নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
অনেক রাত! গভীর রাত!
পূর্নিমার রাত! মনোমুগ্ধকর রাত!
চাঁদটা ঠিক মাথার উপরে,
দুটো স্থির প্যাঁচা ধ্যানে মগ্ন;
চারপাশ ধুয়ে যাচ্ছে গাঢ় জোছনায়
কাছেই একটা নদী, নদীর নাম বনজোছনা।
একটা কাঠবিড়ালি অশ্বথ গাছের ডালে!
এক একবার সে নদী দেখছে, এক একবার দেখছে আকাশ!
যদিও আকাশ ভরা মেঘ, মেঘ ভেদ করেছে পূর্ন চাঁদ।
মেঘ গুলো যেন ছুটছে শন শন শব্দে,
কাঠবিড়ালি ভাবে মেঘগুলো থেমে আছে, চাঁদটা দৌড়াচ্ছে।
দুটো চিত্রা হরিন ছুটে এলো, স্বচ্ছ জোছনায় নদীর পাড়ে
কাঠবিড়ালি মুগ্ধ! পৃথিবীটা এত সুন্দর!
এমন সুন্দর রাতে মানুষ কি ঘুমিয়ে থাকতে পারে?
এমন সুন্দর রাতে দুঃখ-কষ্ট ভুলে যেতে হয়,
নদীর উপর ভাসছে চাঁদ। আকাশেও চাঁদ,
এই দুই চাঁদ মুগ্ধ করেছে কাঠবিড়ালিকে।
(আমি কবিতা লিখতে জানি না। তবু কিছু দিন পরপর কবিতার মতোন করে কিছু লিখতে ইচ্ছা করে। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। কবিতা মূলত আবেগের খেলা। যা ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু অনুভব করা যায়। যাইহোক, এবার অনেকদিন পর কবিতা লিখলাম। এ বছরে এটাই আমার লেখা শেষ কবিতা।)
২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: বেশ।
কবিতা কেমন হয়েছে সেটা বলুন।
২| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেক দিন সময় নিয়ে একটি কবিতার কয়েক লাইন লিখে রেখেছি, শেষ কয়েক লাইন লিখতে পারিনাই এখনো। কবিতাটি পোস্ট করা বিপদজনক হয়ে যেতে পারে। কিছুটা অশ্লীল কবিতা।
- কাঠবিড়ালি কি নিশাচর প্রাণী?
২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৩
রাজীব নুর বলেছেন: দুনিয়াতে অশ্লীল বলে আসলে কিছু নেই। এই সভ্য সমাজ কি অশ্লীল নয়?
কিছুদিন আগে সিলেট গিয়েছিলাম।
এক রিসোর্টে বসে আছি। তখন মধ্যরাত। বিদ্যুৎ চলে গেছে। চুপচাপ একা আমি। হালকা চাঁদের আলো আছে। তখন দেখি একটা কাঠবিড়ালি দৌড় দিচ্ছে। আসছে, যাচ্ছে। যেন সে আমার সাথে খেলছে। ঘুম বাদ দিয়ে এত রাতে কাঠবিড়ালি আমায় দেখা দিলো কেন?
৩| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৪
ইসিয়াক বলেছেন:
কবিতায় জোছনা রাতের চমৎকার চিত্র এঁকেছেন কিন্তু কাঠবিড়ালি আর হরিণ কি রাত জাগে?
তবে জোছনা রাতের সৌন্দর্যে মুগ্ধ যে কেউ হতেই পারে আর তখন নিয়মের ব্যত্যয় হয় বৈকি।
কবিতা ভালো লেগেছে।
২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: কাঠ বিড়ালি এবং হরিন রাত জাগে।
মধ্যরাতে আমি জংগলে কাঠবিড়ালি কে দেখেছি। সে খেলা করছিলো।
সুন্দরবনে মাঝরাতে আমি হরিন দেখেছি। হয়তো ক্ষুধা পেয়েছিলো।
৪| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৫
কামাল১৮ বলেছেন: কবিতা দুই রকমের হয়।ভাবের কবিতা ও বস্তুনিষ্ঠ কবিতা।
আপনার পদ্য গদ্য কোনটাই খারাপ না।
২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: আপনি আমাকে স্নেহ করেন। সেটা আমি টের পাই।
আমি সহজ সরল জীবনযাপন করি। সহজ সরল করে লিখতে চেষ্টা করি। ভান বা ভনিতা আমার পছন্দ নয়।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
৫| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪২
সোনাগাজী বলেছেন:
গ্রামের মাঠে চাঁদের আলো ধরণীকে মায়াময় করে তোলে।
২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
সেটা অন্যরকম একটা পরিবেশ। অত্যন্ত মনোমুগ্ধকর। মানুষকে মাতাল করে দেয়।
৬| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৪
হাসান জামাল গোলাপ বলেছেন: আমি এখানে নিয়মিত ঢুঁ মারি না। মাঝে মাঝে আপনার লেখা পড়ি। ভালো হয়েছে এবং বলবো ভালোতরো হয়েছে।
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:০৪
শেরজা তপন বলেছেন: কবিতার মতন হয়েছে। এইরকম আমারও হয়
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৮
জুল ভার্ন বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে।
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫
রানার ব্লগ বলেছেন: বেশ আরাম করে পড়লাম !!! বেশ হয়েছে বেশ !! মনের মাঝে মিশে আছে মিস্টি পদ্যের রেশ !!!
২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তরে শুধু একটা কথাই বলব-
আহা বেশ বেশ---
১০| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৬
বাকপ্রবাস বলেছেন: কাঠবিড়ালির চোখে ধরনি ধরা দিয়েছে মধ্যরাতে
২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিক তাই।
১১| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমিও কবিতা লেখার চেষ্টা করি।
নিয়ম টিয়ম জানি না।
লেখা শেষে কিছু একটা দাঁড়িয়ে যায়।
মনের ভাব নিজের মত করতে পেয়েছি বলে ভালোই লাগে।
২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: সেম টু ইউ ব্রো।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৩
ইসিয়াক বলেছেন:
মোম জোছনার অপূর্ব লগ্ন
বন প্রকৃতি আবেশে মগ্ন।।