নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রথম কথা হলো এই বর্তমান যুগে এসে ১৪ শ' বছর আগের নিয়ম কানুন মেনে চলা বোকামি হবে। ১৪ শ' বছর আগে মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিলো না। বিশেষ করে মরুভুমির দেশ গুলো। তাই তাঁরা বেশির ভাগ কথাই ভুলভাল বলে গেছেন। এখন তাদের কথাবার্তা জাস্ট রুপকথা বলা যেতে পারে। দেখুন, দেশ কিন্তু ধর্মের বিধানে চলে না। দেশ চলে সংবিধান অনুযায়ী। কাজেই বর্তমান জীবনে আপনাকে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য ধর্ম থেকে দূরে থাকতে হবে। সেই সময় আরবের লোকজন জানতে পারেনি- সক্রেটিসের কথা, প্লেটো বা এরিস্টটলের কথা। তাদের জন্মের বহু আগে এই মহান পন্ডিতদের ইতিহাস। তাদের জানতে পারলে, চিনতে পারলে- আরবদের চিন্তা ভানায় পরিবর্তন আসতো। পরিবর্তন আসতো তাদের ধর্মগ্রন্থ গুলোতেও।
আজকের এই আধুনিক পৃথিবী মানুষের তৈরি।
দীর্ঘ সময় পাড়ি দিয়ে মানুষ আজকের সভ্যতা গড়ে তুলেছে। কোনো নবী বা রাসূল এই আধুনিক পৃথিবী তৈরি করে দিয়ে যান নি। আধুনিক বিজ্ঞান তৈরি করে দিয়ে যাননি। তাদের অলৌকিক ক্ষমতা দিয়ে ইন্টারনেট, ল্যাপটপ বা মোবাইল তৈরি করে দিয়ে যাননি। একসময় চুলে উকুন হলে বলা হতো- ন্যাড়া হয়ে যাও, তিন দিন রোজা রাখো। বরকি জবো করো। এখন কিন্তু চুলে উকুন হলে ন্যাড়া হওয়ার দরকার পড়ে না। রোজা রাখারও দরকার পড়ে না। বরকি জবো দেওয়ারও প্রয়োজন পড়ে না। তাই আপনাকে চলতে হবে, আধুনিক নিয়মে। ১৪ শ' বছর আগের নিয়ম কানুন আগলে রাখলে আপনি অকালেই ঝড়ে যাবেন। পড়ে যাবেন। অন্ধকারে রয়ে যাবেন। টানা এক বছর কালিজিরা বা মধু খেলে আপনার অসুখ ভালো হবে না। আপনাকে ভালো ডাক্তার দেখাতে হবে। ওষুধ খেতে হবে।
যারা ইবাদত করছেন, তাঁরা পরকালের ভয়ে ইবাদত করছেন।
তাঁরা মনে করেন মৃত্যুর পর অন্য এক দুনিয়া আছে, সেই দুনিয়াই আসল দুনিয়া এবং সেই দুনিয়া অনন্ত কাল থাকবে। এরকমই তাদের বুঝানো হয়েছে। আসলে তাঁরা কোরআন এবং হাদীসের বাইরে যেতে পারেননি। এই দুই গ্রন্থই আকড়ে থেকেছেন। সারা বিশ্ব তো এই দুই গ্রন্থ দিয়ে চলছে না। কিন্তু মুসলিম জাতি পুরনো ধ্যানধারনা ত্যাগ করতে পারছে না। একটা ছোট ঘটনা বলি- এক ছোট বাচ্চা জানালার গ্রীল ধরে উপরে উঠেছে। হঠাত বাচ্চাটা গ্রীল থেকে ফ্লোরে পড়ে যায়। বেশ ব্যথা পায়। তখন বাচ্চার ধার্মিক পিতামাতা এবং আত্মীয়স্বজন বলছে, এটা শয়তানের কাজ। এই বাচ্চার প্রিয় খেলা জানালার গ্রীল ধরে উপরে উঠা-নামা। কখনও সে নীচে পড়ে যায়নি। সেদিন তাকে শয়তান ধাক্কা মেরে ফেলেছে। তারপর বাসায় সোনা রুপার পানি ছিটানো হয়। দোয়া পড়ে চারিদিকে ফু দেওয়া হয়। ফু'য়ের এমন পাওয়ার শয়তান বাবাগো মাগো বলে পালিয়ে যায়। ধার্মিকদের এই সব ঘটনা আমাকে বিনোদন দেয়।
দেখুন আপনার ভালো না লাগলে ইবাদত করবেন না।
আপনি ইবাদত করলে ঈশ্বরের কোনো উপকার হবে না। বা সমাজ সংসারের কোনো উপকার হবে না। কিন্তু আপনি যদি কাজ করেন, পরিশ্রম করেন- তবে সমাজ, সংসারের উপকার হবে। ইবাদর করলে টাকা পয়সা পাবেন না। অথবা আপনার সংসার অটোমেটিক চলে যাবে না। ধার্মিকেরা বলে রিজিকের মালিক আল্লাহ। কথাটা ঠিক নয়। আসল সত্যটা গরীব মানুষেরা ভালো করেই জানেন। যাদের ঘরে খাবার আছে তাঁরা মানেন রিজিকের মালিক আল্লাহ। মূরগীর রোষ্ট মুখে নিয়ে আহ্লাদ করে বলেন রিজিকের মালিক আল্লাহ। কিন্তু যাদের ঘরে দিনের পর দিন খাবার নেই তাঁরা জানেন রিজিকের মালিক আল্লাহ নন। এবং এই সমস্ত দরিদ্র পরিবার গুলো সব সময় রেগে থাকেন তাদের উপর যারা বলেন, রিজিকের মালিক আল্লাহ। তাহলে তাদের রিজিক কই? তাদের রিজিকের কথা আল্লাহ ভুলে গেছেন? অবশেষে তাঁরা খাবারের জন্য জনে জনে হাত পাতে, রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, চুরী করেন, ছিনতাই করেন। অথবা এমনও হতে পারে প্রভু তাদের রিজিক রেখেছেন চুরী-ছিনতাইয়ে।
বর্তমান পৃথিবীতে কোন ধর্মের লোক বেশি জানেন?
আমি বলে দিচ্ছি বর্তমান পৃথিবীতে ধর্মহীন লোক বেশি। ধর্মহীনদের নাস্তিক বলা হয়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খিস্টান থেকে নাস্তিক সবচেয়ে বেশি এই বিশ্বে। কারন মানুষ বুঝে গেছে ধর্ম আকড়ে থাকলে না খেয়ে মরতে হবে। পরকালের লোভে পড়ে মানুষ বর্তমান জীবনটা নষ্ট করতে চায় না। মানুষ জানে তার জীবন একটাই। এক জীবনের যতটুকু পারা যায় জীবন উপভোগ করে নিতে হয়। নাস্তিকরা (জ্ঞানীরা) বলেন ধর্ম নামক কুসংস্কার থেকে দূরে থাকুন, ভালো থাকুন। একজন মানবিক মানুষের, একজন হৃদয়বান মানুষের ধর্মের প্রয়োজন পড়ে না। একজন শিক্ষিত রুচিশীল আধুনিক মানুষের ধর্মের প্রয়োজন পড়ে না। যারা বদ, ভন্ড, লোভী, নারীবিদ্বেষী, সুযোগ সন্ধানী তাদের প্রয়োজন ধর্ম নামক আফিম। ভালো মানুষের ধর্ম লাগে না। ভালো কাজ করতে ধর্ম লাগে না। নীতি ও সৎ জীবনযাপন করতে ধর্ম লাগে না।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ গুলোতে সব সময় কুসংস্কারে এগিয়ে থাকে।
২| ১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে। আপনিও ধর্ম থেকে দূরে গিয়ে নাম বদল করবেন, বায়োডাটাতে ধর্মে অবিশ্বাসী লিখবেন। সামাজিকতার ভয়ে স্ত্রী, সন্তানদের ধর্মীয় চর্চা করাবেন না। বিভিন্ন ধর্মীয় উৎসব থেকে নিজেকে বিরত রাখবেন...
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: আরেহ ভাই-- সমাজে বাস করতে হলে ইচ্ছা না থাকলে অনেক কিছু মেনে চলতে হয়।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৩
আমি নই বলেছেন: আমার দেখা মতে অধার্মিকরা ক্রুয়েল হয় বেশি। এই ধরেন চাইনিজরা, ওরা কেমন নিষ্ঠুর তার প্রমান ইউটিউবে ওদের খাদ্যভ্যাস নিয়ে ভিডিও গুলো দেখলেই বুঝবেন, জীবন্তু কুকুর-বিড়ালসহ অন্যান্ন প্রানীকে যেভাবে নির্যাতন করে এটা একমাত্র অধার্মিক বলেই পসিবল। উইঘুরদের উপর ওদের নির্যাতনের কথা নতুন করে বলার কিছু নেই। জাপানিজরাও ২য় বিশ্বযুধ্যে এটমবোমা হামলার পুর্ব পর্যন্ত চরম মাত্রার নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: ধার্মিকেরা বেশি নিষ্ঠুর হয়। আপনি আমি একটা গরু জবাই করতে পারবো না। কিন্তু একটা মাদ্রাসার হুজুরের কাছে এটা কোনো ব্যাপারই না।
দেখুন একদিনে মুসলিমরা লাখ লাখ গরু জবাই দেয় অমানবিক ভাবে।
একেক জাতি একেক রকম, তাদের খাদ্যবাস আলাদা।
সবচেয়ে বড় কথা ক্ষুধা কোনো ধর্ম মানে না।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫১
ঋণাত্মক শূণ্য বলেছেন: ব্রো, মানুষকে ধর্ম থেকে সরাতে এর থেকে শক্ত যুক্তি দিতে হবে। আপনি যে যুক্তি দিয়েছেন, তা পড়ে ধর্ম হীনেরাও ধর্ম থেকে দূরে যেতে পারবে না তেমন।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: আমি কাউকে ধর্ম থেকে সরাতে চাই না। আমি চাই সকলে ধার্মিক হোক। মানবিক হোক।
আমি জ্ঞানী নই। কঠিক যুক্তি আমার নেই। লিখে লিখে কাউকে প্রভাবিত করার ক্ষমতা আমার নেই।
৫| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
নীল-দর্পণ বলেছেন: আপনি বললেন ভালো না লাগলে ইবাদত না করতে, আর যদি কারো ভালো লাগে ইবাদত করতে তবে তার জন্যে কিছু বললেন না যে?
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯
রাজীব নুর বলেছেন: মানুষ ইবাদর করুক। প্রার্থনা করুক। সেটা কোনো সমস্যা না। সেই সাথে মানুষ সৎ থাকুক, মানবিক হোক।
৬| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১
কাঁউটাল বলেছেন: "লো কোয়ালিটি" লেখকের "লো কোয়ালিটি" লেখা।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০
রাজীব নুর বলেছেন: মন্তব্যটা আসল 'নিক' থেকে করলেই পারতেন। আমি কিছু মনে করতাম না।
৭| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি কাউকে ধর্ম থেকে সরাতে চাই না। - তাহলে আপনার লেখার টাইটেল ভুল।
আমি চাই সকলে ধার্মিক হোক। মানবিক হোক। - ধার্মিক মানুষ মাত্রই মানবিক। অধার্মিক মানুষ মাত্রই অমানবিক। আসল ধার্মিক হওয়াটা বড় কথা। লোক দেখানো ধার্মিক দেখে ধান্ধায় পড়ে গেলে বিপদ।
আমি জ্ঞানী নই। কঠিক যুক্তি আমার নেই। লিখে লিখে কাউকে প্রভাবিত করার ক্ষমতা আমার নেই। - তাহলে লেখার মধ্যে এমন টোন না আনলেই হলো। আপনি কি বিশ্বাস করেন সেই টোনে লিখলেই ল্যাঠা চুকে গেলো।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: হ্যাঁ টাইটেল ভুল। তবে ধর্মে কিছু খাজাখুরি কথাবার্তা আছে, সেসব থেকে মানুষের দূরে থাকা উচিৎ।
ধার্মিকেরা কসাই। দেখেন না মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে কি অমানবিক ভাবে ধর্মের দোহাই দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হয়।
আফগানিস্তানে তো গজব অবস্থা।
হ্যাঁ সেটাই। আমাকে বুঝে লিখতে হবে।
৮| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মানুষকে ভালোবাসুন, তাতেই চলবে।
যদি সত্যিকার অর্থে মানুষকে ভালবাসতে পারেন, আপনার আর কিছু লাগবে না।
আর, মনে রাখা জরুরী, অন্য মানুষকে ভালবাসতে হলে নিজেকে আগে ভালোবাসতে হবে।
যে নিজেকে ভালোবাসে না, সে অন্যকে কি করে ভালোবাসবে!!! তাই এটা জরুরী।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শাইয়্যান ভাই।
আপনি ভালো মানুষ। তাই সহজ সরল সুন্দর মন্তব্য করেছেন।
আপনার মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ন।
৯| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:২২
আমি নই বলেছেন: আপনি মনে হয় ওদের কান্ড কারখানা দেখেন নি। যাইহোক ধার্মিক আর অধার্মিক উভয়ই যদি নিষ্ঠুর হয় তাহলে ধর্ম থেকে দুরে থেকে লাভ কি?
মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ধর্মের দোহাই দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হয় এটা যেমন সত্যি এটাওতো সত্যি সবচাইতে বড় অধার্মিক দেশ চীন ধর্ম থেকে দুরে রাখার জন্য কশাইয়ের চাইতেও বেশি নিষ্ঠুরতা অবলম্বন করে, যেমন জীবন্ত মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বের করে বিক্রি করে দেয়া।
সবচাইতে বড় কথা অধার্মিকদের সমাজে ভালো কন্ট্রিবিউশন কি?
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: ধর্মের মধ্যে থেকেই বা লাভ কি? কোনো লাভ নেই। ধর্ম মানুষকে কোনঠাসা করে ফেলে।
চীন পরিশ্রমী জাতি। চীনের শ্রমিকরা আন্দোলন করলেও, তাদের কাজ বন্ধ রাখে না। ধরুন এক জুতোর কারখানার শ্রমিকরা আন্দোলন করছে, তখনও তাঁরা এক পাটির জুতো বানায়। যাইহোক, মানুষ নিয়ে ছেলেখেলা বেশি খেলে ভারতের লোকজন, তারপর বাংলাদেশের।
নাস্তিকেরা বাস্তববাদী হয়। সবচেয়ে বড় কথা তাঁরা ধর্মের বাইরে গিয়ে চিন্তা ভাবনা করতে জানে।
১০| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পোস্টটা আমার কাছে ছেলে ভোলানো পোস্ট বলে মনে হলো । যতটা যৌক্তিকতা এই পোস্ট দাবি রাখে তার ছিঁটেফোঁটাও নেই । যা কিছু টেনে এনেছেন তা ধর্মের মৌলিক বা একদম কেন্দ্রিক কোন অনুশীলন নয় তাই ধর্মকে যেভাবে চিত্রিত করেছেন তা হাস্যকর বলে মনে হচ্ছে ।
কিছূদিন আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে খুব আবেগি পোস্ট করলেন এখন দেখি পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন । এটা আপনার ইচ্ছা , সেটা কথা নয় কিন্তু এই যে বিরোধিতা এর কোন শক্ত ভিত্তি দেখলাম না পোস্টে । একদম শিশুসুলভ বলে মনে হল !!
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: পোষ্ট টা অবশ্যই দুর্বল। কিন্তু এই দুব্বরল পোষ্ট দিয়ে আমার মনের বা আবেগের প্রকাশ নিশ্চয়ই বুঝা যাচ্ছে।
একজন লেখককে সব রকম পাঠকের কথা ভেবেই লিখতে হয়। কোথাও আমি নবীকে হিরো বানাবো। কোঠাও আমি নবীকে জিরো বানাবো। কলম যেহেতু আমার হাতে।
১১| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্ম কোন খারাপ কিছু না।
যার যার ধর্ম কম বেশি হোক মেয়ে চলা উচিত।
সবচেয়ে খারাপ ধর্ম নিয়ে রাজনীতি করা, ধর্ম নিয়ে ব্যবসা করা।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: ধর্ম আছে বলেই তো দুষ্টলোকেরা ধর্ম নিয়ে ব্যবসা করতে পারছে।
১২| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪১
পুকু বলেছেন: মানবতার জয় হোক।সকল সুন্দর এবং সত্যের জয় হোক ।পৃথিবীর কাউকে যেন পেটে ক্ষুধা নিয়ে রাত যাপন করতে না হয়।পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল হোক।ধর্মের জন্য মানুষ নয়।মানুষের জন্য হোক ধর্ম।কোনো বাধ্যবাধকতা যেন না থাকে।সেই রকম একটা পৃথিবীর আশায় রইলাম ।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কথা বলেছেন। একজন মানবিক মানুষ এরকম করেই ভাবেন।
আপনাকে ধন্যবাদ।
১৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৮
কামাল১৮ বলেছেন: ক
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: আপনাকে মিস করেছি।
১৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:২৫
অনল চৌধুরী বলেছেন: আমি নই বলেছেন: আমার দেখা মতে অধার্মিকরা ক্রুয়েল হয় বেশি। এই ধরেন চাইনিজরা - বিরাট ধার্মিক নামধারী স্পেন পর্তুগাল এ্যামেরিকা বৃটেন ফ্রান্স পৃথিবীর দেশে দেশে কতো কোটি মানুষ হত্রা করেছে, সেই ইতহাস জানা আছে ?
বলম্বাস,ক্রুস হাতে নিয়ে এ্যামেরিকা গিয়ে ১৫ কোটি আদিবাসী হত্যার সূচনা করেছিলো। স্পেনীয় আর পতূগীজরাও বাংলাদেশের সন্দীপসহ দেশে দেশে তাই করেছে।
'' অহিংসবাদী '' বর্মী বৌদ্ধরা রোহিঙ্গাদের জবাই করেছে লাখ ১২ লাখ বাংলাদেশ পাঠিয়েচে।
পাকিরা ৩০ লাখ বাঙ্গালী হত্যা করেছে ।
আরো কতো উদাহরণ শুনতে চান??
প্রকৃত ধর্ম আর ধর্মের নামে ভন্ডামি দু্ই জিনিস ।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: দেশ ভাগ হলো ধর্মে রকারনে।
ধর্মের কারনে অসংখ্য বার দাঙ্গা হয়েছে।
১৫| ১২ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৪০
সোনাগাজী বলেছেন:
জ্ঞানীরা বিজ্ঞান ও টেকনোলোজী যোগ করেছেন সভ্যতায়, কম-জ্ঞানীরা যোগ করেছেন ধর্ম।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: ধর্ম তো কোনো কাজে লাগছে না। বিজ্ঞান আর টেকনোলজি ছাড়া আমরা এক মুহুর্ত চলতে পারবো না।
১৬| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৩৪
আমি নই বলেছেন: অনল চৌধুরী বলেছেন: প্রকৃত ধর্ম আর ধর্মের নামে ভন্ডামি দু্ই জিনিস ।
এটাই হচ্ছে আসল কথা, কেউ যদি ধর্মের নামে ভন্ডামি করে তার জন্য ধর্মকে দোষ দেয়া যায় কি? প্রতিটা ধর্মই শান্তির কথা বলে কিন্তু আপনি আমি না মানলে ধর্মের দোষ কোথায় বুঝিনা। কোটি কোটি মানুষ আছে যারা সৃষ্টিকর্তাকে খুশি করার উদ্দেশ্যে ধর্মকে মানার মাধ্যমে শান্তির পথে চলে, মানবিক জীবন-যাপন করে তারাই ধার্মিক বাকি সব বকধার্মিক।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: ধরুন, পৃথিবীতে কোনো ধর্ম নেই। তাহলে সমাজের কি কি ক্ষতি হবে?
১৭| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৯
বিটপি বলেছেন:
আপনি আবোল তাবোল যাই বলুন না কেন, কোন তথ্য দিতে যাবেন না। একদম বেকুবের মত ধরা খেয়ে যাবেন। এই পৃথিবীতে অধার্মিকের সংখ্যা বেশি - কোন বলদের কাছে আপনি এই তথ্য পেয়েছেন? নিচের গ্রাফ দেখুন। সংবাদ সংস্থা সি এন এনের মতে নাস্তিকের সংখ্যা তো এমনিতেই কম, সময়ের সাথে সাথে তা আরো কমে যাচ্ছে। অন্য সব গবেষণা সংস্থার পরিসংখ্যানও একই কথা বলছে।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: আবোল তাবোল পোষ্ট হলে- ব্লগটিম পোষ্ট টা সরিয়ে দিতো।
তথ্যে কিছু ভুল থাকতে পারে।
মধ্যপ্রাচ্যের দেশ গুলো ছাড়াও পৃথিবীতে আরো অনেক দেশ আছে। তাদের কথা ভুলে যাবেন না।
১৮| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পাগলা ঘোড়া খেপেছে।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: ঘাপলা ঘোড়া ক্ষেপে সমাজের পরিবর্তন করতে পারে না। তাকে থামিয়ে দেওয়া হয়।
১৯| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৭
আমি নই বলেছেন: লেখক বলেছেন: ধরুন, পৃথিবীতে কোনো ধর্ম নেই। তাহলে সমাজের কি কি ক্ষতি হবে?
দুনিয়ার সবচাইতে বড় অধার্মিক দেশ চীনে যা হচ্ছে তাই ব্যাপক হারে হত।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: চীন খুব ভালো আছে। ধুমছে ব্যবসা করছে। বিশ্বের যে দেশেই যাবেন চীনের তৈরি জিনিসপত্র দেখতে পাবেন।
২০| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৭
বিটপি বলেছেন: আবোল তাবোল পোস্ট ব্লগটিম সরায় না, যদি না ব্লগের রূলস ভায়োলেট করে। আপনার ব্লগ আবোল তাবোল নয়, ব্লগের বক্তব্য আবোল তাবোল - কমেন্টও আবোল তাবোল। উপরের গ্রাফটা যে মধ্যপ্রাচ্যের - সেটা আপনাকে কে বলল? পুরো লিংক দিলাম গিয়ে দেখে আসুন
https://edition.cnn.com/2015/04/02/living/pew-study-religion/index.html
আরও দেশ যেগুলো, সেগুলোতে কি অধার্মিকের সংখ্যা বাড়ছে? এসব কি আবোল তাবোল বকাবাজি নয়?
১৩ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: আমি তর্ক করা পছন্দ করি না।
২১| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দেখেছেন সামাজিকতা ধর্মের চেয়েও ভয়াবহ। সামাজিকতার ভয়ে আপনাকে ধর্ম পালন করতে হচ্ছে। আপনি মূলতঃ সামাজিকতাকে প্রাধান্য দিচ্ছেন , মানবিকতাকে নয় !
আপনাকে এই জাল ছিন্ন করতে হবে। আজ ধর্ম খারাপ কাল ধর্মের পয়গম্বর মানবিক এই দ্বিধা কাটিয়ে উঠতে হবে।
প্রয়োজনে হাবিব ন্যান্সির 'দ্বিধা' গানটা শুনতে পারেন।
ভেতর বলে দূরে থাকুক , বাহির বলে আসুক না!
১৩ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: গান টা কি প্রেম ভালোবাসা সংকান্ত নাকি?
২২| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪২
কামাল১৮ বলেছেন: একমাত্র আপনিই আমাকে মনে রেখেছিলেন।তার প্রকাশ আমি পেয়েছি।
১৩ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: আপনাকে আমি অসংখ্য বার মনে করেছি। আপনার মন্তব্য আমি পছন্দ করি।
বেশ কয়েক জায়গায় আপনার খোজ করেছি। ব্যর্থ হয়েছি।
২৩| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৩
অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: দেশ ভাগ হলো ধর্মের কারণে।
ধর্মের কারনে অসংখ্য বার দাঙ্গা হয়েছে। - ধর্মের কারণে পৃথিবীতে কেনো দেশ ভাঙ্গেনি। ভেঙ্গেছে ধর্ম ব্যবসায়ীদের ধর্মকে ব্যবহার করে স্বার্থসিদ্ধির কারণে।
ভারত ভেঙ্গে কিভাবে ধর্মের ভিত্তিতে পাকি হলো যখন পাকিস্তানের চেয়ে বেশী মুসলমান ভারতে ছিলো !!!!
১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই।
২৪| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৭
আমি নই বলেছেন: লেখক বলেছেন: চীন খুব ভালো আছে। ধুমছে ব্যবসা করছে। বিশ্বের যে দেশেই যাবেন চীনের তৈরি জিনিসপত্র দেখতে পাবেন।
হা..হা... তাইলে আজাইরা মানবিকতার কথা বলেন কেন?? ব্যবসা করাই যদি উদ্দেশ্য হয়ে থাকে তার জন্য ধর্ম থেকে দুরে থাকার দরকার কি?
১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: ব্যবসা করা মানে কিন্তু সেবা করা।
২৫| ১৩ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৬
অগ্নিবেশ বলেছেন: সব ধার্মিকেরাই এক হুক্কাহুয়া দেয়, ধর্ম ছাড়া নাকি মানুষ গোল্লায় যাবে, মানুষ পাপাচার করবে, চুরি ডাকাতি ছিনতাই করবে, এমনকি মায়ের সাথে পোলারা জিং জিং খেলবে। আসলে এই ধার্মিকদের মনের মধ্যেই পাপ বাসা বেঁধে আছে, তারা ইশ্বরের শাস্তির ভয়ে এই সব পাপকাজ থেকে বিরত থাকছে। মানে শাস্তির ভয়ে সাধু আর কি। শাস্তি না থাকলে এরাই সাক্ষাৎ শয়তান।
মানুষের জিজ্ঞাসা অসীম, মানুষ প্রশ্ন করে, মানুষ উত্তর খোজে এভাবেই মানুষের জ্ঞান বাড়ে, আর কিছু ব্যক্তি উত্তর খোঁজার চেষ্টা না করেই উত্তরে একটা করে ঈশ্বরকে গুঁজে দেয়। প্রশ্ন ; তাইলে এই মহাবিশ্ব কেডা বানাইল? উত্তর; উত্তর হওয়া উচিত, জানি না, কিন্তু তারা উত্তর দেয় ঈশ্বর বানাইছে। যদি কেহ প্রমান চায়, তাইলেই বিপদ। প্রমান চাইলেই ক্ল্লা তারা ক্ল্লা চাইবে।
তর্কের খাতিরে মেনে নিলাম ঈশ্বর বলে কেউ একজন আছে, তাতেও বিপদ, এই ঈশ্বরডা কেডা? কেউ কয় আল্লাবিল্লা, কেউ কয় বেম্বা বিষনু, কেউ কয় গুদু, কেউ কয় বুঙ্গা বুঙ্গা। কেডা ঠিক কয়?? এই বার শুরু কর জিহাদ, এ বোমা নিয়ে ল্লে ল্লে করে, ওরা আবার শুল নিয়ে মরা মরা করে তেড়ে আসে। এদিকে গরীবের পয়সা মক্কার জমজমের পানিতে যায়, হুজুরদের প্যাট মোটা হয়, আর ওদিকে মোদী ভোটে জিতে যায়। এসব অনেক কইছি, এসব কয়ে লাভ নাই। আমি চাই, বাংলাদেশে শরীয়ত চালু হোক আর ভারতের প্রধানম্ন্ত্রী হোক যোগী। লাগ ভেল্কি লাগ। বিদেশে থাকি মজা দেখুম।
১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
২৬| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৫
নতুন বলেছেন: ধর্ম পালনের পক্ষে আবার কবে পোস্ট করবেন?
১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: আপনি বললে আজই দিতে পারি।
২৭| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৮
নতুন বলেছেন: দিন সবাই আপনার দুই রকমের পোস্ট খুবই উপভোগ করে।
১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: দেখুন, একজন মানুষের অনেক গুলো রুপ থাকে।
আমার কথাই ধরুন, আমি একজন বাবা। আমি একজন সন্তান। আমি একজন ভাই। আমি একজন স্বামী।
আর লিখতে গেলে সবার কথাই মাথায়া রেখে লিখতে হয়। ধার্মিকের জন্যও লিখতে হবে, নাস্তিকের জন্যও লিখতে হবে।
২৮| ১৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৩
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: অগ্নিবেশের কমেন্ট পড়ে অবাক হলাম। স্বল্পবিদ্যা ভয়ংকরের মতোন। অগ্নিবেশ আপনি কি বলতে পারেন ধর্ম বিহীন কোন রাষ্ট্র শান্তির পরশ উড়াতে পেরেছে। অপরাধ দমন করতে পেরেছে। বরং ব্যাভিচার, ধর্ষন, চুরি, ছিনতাই অপরাধ বেড়েেই গেছে। আর নৃশংসতার কথা বলছেন ২য় বিশ্বযুদ্ধে বিখ্যাত কমিউনিস্ট স্ট্যালিন এর তৎকালীন নৃশংসতা বিশ্ববাসী পর্যবেক্ষন করেছিলো। আসলে কিছু কিছু মানুষ আছে-যারা ২ নম্বর পদ্ধতিতে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কিংবা সমাজের আইন ব্যবস্থাকে ধ্বংশ করে দিয়ে লুচ্চামি করার পায়তারা করে। তাদেরই মুখে এইধরনের কথা শোভা পায় যেমন কথা বলেছে লেখক।
ধর্ম কখনই সমাজে বিশৃংখলা করতে শেখায় না। হয়তো ধর্মের কিছু ব্যবসায়ী ধর্মকে খাটো করে। কিন্তু তাতে ধর্মের কোন দোষ নেই। ব্যাক্তি মানুষের দোষ!
১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: রাশিদুল ইসলাম লাবলু সাহেব, ধর্ম কখনই সমাজে বিশৃংখলা করতে শেখায় না। হয়তো ধর্মের কিছু ব্যবসায়ী ধর্মকে খাটো করে। কিন্তু তাতে ধর্মের কোন দোষ নেই। ব্যাক্তি মানুষের দোষ!
আপনাদের এই কথা, এই রকম কথা গুলো শুনতে শুনতে বিরক্ত লাগে।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
কুসংস্কারে আফ্রিকা নাকি এশিয়া কে এগিয়ে থাকবে?