নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মদ, নারী ও লেখক

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৫



একজন লেখক বললেন, আমি কেন মদ খাই, তা আমি জানি। তুমি খেতে চাও না, খেয়ো না।
প্রতিভাবান পুরুষরা যদি ঠিক আশ মিটিয়ে মদ আর নারী সঙ্গ না ভোগ করে, তাহলে তাদের বুদ্ধি ঘাটতি দেখা দেয়।

মদ খাওয়ার পর অনেক মানুষ কে দেখেছি, অমানুষ হয়ে যায়। অথচ লেখক সাহেব চিৎকার করে বলেন, শ্রীকৃষ্ণ পরনারীকে নিয়ে বাগানে বসে মদ খেয়েছেন, যীশু নিজে তার শিষ্যদের মদ গ্লাসে ঢেলে দিয়েছেন।

লেখক বললেন, আমি প্রতিভাবান। আমি যা খুশি তাই করবো। আমি মদ খেলেও ঈশ্বর বিশ্বাস করি। ঈশ্বর কেন বিশ্বাস করি সেই ঘটনা টা তোমায় বলিঃ আমার বিশ্বাস আমার সব রকম বিপদে ঈশ্বর আমাকে বাঁচাবেন। একদিনের ঘটনা বলি শোনো-
তখন আমার বয়স অল্প। সবে মাত্র লেখালেখি শুরু করবো ভাবছি। সংসারে অভাব, বেকার আমি। দুটো টিউশনি করি মাত্র। তাতে চা সিগারেট হয়ে যায়। কিন্তু সেই দুটো টিউশনি চলে গেলো। সংসার একেবারে অচল হয়ে গেলো। ঘরে চাল নেই, চুলা বন্ধ। আমার অসুস্থ মা, ক্ষুধায় ভুলভাল বকতে শুরু করলো।

ফার্মগেট ব্রীজের নীচে দাড়িয়ে ভাবছি কি করবো? কোথায় যাবো? ঠিক এমন সময় আকাশ কালো করে বৃষ্টি নামলো। সে কী বৃষ্টি! যেন সারা শহর আজ ঢুবে যাবে। তিন ঘন্টা হয়ে গেলো বৃষ্টি আর থামে না। ভাবছি ভিজে ভিজে বাসায় ফিরবো কিনা। এদিকে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। ক্ষুধায় আমি সত্যি সত্যি বাচ্চাদের মতো কাদতে শুরু করলাম। বৃষ্টির পানি আর আমার চোখের পানি মিলে মিশে একাকার। এমন ক্ষুধা লেগেছে কান্না আসবে না? কাঁদতেই কাঁদতেই বললাম, হে ঈশ্বর একবার আমার দিকে তাকাও। দেখো আমি কাদঁছি।

ঠিক এমন সময় একটা সাদা গাড়ি এসে আমার সামনে থামলো। একজন বয়স্ক লোক বলল, তোমাকে অনেকদিন ধরে খুজছি। আমার আত্মজীবনী লিখে দিতে হবে। এই নাও এডভান্স টাকা।

এবার তুমিই বলো, ঈশ্বরের দয়া ছাড়া এমন হয়? মদ খাই বলে তুমি আমায় মন্দ মানুষ বলে মনে করো না। দ্বারকানাথ মদ খেতেন, মাইকেল মধুসূদন মদ খেতেন, সুনীল গঙ্গোপাধ্যায় মদ খেতেন, শ্রেক্সপিয়ার থেকে শুরু সত্যজিৎ রায় পর্যন্ত মদ খেতেন।

মদ খেয়ে বাসায় গিয়ে আমি স্ত্রীকে মাগী বলে গালি দেই না। স্ত্রী মানেই তো একটুকরো স্বচ্ছ আকাশ। আর এ কথাও সত্য নিশিকন্যাদের কাছে গেলে শরীরের রক্ত দ্রুত চলাচল করে। বুদ্ধি ও মেধা শানিত হয়। এজন্য স্ত্রীর চাইতে বারবনিতাদের সঙ্গ কম মূল্যবান নয়। তবে একই বারবনিতার সঙ্গ দীর্ঘদিন নেওয়া ঠিক না। বিরক্তি চলে আসতে পারে। নিজ গৃহে সব সময় শান্তি পাওয়া যায় না। তাই শান্তির জন্য অন্যের ঘরে যাওয়া অন্যায় নয়।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৮

জুল ভার্ন বলেছেন: লেখাটা ভালো লেগেছে। তবে শিল্পী সাহিত্যিক কিম্বা যেকোনো টাইপের মদখোর তাদের মদ খাওয়া যতটা না নেশা তার চাইতে অনেক বেশী আদিখ্যেতা।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: সবাই আদিখ্যেতা করে না।
কেউ কেউ আসলেই অরজিনাল মদ খোর।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলামে মদ হারাম । নারীর সাথে অবৈধ মেলামেশাও হারাম। এমন কি গান শোনা, টিভি দেখা খেলা দেখা , খেলাধুলা করা এগুলোও নাকি হারাম ভন্ড হুজুররা সেরকম ফতুয়া দিচ্ছে।

মদ অনেকে খায় । আমি কখনো মদ খাইনি। মাঝে মাঝে শিসা টানি । বিড়ি খাই নিয়মিত। সুযোগ থাকা স্বত্বেও আমার বউ এর সাথে প্রতারণ করে কোন নারীকে হ্যান্ডসেক ও ফরমাল হাগ করা ব্যাথিত কোন নষ্টামি করিনি।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: আপনি গুড বয়। আপনি কিছু নীতি ধরে রেখেছেন। যা সবাই পারে না। স্রোতে গা ভাসিয়ে দেয়। আপনি তাদের থেকে আলাদা।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৯

নীল আকাশ বলেছেন: পুরো লেখা কনফিউজিং।
আদতে কী বোঝাতে চেয়েছেন?

০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: আবোল তাবোল লেখা। কিচ্ছু বুঝাতে চাইনি।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যে মদখোরের বক্তব্য আপনার লিখায় উঠে এল তাকে আমি বলব অসভ্যতামোকে প্রশ্রয় দেবার ভ্রান্ত যুক্তি !

স্ত্রীকে কেবল এক টুকরো স্বচ্ছ আকাশ মনে করলেই সাতখুন মাফ হয়ে যায় না , প্রতারণা করাটাও একটা জঘন্য কাজ ।

লিখাটা ভালো ছিল !!

০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: স্ত্রীকে ভালোবাসে।
তাই বলে পরনারীর কাছে গোপনে যাওয়া যাবে না। অল্প সময় কাটানো যাবে না?

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: কবিদের কতটুকু মদ খাওয়া দরকার রাজীব দা
সব কবিরাই কি মদ খায়? কিছু কিছু নারী বলে
কবি সাহিত্যক রা মদ খায় নারী বাজি করে
কথাটা কতটুকু সত্য জানা না--------

০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: ধনীরা কবিরা মদ খায়।
দরিদ্র কবিরা হায় হায় করে।

নারীবাজি কবি সাহিত্যিক, আমলা, মন্ত্রী, ধার্মিক সকলেই করিয়া থাকে।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৮

নাহল তরকারি বলেছেন: মদ খাওয়া খুবই দরকার?

০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে অল্প স্বপ্ল খাওয়া অন্যায় নয়।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭

অনল চৌধুরী বলেছেন: আমি চা-সিগারেট-মদ-কোনো ভালো খারাপ নেশার কোনোটাই করিনা।
আর নারীর ব্যাপারে, কৃষ্ণ করলে লীলাম আমরা করলে ....!!!!
আর বিবাহিত কবি নজরুল একের পর এক প্রেম করলে তাকে বলা হবে প্রেমের কবি কিন্ত অন্যরা করলে চরিত্রহীন !!!!
কি আজব !!! কৃষ্ণ করলে লীলা খেলা আমরা করলে
সতর্কীকরণ: পরকিয়া মহাপাপ।
ইহাতে সংসার ভাঙ্গে এবং সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: ইউ রাইট।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার কথা মানলে তাহলে বলতে হয় নৈতিকতা নামক শব্দটার আর দরকার কী ? ভালোবাসা দিয়েই না হয় দিনাতিপাত করা যাক !!

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: হে হে হে----

৯| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:


বাংগালীর কথা মেন রেখে ধর্ম মদকে নিষিদ্ধ করেছে।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: তবে মদ না খাওয়াই উত্তম।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার বস মধ্যবিত্ত থেকে ধনী হয়েছে। সে জানার কথা মধ্যবিত্ত লাইফ কেমন। কিন্তু তারপরও সে গতানুগতিক ধনীদের মত মদ খায়, জুয়া খেলে, পরনারীতে মত্ত থাকে। ব্যপারটা এমন এটা না করলে তার দাম থাকবে না ধনীক শ্রেণীতে। লেখকদেরও মদ, নারীতে আসক্তি অনেকটা স্রোতে গা ভাসানোর মত...

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: মদ এবং নারী থেকে দূরে থাকাই উত্তম।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৫

তানভির জুমার বলেছেন: এই সমস্ত লেখক সভ্য সমাজের জন্য বিপদজনক। অবশ্য যারা নিজেকে প্রগতিশীল, মুক্তমনা বলে বিশ্বাস করে তাদের জন্য মদ পান, পর নারীতে আসক্তি খুবই স্বাভাবিক।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: ইয়েস, ইউ রাইট।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি এটা বিশ্বাস করিনা। পৃথিবীতে হাজার নজির আছে যারা মদ ও পরনারী ভোগ করেনি তারা অনেক অবদান রেখে গেছেন। প্রতিভার সাথে মদ,নারীর কোন সম্পর্ক নেই।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: সহমত।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পরনারী আসক্তি কি টেস্টোস্টেরন উপর নির্ভর করে ? নাকি ব্যাপারটা মানসিক ?

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: আমি সঠিক জানি না।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৬

অগ্নিবেশ বলেছেন: আমি আমার হালাল ইনকামের টাকা দিয়ে মদ কিনে খাই, এতে কি কাহারো কোনো ক্ষতি হয়?
মদের মহিমা মাতালেরা এবং স্বয়ং আল্লাই সবচেয়ে ভালো বোঝে, তাই স্বয়ং আল্লাই বেহস্তে
অফুরন্ত মদের ব্যবস্থা করে রেখেছে। ইহা কি রাজীব ভাইদের মত আম আদমীরা বুঝবে?

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: না আমি বুঝতে পারবো না।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

সামরিন হক বলেছেন: যেখানে মদ খাওয়া বা নেশা করা বা পরনারী/পুরুষের সাথে মেলামেশা করা,নৈতিকতা হয়ে যায়,সেখানে এর বিপরীতে অবস্থান করা মানুষগুলোকে নীতিহীনই মনে হয়।তারপরও কিছু মানুষ এই নীতিহীনের দলেই অবস্থান করে যায় । আর আমিও এমন একজন নীতিহীন যে নেশাকে প্রতিভাবানদের প্রতিভার অবক্ষয় হিসেবে দেখি ।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

রানার ব্লগ বলেছেন: মদ ও পরনারী দুইটাই মাত্রারিক্ত বিরক্তিকর। মাত্রা ঠিক থাকলে দুইটাই স্বর্গ সুখের কারন । রুপক অর্থে কোন নারীই আপন না । সব নারীই পর। মাতা আপনার পিতার স্ত্রী, বোন তাহার স্বামীর সম্পত্তি, স্ত্রী তাহার বাবার সম্পদ । তাহলে আপন নারী কে ? কেউই না ।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন তো।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮

নতুন বলেছেন: একজন লেখক বললেন, আমি কেন মদ খাই, তা আমি জানি। তুমি খেতে চাও না, খেয়ো না।
প্রতিভাবান পুরুষরা যদি ঠিক আশ মিটিয়ে মদ আর নারী সঙ্গ না ভোগ করে, তাহলে তাদের বুদ্ধি ঘাটতি দেখা দেয়।


এটা ভন্ড মানুষের অযুহাতের সুর।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: মোটেও না।
সৃষ্টিশীল মানুষেরা এরকম হয় যুগ যুগ ধরে।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৮

অনল চৌধুরী বলেছেন: কোথায় গায়েব হয়ে গেলেন ?????

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: ঢাকার বাইরে গিয়েছিলাম।
ফিরে এসেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.