নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভন্ড সুলেমান

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৮

ছবিঃ ফেসবুক।

সরকারী তৃতীয় শ্রেনীর চাকরি ছেড়ে দিলো সুলেমান।
শহরে এসে বড় দোতলা বাসা ভাড়া করলো। সরকারী চাকরি করে অল্প কিছু অর্থ জমিয়েছে। এই টাকা দিয়ে সারাজীবন চলবে না। তাই সে নতুন পেশা গ্রহণ করলো। বাড়ির সামনে ঝুলিয়ে দিলো সাইনবোর্ড। তাতে ইংরেজি ও বাংলায় লেখাঃ
সু খবর এবং অপূর্ব সুযোগ! হিমালয়ের সন্ন্যাসী থেকে প্রাপ্ত অলৌকিক ওষুধ! ভূত-প্রেত, স্বপ্নদোষ, পরকীয়া, যৌন সমস্যা, জমি সংক্রান্ত সমস্যা, পাওনা টাকা আদায়, অবাধ্য স্ত্রী, বানমারা, হাত দেখে ভবিষ্যৎ বলা, নাস্তিক কে আস্তিক করা, বশীকরণ, ভয়, ইত্যাদি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করি। এক সপ্তাহের মধ্যে হাতে হাতে ফল না পাইলে মুল্য ফেরত। সাক্ষাতের সময় সকাল নয়টা থেকে, দুপুর একটা পর্যন্ত। প্রোঃ সুলেমান শেখ।

লোকজন সাইনবোর্ড দেখে আর মুচকি মুচকি হাসে।
কোনো খদ্দের আসে না। কিন্তু সুলেমান জানে শহরে ছাগলের অভাব নেই। নির্বোধের অভাব নেই। কুসংস্কার বিশ্বাসী মানুষের অভাব নেই। তারা আসবেই। দেরী হোক, যায়নি সময়। সুলেমান কোট প্যান্ট টাই পরে অপেক্ষা করে। সামনে থাকা চেয়ারে পা তুলে সিগারেট টানে। ছাগলের দল আসবেই। ভূত, প্রেত, জ্বীন, পরী বিশ্বাসী লোকের অভাব নেই। সমাজের বেশির ভাগ মানুষই রুপকথা বিশ্বাস করতে পছন্দ করে।

সুলেমানের প্রথম খরিদ্দার এলো। সে একজন সাংবাদিক এবং অনলাইনে ব্যবসা করে ধনী হয়েছে। সে কেরানীগঞ্জে একটা বাড়ি কিনেছে। সে বাড়িতে ভূত আছে। সাংবাদিক সাহেব নিজের চোখে ভূত দেখেছেন। সুলেমান শেখ সাত দিনের মধ্যে বাড়ি থেকে ভূত তাড়িয়ে দিলো। সাংবাদিক সাহেব খুব খুশি। এতই খুশি যে সুলেমানকে নিয়ে একটা নিউজ লিখে ফেলল। এরপর সুলেমানের বেশ নাম ডাক হয়ে গেলো। খরিদ্দার আসতে শুরু করলো বর্ষাকালের বৃষ্টির মতো।

সুলেমান তার কাস্টমারদের সাথে নানান রকম রসিকতা করে। রাজশাহী থেকে এক এমপি এলো। তার ভাগ্নের ভয় পেয়ে দাত কপাটি লেগে গেছে। ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু তারা কিছুই করতে পারেনি। ভাগ্নে না খেয়ে আছে দুদিন ধরে। ভাগ্নে রাতে ছাদে গিয়েছিলো কি দেখে যেন ভয় পেয়ে দাত কপাটি লেগে গেছে। সব শুনে সুলেমান বলল, এটা কোনো সমস্যাই না। পাচ মিনিটের মধ্যে ঠিক করে দিচ্ছি। এই কথা শুনে এমপি সাহেব তো অবাক! ডাক্তার পারলো না। সুলেমান ভাগ্নেকে পাশের ঘরে নিয়ে গিয়ে কুৎসিত একটা গালি দিয়ে, কসিয়ে দুই থাপ্পড় দিলো। দাত কপাটি খুলে গেলো। এমপি সাহেব সুলেমানের কেরামতি দেখে মুগ্ধ! এমপি সাহেব খুশি হয়ে লাখ টাকা দিয়ে দিলেন।

এক যুবতী মেয়েকে খারাপ জ্বীন ধরেছে। সেই মেয়ে পুরুষের গলায় কথা বলে। শরীরে তার অনেক শক্তি। জ্বীন যতক্ষণ তার শরীরে থাকে ততক্ষণ কেউ সামনে এলেই তাকে মারতে যায়। সুলেমান মসজিদের ইমাম সাহেবদের সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। এই ইমামের নিজের মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে। সুলেমান বলল, হুজুর আমি দোয়া করে দিলাম। দূর থেকেই ফু দিয়ে দিলাম। খারাপ জ্বীন সাত দিনের মধ্যে পালিয়ে যাবে। আগামী সাত দিনের মধ্যে মেয়েটার বিয়ে দিয়ে দেন। হুজুর বলল, তাবিজ দিবেন না? সুলেমান বলল, আমার ফুতেই কাজ অলরেডি হয়ে গেছে। ফু'য়ে কাজ না হলে তাবিজ দিতাম।

এক ধনী মহিলা এসেছেন সুলেমানের কাছে। মহিলা বললেন, তার মেয়ে ধর্মীয় নিয়ম কানুন মানে না। পার্লারে যায়, পার্টিতে যায়, বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করে, ইংরেজি সিনেমা দেখে, ছেলে বন্ধুদের সাথে মিশে, থিয়েটার করে, গান গায়, লাইব্রেরীতে সময় কাটায়, হিজাব বা বোরখা পড়ে না। মেয়ে বলে, মা আমি প্লেন চালাবো। দেশ বিদেশ ঘুরে বেড়াবো। মহিলা কাদতে কাদতে বলল, আমার খুব শখ ছিলো মেয়েকে মাদ্রাসায় পড়াবো। কিন্তু মেয়ে ভরতি হলো ইংরেজি স্কুলে। অই স্কুলে ভরতি হয়েই মেয়ে বেলাইনে গেলো। সুলেমান সাহেব আমার মেয়েকে ধর্মীয় লাইনে এনে দেন। টাকা কোনো সমস্যা না।

সুলেমান মাত্র সাত দিনের মধ্যে মেয়েটাকে ধার্মিক বানিয়ে দিতে সক্ষম হয়েছে। মেয়েটা এখন ঘরের মধ্যেও হিজাব পড়ে থাকে। বাইরে গেলে বোরখা পড়ে। অনলাইনে আরবী শিখে। কবরের আজাব থেকে বাচার জন্য সূরা মুলক পড়ে। নানান রকম ধর্মীয় বই পড়ে। হাদীসের বই পড়ে। সারাদিন দোয়াদরুদ পড়তেই থাকে। মেয়েটা এখন জানে ইহকাল কিছুই না। পরকালটাই আসল। হাশরের ময়দানে আরবীতে প্রশ্ন করা হবে, তাই সে মন দিয়ে আরবী ভাষা শিখছে। নামাজে বসে চোখের পানি ফেলে। মধু খায়, কালিজিরা খায়। অসুস্থ হলে হাদীস মোতাবেক নিজের চিকিৎসা করে। মেয়েটা বুঝে গেছে কোরআন হাদীসের বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেই দোজকে যেতে হবে।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৪

রানার ব্লগ বলেছেন: জয় বাবা ভূতনাথের জয় !!! ভোম কালী !!!

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সুলেমান কিভাবে অসাধ্য সাধন করলো ?
তার ক্ষমতার উৎস কি ?

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সুলেমানের কোনো ক্ষমতা নেই।
ছাগলেরা সুলেমানদের বিশ্বাস করে।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৮

কাঁউটাল বলেছেন: রাজিব নূর খানের গুড়া কিরমির সমস্যা হইছে, শান্তি মত খাইতে, বসতে, শুইতে পারে না। বিরাট সমস্যা, অনেক ডাক্টার দেখিয়েও কোন লাভ হয় নাই। রাজিব নূর সন্দেহ করল এইগুলা নিশ্চয়ই জ্বিন কিরমি, এইজন্য ওশুধে কাজ হচ্ছে না। এর পরে সে গেল ভন্ডো সোলায়মান মিয়া কাছে................

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আমার কোনো সমস্যা নেই।
সুলেমানদের কাছে আমি যাই না। যাবার প্রশ্নই উঠে না।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩০

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




ভন্ড সুলেমানরা তো সব জায়গাতেই আছে। থাকবেনা কেন ? দেশে তো ছাগল আর পাগলের অভাব নেই।

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ছাগল পাগল দেশে বেশি এর কারন হচ্ছে দেশে সুশিক্ষা নেই।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

জুল ভার্ন বলেছেন: কী সব জ্বীন ভূতের গল্পে ব্লগ ভরে যাচ্ছে!

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: এটা তো ভালো।
এসব বিষয় নিয়ে যত লেখা হবে, মানুষ তত কুসংস্কার থেকে দূরে থাকবে।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯

কলাবাগান১ বলেছেন: ওয়াও...এত পরিপাটি, ভদ্র পরিবেশ, কোন ধাক্কা ধাকি নাই, সবাই সশৃংখল ভাবে মেট্রো রেলে চড়ছে...।
আর আপনি বলললেন যে বাংলাদেশের মানুষ ভদ্র ভাবে চলবে না........এর চেয়ে ভাল কি ভাবে মানুষ বিহেভ করবে?

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: মেট্রোরেলের ডিজিটাল টিকিট মেশিনে নাকি সমস্যা দেখা দিয়েছে?

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০০

অক্পটে বলেছেন: এই সুলেমান অবশ্যই অনেক জ্ঞানী লোক হবে। ঠিক আমাদের সরকারের মতো।

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: সুলেমান জ্ঞানী নয়। শিক্ষিত লোক গুলো নির্বোধ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লেখক বলেছেন: সুলেমানের কোনো ক্ষমতা নেই।

সমাধান হলো কিভাবে ? ক্ষমতা কার ?

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: ছাগলেরা রসিকে সাপ মনে করে।
এদের বোকা বানানো খুব সহজ। সুলেমান সেই কাজটাই করেছে।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫২

অক্পটে বলেছেন: এটা সুলেমানের মানুষ ঠকানোর জ্ঞান।

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: সুলেমান মানুষ ঠকাচ্ছে না। ছাগলদের ঠকাচ্ছে।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩০

কাঁউটাল বলেছেন: একদিন সকালবেলা দেখা গেল রাজিব নূর খান বাসার ছাদে উঠে ব্রেক ড্যান্স্ দিচ্ছে। পাশের ছাদ থেকে সোনাগাজি জিগাইল, ঐ মিয়া, লাফালাফি করেন ক্যান? গুরা কিরমি হইছে নাকি? রাজিব নূর বলল, আর বইলেন না ভাই, এইগুলা জ্বিন কিরমি, ওশুদ খাইলেও সারে না। ভাবতাছি সোলেমান মিয়ার কাছে যামু।

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এবার বুঝতে পেরেছি।
ওকে। ডান।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৭

কাঁউটাল বলেছেন: আরেকটা কমেন্ট আসতেছে......।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৩

কাঁউটাল বলেছেন: জ্বিন কফিল কামরুক কামাখ্যা থেকে এক কৌটা গুড়া কিরমি নিয়ে উড়ে আসতেছে.........

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:



পুরোজাতি রূপকথার জীবন যাপন করছে; জাতির মানসিক অবস্হা রোহিংগাদের কাছাকাছি

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: এদের মধ্যে কিছু লোকের অবস্থা একেবার করুণ।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তো ভণ্ড সুলেমানটা কে ? ঢাবির উপাচার্য ?

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: না। উনি নন।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০২

কবিতা ক্থ্য বলেছেন: সুলেমান এর ঠিকানা টা কি দে্যা যাবে?
মানে- আমার ও কিছু সমস্যা ছিলো আর কি...

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: ঠিকানা আমার কাছে নেই।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১১

তানভির জুমার বলেছেন: নাস্তিক ছাগলেরা নিজের বেলায় সবই বুঝে শুধু অন্যের বেলায় ভন্ডামী করে।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: আস্তিক ছাগলেরা নিজের বেলায় সবই বুঝে শুধু অন্যের বেলায় ভন্ডামী করে।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৬

কামাল১৮ বলেছেন: শেষের গল্পটা যুক্তি সংগত মনে হয় নাই।বাকি গুলোতে সত্যের ছাপ আছে।কম বেশি অনেকের জীবনে না ঘটলেও আশেপাশে ঘটতে দেখেছে।আমাদের শিক্ষা ব্যবস্থায় গলদ আছে।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: শিক্ষা ব্যবস্থা উন্নত নয় বলেই তো আজ এই অবস্থা।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫০

ডঃ এম এ আলী বলেছেন:



ভন্ড সুলেমানদের বিকাশের জন্য উর্বর পরিবেশ মনে হয়
তথাকথিত বক ধার্মিক ও অসত মানুষেরাই তৈরী করে দেয়।
সকলের সচেতনতা প্রয়োজন ।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.