নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মাইকেল মধুসূদন দত্ত

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬



প্রথম পর্ব
দ্বিতীয় পর্বের লিঙ্ক

কিছু ইংরেজ খুব বেশি অত্যাচার করেছে।
জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ করিয়েছে। অথচ তাদের সঠিক পারিশ্রমিক দেয়নি। কত কৃষক যে ইংরেজদের চাবুকের আঘাত খেয়েছে তার হিসাব নেই। অনেক কৃষকের স্ত্রী, কন্যাকে নিয়ে ধর্ষণ করছে নীলকর সাহেবেরা। সাধারন কৃষক কার কাছে বিচার চাইবে? বছরের পর বছর একই ঘটনা। কোনো জমিদার তখন এগিয়ে আসেনি কৃষকদের পাশে। বরং তারাও বেশ ভয়ে ভয়ে ছিলো। কৃষকরা তাদের সহ্য সীমা অতিক্রম করেছে। তাঁরা এখন জীবন দিয়ে হলেও ইংরেজদের অত্যাচার বন্ধ করতে চায়। প্রয়োজনে লাঠি দিয়ে যুদ্ধ করবে। দুই একজন সাহসী যুবক এগিয়ে এলো কৃষকদের সাহায্য করতে। তাঁরা লড়াই করবে ইংরেজদের বিরুদ্ধে। তাঁরা আর নীল চাষ করবে না। তাঁরা ধান চাষ করবে নিজের জমিতে। আচমকা কৃষকরা আক্রমণ করতে শুরু করলো ইংরেজদের কুঠিতে।

মহাকবি মাইকেল অনেক রকম 'রচনা' লিখলেন।
বেশ খ্যাতি পেলেন। কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কিছু লিখলেন না। যেন তিনি জানেনই না ইংরেজদের অত্যাচারের কাহিনী। তিনি ব্যস্ত থাকলেন মদ ও তার লেখা নিয়ে। তিনি শুধু বিখ্যাত হতে চাইলেন নাটক আর কবিতা লিখে। একজন লেখকের যে দায়িত্ব আছে সমাজের উপর, সে দায়িত্ব তিনি পালন করলেন না। জিদ করে, তেজ দেখিয়ে লিখে চললেন নাটক আর কবিতা। সেই নাটক, কবিতায় অসহায় কৃষকদের কথা লেখা নেই। নাটক অনুবাদ করে কিছু টাকা পাওয়া যেতো। সেই টাকা দিয়ে এক সপ্তাহ মদ খাওয়া যেতো। নিজের মেয়ে 'শমির্ষ্ঠা'র বিয়ে দিলেন ধারধেনা করে। এক হাজার মানুষ দাওয়াত দিলেন। মাইকেল তার বন্ধু গৌরদাস কে বারবার বলেছেন, আমি বিখ্যাত হবো। তুমি আমার আত্মজীবনী লিখবে। ধনীর সন্তান হয়েও সারা জীবন অভাবে অভাবে পার করলেন মাইকেল।

দীনবন্ধু নামে এক যুবক মাইকেল মধুসূদন দত্তের সাথে দেখা করতে এলেন।
দীনবন্ধু ঢাকায় পোষ্ট অফিসে চাকরী করেন। এর আগে তিনি ছিলেন নদীয়া জেলায়। তিনি কলকাতায় এসেছেন নদী পথে মাইকেলের সাথে দেখা করতে। দীনবন্ধুর অনেক লেখাপড়া করার ইচ্ছা ছিলো। কিন্তু আর্থিক সমস্যার কারণে খুব একটা লেখাপড়া করতে পারেননি। সম্পূর্ন নিজের যোগ্যতায় অল্প কিছু লেখাপড়া করেছেন। পোষ্ট মাস্টারের চাকরী করতে গিয়ে বিভিন্ন এলাকায় তিনি গেছেন। নিজের চোখে সাধারন মানুষের উপর দুষ্ট ইংরেজদের অত্যাচার দেখেছেন। যা তার মোটেও ভালো লাগেনি। এখন দীনবন্ধু চান মাইকেল নীলকর সাহেবদের বিরুদ্ধে লিখুক। অন্তত একটা নাটক লিখুক। মাইকেল স্পষ্ট মানা করে দিলেন। তিনি বললেন, এসব লেখার সময় আমার নাই। আমি কবিতা লিখব। আমার জন্ম হয়েছে কবিতা লেখার জন্য। দয়া করে ফালতু কথা বলে আমাকে বিরক্ত করবেন না।

মাইকেলের ব্যবহারে দীনবন্ধু খুব আশাহত হলেন।
রেগেমেগে তিনি নিজেই নাটক লিখতে শুরু করলেন বাস্তব অভিজ্ঞতা থেকে। একসময় লেখাটি শেষ হলো। লেখাটির নাম- 'নীলদর্পন'। নীলদর্পন সারা দেশে হইচই ফেলে দিলো। ঢাকা থেকে প্রকাশিত হয়। নীলদর্পন নাটকের মূল কথা হলো- 'নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন'। এ নাটকে সংঘাত হয়েছে, তা মানুষে মানুষে। দুটি অসম শক্তি এ সংঘর্ষে লিপ্ত হয়েছে। একদিকে নীলকর, অন্যদিকে কৃষক, এক কথায় নীলচাষীরা। নীলদর্পণ নাটকে তিনটি চিঠির কথা আছে। প্রথমটি বিন্দুমাধব লেখেন সরলতাকে, দ্বিতীয়টি শ্রী ঘনশ্যাম মুখোপাধ্যায় লেখেন নবীন মাধব কে, তৃতীয়টি শ্রী গোকুলকৃষ্ণ পালিত লেখেন নবীন মাধব কে। এই নাটকটি যখন মঞ্চে উস্থাপন করা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখতে গিয়েছিলেন। এবং তিনি নীলকর সাহেবদের ঘৃণা ভরে নিজের জুতো উঁচু করে ছুড়ে মেরেছিলেন। লেখক দীনবন্ধু মিত্র 'রায়বাহাদুর' উপাধি পেয়েছিলেন।

দীনবন্ধু মিত্রের এই 'নীলদর্পন'' নাটকটি খুব প্রশংসা কুড়ালো।
সকলেই বললেন, এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন। খুব বেশি প্রয়োজন। কিন্তু কে করবে অনুবাদ? তখন দীনবন্ধু মিত্র বললেন, অনুবাদ একজনই করতে পারবেন, তিনি হচ্ছেন মাইকেল মধু সূদন দত্ত। তার মতো সুন্দর করে এই নাটক আর কেউ ইংরেজিতে অনুবাদ করতে পারবেন না। অনেক আশা নিয়ে দীনবন্ধু মাইকেলের কাছে গেলেন। মাইকেল বললেন, আপনার দর্পন নাটকটি অসাধারণ হয়েছে। আমি পড়ে তা মুগ্ধ হয়েছি। ব্যস্ততার কারনে নাটকটি থিয়েটারে গিয়ে দেখা হয়নি। এই নাটকটি আমি অবশ্যই অনুবাদ করে দিবো। আজ রাতেই আমি এক বসাতেই অনুবাদ করবো, আপনাকে কথা দিলাম। কিন্তু তার আগে আমাকে এক ডজন বিয়ার কিনে দিয়ে যান। বিয়ার পেটে না পড়লে আমার মাথা কাজ করে না। মাইকেল কথা রাখলেন। এক রাতেই তিনি নীলদর্পন নাটকটি অনুবাদ করলেন। এবং বারো বোতল বিয়ার শেষ করলেন।

(ইচ্ছা ছিলো ৩য় পর্বে লেখাটি শেষ করবো। কিন্তু শেষ করতে পারলাম না। আমাকে আরো এক পর্ব লিখতে হবে। সাথেই থাকুন।)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৭

জুল ভার্ন বলেছেন: খুব তথ্যময় লেখা। দীনবন্ধু মিত্র 'কস্যচিৎ পথিকস্য' ছদ্মনামে নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন- যা আমরা সবাই জানি। বইটি এক রাতের মধ্যে ইংরাজী অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু রাজরোষে পড়ার থেকে এড়িয়ে যাবার জন্য জনৈক ইংরেজ স্টাফ 'জেমস লং' নামে প্রকাশিত হয়। কিন্তু জেমস লং ধরা পরে যান। বিচারে লঙ-এর হাজার টাকা জরিমানা হয়। কালীপ্রসন্ন সিংহ সেই টাকা মিটিয়ে দিয়ে লঙকে মুক্ত করেন।

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: একদম সঠিক।

দীনবন্ধু বা মাইকেল নিজের নাম দেন নি কারন ইংরেজদের চোখে পড়ে গেলে সমস্যা। নীলদপর্ন পড়ে সমগ্র কৃষক শ্রেনী যেন ব্যাপক শক্ত পেয়ে গেলো। তাঁরা সবাই একজোট হয়ে নীলকর সাহেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলো।

২| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

সকাল রয় বলেছেন: বাহ্

জেনে বেশ ভালো লাগছে।

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০১

শূন্য সারমর্ম বলেছেন:


মাইকেল নাটক লিখতে চাইলেন না,তবে এক রাতেই অনুবাদ করে ফেললেন;কি এমন পরিবর্তন ঘটেছিলো উনার মনন মগজে।

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: মাইকেল একজন দুঃখী মানুষ।
নিজের দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য আশ্রয় নেন মদে। সংসারে তার অভাব। অথচ উনি ধনীর সন্তান ছিলেন। পিতা মাতার মৃত্যুর তাদের সব সম্পত্তি আত্মীয়স্বজনরা দখল করে নেয়। মাইকেলের ভুল ছিলো হয় তো খিস্টান ধর্ম গ্রহন করা।

মাইকেল চেয়েছেন কবিতা লিখে বিখ্যাত হতে। অভাব, সংসার, মৃত পিতা মাতা ও মদের কারনে মাইকেল বেশির ভাগা সিদ্ধান্ত সঠিক ভাবে নিতে পারেন নাই। মাইকেলের বন্ধু গৌরদাস খুব অনুরোধ করায় মাইকেল এক রাতের মধ্যে নীলদর্পন নাটকটি ইংরেজিতে অনুবাদ করে দেন।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি মাইকেল মধুসূদন আমাদের সনেটে লেখা শিখাছেন
লাল সালাম জানাই-----------------

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: আপনি তো মনোনয়ন পেয়েছেন, জানেন?

৫| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১১

কামাল১৮ বলেছেন: ব্যান হবার ভয়ে মন্তব্য থেকে বিরত থাকলাম।

২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: ব্যান হবার মতো মন্তব্য আপনাকে আমি কখনো করতে দেখি নাই।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৩

শেরজা তপন বলেছেন: সমস্যা কি লিখুন না।
আমিতো একবারে চার-পাঁচটা সিরিজে হাত দিয়েছি :)

২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ জানি।
আমি আপনার সিরিজ গুলো পড়ি। আপনি অনেক পরিশ্রম করে লিখেন। আমার বয়স হয়েছে। এখন আর আগের মত্যো পরিশ্রম করতে পারি না। তাছাড়া চোখেও সমস্যা। ডাক্তার চশমা দিয়েছে।

৭| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৩

সোনাগাজী বলেছেন:


কবি তো অনেক ড্রিংক করতেন! জেনেটিক্যালী বাংগালীর জন্য এ্যালকোহল ভয়ংকর।

২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে এখন মদ খাওয়া মানুষের সংখ্যা অনেক বেড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.