নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ ফারাজার জন্মদিন।
সে দুই বছর পার করে এখন তিনে পা রাখলো। আজ বছরের শেষ দিন। আগামীকাল নতুন বছর শুরু হবে। আমার মনে আছে, ৩০ তারিখ রাতে সুরভি বলল, এখন হাসপাতালে যেতে হবে। ভাবী বললেন, রাতে যেতে হবে না। সকালে গেলেই হবে। তাই রাতে আর হাসপাতালে যাইনি। গেলাম ভোরবেলা। ৩১ ডিসেম্বর। তখন দেশে করোনা। সকাল ৮ টায় কন্যার জন্ম হলো। নার্স দৌড়ে আমার কাছে কন্যাকে নিয়ে এলো। আমি কন্যাকে দেখলাম। অন্য রকম একটা অনুভূতি হচ্ছিলো। নরমাল ডেলিভারী। দুপুর তিনটায় ডাক্তার বললেন, আপনারা বাসায় চলে যান। কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই। সুরভি ও কন্যাকে নিয়ে বাসায় চলে এলাম।
বড় ভাই কন্যার নাম রাখলেন-
ফারাজা তাবাসসুম খান (ফাইহা)। আরবী নাম। কন্যার জন্মের ২১ দিন আগে আব্বা মারা গেলো করোনায়। আব্বা আমার মেয়েকে কোলে নিতে পারলো না। এই দুঃখটা আমার আমৃত্যু থাকবে। কন্যাকে পেয়ে আমি আব্বাকে কিছুটা ভুলে গেলাম। বলা যায় আব্বার মৃত্যুর শোকটা ফারাজা কমিয়ে দিলো। এরপর ফারাজা আমার দৈনিক জীবনযাপনের স্টাইল পুরো বদলে দিলো। দীর্ঘদিন অভ্যাস গুলো কন্যার দিকে চেয়ে সব বদলে ফেললাম। আমার কন্যাই এখন আমার পৃথিবী। একটু একটু করে কন্যা বড় হচ্ছে আমার চোখের সামনে। এটা অন্যরকম একটা আনন্দ। অন্যরকম একটা অনুভূতি। এখন তো ফারাজা প্রায় সব কথাই বলতে পারে।
গতকাল একটা ক্লাবে কন্যার জন্মদিন পালন করলাম।
এমন দিনে কন্যার জন্ম হয়েছে। থার্স্টিফাস্ট নাইট উপলক্ষে পুলিশ সব কিছু তাড়াতাড়ি বন্ধ করে দেয়। চায়নিজ রেস্টুরেন্টও থাকে বন্ধ। এজন্য জন্মদিন করতে হয় বাসার মধ্যে। অথবা একদিন দিন। গেস্ট আসবে কি করে? পুলিশ রাস্তা দেয় বন্ধ করে। এজন্য ৩০ তারিখেই কন্যার জন্মদিন পালন করলাম। অবশ্য আজ বাসায় একটা ছোট অনূষ্ঠান হবে। অল্প কিছু আত্মীয়স্বজন আসবেন। আবার কেক কাটা হবে। আমার কন্যা ঘুরে বেড়াতে পছন্দ করে। কেক কাটতেও তার ব্যাপক আগ্রহ। তার পছন্দ অপছন্দ তৈরি হয়ে গেছে। কন্যার প্রিয় ফল হচ্ছে আপেল। রাতে ঘুমানোর আগে শেষ কথা হচ্ছে- আপেল খাবো। ঘুম থেকে উঠেও সে আপেল খাবে। এজন্য ফ্রিজে সব সময় আমি আপেল রাখি।
আমি চাই আমার কন্যা বেঁচে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক।
জন্মদিন উপলক্ষ্যে সুরভি মেয়ের জন্য জামা জুতো কিনে এনেছে। জুতো দুই সাইজ বড় হয়েছে। শেষে আমি কন্যাকে মার্কেটে নিয়ে গিয়ে আরেকটা জুতো কিনলাম। জুতো পছন্দ করেছে মেয়ে নিজেই। সেই জুতোতে আবার লাল, নীল, সবুজ আলো জ্বলে। রাতে ভালো মন্দ খাওয়া হবে। এরপর থেকে আমি আর কন্যার জন্মদিন পালন করবো না। তবে এই দিনে একশো অসহায় ও দরিদ্র মানুষকে পেট ভরে খাইয়ে দিবো। আমার কন্যার জন্য দোয়া করবেন। শুভ কামনা জানাবেন। আর আমি আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরে উন্মোচিত হোক সম্ভাবনার দিগন্ত। এই প্রত্যাশায় সবার জন্য শুভ কামনা।
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: বেহেশতের আলো।
২| ৩১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫১
জুল ভার্ন বলেছেন: অনেক শুভাশিষ। ❤️
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৬
শেরজা তপন বলেছেন: ফারাজা তাবাসসুম খান (ফাইহা) কে জন্মদিনের শুভেচ্ছা। নিরন্তর শুভকামনা রইল ওর প্রতি।
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শেরজা। ভালো থাকুন। অনেক শুভ কামনা।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
কামাল১৮ বলেছেন: আপনার মেয়ে বাবা মার আদরটা সম্পূর্ণ পাবে।আদরে আদরে বড়হবে তারা।কারন তাদের কোন ভাই নাই।ভাই থাকলে বোনের আদর অনেক কমে যায়।এমন কি আবহেলায় মানুষ হয়।এদিক থেকে আপনার কন্যা এমনিতেই ভাগ্যবতি।শুখে ভরে উঠুক তাদের জীবন।জন্মদিনে এই কামনা করি।
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: আমি যতদিন বেঁচে আছি, তত দিন মেয়ে আনন্দেই থাকবে। আমি মরে গেলে কি হবে জানি না।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফারাজা মামনির জন্যে অনেক অনেক দোয়া ও একরাশ শুভেচ্ছা।
ভালো থাকুন নিরন্তর।
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইসাহেব।
নতুন বছরের শুভেচ্ছা।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৯
সোনাগাজী বলেছেন:
মেয়ের জন্মদিনে আপনার পরিবারের সবার জন্য শুভেচ্ছা
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালো থাকুন।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৬
ঢাবিয়ান বলেছেন: শুভ জন্মদিন ফারাজা । অনেক অনেক শুভেচ্ছা রইল।
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। নতুন বছরের শুভেচ্ছা।
৮| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ২:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভকামনা রইল ওর প্রতি।
....................................................................
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৩:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার কন্যাসহ পরিবারের সকলের জন্য
ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
১০| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৩:২৪
হাসান জামাল গোলাপ বলেছেন: আপনার কন্যার জন্য শুভকামনা রইলো। শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৪৪
অনল চৌধুরী বলেছেন: আপনার মেয়েকে আমার লেখা একটা বই দিয়ে তার বই পড়া শুরু করাতে চাই।
যেনো বড় হয়ে বাবার মতো্ই লেখক হয়।
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
আমিও চাই সে আপনার বই পড়ুক। সাথে আমিও পড়বো।
আমি লেখক নই। লেখক হবার গুনাবলি আমার মধ্যে নেই। ব্লগে হাবিজাবি লিখি, ব্যস এই পর্যন্তই।
,আমার পড়তেই বেশী ভালো লাগে।
১২| ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন ফারাজা।
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ জন্মদিন।
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কন্যার জন্য শুভকামনা, শুভজন্ম দিন।
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জলদস্যু।
ভালো থাকবেন।
১৫| ০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৭
কসমিক রোহান বলেছেন: অনেক অনেক শুভ কামনা, আগামী দিন গুলো হোক সুন্দর, সপ্রতিভ, উজ্জ্বল।
০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৬| ০১ লা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৩
আরাফআহনাফ বলেছেন: ফাইহা কে জন্মদিনের শুভেচ্ছা ।
আপনার পুরো পরিবারের প্রতি রইলো শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২২
মোহামমদ কামরুজজামান বলেছেন: শুভ জন্মদিন ফারাজা তাবাসসুম, তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচছার সাথে সাথে দোয়া রইলো তোমার জীবনের সুখ-সাফল্যের জন্য (সাথে সাথে শুভেচছা তোমার বাবা রাজীব নুর ও মা সুরুভী'কে ও যারা তোমাকে এ পৃথিবীর আলোতে নিয়ে এসেছেন এবং তোমাদের দু বোনের খুশির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন)।
তোমার জন্মদিনে আরো চাওয়া জীবনে মানুষের মত মানুষ হও,দুনিয়ার সকল পংকিলতা থেকে মুক্ত থেকে বেড়ে উঠো ভালর সাথে, ভালভাবে।
০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কামরুজজামান ভাই ।
আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন।
১৮| ১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৬
খায়রুল আহসান বলেছেন: আপনার কন্যা ফারাজা তাবাসসুম খান এর জন্য বিলম্বিত শুভকামনা জানাচ্ছি। সুশিক্ষার আলোকে সে বড় হয়ে উঠুক!
ভালো থাকুন আপনারা সবাই, পরিবারের সকলে, সুস্বাস্হ্যে!
১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপনিও ভাল থাকুন। সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৮
গেঁয়ো ভূত বলেছেন: শুভ জন্মদিন ফারাজা তাবাসসুম খান (ফাইহা...অনেক অনেক শুভকামনা।
নামটির বাংলা অর্থ কি?