নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আমাদের মহল্লায় একজন ভাবী আছেন।
তিনি দেখতে খুব সুন্দর। সব সময় খুব হাসিখুশি। ভীষন চটপটে। তার জীবন সহজ সরল সুন্দর। কোনো জটিলতা নেই। তিনি যখন আমাদের এলাকায় আসলেন আমার সাথে বেশ ভালো খাতির হয়ে গেলো। ভাবী আমাকে ডাকেন নিমাই বলে। কারন একদিন ভাবীকে কিছু নিমপাতা এনে দিয়েছিলাম। মহল্লার সব মানুষ ভাবীকে পছন্দ করে। এলাকায় কোনো অনুষ্ঠান হলে সবাই আগে ভাবী দৌড়ে আসেন। খুব সুন্দর গান করেন ভাবী। ভালো নাচতেও পারেন। হাসি তামাশা আর রসিকতায় ওস্তাদ ভাবী। মুহুর্তের মধ্যে ভাবী সবাইকে আপন করে নিতে পারেন। যার সাথেই কথা বলেন আন্তরিকভাবে কথা বলেন। ভাবীর মধ্যে কোনো জটিলতা নেই। হাসি, আনন্দে আর গল্পে ভাবীর জুড়ি নেই।
ভাবীর স্বামী হচ্ছেন সাজু ভাই।
সাজু ভাই ভালো চাকরী করেন। তাদের দুই ছেলেমেয়ে। আমি প্রায়ই ভাবীর কাছে যাই। ভাবী আমাকে নুডুলস রান্না করে খাওয়ান। চা খাওয়ান। ভাবীর রান্নার হাত অনেক ভালো। ভাবীর হাতের সামান্য মুড়িমাখাও খেতে অসাধারন লাগে। কিছু খেতে মন চাইলেই ভাবীকে বলি। ভাবী তৈরি করে বাসায় পাঠিয়ে দেন। কোনদিন দেখি নাই ভাবীকে গীবত করতে। ভাবী কারো সাথেপাচে নাই। এই শপিং এ যাচ্ছেন, এই রান্না করছেন, এই অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছেন, এই ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান নিয়ে আলোচনা করছেন। এই বারবিকিউ পার্টি নিয়ে আলোচনা করছেন। সুমির বিয়েতে ভাবী নাচবেন, সেই নাচ প্যাকটিস করছেন দলবেঁধে। সবাইকে নিয়ে ভাবী বেশ মেতে আছেন। ভাবীর আশেপাশে থাকা মানে আনন্দে থাকা। দায়িত্ব নিতে ভাবী ভয় পান না।
ভাবী দারুন কেক বানান।
আমাদের বাসার প্রত্যেকের জন্মদিনে ভাবী নিজের হাতে কেক বানিয়ে দেন। ঠিক রাত বারটায় কেক নিয়ে এসে হাজির হোন। জন্মদিন, বিবাহ বার্ষিকী বা যে কোনো উৎসবে ভাবী নিজের হাতে বিরানী রান্না করেন। আমার বিয়ের সময় ভাবী খুব খাটাখাটনি করেছিলেন। গান গেয়েছেন, নেচেছেন। যেন আমি তার আপন ভাই। যাইহোক, এই ভাবী একদিন বদলে গেলেন। অনেকখানি বদলে গেলেন। এখন সে জন্মদিনের কেক বানান না। এবং সে স্পষ্ট বলে দিয়েছেন, আমি আর কোনোদিন জন্মদিনের কেক বানাবো না। এবং কোনোদিন কেক কাটাকাটির মধ্যে আমি নেই। নাচ গান করবো না। হই হুল্লোড় করবো না। এগুলো করা পাপ। আমাদের ধর্মে নিষেধ আছে। এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম। এখন আল্লাহ আমাকে হেদায়েত করেছেন। লাখো শুকরিয়া আল্লাহর দরবারে।
ভাবী এখন নিজের বাসাতেও হিজাব পড়েন।
বাইরে গেলে বোরখা পড়েন। তিনজন মহিলার কাছে আরবী পড়েন। একজন বাসায় এসে পড়ান। বাকি দুইজন অনলাইনে আরবী শেখান। তার আরবী আপা বলেছেন, কবরের আযাব থেকে মুক্তির উপায় হচ্ছে বারবার সূরা মূলক পড়া। এই সূরা কবরের আযাব থেকে বাঁচাবে। ভাবী অনেক গুলো ধর্মীয় বই কিনেছেন। ঘরর কাজ সেরে ভাবী দিনরাত ধর্মীয় বই পড়েন। হাদীসের বই গুলো ভাবীর খুব বেশী পছন্দ। ভাবীর বাসায় গেলে ভাবী এখন আমার সামনেও হিজাব পড়ে আসেন। আগের মতো সেই ঝলমলে ভাব ভাবীর মধ্যে আর নেই। আমার কন্যার জন্মদিনে ভাবী এসেছিলেন কিন্তু কেক কাটার সময় সামনে ছিলেন না। বেদাত কাজে ভাবী আর নাই। থাকবেন না। এতদিন ভাবী ভুলের মধ্যে ছিলেন। এখন লাইনে এসেছেন। এখন তিনি বারবার আল্লাহর কাছে অতীতের জন্য ক্ষমা চান। জায়নামাজে বসলেই তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে।
হঠাত করে যারা ধার্মিক হয়ে যায়-
এদের বিষয়ে সাবধান হতে হয়। নব্য ধনী এবং নব্য ধার্মিকরা ভয়ঙ্কর হয়। এরা সমাজের জন্যও খারাপ। ধর্ম আমাদের হাসিখুশি ভাবীকে বদলে দিলো। প্রত্যকে বছর ভাবী ১৬ই ডিসেম্বর আমাদের জন্য খিচুরী রান্না করতেন। নিজের হাতে সবাইকে বেড়ে দিতেন। নানান রকম গল্প করতেন। এখন ভাবী দূরে দূরে থাকেন। ছাদে আর বারবিকিউ পার্টি করেন না। এলাকার কোনো বিয়ে সাদীর অনূষ্ঠানে নাচ গান করেন না। স্যোসাল মিডিয়া ব্যবহার করেন না। নাটক সিনেমা দেখা বাদ দিয়ে দিয়েছেন। এমনকি ভাবী তার ছেলেমেয়েদের কে পর্যন্ত কোরআন হাদীস পড়ান। নামাজ পড়ান। ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে এনে মাদ্রাসায় দিয়েছেন। মেয়েকে ক্যাডেট মাদ্রাসায় পড়াচ্ছেন। ধর্ম আমাদের ভাবীকে বদলে দিলো। ভাবীর এরকম বদলে যাওয়া আমার মোটেই পছন্দ হয়নি।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: ওকে।
২| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৪
গেঁয়ো ভূত বলেছেন: এটা কি রি-পোস্ট? মনে হয় আগে একবার পড়া হয়েছিল।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: না রিপোষ্ট নয়।
নতুন লেখা। রিপোষ্ট হলে সেটা আমি পোষ্টে উল্লেখ করে দিতাম।
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
বদলে যাওয়ার কতদিন পরে এই লেখাটা?
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: ছয় মস পর।
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ইসস ! ভাবীকে জামপাতা এনে দেয়ার আগেই ভাবী নিজেকে বদলে ফেললেন। আপনার আর জামাই হওয়া হলো না (নিমাইয়ের থিয়োরি অনুযায়ী ) । ধর্ম খুব খ্রাপ !
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: দুঃখজনক মন্তব্য।
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নব্য নাস্তিকরাও সমাজের জন্য ক্ষতিকর। কারণ, এরা অন্যদের ধর্ম পালন নিয়ে অনধিকার চর্চা করে...
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: নাস্তিকেরাই সমাজের ভালো মানুষ। প্রতিটা নাস্তিক আসলে বিশ্ব নাগরিক।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৪
অন্ধঘোড়া বলেছেন: রাজীব ভাই ভাবীকে ভাবীর মতো থাকতে দিন।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: হ্যা থাকুক। কে মানা করেছে।
এই ধার্মিক জীবন উনি স্বেচ্ছায় বেছে নিয়েছেন। ইহা তাকে ভোগাবে।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৮
জুল ভার্ন বলেছেন: অসমাপ্ত গল্প....ভালো লেগেছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: যারা ধর্মের দিকে ঝুকে তাঁরা দুর্বিষহ জীবন পার করে।
৮| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২
সোনাগাজী বলেছেন:
আমাদের ২/১ টা জেনারেশনের পড়ালেখায় সমস্যা ছিলো, ওরা এখন দেশ চালাচ্ছে; সবকিছুতে অদক্ষরা ঢুকে পড়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: অদক্ষ ও অযোগ্য লোক দেশের জন্য ক্ষতিকর।
৯| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৫
কামাল১৮ বলেছেন: একজন ভালো মানুষ কিভাবে খারাপ মানুষে পরিণত হয় তার সুন্দর গল্প।পুরুষের ধর্ম পালনের কারণ আমি জানি।কিন্তু নারীর ধরর্ম পালনের কারন আমার জানা নাই।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: আজকাল নারীরা ফ্যাশন মনে করে ধার্মিক হচ্ছে। আমার মনে হয় এই ধার্মিকতা তাদের বেশি দিন থাকবে না। সময়ের সাথে সাথে বদলে যাবে।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৮
বিটপি বলেছেন: আলহামদুলিল্লাহ! ভাবীর সৌভাগ্য দেখে ঈর্ষা হচ্ছে। এভাবেও আল্লাহ মানুষের উপর রহম করেন? ভাবী আল্লাহ্র নেয়ামতের অংশীদার হয়ে গেলেন ভাবতে ভালো লাগছে।
কিন্তু ধার্মিক হয়ে যাবার কারণে যদি মানুষের সাথে সহজাত মেলামেশাই বন্ধ করে দেন, তাহলে তো মুশকিল। নাচানাচি এবং কেক কাটা ছাড়া ওনার অন্য কোন কাজ তো এমন নেই যা পর্দার সাথে করা যাবেনা। ভাবিকে কেউ ভুল বুঝিয়েছে। আল্লাহ্র কাছে দোয়া করি, ধর্মীয় বিধান ঠিক রেখে ভাবি আবার আগের মত হয়ে যাক।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: দুঃখজনক মন্তব্য।
ভাই , মন্তব্যে মন খারাপ করবেন না। ভাবীর যেমনি এটা ভালো।
আপনার ভাবি দ্বীনের পথে এসেছে। পরকালে হিসাব তাকেই দিতে হবে।
তিনি হেদায়াত প্ৰাপ্ত। বাকি জীবন এভাবেই কাটুক।
বেহেশতে যাওয়ার আগে আল্লাহকে বলবে , স্বামী ছাড়া বেহেশতে যাবো। বামিকেও নিয়ে যাবে।
বেহেশতে গিয়ে ছাদে উঠে খিচুড়ি রান্না করবে। তখন আপনাকেও ডাকবে । নিমপাতা আনতে বলতে পারে।
অনেক ভাবীই বদলে যাচ্ছে। ইসলাম নিয়ে পড়াশোনা করছে। আগে দুষ্টু , আর অমনোযোগী , পড়াশোনায় ভালো না এমন ছেলেদের মাদ্রাসায় দিতো। গরমেই বেশি হতো। এখন সময় বদলাচ্ছে। সবচে মেধাবী ছেলেকে মাদ্রাসায় পাঠাচ্ছে।
সঠিক জানার জন্য ,শেখার জন্য। আগামীতে বিশ্ব রাজনীতি নিয়ে ভাববে। মহা বিশ্ব নিয়ে ভাববে। ব্লগে লিখে , থিসিস লিখবে , পিএইচডি করবে , প্লেন চালাবে , মহাকাশযান চালাবে। আগামী ২০ বছরে অনেক কিছু বদলে যাবে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: বদলে তো যাবেই অবশ্যই। সব কিছু বদলে যাবে। এটাই নিয়ম। অলিখিত নিয়ম।
কিন্তু ধর্ম মেনে চলতে গেলে পিছিয়ে পরতে হবে। ধর্ম সকল কিছুতেই বাঁধা দেয়। এখন আপনি বলবেন, ''আমি ধর্মের কিছুই জানি না। যারা বলে ধর্ম বাঁধা দেয় তাঁরা ভুল বলে''।
মধ্যপ্রাচ্যের দেশ গুলোর কথা ভাবুন, আর উন্নত বিশ্বের কথা ভাবুন।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভাই , মন্তব্যে মন খারাপ করবেন না। ভাবীর জন্য এটা ভালো।
আপনার ভাবি দ্বীনের পথে এসেছে। পরকালে হিসাব তাকেই দিতে হবে।
তিনি হেদায়াত প্রাপ্ত । উনার পরিবর্তন ঈষর্ণীয়। বাকি জীবন এভাবেই কাটুক।
বেহেশতে যাওয়ার আগে আল্লাহকে বলবে , স্বামী ছাড়া বেহেশতে যাবো। স্বামীকেও নিয়ে যাবে।
বেহেশতে গিয়ে ছাদে উঠে খিচুড়ি রান্না করবে। তখন আপনাকেও ডাকবে । নিমপাতা আনতে বলতে পারে।
অনেক ভাবীই বদলে যাচ্ছে। ইসলাম নিয়ে পড়াশোনা করছে। আগে দুষ্টু , আর অমনোযোগী , পড়াশোনায় ভালো না এমন ছেলেদের মাদ্রাসায় দিতো। গ্রামেই বেশি হতো। এখন সময় বদলাচ্ছে। সবচে মেধাবী ছেলেকে মাদ্রাসায় পাঠাচ্ছে।
সঠিক জানার জন্য ,শেখার জন্য। আগামীতে বিশ্ব রাজনীতি নিয়ে ভাববে। মহা বিশ্ব নিয়ে ভাববে। ব্লগে লিখে , থিসিস লিখবে , পিএইচডি করবে , প্লেন চালাবে , মহাকাশযান চালাবে। আগামী ২০ বছরে অনেক কিছু বদলে যাবে।
আগের মন্তব্য মুছে দিয়েন। কিছু টাইপ আছে।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধর্ম সকল কিছুতেই বাঁধা দেয়।
ধর্ম সেই সকল কিছুকেই বাধা দেয় যার মধ্যে অকল্যাণ রয়েছে। অকল্যাণ মানে অবশ্যই বুঝতে পারছেন। নাচ গান ভাবীর জন্য অকল্যাণকর ছিল না।
অনেককিছুই নিষেধ কিন্তু করছি। সেই গুলো পরকালের বাধা। ধর্ম মানলে পরকাল উপেক্ষা করার উপায় নেই।
ধর্ম আর আপনার ভাবনা মিলবে না। কি আর করা।
১৪| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৫
মুজাহিদুর রহমান বলেছেন: আস্তিক হোক আর নাস্তিক হোক, যে কোন কিছুতেই ১ টা কথা প্রযোজ্য। আর সেটা হল, অল্পবিদ্যা ভয়ংকরী।
১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: আমি তো জানি অল্প বিদ্যা প্রলয়কারী।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ এমন ভাবীর জুড়ি নেই
ভাবীদের জয় হোক-
ভাল থাকবেন রাজীব দা