নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রথমেই আমি সামুকে ধন্যবাদ জানাতে চাই।
মডারেটর, ব্লগটিম এবং ব্লগারদের জানাই স্বচ্ছ ভালোবাসা ও শুভেচ্ছা। আজ অবশ্যই একটি বিশেষ দিন। বিশেষ দিনে মিষ্টি খেতে হয়। আমার ডায়বেটিকস নেই, তাই আমি ফ্রিজ থেকে বের করে দুটো মিষ্টি খেয়ে নিয়েছি। অনেকেই আজকের দিনটি মাথায় রেখে কিছু না কিছু লিখেছেন। চাঁদগাজী লিখেছেন, কাভা লিখেছেন, শায়মা লিখেছেন, সেলিম আনোয়ার লিখেছেন। আমি গতকালই ভেবে রেখেছিলাম কিছু না কিছু লিখব। এদিকে দিনটি চলে যাচ্ছে। অলরেডি প্রথম পাতায় আমার একটি পোষ্ট আছে। সে যাকগে, ব্লগারদের একটা দায়-দায়িত্ব আছে। এই দায়িত্ব কেউ হাতে তুলে দেয়নি। কিন্তু অদৃশ্যভাবে দায়িত্বটা চলে আসে। দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক না।
আমি আজ পর্যন্ত সামুর কোনো অনুষ্ঠানে যাইনি।
এটা আমার ব্যর্থতা। অনুষ্ঠান গুলোতে যাওয়া উচিৎ। তবে এক সময় সামু ছাড়া অন্যান্য ব্লগের অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হতো। আমি যেতাম। আমার সমস্যা হলো- হয় আমি প্রচুর কথা বলি, নয়তো একদম চুপ করে থাকি। যাইহোক, আমি জানি সামুর শ্রেষ্ঠ ব্লগার কে। কাকে এবং কেন ব্যান করা হয়েছে। অনেক কিছু জানলেও লেখা যায় না। লিখতে গেলে মডারেটর সাহেব হয়তো বলবেন, ''এরকম পোষ্টে আমরা উৎসাহ দেই না''। অবশ্য আমার উৎসাহ লাগেও না। আমার কাছে যেটা সঠিক মনে হবে, সত্য মনে হবে- আমি লিখে যাবো। যদি কখনও নিজের ভুল বুঝতে পারি, তখন এসে ক্ষমা চাইবো। এই প্রসঙ্গ আজ বাদ দেই। আজ একটি বিশেষ দিন, তাই অন্য আলাপে যাই। নিরপেক্ষ থাকাটা খুব জরুরী। কিন্তু কেউ নিরপেক্ষ থাকতে পারে না। ডাক্তার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, নার্স, ব্লগার, পুলিশ, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রেফারি। কেউ না।
সামুর কিছু কিছু দিক আমার খুব ভালো লাগে।
যেমন- ত্রান বিতরণ। এই তো কিছুদিন আগে সিলেটে অসহায় মানুষকে সাহায্য করা হলো। জাদিদ ভাই নিজে গিয়ে ত্রান দিয়েছেন। লোকবল আরো থাকলে জাদিদ ভাইয়ের সুবিধা হতো। আমি ফ্রি ছিলাম। মনে মনে ভেবেছিলাম জাদিদ ভাই আমাকে ডাকবেন। ডাকেন নি। যদিও অন্যের মতো চিৎকার করে বলতে ইচ্ছা করে না- সংগঠন আমিও করেছি। প্রকশনীর সাথে আমিও জড়িত ছিলাম। রাজাকারদের বিচারের জন্য কম পরিশ্রম করি নাই! শাহবাগের আন্দোলনের অনেক আগেই আমরা রাজাকারদের বিরুদ্ধে লিফটেল বিলি করেছি। ভাই ব্রাদার আমারও কম ছিলো না। ত্রান বিতরণ, কম্বল বিতরণ এরকম বহু স্বেচ্ছাসেবকের কাজ করেছি। অবশ্য এসব বলার মতো কোনো কথা না। বহু মানুষ এরকম কাজ করেছেন। মনোয়ন পাবার জন্য এসব কাজ করিনি। নিজের ঢোল নিজের পেটাতে লজ্জা করে। আমার আবার লজ্জা বেশি।
ব্লগ খুবই মজায় জায়গা। অদ্ভুত জায়গা।
একদল যায়, একদল আসে। কেউ কেউ গিয়ে আবার ফিরে আসে। কেউ কেউ একেবারেই ফিরে আসে না। এদের মধ্যে কেউ একদিন হুট করে মরে যায়। আমরা ব্যথিত হই। কিছু কিছু ব্লগার আছেন, তাঁরা ভালো সময়, মন্দ সময়- কখনও ব্লগ ছেড়ে যান নি। প্রতিদিন একবার করে হলেও ব্লগে ঢু মারেন। যেমন আমাদের সকলের প্রিয় চাঁদগাজী। ব্লগ ইতিহাসে তাঁরা নাম থাকবেই। তাকে বাদ দিয়ে ব্লগ ইতিহাস লেখা, সামুর ইতিহাস লেখা সম্ভব নয়। একথাও সত্য সামুতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন চাঁদগাজী। অনেক ব্লগার এসেছেন, চলে গিয়েছেন কিন্তু চাঁদগাজী থেকে গেছেন। ঝড়-ঝাপটা কম আসেনি তার উপরে। চাঁদগাজী ছাড়া আরো অনেক ভালো ভালো ব্লগার আছেন সামুতে। তাদের কে আমি সম্মান করি। যে ছেলে বা মেয়ে মোটামোটি লেখালেখির অভ্যাস আছে, তাদের আমি ধরে ধরে সামুতে নিয়ে আসি। তাদের কাছে আমি সামুর গুণগান গাই। কিন্তু মডারেটর সাহেব তো এ দায়িত্ব আমাকে দেননি।
মডারেটর এবং ব্লগটিমের প্রতি আমার কিছু অনুরোধ আছে-
অনেক সময় আমি বা আমরা ভুলটুল করে ফেলি। অনেক অন্যায্য কথাও বলে ফেলি। সেগুলো মনে রাখবেন না। মানুষ তো ভুল করে, করেই শিখে। পবিত্র গ্রন্থে হাত রেখে আপনারা বলতে পারবেন যে আপনাদের কোনো ভুল হয় না। হ্যাঁ আমি জানি ১০০% নিরপেক্ষ থাকা সম্ভব না। এডমিন সাহেব দয়া করে কাউকে 'এরশাদ' বলবেন না। 'দয়া করে সামুতে রেখেছি' এরকম কথাও বলবেন না। 'অন্য ব্লগে চলে যান, ঠিকানা লাগলে বলেন' এরকম নিষ্ঠুর কথাও বলবেন না। এবং অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। মডারেটরের দায়িত্ব সহজ নয়। সব সময় মেজাজ ঠিক রাখাও সম্ভব না। সবই বুঝি। কিন্তু অনেকে ক্ষমতা হাতে পেলে আউলায়ে ফেলে। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। কিন্তু উনি যা ইচ্ছা তাই করতে পারেন না। করা উচিৎ না। জনগনকে সাথে রাখা জরুরী। যাইহোক, সামু এবং সামুর সমস্ত ব্লগারকে ভালোবাসা ও শ্রদ্ধা।
১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: আপনার পর্যবেক্ষন ক্ষমতা দূর্দান্ত। এবং এটা আপনার জন্য স্বভাবিক। কারন আপনি একজন মনোবিজ্ঞানী।
সামু ব্লগে আপনার মতোন করে আর কেউ আমাকে বুঝে না।
২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: এখনের মতো সামু ব্লগ ৭১ এর ঘাতক দালাল রাজাকার মুক্ত থাকুক চিরকাল।
সবাইকে ব্লগ ডের শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: রাজাকারদের আমি ভীষন রকমের অপছন্দ করি।
সামু ব্লগ এখন সুন্দর যাচ্ছে। ঝামেলাবিহীন। এজন্য এডমিন ছাড়াও আপনার আমার এবং আমাদের ভূমিকা আছে।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৪
অনল চৌধুরী বলেছেন: আমি জানি সামুর শ্রেষ্ঠ ব্লগার কে - আপনার ধারণার নামটা সবাইকে জানান।
সবার জানা দরকার।
১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: মাঝে দিয়ে আপনি লম্বা সময় ব্লগে ছিলেন না। তাই জানেন না। কিন্তু ব্লগের সবাই জানে শ্রেষ্ঠ ব্লগার কে।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি লিখতে চেয়েছেন বর্তমান সময়ে আপনার চোখে বর্তমানে সামুর শ্রেষ্ঠ ব্লগার "ব্লগার সোনাগাজী "। এটা লেখার স্বাধীনতা আপনার আছে। মডারেটর সাহেব মাইন্ড করবেন বলে মনে হয়না।
১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: ইয়েস। গোফরান ভাই ধন্যবাদ।
ভালো থাকুন। ভালোবাসা জানবেন।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৬
কামাল১৮ বলেছেন: পড়লাম এবং আপনার মনোভাব জানলাম।সুন্দর গুছিয়ে লিখেছেন।এমন লিখতে পারলে আমিও ব্লগে লিখতাম।পড়তে পড়তে একদিন হয়তো দুইচার লাউন লিখতে পারবো।যদি আজিমপুর না যাই।
২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: আজীবন আমার মনোভাব সহজ সরল সুন্দর।
আমি একজন ঝামেলাবিহীন মানুষ। আপনি যদি সামুতে লিখতেন তাহলে আপনি একজন ভালো ব্লগার হতে পারতেন। ভালো ব্লগার হওয়ার সমস্ত গুনাবলি আপনার মধ্যে বিদ্যমান, ইহা আমি অনুভব করিয়াছি।
আপনি একজন অভিজ্ঞ মানুষ। আমি আপনাকে অনেকবার অনুরোধ করেছি আপনি লিখুন। দরকার আছে।
মাঝে দিয়ে আপনাকে সামুতে দেখিনি। বুঝতে পারিয়াছিলাম ব্যানে আছে।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৪
সোনাগাজী বলেছেন:
আপনার লেখায় "চাঁদগাজী" নিয়ে কিছু লিখবেন না; কারণ, ব্লগটিম ইহা পছন্দ করছে না।
২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: জনাব, আমি তো শুধু আপনাকে নিয়ে লিখি না। ধর্ম, কুসংস্কার, ভালোবাসা, সমাজ, পরিবার, দেশ, রাজনীতি সব কিছু নিয়েই লিখি। মানে লিখতে চেষ্টা করি।
আমি যা বিশ্বাস করি, যা অনুভব করি ততটুকু আমি লিখতে পারলে আর কিছু চাই না। আসলে লিখতে গেলে এক কথা থেকে আরেক কথা চলে আসে। ইহা আমার দোষ, ক্ষমা করিবেন।
৭| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৩০
শেরজা তপন বলেছেন: খুব ভাল লিখেছেন। মাঝে বেশ কিছু সময় ব্লগে অনুপস্থিত থাকার জন্য আপনার ব্লগিং দেখার সৌভাগ্য হয়নি।
চাঁদ্গাজী বা সোনাগাজীকে ভালবাসুন, শ্রদ্ধা করুন কিংবা তাকে সর্বকালের শ্রেষ্ঠ ব্লগার ভাবুন সমস্যা নেই( অন্তত আমার) কিন্তু তাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি কিংবা তার জন্য নিজের ব্লগার স্বত্তাকে ঝুঁকির মুখে বা নষ্ট করে ফেলা, সবকিছু ছেড়ে শুধু চাঁদগাজীকে নিয়ে ব্লগে জিকির করাটা আমি সমর্থন করতে পারি না। আপনি প্রতিভাবান ও মানকবিক মানুষ- নিজের স্বাভাবিক লেখার ছন্দ নষ্ট করবেন না।
হ্যাপি ব্লগ দিবস- ভাল থাকুন।
২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: শেরজা মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।
আমি একজন একটিভ ব্লগার।
আমি চাঁদগাজী সহ সকলকেই ভালোবাসতে চাই। কিন্তু ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আমার ভালোবাসা সস্তা নয় যে সকলকে বিলিয়ে দিবো। কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি আমার নিজেরও পছন্দ নয়। আমার ভালোবাসা কারো জন্য হুমকি হবে না। তবে আমি দুষ্টলোকদের জম।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
৮| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হ্যাপি ব্লগ দিবস। ভাল থাকুন। ব্লগে থাকুন নিজের মত। পরিপাটি লেখা। ভালো লাগলো।
২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: সৌরভ অনেক ধন্যবাদ আপনাকে।
ব্লগারা জলদস্যুর সাথে আপনার অনেক মিল আছে।
৯| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১১
ঢাবিয়ান বলেছেন: ব্লগের সংজ্ঞা মনে হয় আপনার কাছে কাউকে পীর বানিয়ে তার মুরিদ্গিরি করা।
২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: ভুল। ভুল বললেন।
ব্লগের সংজ্ঞা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
একজন জ্ঞানী মানুষের মুরিদ হতে আমার কোনো সমস্যা নেই। আপনি জ্ঞানী হোন আমি আপনার মুরিদ হবো।
১০| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ বাংলা ব্লগ ডে রাজীব দা
ভাল থাকবেন--------
২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: হ্যাঁ কবি।
আসসালামু আলাইকুম।
১১| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৬
মনিরা সুলতানা বলেছেন: অবশ্য আমার উৎসাহ লাগেও না। আমার কাছে যেটা সঠিক মনে হবে, সত্য মনে হবে- আমি লিখে যাবো।
শুভেচ্ছা ব্লগ দিবসে
২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: জানি আমি নমিনেশন পেয়েছেন।
আপনি নমিনেশন পাওয়াতে আমি ভীষন খুশি হয়েছি।
১২| ২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো থাকুন,লিখুন।
২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন।
১৩| ২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগারা জলদস্যুর সাথে আপনার অনেক মিল আছে।
পাঁচটি পয়েন্ট বলুন যাচাই করি।
২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: ১। চেহারায়
২। মন্তব্যে
৩। লেখায়
৪। স্বতন্ত্রতায়
৫। বোকামি এবং পাকামিতে।
১৪| ২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৪
বাকপ্রবাস বলেছেন: সুস্থ্য সুন্দর স্বাভাবিক ব্লগ হোক
২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এটাই চাওয়া সুস্থ ও সুন্দর ব্লগারদের।
১৫| ২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মন্দ বলেনি কিন্তু।
১। চেহারায় --- চেহারায় মিল নাই। জলদস্যু দারুন স্মার্ট।
২। মন্তব্যে ---- কিছুটা।
৩। লেখায় ---- একেবারেই না।
৪। স্বতন্ত্রতায় ---- থাকতে পারে।
৫। বোকামি এবং পাকামিতে---- জলদস্যুর মধ্যে বোকামি পাই নি। আমার আছে। জলদস্যু কিছু মন্তব্যে সরাসরি করে। যেটাকে টাশ টাশ উত্তর বলে। এটাকে পাকামি বলা চলে না।
আমি এভাবে বলতে পারিনা। শিখতে হবে।
আপনার সাথে আমি একজনের মিল পাই। অনেকদিন ধরে ব্লগিং করেন না সে।
সে হচ্ছে 'কুশন'।
'নিবর্হণ নির্ঘোষ' কে নজরে রাখতে পারেন। কারো সাথে মিলেও যেতে পারে।
ব্লগ দিবসের শুভেচ্ছা আবারো।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৮
সোনাগাজী বলেছেন:
ব্লগিং করলে মানুষের ধারণা রিফাইনড হয়, লিখায় হাত আসে, মানুষকে বুঝতে সহজ হয়।
আপনি ব্লগিং ভালোবাসেন, ইহা আপনার একটি বড় দিক।