![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বিকেল শেষের দিকে, সন্ধ্যা ঘনায়মান-
যদিও আকাশ ঝলমল, শরৎ এর মতোন
এমন সময় ঘরে থাকা ঠিক নয়।
জানি, আশ্বিন মাসে কোকিল ডাকে না,
জানো তুমি, কার্তিক মাসে কদম ফুটে না।
ঠিক এমন সময় রাস্তায় বের হলাম,
পথে পথে যেন মানুষের স্রোত!
পথের বয়স বাড়ে না, অথচ একদিন বৃদ্ধ হবো, চেহারার পড়বে বার্ধক্যের ছাপ,
মাথার সমস্ত চুল হয়ে যাবে সাদা!
পুরোনো অট্রালিকা গুলো কুৎসিত মনে হয়।
হিন্দু আর মুসলিম বারবার করেছে দাংগা
ফলাফল দেশভাগ, দূরত্ব অসীম!
কিছু লোক শুধু হিন্দু, মুসলিম হতে চেয়েছে,
আফসোস, তারা কখনো 'মানুষ' হতে চায়নি!
ওরা যদি হিন্দু মুসলিম না হয়ে 'মানুষ' হতে পারতো, হতো না তাহলে দাংগা, রক্তপাত, খুনোখুনি।
দেড় যুগ আগে, এক বেশ্যার সাথে পরিচয়,
ভীষণ সুন্দর সে বেশ্যা,
মুখ ভরা তার শুধু মায়া!
ঝুলে যাওয়া রমনীর মতো স্তন তার নয়!
বেশ্যার অভিজ্ঞতা অতি মনোরম বেশ,
সেই বেশ্যা মনের মধ্যে বেশ ছাপ ফেলেছিলো,
এত বছর পর আজ সেই বেশ্যার নাম স্মরন নাই।
২| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১:০০
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনাও কিছু করলেন না, দেশের মানুষ শান্তির মুখ দেখলো না।
৩| ১৬ ই অক্টোবর, ২০২২ ভোর ৬:২৯
কামাল৮০ বলেছেন: হিন্দু মুসলমান না হলেও রক্ত ঝরতো।উগ্র জাতিয়তাবাদ অনেক রক্ত ঝরার কারন।
মনে পড়ছে না।বনলতা সেন নাতো।
৪| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবকিছু ফুলের মত সফেদ হতে পারতো।
৫| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: শুধু হিন্দু মুসলিম দাংগাই দেখলে, বিশ্বব্যাপী ধর্মযুদ্ধে কেউ কাউকে নাহি ছাড়ে- সমানে সমান।
৬| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: বেশ্যা বলে কিছু নেই। জীবন একটি নাটকের মঞ্চ। সেখানে সবাই সবার রোল প্লে করে।
৭| ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৯
ফেনা বলেছেন: পেন্ডুলামের মত অন্যের ভাবনাটাকে দোলাতে থাকেন।
হা হা হা......
লেখায় মুগ্ধতা রইল।
কেমন আছেন আপনি?
৮| ১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৮
পোড়া বেগুন বলেছেন:
কবিতা হয়েছে চমৎকার।
এবার কবিতাও ধরা দিক আপনার
ভূবনে!
৯| ১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখন পর্যন্ত লেখা আপনার কবিতার মধ্যে এটি শ্রেষ্ট!!
১০| ১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজীব নুরও কবিতা লেখা শুরু করেছেন। আপনাকে নিয়ে আমার একটা পোস্ট। আপনি তো ব্লগ-কবিদের ভাত মারবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
বেশ্যাকে ভালোবেসে বেশ্যালয় থেকে বের করে আনতে পারে কয়জন।