নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৪৭

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৭



প্রিয় কন্যা আমার-
তোমার দুই বছর হয়ে গেলো। এখন তুমি তিন বছরে পা দিয়েছো। আজ তোমার দুই বছর দুই দিন। তোমার জন্মের পর প্রতিটা দিনের হিসাব আমি রেখেছি। তোমার প্রথম উঠে বসা, হামাগুড়ি দেওয়া, একাএকা দাঁড়ানো, হাঁটা, কথা বলা ইত্যাদি সব আমি নিখুঁত ভাবে খেয়াল করেছি। এখন তুমি অনেক কথা শিখে গেছো। মোটামোটি সব কথাই বলতে পারো। যেমন, আপেল খাবো, বাইরে যাবো, পানি দাও, ঘুমাবো না, বাবার কাছে যাবো, পাউরুটি খাবো। একান্ত তোমার নিজের কিছু শব্দ আছে। যেমন- পাপ্পো অর্থ্যাত গল্প বলো। আবাবু, মানে ল্যাপটপে বাংলা রাইমস ছেড়ে দাও। ননন্না যাবো, মানে রোজার কাছে যাবে। এখন তোমার শেখা দরকার বাসার ঠিকানা এবং আমার মোবাইল নম্বর। আশা করি আগামী ২/৩ মাসের মধ্যে তুমি বাসার ঠিকানা ও মোবাইল নম্বর শিখে যাবে।

প্রিয় কন্যা ফারাজা-
প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে তোমাকে বাইরে নিয়ে যাই। এই সময়টুকু আমার খুব ভালো লাগে। দিনের মধ্যে এটাই আমার সেরা সময়। আশে পাশের সব এলাকায় তোমার ঘুরে বেড়ানো শেষ। এমনকি মার্কেট, শপিংমল বা রেস্টুরেন্ট কিচ্ছু বাদ নেই। আশেপাশের লোকজন পর্যন্ত তোমাকে চিনে গেছে। তাঁরা তোমাকে ভালোবাসে। একদিন তোমাকে না দেখলেই আমাকে জিজ্ঞেস করে ফারাজা কই? তোমার মা তোমাকে গান শিখিয়েছে- ''প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা''। তোমার মুড ভালো থাকলে ভুলভাল উচ্চারণে ও সুরে তুমি এই গান গাইতে থাকো। সমস্ত বাচ্চাদের মতোন তোমারও মোবাইল খুব পছন্দ। গ্যালারী গিয়ে ছবি দেখো। আমার ফেসবুকে ঢুকে নিজের ছবিতে তুমি নিজেই লাইক দাও। সুরভি তোমার হাতে মোবাইল দেখলে, আমার সাথে রাগ করে।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
তুমি বড় হয়ে প্রতিদিন ব্যয়াম করবে, খবরের কাগজ পড়বে, টিভিতে দুটা টিভি চ্যানেলের নিউজ শুনবে, প্রচুর বই পড়বে, ভ্রমন করবে, বুদ্ধিমান মানুষদের সাথে মিশবে, পৃথিবীর সেরা মুভি গুলো দেখবে, লেখালেখি করবে অর্থ্যাত ব্লগিং করবে, পুষ্টিকর খাবার খাবে, স্যোসাল মিডিয়া গুলোতে সময় কম দেবে, জীবনে সৎ থাকবে, পরিশ্রমী হবে। এক কথায় নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজের স্কিল বাড়াতে হবে, বিজ্ঞান ও টেকনোলোজি সম্পর্কে সঠিক ধারনা রাখতে হবে, মানুষের জীবনে সসবচেয়ে বড় সম্পদ হচ্ছে 'জ্ঞান'। জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে বুঝতে হবে সত্যিকারের ধনী ও ভালো মানুষ, তাঁরাই যাদের প্রচুর অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে। মনে রাখবে, সুন্দর করে কথা বলা, সুন্দর করে লেখা এটা নির্ভর করে অভ্যাসের উপর।

প্রিয় কন্যা আমার-
তুমি পিঠ নীচু না করলে কেউ তোমার পিঠে চড়তে পারবে না। বই পড়ে তুমি সাঁতার শিখতে পারবে না, সাইকেল চালানো শিখতে পারবে না। সাঁতার শেখার জন্য তোমাকে পানিতে নামতে হবে। টাকা পয়সার লেনদেনে স্বচ্ছ থাকতে হবে। সময়কে অবহেলা করা যাবে না। এবং এই সমজের কাউকে বিশ্বাস করবে না। হোক সে সাধু বা মসজিদের ইমাম। লাক্স সাবানের প্যাকেটের গায়ে দেখবে গোলাপ ফুলের ছবি দেওয়া আছে। অথচ লাক্স সাবান কিন্তু গোপাল ফুল দিয়ে বানানো হয় না। আবার দেখবে ফেয়ার এন্ড লাভলী ক্রিমের প্যাকেটের ছবিতে, একটা কালো মেয়ে ফেয়ার অ্যান্ড লাভলী ব্যবহার করে ফরসা হয়ে যাচ্ছে। এটাও মিথ্যা। যদি সত্যি ফরসা হওয়া যেতো তালে দুনিয়াতে কোনো কালো মানুষ থাকতো না। হরলিক্স খেলেই তুমি শক্তিশালী হয়ে যাবে না। চারিদিকে সবাই সবাই প্রতারনা করছে। ভালো করে দেখো, বুঝো। মাথা খাটাও। অভাব মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়।

প্রিয় কন্যা ফারাজা-
একজন মানুষের মূল্য সে এখন যেমন আছে তার মধ্যে নয়, বরং নিজেকে কীভাবে তৈরি করতে পারে তার মধ্যে নিহিত। ফারাজা, তুমি ধর্ম নিয়ে হাউকাউ করবে না। তোমার ধর্ম তোমার মধ্যেই রাখবে। কারো সাথে আলচনার কিছু নেই। তবে আমি বলব, 'মানবতা' ধর্মের আগে আসে। প্রকৃত শিক্ষা প্রাপ্ত হলেই একমাত্র মানুষের পক্ষে উদার তথা যুক্তিবাদী হওয়া সম্ভব। ফারাজা, তুমি বড় হতে হতে- পৃথিবী প্রযুক্তিতে আরও অনেক এগিয়ে যাবে। কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাপক হারে বেড়ে যাবে। প্রযুক্তি বিদ্যায় পারদর্শীরাই আগামীতে কর্মসংস্থানে এগিয়ে থাকবে একথা নিঃসন্দেহে বলা যায়। যাইহোক, আজ লেখা এখানেই শেষ করছি। এ বছরটাই আমি তোমাকে নিয়ে লিখব। এরপর আর লেখার প্রয়োজন নেই। সামনের বছর তুমি চারে পা দিবে। স্কুলে ভরতি হবে। আমি জানি, তুমি হবে নান্দনিক, দার্শনিক এবং প্রাসঙ্গিক।

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০২

জুল ভার্ন বলেছেন: বাহ দেখতে দেখতে ফারাজা বড়ো হয়ে গিয়েছে, সেই সাথে ফারাজাকে নিয়ে লেখাও ৪৭ পর্ব চলছে!
শুভ কামনা ❤️

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: দেখতে দেখতে কন্যা বড় হয়ে যায়নি। প্রতিটা মুহুর্ত একটু একটু করে পার হয়েছে।

২| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


কন্যা সমাচারের ভেতর দিয়ে নিজের ভাবনা তুলে ধরেন, ভালোই। লেখায় কিছু টাইপো আছে চেক করে নেন।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: আমার খুব বানান ভুল হয়। এর মধ্যে আবার ল্যাপটপে সমস্যা।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



লেখাগুলোর কপি রাখেন অন্যত্র কোথায়ও

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: কপি করে রাখবো কই?
ল্যাপটপের অবস্থা ভালো না। পনের মিনিটের একটা লেখা লিখতে সময় লাগে দেড় ঘন্টা।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার ছেলে পাউরুটি বলতে পারে না।
বলে পাটুলি। ডাইনোসর কে বলে 'ডাইনোকন'। প্রজাপতিকে 'প্রজালতি'।
আমি শুধরে দেই না। কারণ একদিন এই শব্দ গুলো মিস করবো।
হালকা গরম পানি দেয়া হচ্ছে ঠান্ডা লেগেছে তাই। সেদিন এক চুমুক খেয়ে বললো। বাবা ইটস টু হট। ইটস টু গরম !
ইটস মাই বালিশ , ইটস মাই খাতা... আরো কত কি ?

সেদিন বললাম , নিহাল হিস করবি।
বলল , না। বাবা , নুনথুন শক্ত হয়নি।



বাচ্চারা বড় হোক। আপনার মেয়ের জন্য শুভকামনা। সুস্থতা কামনা করি।


শেষের ছবিটায় হাজার ++++

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: আপনার কি এক ছেলে?

৫| ০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মকে বাদ দিয়ে এই নষ্ট সমাজে নষ্ট পরিবেশে সন্তানকে সঠিক পথে রাখা অনেক কঠিন হবে...

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: দেখি চেষ্টা করে। কত টুকু কি করা যায়।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




আপনার "প্রিয় কন্যা" ফারাজাও সবার প্রিয় হয়ে উঠুক দিনে দিনে।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: কেউ কারো এমনি এমনি প্রিয় হয়ে যায় না। মানুষকে ভালো বাসতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৯

কামাল১৮ বলেছেন: আপনার এই কন্নাটি আগেরটির থেকে আলাদা হবে।আপনার চাওয়ার মতো করে তাতে গড়ে তোলতে হবে।এটা একটা কঠিন কাজ।গাছপালা জন্মেই গাছপালা।পশুপাখি জন্মেই পশুপাখি।মানুষ জন্মেই মানুষ না,তাকে গড়ে তোলতে হয়।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: পরী এখন হিজাবী হয়ে গেছে। নামাজ পড়ে। হিজাব ছাড়া সে বাইরে যায় না। কিভাবে এসব আয়ত্ত করলো কে জানে!!!

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: পরী এখন হিজাবী হয়ে গেছে। নামাজ পড়ে। হিজাব ছাড়া সে বাইরে যায় না। কিভাবে এসব আয়ত্ত করলো কে জানে!!!

৮| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৩

হাসান জামাল গোলাপ বলেছেন: আপনার কন্যার জন্য শুভকামনা রইলো।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৭

সামছুল আলম কচি বলেছেন: খুবই চমৎকার একটি পোস্ট! ছোট্র মা'মনির জন্য অনেক অনেক স্নেহ-ভালোবাসা।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ২:৫৫

কামাল১৮ বলেছেন: সম্ভব হলে পরীকে সিমলা অথবা দার্জিলিং কোন ভালো স্কুলে দিয়ে দেন।

০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: সে এখন একটা ইংলিশ মীডিয়াম স্কুলে পড়ছে।
ইন্ডিয়ান এক মেয়ের কাছে স্প্যানিশ চাষা শিখছে। এবং সে নিজে নিজে কোরিয়ান ভাষা শিখছে।
পরী সম্ভবত যাবে না সিমলা বা দার্জিলিং।

১১| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: আপনার কি এক ছেলে?


আমার একটাই ছেলে। একটাই সন্তান।

০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ভালো।

আমার অনেক গুলো বাচ্চাকাচ্চা থাকলে ভালো হতো।

১২| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমার অনেক গুলো বাচ্চাকাচ্চা থাকলে ভালো হতো।



দেরি হোক যায়নি সময়।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: আমার আর বাচ্চা কাচ্চার দরকার নাই।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সব কন্যাই প্রিয় কিন্তু পুত্র ভালবাসায় আমরা কাতর

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: হতে পারে।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

কামাল১৮ বলেছেন: অনেক ইংলিশ মিডিয়াম স্কুল মাদ্রাসায় পরিনত হয়েছে।মতামত দেয়ার বয়স ওর এখনো হয় নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে ক্যাডেট মাদ্রাসা দিয়ে ভরে গেছে।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৮

অন্ধঘোড়া বলেছেন: ফারাজা তাবাসসুমের জন্য শুভকামনা রইলো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: আমার আর বাচ্চা কাচ্চার দরকার নাই।

আবার কি হলো ?

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: আমি দরিদ্র মানুষ। এত এত বাচ্চা জন্ম দিয়ে তাদের উন্নত জীবন কি দিতে পারবো? পারবো না।
আমি তো আর রিজিকের মালিক আল্লাহ এমন থিউরীতে চলি না।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: বাচ্চাটাকে অনেক উপদেশ দিয়েছেন!

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: না উপদেশ নয়। অনুরোধ। এই অনুরোধ মেনে চলতে তার কল্যান হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.