দেখিনি। ভারতীয় বাংলা মুভি গুলোতে খারাপ করেনি। সাকিব এর চেয়েও আমাদের নায়িকা গুলো বেশি শয়তান। সাকিব বাংলা সিনেমায় অঘোষিত কিং খান। বলিউডে যেমন সালমান খান , ঢালিউডে সাকিব খান। ঢালিউডের সব নায়িকার সাকিবের প্রতি ক্রাশ রয়েছে। জয়া আহসান, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম ও পুজা চেরী ছাড়া , পরমনি ,অপু বিশ্বাস , মাহিয়া মাহি, বুবলি এগুলোকে আমার কখনো একট্রেস মনে হয়নি।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: শাকিবের কপালে দুঃখ আছে।
১১| ০১ লা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ভুল শিরোনাম দিয়ে শুরু করেছেন, সে নায়ক নয়, নায়কের চরিত্রে অভিনয় করা একজন থার্ড ক্লাস অভিনেতা। যে নায়ক চরিত্রে অভিনয় করে সে নায়ক নয় অভিনেতা। অভিনেতাদের নায়ক বলা হচ্ছে, বিশ্বাব্যপী এই ভুলটা প্রতিষ্ঠিত হয়ে আছে, এটা দুঃখজনক!
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: ওকে।
শুধরে নিবো।
১২| ০১ লা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২০
শেরজা তপন বলেছেন: মুল্যায়নতো যা করার পুরোটা আপনিই করেছেন।
আমাদের জন্য আর কি বাকি রেখেছেন? আপনার মগজে ঢুকে গেছে সে একজন অতি খারাপ মানুষ!
তার দু চারটে ভাল গুণের কথা বললে সেটা আপনার পছন্দ হবে না।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: ভালো গুনের কথা আপনিই বলুন।
১৩| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১০:১৩
নিমো বলেছেন: ব্লগেওতো দেখি শাকিব খান মার্কা ব্লগারদের রমরমা।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: নির্বোধেরা সব দখল করে নিচ্ছে।
১৪| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১০:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: শিকারি ছবিটা দেখতে পারেন। এছাড়া সুভাও খারাপ না। বেশকিছু ভালো ছবিও আছে। ব্যাক্তিজীবন ঘাঁটলে তো সিনেমা চলবে না।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: আপনি আছেন ভুলের মধ্যে।
১৫| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১২:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: শকিব ভালোবাসার অভিনয় না করে নায়িকাদেরকে সত্যিকারভাবে ভালোবাসে, সেজন্যই তার ভালোবাসার কারণে নায়িকারা মা হয়ে পড়ে। সে যদি ভালোবাসার অভিনয় করেই খান্ত হতো তাহলে তো আর নায়িকারা তার ভালোবাসায় মা হতো না।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: হুম।
১৬| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১:০৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওর ছবি ছাড়া অন্যদের ছবি চলেই না।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কোনো সিনেমাই চলে না। হাতে গোনা দুই একটা সিনেমা বাদে।
১৭| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ২:৩৯
ককচক বলেছেন: শাকিব একজন লুচ্চা ও স্বার্থপর মানুষ এতে সন্দেহ নাই। ধর্মান্তরিত করে বিয়ে করে বাচ্চা পয়দা করে ডিভোর্স দিয়েছে, সেম কাজ আবার করেছে। ভবিষ্যতে আবার করতে পারে।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: সাকিব এরকম করতেই থাকবে।
১৮| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ২:৫৬
শার্দূল ২২ বলেছেন: হাহাহাহাহা আপনার পোষ্ট পড়ে আমি এখন নিজেকে একটু হালকা অনুভব করছি, এই রাম ছাগল নিয়ে দেশ সংবাদ মাধ্যেমের মাতা মাতি দেখে আমার ভিতরে এত ঘৃণা আর ক্ষোভ জমা হয়েছে যে না পারছি গুছিয়ে বলতে না পারছিলাম হজম করতে। আপনি এত সুন্দর করে তার যোগ্য সব শব্দ এখানে তুলে এনেছেন দেখে আপনার প্রতি কৃতজ্ঞতা ।
প্রথম আলোর মত একটা প্রথাম সারির পত্রিকা তাকে নিয়ে একদিনে অনলাইন নিউজ করেছে ৫ বার। কাল ওদেরকে নিজের সব টুকু ঢেলে দিয়ে লিখেছি। তারপর থেকে ওদের আর কোন নিউজ দেখিনি ছাগল টাকে নিয়ে।
ধন্যবাদ নুর ভাইকে।
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
বদ লোকের বিরুদ্ধে লেখা অব্যহত রাখতে হবে।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৯
পবিত্র হোসাইন বলেছেন: শাকিব খান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছাগল বানিয়ে টাকা ইনকাম করেছেন।
তাকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই।