নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফায়ার সার্ভিসের কাজ কি?

০৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫



দেশে তথাকথিত নব্য ধার্মিক ও মুমিনদের সংখ্যা খুব বেশী বেড়ে গেছে।
নব্য ধনী এবং নব্য ধর্মিকেরা সমাজের জন্য ক্ষতিকর। ঘরে-বাইরে এবং অনলাইনে অনেক কোয়ালিটির নব্য ধার্মিকদের জন্ম হয়েছে। এদের বলা যেতে পারে- ফেসবুক মুমিন, ইউটিউব মুমিন এবং টিকটকার মুমিন বা ধার্মিক। এই শ্রেনীর ধার্মিকগন বা মুমিনগন নিজে নামাজ পড়ে না, অথচ ফেসবুকে কোনো ইসলামি পোস্ট দেখুক না কেন, 'আমিন'-'আমিন' কমেন্ট করতেই থাকে!

কোথাও লেখা দেখলেই হলো- ''যারা যারা আল্লাহকে ভালোবাসেন এই পোস্টে লাইক দিন''।
দেখা যায়- মূহুর্তের মাঝে লাইকে ভেসে গেল সেই কমেন্ট। আচ্ছা আমি যে আল্লাহকে ভালোবাসি সেটা কি ওই পোস্টে লাইক দিয়ে প্রমাণ করতে হবে? নব্য ধার্মিকদের কর্মকান্ড বেশ হাস্যকর। মগজহীন প্রজন্ম। আমার কথা হলো যে দেশে এত এত ধার্মিক, এত এত আমিনওলা আছে সেই দেশের লোকজন এত দূর্নীতি করবে কেন? সেই দেশের লোকজন ফুটপাতে ঘুমাবে কেন? সেই দেশের হাসপাতালে দালাল থাকবে কেন?

এই যে ফেসবুক, ইনস্টা, টিকটক বা ইউটিউবে 'আমিন' 'আমিন' কমেন্ট করা বা ধর্মীয় পোস্ট দেখলেই লাভ রিয়্যাক্ট, শেয়ারের বন্যা বইয়ে দেওয়া লোকগুলো কী আদৌ এসব বুঝে শুনে করে? আই মিন, নামাজ রোজা বাদ দিয়ে এসব করে বেড়ালে তারা ঠিকঠাক মতো জান্নাতে যাবে তো? ধার্মিক গুলো এত নির্বোধ হয় কেন? নাকি মগজহীনেরাই ধার্মিক হয়? এই হুজুগে ও জ্ঞান বুদ্ধিহীন প্রজন্ম থেকে জাতি কি পাবে? এই সমস্ত ধার্মিক এবং মুমিনরা কি প্রশ্নপত্র ফাঁস জেনারেশন থেকে এসেছে? নইলে হিরো আলম রবীন্দ্র সংগীত গায় কি করে? সমাজের দুষ্টলোকদের নিয়ে মানুষ এত মাতামাতি করে কেন?

ফেসবুকে জামালপুরের সুমাইয়া নামে জনৈক নারী পোস্ট দিলোঃ
'ফুরাত নদীতে সোনার খনি বেরিয়েছে, কিয়ামত সন্নিকটে! কিয়ামত সম্পর্কীত মহানবীর সমস্ত ভবিষ্যৎ বাণী সত্য প্রমাণিত হচ্ছে'। মূহুর্তের মাঝে লাইক, 'আমিন' কমেন্ট আর শেয়ারের নোটিফিকেশনে হ্যাং হয়ে গেল সুমাইয়া আপুনির ফেসবুক অ্যাপ। দেশের দূর্গম প্রান্ত থেকে আমিন, আমিন কমেন্টের ঢল আসতে লাগল। যারা 'আমিন' 'আমিন' লিখেছে তারাই আবার পর্ন সাইট গুলোর আসল দর্শক। রাস্তায় মেয়ে দেখলে কুৎসিত ভাবে হা করে তাকিয়ে থাকে।

এইসব আমিনওলারা মনে করেন এবং বিশ্বাস করেন,
নামাজ পড়ার থেকেও সুমাইয়া আপুর ওই পোস্টে আমিন, আমিন কমেন্ট করাটাই বেশি জরুরি! তাকে প্রমান দিতে হবে, সে যে মুসলমান এবং ধার্মিক। তাছাড়া আমিন লিখলে সোয়াব পাওয়া যাবে। এই সমস্ত ধার্মিকদের, মুমিনদের পরকালে সোয়াবের দরকার আছে। ধার্মিকেরা সোয়াব চায়। নেকী চায়। তাই তাঁরা আমল করে। আমলের ফজিলত আছে। ওয়াজে হুজুর কান্না করতে করতে কবরের আযাবের বনর্না দিয়েছেন। এবং তিনি কবরের আযাব থেকে মুক্তির উপায় বলে দিয়েছেন, সূরা মূলক বারবার পড়তে হবে। আরো বলেছেন কোন সূরা পড়লে বিপদ কেটে যাবে। হুজুর বলেছেন, ভূমিকম্প হলে অথবা কোথাও আগুন লাগলে আজান দিতে। তাহলে ভূমিকম্প থেমে যাবে। আগুন নিভে যাবে। তাহলে ফায়ার সার্ভিসের কাজ কি?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

জুল ভার্ন বলেছেন: পোস্টে উল্লেখ্য মোল্লাদের জন্য ফেসবুকে চরম বিরক্ত হচ্ছি!

০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: এইসব মোল্লারা মগজহীণ ।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮

কামাল১৮ বলেছেন: প্রতিটা ধর্মে পাপ মুক্ত হবার পথ বলে দেয়া আছে।

০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: ধর্মের কাহিনী লোকে জানে কিন্তু মানে না।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪০

জ্যাক স্মিথ বলেছেন: আমিনওয়ালারা বহু আগেই ফেসবুক, ইউটিউব দখল করে নিয়েছে। এই ব্লগ যদি ঠিকমত ভিজিট করা যেতো তাহলে এতদিন এটাও দখলে নিয়ে নিতো।

০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: ওরা মূলত কিছুই দখল করে নাই। ওদের মস্তিস্ক দখল করে রেখেছে ধর্ম নামক আফিম।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৯

রেজাউল৮৮ বলেছেন: নাকি মগজহীনেরাই ধার্মিক হয়?

আপনাকে দেখে তা মনে হয় না।

নাকি মগজহীনেরাই মুরগি চোর হয় হয়?

তাও মনে হয় না। অনেক চালু চোর ও তো দেখি।

মগজহীনরা জন্মগত ভাবেই মগজহীন। কোক- বার্গার খাওয়ার পরেও কোন উন্নতি হতে দেখতেছি না।

০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: মাল্টি নিক থেকে বেড়িয়ে আসুন। নইলে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:১৬

সোনাগাজী বলেছেন:



ঢকার রাস্তায় ফায়ার সার্ভিস কি করে চলবে?

০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: লোকজন ফায়ার সার্ভিস এর গাড়িকে সাইট দেয়।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:২১

হাসান জামাল গোলাপ বলেছেন: ফায়ার সার্ভিস বলে কি লিখলেন? যাই হোক বাদ দিন শিরোনাম, বিভিন্ন সামাজিক দ্বন্দ্ববাদের পরিণামে 'আমিন' গ্রূপের উত্থান।

০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর করে শিরোনাম দিতে পারি না।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫২

রোকসানা লেইস বলেছেন: শিরোনামের সাথে কিছু খুঁজে পেলাম না লেখায়।

০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: শিরোনাম বাদ দিন। ভিতরে কি আছে সেটাই বড় কথা।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০

কাঁউটাল বলেছেন: জ্বিন কফিল আপনার জন্য ভারতের কামরুক-কামাখ্যা থেকে যেই এক কৌটা গুড়া কিরমি আনছিল, সেইটা কি করছেন?

০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মাল্টি নিক থেকে বেড়িয়ে আসুন। নইলে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

৯| ০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হিসেবে করলে দেখা যাবে ফায়ার সার্ভিসের ৩০ ভাগ লোক আবার পাঁচ ওয়াক্ত নামাজী !!
কিয়েক্টা অবস্থা।

০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: হা হা হা-----
নামাজ খুব ভাল ব্যয়াম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.