নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১১০

১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫২

ছবিঃ আমার তোলা।

গতকাল আমার মনটা অত্যাধিক খারাপ ছিলো।
আমাদের এলাকার নিয়ম হচ্ছে- প্রতিদিন সকালে ময়লার গাড়ি আসে। তারপর ওরা প্রতিটা বাসা থেকে ময়লা নিয়ে যায়। আমি ওদের বলেছি আমার বাসা থেকে ময়লা নেওয়ার প্রয়োজন নেই। আমি নিচে নেমে গিয়ে ময়লা গাড়িতে ফেলে দিয়ে আসবো। ছেলে গুলো প্রতিটা বাড়িতে গিয়ে ছয় তলা, সাত তলায় উঠে ময়লা আনতে যায়। ওদের অবশ্যই কষ্ট হয়। আমি তো প্রতিদিন সকালে নিচে নামি। তাই ময়লা সাথে করে নিয়ে নামলে সমস্যা কি? এজন্য আমার ঘরের ময়লা আমি নিজে গিয়ে ফেলে আসি। নিজের ঘরের ময়লা ফেললে কি আমার মান সম্মান চলে যাবে! বাবুগিরি বা ফুটানি করা আমার স্বভাব নয়।

ময়লার গাড়িতে একটা মৃত শিশু।
যে ছেলে গুলো প্রতিদিন ময়লা নেয় ওদের কে আমি চিনি। মাঝে মাঝে ওদের আমি চা নাস্তা খেতে টাকা দেই। ময়লা গাড়িতে ফেলে দিলাম। তখন ছেলেটা বলল, ভাই দেখেন। আমি দেখলাম পলিথিনে মোড়া একটা প্যাকেট। ভেতরে একটা শিশু। কয়েক ঘন্টা আগে হয়তো জন্ম নিয়েছে। এই শিশুকে মেরে ফেলা হয়েছে। কারন শিশুর মুখে টিস্যু গোঁজা। সম্ভবত কান্নার আওয়াজ যেন কেউ শুনতে না পায় তাই মুখে টিস্যু খুঁজে দিয়েছে। ফুটফুটে একটা শিশু। কি সুন্দর! মায়াময় পবিত্র একটা মুখ! গায়ের রঙ পরিস্কার। মৃত শিশুটিকে দেখে আমার ভীষন কষ্ট হলো। আমার চোখে পানি চলে এলো। কার শিশু এটা? কেন শিশুটিকে হত্যা করা হলো? আমার দম বন্ধ হয়ে আসছিলো। এরকম দৃশ্য না দেখাই আমার জন্য ভাল ছিলো।

দেখতে দেখতে চারিদিকে অনেক মানুষ জমে গেলো।
নানান মানুষ নানান রকম মন্তব্য করতে শুরু করলো। আমি মন খারাপ করে বাসায় চলে এলাম। সকালে নাস্তা খেলাম না। দুপুরেও ভাত খেলাম না। বারবার শিশুটির মুখটা চোখে ভেসে উঠছিলো। নিঃশ্বপাপ একটা শিশু। সে কি অন্যায় করেছিলো? এই শিশুর মা কে? পিতা কে? একটা শিশুর জন্য হাজার হাজার দম্পতি কত আকুতি মিনতি করছে। বছরের পর বছর ধরে ডাক্তার হাসপাতাল করে বেড়াচ্ছে। এই শিশুটির যদি হাসপাতালে জন্ম হতো, তাহলে শিশুটি বেঁচে থাকতো। শিশুটিকে না মেরে কাউকে দিয়ে দিলেও তো হতো। আমাকে দিয়ে দিলেও এই শিশুটিকে আমি লালনপালন করতাম। হ্যাঁ আমি দরিদ্র মানুষ। কিন্তু শিশুটিকে আদর ভালোবাসা দিয়ে বড় করতে পারতাম। ময়লার গাড়িতে একটা শিশুকে ফেলা দেওয়া, এর চেয়ে গর্হিত কাজ আর কি হতে পারে?

আমি ক্ষুধা সহ্য করতে পারি না।
অথচ সারাটা দিন না খেয়ে পার করে দিলাম। আমার কোনো ক্ষুধাবোধ হলো না। আমার আর ইচ্ছা করে নাই শিশুটি সম্পর্কে খোজ খবর নিই। পুলিশ এসে কি করলো বা কার সন্তান ইত্যাদি আর খোজ নিই নি। পুরো এলাকার মানুষের মধ্যে শুধু নবজাতক মৃত শিশুটির গল্প। ঈশ্বরের ইচ্ছায় কি শিশুটির এমন মৃত্যু হলো? জন্ম মৃত্যু তো শুনেছি ঈশ্বরের ইচ্ছায় হয়। এই কি ঈশ্বরের মানসিকতা? এই কি ইশ্বরের ক্ষমতা? এত এত হতাশা, দুঃখ আর বঞ্চনা ভরা কেন এই পৃথিবী? আমার নিজের ছোট কন্যা ফারাজা। চেষ্টা করছি তাকে স্বচ্ছ পবিত্র ভালোবাসা দিয়ে বড় করতে। একজন মানবিক ও হৃদয়বান মানুষ হিসেবে গড়ে তুলতে। বাবা হিসেবে আমার দায়িত্ব তাকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা। আমি যে ভুল গুলো করেছি, আমার কন্যাকে সে ভুল গুলো করতে দিবো না।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

গল্প আকারেই সবার মুখে থাকবে,অপরদিকে নবজাতক বাড়বে মুখে টিস্যু নিয়ে।

১৪ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: এই ঘটনা যেন আর না ঘটে। এখন এটাই আমাদের চাওয়া।

২| ১৪ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬

জুল ভার্ন বলেছেন: হয়তো একজোড়া নারী পুরুষের অনৈতিক মৈথুনান্দের জন্য জীবন দিতে হয়েছে এই নবজাতকের!

১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই।
কিন্তু শিশুটিকে বাচানো যেতো।

৩| ১৪ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৫

অধীতি বলেছেন: আমির একবার দেখেছিলাম। কষ্টে চলে এসে দুইদিন কোন মনোযোগ দিতে পারিনি কিছুতে।

১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: এ বিষয় গুলো খুব মর্মান্তিক।

৪| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

কাঁউটাল বলেছেন: জুল ভার্ন বলেছেন: হয়তো একজোড়া নারী পুরুষের অনৈতিক মৈথুনান্দের জন্য জীবন দিতে হয়েছে এই নবজাতকের!

১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: আমার কথা হলো- শিশুর মা যখন নয় মাস গর্ভে রেখেছেন। তাই শিশুটিকে বাচানো যেতো। প্রয়োজনে অন্য কাউকে দিয়ে দিতো।

৫| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

বীরশ্রী বলেছেন: এ ঘটনা আর যেন না ঘটে।

১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: এরকম ঘটনা ঘটতেই থাকবে।

৬| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৫

কামাল১৮ বলেছেন: ইসলামের আকিদা মতে জন্ম মৃত্যু আল্লাহর ইচ্ছাতেই হয়।আল্লাহ সর্বশক্তি মান।ইচ্ছা করলেই আল্লাহ তাকে বাঁচাতে পারতো কিন্তু করে নাই।তাকেই আমরা দায়ালু বলি।
পুলিশে খবর দেয়া দরকার ছিল।পুলিশ তদন্ত করে এই হত্যার কিনারা বার করতে পারতো।অন্ততঃ কে এর পিতা মাতা জানা যেতো।
পবিত্র ভালোবাসা ঠিক বুঝলাম না।তাহলে কি ভালোবাসা অপবিত্রও হয়।

১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: এখানে আল্লাহর কোনো হাত নেই।
মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন মানুষ। আল্লাহ কয়জনের দিকে নজর দিবেন?

আল্লাহ অবশ্যই দয়ালু। তা না হলে আল্লাহ চাইলে আমি আপনি করোনাতে মরে যেতে পারতাম। আল্লাহ দয়ালু বলেই আমাদের মারেন নি। আমরা বেঁচে আছি।

সন্ধ্যায় জানতে পারলাম। পুলিশ এসেছিলো। সাংবাদিকও নাকি এসেছিলো। হয়তো পুলিশ কিছু টাকা পাবে। দোষী ব্যাক্তির নাকি অনেক টাকা আছে।

৭| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৭

বীরশ্রী বলেছেন: এরকম ঘটনা ঘটতেই থাকবেকেন ভাই?

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: কারন হচ্ছে ধর্ম।

৮| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৫

জ্যাক স্মিথ বলেছেন: খুব সম্ভবত শিশুটি কন্যা সন্তান ছিল, মধ্য যুগীয় মানসিকতা এখনো অনেক মানুষের মধ্যে রয়ে গেছে। তা না হলে ১০ মাস কষ্ট করে পেটে ধরে শিশুটিকে মেরে ফেলার কোন কারণ দেখি না, সন্তান দরকার না হলে আগে থেকেই পেট থেকে নষ্ট করে দিতো। নিজের সন্তান কিভাবে মেরে ফেলে! হোক না সে মেয়ে সন্তান, প্রয়োজনে অন্য কাউকে দান করে দিতো বা বিক্রি করে দিতো।
খুনের দায়ে এদের কঠিন শ্বাস্তি চাই।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: হ্যাঁ শিশুটি কন্যা সন্তান।
ভেবে দেখুন, মুখে টিস্যু খুঁজে দিয়েছে!!

৯| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



ঢাকা নাকি ব্যাংককের মত হয়ে যাচ্ছে?

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: মিথ্যা কথা।

১০| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৩

কেমিক্যাল বাবু বলেছেন: জয়পুরহাটে রেললাইনে বাচ্চারা ক্রিকেট খেলার সময় লাইনের পাশে এমন একটি বাচ্ছা পেয়েছিল! দেখার পর প্রায় দুই তিন দিন কোন কাজে মনোযোগ দিতে পারিনি।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: সারা বাংলাদেশ জুড়েই এরকম ঘটনা অহরহ হচ্ছে।

১১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১২

রানার ব্লগ বলেছেন: নির্বিকার থাকা ছাড়া উপায় কি বলুন !!!

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.