নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৮



একা বাঁচতে শেখো, মানুষ জানাযায় আসে, কবরে নয়।
ইদানিং লোকজন খুব বেশি কবিতা লিখছে। আর আমি খুব বেশি বিরক্ত হচ্ছি। সেই সব কবিতা অতি অখাদ্য। বড় বড় কবিতা। কবিতা'য় গভীরতা তৈরি করতে গিয়ে কঠিন সব শব্দ ব্যবহার করছে। যার যা মন চায়- তাই'ই লিখছে। কবিতা ছাড়া কি লেখার আর কিছু নেই? লেখার বিষয়ের তো অভাব নেই। কি বালছাল লিখে মেজাজ খারাপ হয়ে যায়। সস্তা কবিদের কলম গুলো ভেঙ্গে যাক। আমি আপনাদের কবিতা পড়ি না। আমি একজন শিক্ষক এর সাথে এই সব সস্তা কবিদের নিয়ে- আলোচনা করলাম। শিক্ষক বললেন, তারা কবিতা লিখছেন- ভালো কথা। তারা তো কারো কোনো ক্ষতি করছে না। সস্তা কবিতা লিখতে লিখতে একদিন তারা মহান সব কবিতা লিখে ফেলবেন। তারা তো জঙ্গী হচ্ছে না, মাদক বিক্রি করছে না। তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা-সব কবিতায় ঢেলে দিচ্ছে। তাদেরকে সম্মান করা উচিত। ভালোবাসা উচিত। স্যারের কথা আমার মনে ধরেছে।

১। আমার বন্ধু শাহেদ জামাল ও তার স্ত্রী।

২। ফুটপাতে শীতের জামা কাপড় খুব ভালোই বিক্রি হচ্ছে।

৩। আমরুজ। ছবিটা কি গোলা হয়েছে? না আমার চোখে সমস্যা?

৪। সোনার গা। পানাম নগর।

৫। আকাশ ভরা মেঘ। কালো মেঘ।

৬। আমার বন্ধু শাহেদ জামাল ক্রিকেট খেলতে মাঠে নামতে চাচ্ছে।

৭। বাজারে গিয়ে মাছ কেনার ঝামেলা নাই। কিছু মাছ পেলেই হয়ে যাবে। সবচেয়ে বড় কথা চাষকরা মাছ নয়।

৮। আগে গ্রামের দেশের মেলাতে মাটির তৈরি অনেক জিনিস পাওয়া যেত।

৯। শাহেদ জামাল সমুদ্রের পাড়ে।

১০। সমুদ্রের পাড়ে নীলা।

১১। শাপলা ফুল। আমাদের জাতীয় ফুল হচ্ছে সাদা শাপলা।

১২। ছবিতে শাহেদ জামাল ও তার প্রেমিকা নীলা।

১৩। পড়ন্ত বিকেল।

১৪। প্রশ্নপত্র ফাসের মন্ত্রী।

১৫। প্রতিটা মেয়েই বউ সাজতে চায়।

১৬। জ্ঞানীগুনীরা বলেছেন, স্বামীর সহিত তর্ক করিও না।

১৭। মির্জা ফখরুল সাহেব।

১৮। নীলা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই, আপনার বন্ধু শাহেদ জামাল ও তার বান্ধবী (বউ নয় ) নীলা কে মনে হয় চিনি ?
আসলেই কি চিনি (সুগার নয়)?

তারা কি পরি ও তার ছোট বোনের :P কেউ হন?

১৬ নং ছবিটা সেইরম ঐছে। বউকে মান্য :(( করো ।

আর ১ নমগ ছবি তো ফাটাফাটি ঔছে। মনে হয় রাজীব ভাই ও নীলা ভাবীর ;) কার্বন (ফটো ) কপি।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৮

বাকপ্রবাস বলেছেন: স্বস্তা লিখতে লিখতে বস্তা ভারি হয়, কবি আর হয়না
বন্ধুর ছবিগুলো মনে হচ্ছে আপনার নিজের
সমন্বয়টা মনে ধরেছে, একটা ছবির পর হুট করে এমন একটা ছবি দিলেন যার সাথে আগের ছবি ও লেখার সাথে কোন সম্পর্ক নেই, তবে অনেক মজা আছে এমনটাতে

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ভালো থাকুন।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের ভয়ংকর বেকুবও যে বড় চাকুরী পেতে পারে, উহার উদাহরণ মন্ত্রী নাহিদ ও বেগম জিয়া।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: আসলে নাহিদ সাহেবের দোষ নেই। তিনি সহজ সরল মানুষ। তাকে সোজা পেয়েই চালাক ও চতুর লোকজন জেগে উঠেছিলো।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ১৩ নাম্বার ছবিটি সবচেয়ে ভালো হেয়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: যাক একটা ছবি অন্তত ভালো হয়েছে।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫০

Subdeb ghosh বলেছেন: সবগুলি ছবি অনেক ভালো হয়েছে।
অনেকদিন পরে ব্লগে আসলাম।
কেমন আছেন?

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আমি ভালো আছি।
ধন্যবাদ আপনাকে।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:৪৮

কামাল১৮ বলেছেন: পড়ন্ত বিকেলের ছবিটা ফ্রেমে বাঁধিয়ে ড্রইংরুমে রাখার মতো।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপনি ঢাকায় আসলে আমাকে জানাবেন। ছবিটা আপনাকে বাঁধাই করে উপহার দিতে চাই।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০২

বিটপি বলেছেন: নীলা আর সুরভী কি একই লোক?

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: না এক না।
নীলা শাহেদ জামালের প্রেমিকা। শাহেদ জামাল আমার বন্ধু। আর সুরভী আমার স্ত্রী।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিগুলো সুন্দর । ভালো লাগলো

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.