নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
যা কিছু প্রাচীন, যা কিছু ঠুনকো সব গেছে খসে
আবার গড়ে উঠেছে এক নতুন দেশ, সুন্দর উজ্জ্বল।
মানুষের মনে নতুন আশা,
সব কিছুর সঙ্গে মানান সই করে নিতে হলে,
জীবনটাকে তো নতুন করে নিতে হবে।
পৃথিবীর প্রধান ধর্ম গুলিতে যেসব পৃথক বিধান আছে,
তা আংশিক সত্য, কোনোটাই পুরো সত্য নয়,
এইসব ধর্মের আংশিক সত্যগুলি মেলাতে পারলেই
পৃথিবীর সব মানুষের উপযোগী এক আদর্শ ধর্ম হবে,
তখন আর থাকবে না আস্তিক নাস্তিক।
সাধুর শিষ্যরা বললেন, বাবা লোহাকে সোনা করে দিতে পারেন,
মদকে করে দিতে পারেন দুধ,
এক কোপে গরুকে বলি দিতে পারেন,
তারপর বাবা সেই গরুর শরীরে হাত বুলিয়ে দিতেই,
গরু জীবন্ত হয়ে লাফাতে থাকে, ডাকে হামবা হামবা।
এই সাধু বাবা সমস্ত নারী জাতিকে মা বলে ডাকেন,
মাঝে মাঝে ভুলেভালে নিজের স্ত্রীকেও মা বলে ফেলেন!
ঈশ্বর জানেন, মদ কখনও দুধ হয় না
হ্যাঁ মদকে দুধের মতো সাদা করা যায় কৌশলে।
খেলে নেশা হবে, ওতো বাহাদুরির কিছু নেই।
০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: সাধুদের লেখাপড়া কম। তাই তাদের এই অবস্থা। বাংলাদেশে সাধুর সংখ্যা কম। ভারতে কোটি কোটি সাধু বাবা আছেন।
২| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৫
কামাল১৮ বলেছেন: ধর্ম যত দিন উপর থেকে আসবে।সেই ধর্ম মানুষের ধর্ম হবে না।ধর্ম আসতে হবে মানুষের মাঝ থেকে।তবেই সেটা মানুষের ধর্ম হবে।
০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: চমৎকার সুন্দর কথা বলেছেন।
আপনার মন্তব্য গুলো মহৎ বানীর মতো লাগলো। ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার রাজীব দা
শুভ কামনা জানাই
০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৪
সোনাগাজী বলেছেন:
বেশীর ভাগ সাধু লোকজন জীবনের মর্ম বুঝতে পারেনি।