নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা রাষ্ট্র হিসেবে দেখতে চাই

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৮

ছবিঃ আমার তোলা।

একটা গল্প পড়েছিলাম-
জয়পুরের মহারাজা জাহাজে করে আফ্রিকা থেকে তার চিড়িয়াখানার জন্য এক জোড়া জিরাফ আনলেন। এই অদ্ভুত প্রাণী ভারতবর্ষে কেউ আগে দেখেনি। মানুষ হুমড়ি খেয়ে পড়ল জিরাফ দেখতে। অন্যান্য রাজারা জয়পুরের মহারাজার সুখ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে মনে মনে ফন্দি আটতে লাগল কি করে জয়পুরের এই লোক সমাগম বন্ধ করা যায়। যে কোন মন্দ কাজই ধর্মের দোহাই দিয়ে করানো সম্ভব সেটি চতুর লোকদের চেয়ে আর কে বেশি জানে? দুষ্টলোকেরা মন্দিরের পুরোহিত ও মসজিদের মোল্লাদের ডেকে এনে টাকা কড়ি দিয়ে এই ফতোয়া দেওয়ালেন যে, এই অদ্ভুত প্রাণীর কথা যেহেতু বেদ, কুরআনের কোথাও কিছু বলা নাই সেহেতু এটা ঈশ্বরের সৃষ্টি নয় এটা শয়তানের সৃষ্টি! এটা দেখলে পাপ হবে। লোকজন জিরাফ দেখা বন্ধ করে দিলো।

বাংলা সিনেমার নায়িকা শাবানা-
তিনি তাঁর বড় মেয়ে সুমী ইকবাল কে এমবিএ, সিপিএ করিয়েছেন। ছোট মেয়ে উর্মিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করাবেন। ছেলে নাহিন রটগার্স বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষে ব্লুমবার্গে চাকরি করছে। আমাদের শাবানা কেশবপুরে নির্মান করেছেন আবাসিক মাদ্রাসা। অর্থাৎ, নিজের ছেলেমেয়ের জন্য উন্নত জ্ঞান বিজ্ঞান, উন্নত পরিবেশ। তিনি অনুরোধ জানিয়েছেন তার সিনেমা গুলো যেন টিভিতে না দেখানো হয়। অথচ, তিনি কিন্তু বসবাসের জন্য মধ্যপ্রাচ্য বেছে নেননি, আফগান, সৌদি, ইরাক বেছে নেননি, তিনি বেছে নিয়েছেন ইহুদী-নাসারাদের দেশ আমেরিকাকে। বাংলাদেশের চলচ্চিত্র, মিড়িয়ার মানুষের সঙ্গে আমাদের দেশের আমলাদের মিল আছে। তারা একহাতে ঘুষ দুর্নীতি করে, কিন্তু যখন নিজের মধ্যে পাপের অনুশোচনাবোধ জাগ্রত হয় তখন মক্কায় গিয়ে অন্যহাতে শয়তানকে পাথর মারে! বর্তমান পৃথিবীতে মুসলিমরা সবচেয়ে বেশি ভন্ডামি দেখাচ্ছে।

আলেকজান্ডার, চেঙ্গিস খান, অটোমান, ফারাও-
কেউই আজীবন ক্ষমতায় থাকতে পারেন নি। শেখ হাসিনাও পারবেন না। পুলিশের রাস্তাঘাটে, বাসে মোবাইল ফোন ঘেটে দেখা খুবই দুঃখজনক ও নাগরিক হিসেবে আমাদের জন্য প্রচন্ড লজ্জার। কার হুকুমে পুলিশ এই কাজ করছে? জাতির পিতা শেখ মুজিবুর রহমান বলেছেন- 'মানুষের যখন পতন আসে তখন তারা পদে পদে ভুল করতে থাকে'। বড়জোর পুলিশ একজন চিহ্নিত আসামীর মোবাইল ফোন ঘাটতে পারে। সকল সাধারন জনগনের না। যদিও বাংলাদেশে সরকারের ভয় আর বিরোধী দলের সভা-সমাবেশে আমার কিছু যায় আসে না। আমি মাথা খাটিয়ে চিন্তা করি। আপাতত আমার চিন্তা কি করে একটা মোক্ষম অ্যাপ বানিয়ে স্মার্টফোনের জগতে তোলপাড় করা যায়, কামানো যায় কোটি টাকা।

আজ ১২ ডিসেম্বর।
কথা ছিলো ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়া দেশ চালাবেন। আসলে একটা রাজনৈতিক খেলা খেললো বিএনপি। এগুলো পুরনো কৌশল। কৌশল কাজ করেনি। যাদের মাথা থেকে এরকম চিন্তা এসেছে তাঁরা আজ পুলিশের জালে বন্ধী। বিএনপির উচিৎ হবে আগে নিজেদের ঘর গুছিয়ে নিজেদের শক্তিশালী করে তারপর মাঠে নামা। আওয়ামীলীগ সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিবে না। সেনাবাহিনী শান্ত আছে শেখ হাসিনার বুদ্ধির কারনে। তাছাড়া সেনাবাহিনীর এত খায়েশ নাই ক্ষমতা দখল করার। যারা চান সেনাবাহিনী ক্ষমতায় আসুক তাদের মায়ানমারের অবস্থাটা দেখা উচিৎ। হ্যাঁ জানি, সব সম্ভবের দেশ হলো বাংলাদেশ। তুলনামূলক বিচারে আমার কাছে আওয়ামী লীগের শাসন ভাল। বিদ্যুৎ পাচ্ছি। এতেই আমি খুশি।

বিএনপির সমাবেশের সব লোক তো আর খিচুড়ির আশায় আসেন না।
কিসের আশায় মানুষ এত কষ্ট করে সমাবেশে যোগ দিচ্ছেন তা সরকারের বিবেচনা করা উচিত। আশা করছি সরকার জনগণের চিন্তাভাবনা বুঝতে সক্ষম হবে। তাঁরা রাজনীতি তো জনগনের জন্যই করেন, কাজেই জনগনের কথা তাদের শুনতে হবে, মানতে হবে। জনগন সাথে না থাকলে কপালে দুঃখ আছে। জনগন সাথে না থাকার জন্য এরশাদকে নেমে যেতে হয়েছিলো। কাজেই সাবধান। তবে একদিন আমি গুটিকয়েক দুষ্টলোকের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের কাছে বিচার দিব, তিনি ভালো লোক। আমাদের মতো সাধারণ মানুষকে ভালোবাসেন। তিনি সবার হয়ে প্রতিশোধ নিয়ে নিবেন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

শেখ হাসিনার ক্ষমতা চলে যাচ্ছে কবে?

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: হয়তো আমৃত্যু তিনি ক্ষমতায় থাকবেন।

২| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সময়ে প্রশাসন ও সরকার যেভাবে দেশ চালাচ্ছে, যা ক্ষতি হচ্ছে, আগামী ৫০ বছরেও উহার সমাধান হবে না।

১৩ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: তাহলে ক্ষমতা হারালে হয়তো শেখ হাসিনার বিচার হবে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশীদের মতো কিউট মানুষ পৃথিবীর আর কোথাও নেই।

১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: কিছু কিউট আছে। তবে বেশির ভাগই বদ।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:১৮

কামাল১৮ বলেছেন: আপনি প্রায় বলেন,আপনি রাজনীতি বোঝেন না।অনেকের চেয়ে আপনি রাজনীতি ভালো বোঝেন।

১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: আপনি আমাকে স্নেহ করেন। তাই এমনটা বললেন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০২

জুল ভার্ন বলেছেন: রাজনৈতিক পোস্টে আমার নিজস্ব কোনো মতামত নাই।

১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: নিজস্ব মতামত দিলে সমস্যা আছে।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৪

রবিন.হুড বলেছেন: আশাকরি ভুল সংশোধন করে দেশ ও দশের কথা ভাববে এই সরকার। ভুলের মাত্রা বেশি হলে জনগণ তৃতীয় কোন পথ খুজেঁ নিবে।

১৩ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.