নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বিয়ে করেছেন এজন্য আপনাকে অভিনন্দন।
অনেক শুভ কামনা। আপনি নামাজ পড়েন খুবই ভালো কথা। কোরআন, হাদীস পড়েন এটাও অনেক ভালো কথা। মাশাল্লাহ। যিকির করেন এটা ভালো। একজন মুসুলিম আরেকজন মুসলিমকে দ্বীনের দাওয়াত দিবে এটা স্বাভাবিক কথা। এটা এক হিসেবে মুসলিমের দায়িত্বে মধ্যেই পড়ে। ইমানি দায়িত্ব। কিন্তু আপনার স্ত্রী আপনার কথা শুনে না। মানে না। ইহা দুঃখজনক। খুব দুঃখজনক। আসলে এযুগের মেয়ে গুলো এরকমই। এরা ফেসবুক, টিকটক, আর ইউটিউব নিয়ে মহা ব্যস্ত। ধর্মীয় পথ তাদের ভালো লাগে না।
ধর্মীয় নিয়ম অনুযায়ী এখন আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন, প্রহার করতে পারেন। শয্যা ত্যাগ করতে পারেন। অর্থ্যাত স্ত্রীকে মারতে পারেন। আলাদা বিছানায় ঘুমাতে পারেন। আপনার ধর্ম এবং কোরআন হাদীস এগুলো শেখায়। এগুলো করতে বলে। এগুলো সেই ১৪০০ শ' বছর আগের নিয়ম। কিন্তু ইসলাম একমাত্র ধর্ম তাঁরা নতুন নতুন নিয়ম বের করে না। তাঁরা সেই ১৪ শ' বছর আগের নিয়মেই চলছে। কেয়ামত পর্যন্ত মুসলিমরা কোরআন হাদীসের বাইরে যেতে পারবে না। এদিকে যুগ বদলে গেছে। নিয়ম কানুন, আইন সব বদলে গেছে। এমন কি দেশও কোরআন হাদীসের নিয়মে চলে না। দেশ চলে সংবিধান অনুযায়ী। অর্থাৎ মুসলিমরা কি ১৪ শ' বছর আগের নিয়মকানুন মানতে গিয়ে আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে যাচ্ছে?
শুনুন আপনি বিয়ে করেছেন বলেই যে আপনার স্ত্রী আপনার কথায় উঠবস করবে সেটা ভাবা ঠিক হবে না। সে যদি নামাজ কালাম না পড়ে, ধর্মীয় নিয়ম কানুন পুরোপুরি না মেনে জীবনযাপন করে এবং আপনার দ্বীনের দাওয়াত না গ্রহন করে, সে জন্য আল্লাহ তাকে শাস্তি দিবেন। আপনি আবার রেগেমেগে তাকে মারতে যাবেন না। উনি মামলা করে দিলে আপনি বিরাট বিপদে পড়ে যাবেন। নারী নির্যাতন মামলা মারাত্মক মামলা। কোনো ছাড় নেই। বিচারে কিন্তু তখন ধর্মীয় আইন মানা হবে না, তখন দেশের সংবিধান অনুযায়ী বিচার হবে। অর্থ্যাত আপনি ফেঁসে যাবেন। তাকে তাঁর মতো চলতে দিন। তাকে ভালোবাসুন। একদিন হয়তো আল্লাহ তাকে সঠিক পথ দেখাবেন। সব তো আল্লাহর ইচ্ছাতেই হয়। মহান আল্লাহ না চাইলে কিছুই হবে না। আপনি যতই আপনার স্ত্রীর সাথে ঘ্যান ঘ্যান করেন না কেন।
আপনার কাছে আমার প্রশ্নঃ আপনি কি দরিদ্রদের সাহায্য করেন? আপনি কি অসুস্থদের চিকিৎসা করান? আপনি কি দরিদ্র পিতা মাতার সন্তানকে স্কুলে ভরতি করিয়েছেন? আপনি কি মানুষের বিপদে মানুষের পাশে থাকেন? আপনার পাশের বাসায় কেউ না খেয়ে আছে কিনা সে খবর নেন? অনাথ শিশুদের কোলে নিয়ে আদর করেন? অভুক্ত ক্ষুধার্থ কে পেট ভরে ভাত খাওয়ান? একজন বেকারকে চাকরী দিয়েছেন? একজন ভিক্ষুককে পাশে বসিয়ে পেট ভরে ভাত খাইয়েছেন? একজন রিকশাচাকলকে ৩০ টাকা ভাড়ার বদলে ৫০ টাকা দিয়েছেন? দরিদ্র পিতার কন্যাকে বিয়ে দিতে সহযোগিতা করেন? এগুলো করা উচিৎ। শুধু নামাজ রোজা আর কোরআন হাদীস পড়লেই হবে না। হৃদয়বান মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হবে। মানবিক মানুষ হতে হবে।
আধুনিক বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। টেকনোলোজি সম্পর্কে জানতে হবে। স্কিল বাড়াতে হবে। আধুনিক চিন্তা ভাবনার বই পড়তে হবে। রামায়ন, মহাভারত, ত্রিপিটক, বাইবেল ইত্যাদি গ্রন্থ গুলোও পড়তে হবে। পৃথিবীর সেরা বই গুলো পড়তে হবে। সক্রেটিস কে জানতে হবে, কনফুয়াসকে জানতে হবে, আইনস্টানকে জানতে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে। আধুনিক বিশ্বকে জানতে হবে। ইতিহাস জানতে হবে। শুধু কোরআন হাদীস জানলেই হবে- উত্তর দক্ষিন, পূর্ব পশ্চিম সব দিক গুলোই জানতে হবে। সুন্দরভাবে বাঁচতে হলে, সুন্দরভাবে জীবনযাপন করতে হলে সব কিছুই জানতে হবে। আপনার নিশ্চয়ই অসুখ হলে তাবিজ কবচ নিবেন না। পানিপড়া খাবেন না। সূরা পড়ে ফু দিবেন না। মধু আর কালিজিরা খাবেন না। সঠিক চিকিৎসার জন্য এবং সুস্থ হওয়ার জন্য আপনাকে যেতে হবে একজন ভালো চিকিৎসকের কাছে।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ ভাই পড়তে হবে। অনেক পড়তে হবে।
২| ২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
সংসার ধর্মের ব্যাল্যান্সে ইসলামের পথও সম্ভব যদি মগজের ভাবনায় পরিবর্তিত ভাব ধরা পড়ে।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: ওকে। ভালো কথা।
৩| ২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩২
ঢাবিয়ান বলেছেন: অল্পশিক্ষিত হুজুরদের বয়ান শুনে ইসলাম ধর্মকে বিশ্লেষন করা ঠিক না। এসব বাদ দিয়ে চলতি জীবনের ডাইরি লিখুন।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।
৪| ২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঢাবিয়ান বলেছেন: অল্পশিক্ষিত হুজুরদের বয়ান শুনে ইসলাম ধর্মকে বিশ্লেষন করা ঠিক না। এসব বাদ দিয়ে চলতি জীবনের ডাইরি লিখুন।
এই ব্লগে খুব সহজে কোন কিছু লিখে ফেলতে পারেন রাজীব নূর। ব্যাপারটা ঈর্ষণীয়। উনার টপিক লাগে না। তারপরেও এইসব 'মুক্তির পথ ' খুঁজে বেড়ান কেন বুঝি না। মাঝে মাঝে জোরেশোরে ধমক দিতে ইচ্ছা হয়। পছন্দ করি বলেই।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: ধমকে কাজ হবে না।
মাথায় হাত বুলিয়ে আদর করে বললে কাজ হওয়ার সম্ভবনা আছে।
৫| ২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪১
অনল চৌধুরী বলেছেন: ফেসবুক, টিকটক, আর ইউটিউব নিয়ে মহা ব্যস্ত। ধর্মীয় পথ তাদের ভালো লাগে না। -ফেসবুক, টিকটক, আর ইউটিউব এসব আসার আগেও বেশীরভাগ নারী-পুরুষ অবাধ্য ও অপরাধী ছিলো।
আর এখন তো ভাষায় বর্ণনার অযোগ্য।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: টিকটক আসলে মানুষের সবর্নাশ করছে।
৬| ২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:১২
সোনাগাজী বলেছেন:
দরিদ্র পরিবারের নারীরা সব সময় কষ্টের জীবন যাপন করে থাকে।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ধনী পরিবারেও কষ্ট আছে।
৭| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:১১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বিয়েটা না করাই উচিত । তাহলে আর কোন সমস্যা থাকে না , এত্তসব ক্যাঁচালও থাকে না ।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই এক হিসেবে উত্তম।
৮| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:১৭
বিটপি বলেছেন: চাইলেই স্ত্রীকে ধরে মারা যায় - এটা ইসলামের কোন শরীয়তে পেয়েছেন? আমাদের প্রিয় নবীজি (স) বা সাহাবায়ে কেরামগণ তাঁদের স্ত্রীদের গায়ে হাত তুলেছে - এরকম কোন প্রমাণ কি আপনার হুজুর দেখাতে পারবে? ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকলেই যে বউ বেয়ারা হয়ে যাবে - স্বামীর আনুগত্য করবেনা - এরকম মনে করার কোন কারণ নেই। পুরো বিষয়টা নির্ভর করে সম্পর্কের গভীরতার উপর।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: তর্ক করবো না।
তর্ক করা আমার স্বভাবে নাই।
৯| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসব লেখা বাদ দিয়ে ফুটপাথের ডায়েরী লিখুন।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: ওকে।
১০| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪১
রসায়ন বলেছেন: একমত
বিশেষত টেকনোলজির ব্যাপারটা। স্বামী স্ত্রী যদি এতে এক্সপার্ট হয় তাহলে সন্তানও হবে। এভাবে টেক নলেজ সমাজে বাড়বে একই সাথে নৈতিকতার সাথে টেক ব্যবহারের দিকটাও বাসা থেকেই শেখা হয়ে যাবে।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
১১| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৮
কাঁউটাল বলেছেন: কমেন্টে তো দেখি ভালই ধোলাই খাচ্ছেন। এরপরেও চুলকানি রোগ না সারলে চুলকানির যায়গায় "শিয়ালের হাড্ডির তেল" মালিশ করার পরামর্শ থাকল। গুড লাক।
৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১২| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১১
জুল ভার্ন বলেছেন: আপসোস! কাঠ মোল্লাদের বয়ান শুনে তুমি ইসলাম ধর্ম বুঝেছো!
৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: না না। আমি কাঠ মোল্লাদের কোনো কথা বিশ্বাস করি না।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইসলামে স্ত্রীর অধিকার সম্পর্কে আপনার ধারণা নাই রাজীব ভাই। অনেক পড়াশোনা করতে হবে। পড়াশোনার শেষ নাই। চাইলে সুদূর চীন দেশে যেতে পারেন।