নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ব্র্যান্ডির নেশা

২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮



এখুনি, এই মুহুর্তে!
সে ভাবছে, একটা জাহাজ ক্রয় করবে
তারপর একদম নিরুদ্দেশ!
ভেসে ভেসে যেখানে খুশি জাহাজ যাক চলে,
জাহাজে আর কেউ থাকবে না,
নাবিকও না, বাবুর্চিও না, কোনো নারীও না,
শুধু সে একা।

পৃথিবীর অজানা যেসব দ্বীপ আছে
যেখানে কোনো মানুষের পায়ের স্পর্শ পড়েনি
সেখানে সে একটি দোতলা কাঠের বাড়ি বানাবে,
থাকবে বেশ বড় একটা উঠান,
চারপাশে থাকবে নানান রকম গাছপালা
কাঠবিড়ালি আর পাখি খেলবে সারাবেলা।

ব্র্যান্ডির বোতলে চুমুক দেওয়ার দশ মিনিট পর-
সে কিনে নিতে পারে জাহাজ, আরাকান রাজ্য!
এই তো গলকাল কিনলো আমস্টারডাম শহর,
এর আগে কিনেছিলো, নাম না জানা একটা দ্বীপ।

আমার সামনে ব্র্যান্ডির বোতল,
সে বললো, খাও খাও
আমি বিনা দ্বিধায় লম্বা একটা চুমুক দিলাম,
অভ্যাস নেই বলে বিষম খেলাম, পরপর দুবার!
তবু পরপর বেশ কয়েকটা চুমুক দিলাম
দেখি কিছু কেনা যায় কিনা!
জাহাজ, শহর, নারী অথবা দ্বীপ আমার প্রয়োজন নেই
ওডিসি, ইলিয়ড, মহাভারত আর শিবরাম পেলেই খুশি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



আমার গ্রামের ২ জন ঘনিষ্ট মানুষ ড্রিংক করার কারণে অকালে মৃত্যুবরণ করেছেন; আমাদের আশপাশে দ্বীপ ইত্যাদি নেই, আছে পাহাড়; পাহাড়ে ১ জনের পেয়ারা, লেবু বাগান ও একটি সুন্দর বাগান বাড়ী ছিলো।

২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: গ্রামে যারা নেশা করে তাঁরা সস্তা বাংলা মদ খায়। যা বিষাক্ত সিসা ও স্পীড দিয়ে তৈরি করা হয়। এজন্য প্রায়ই শোনা যায় ওমুক গ্রামে মদ খেয়ে এত লোকের মৃত্যু। পাহাড়িরা এক ধরনের মদ খায়, সেটা বেশ বিষাক্ত। সেই মদের নাম সম্ভবত মহুয়া।
দামী মদ খেয়ে নেশা হয়, লোক মোড়ে না। তবে যারা দিন রাত দেবদাসের মতো মদ খায় তাঁরা দ্রুত মোড়ে।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্যান্ডি খেতে কেমন?
আপনার কবিতার চেয়ে নিশ্চয়ই ভালো নয়।

২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: তা তো অবশ্যই।

আসুন একদিন ব্র্যান্ডি খাই প্রান ভরে।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৫

ইসিয়াক বলেছেন:




ব্রান্ডির নেশা থেকে বই! চমৎকার চাওয়া। তবে শুধু হাস্যরসাত্নক আর মিথলজি সংক্রান্ত বই না আধুনিক ধ্যান ধারনার বইও পড়তে হবে।

২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ পড়তে হবে।
এবং টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে, যে আমি কবি। সাথে একটা গেঞ্জিও হয়তো পাবো।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১

শাহ আজিজ বলেছেন: আহা ব্রান্ডি , :( মিসিং ইউ ।

২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৬

কামাল১৮ বলেছেন: ব্রান্ডি খেলে এমন চিন্তা করে অভিজ্ঞতা তা বলে না।

২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: ব্র্যান্ডি আপনার পছন্দ?

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৪৫

হাসান জামাল গোলাপ বলেছেন: আপনি কি এ বছরের শেষ কবিতার প্রতিজ্ঞা ভাঙলেন?

২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: হা হা হা----

হঠাত আবেগ এলো। লিখে ফেললাম।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লেখক বলেছেন:
আসুন একদিন ব্র্যান্ডি খাই প্রান ভরে।


ইসস । আমি যেন এলকোহল এড়িয়ে চলি। কোক খাওয়াতে পারেন।

২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: ও---

আচ্ছা ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.