নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞ হবার উপায় থাকলে অজ্ঞ কেন হবেন?

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১০



বাংলাদেশ দরিদ্র দেশ। এর কারন কি?
অর্থনীতিবিদরা হয়তো বলবেন, বাংলাদেশ থেকে গত দশ বছরে ছাড়ে লাখ কোটি টাকা পাচার হয়েছে। এরকম চলতে থাকলে দেশ পাকিস্তানের মতো হয়ে যাবে। বর্তমানে পাকিস্তানে মূল্যবৃদ্ধির হার এখন ২০% ছাড়িয়েছে ৷দেশে আটার আকাল চলছে। এদিকে ভিপি নূরের ধারনা খুব শ্রীঘই হাসিনার পতন হবে এবং সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সে এখন উড়ছে! অনেকে মনে করছেন, ভিপি নূর না, পিনাকী প্রধানমন্ত্রী হবেন। একথা সত্য- যে দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে, সে দল স্বৈরাচার হয়ে যায়। এসব বিষয় নিয়ে ধার্মিকদের কোনো চিন্তা নেই। তাদের কথা হলো- মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না। আল্লাহকে পেতে হলে আগে নবীকে পেতে হবে। দেশের কবি সাহিত্যিকরা বলে বেড়াচ্ছেন- হুমায়ূন আহমেদ এবং সুনীল গঙ্গোপাধ্যায় মূলত বাজারি লেখক।

ওয়াজিরা বলছেন, হাসিনা- খালেদা ভুলে যান।
শুধু আল্লাহর কথা মাথায় রাখুন। দুনিয়াতে শুধু তার উপর ভরসা রাখুন। তিনিই আপনাকে সব কিছু থেকে আগলে রাখবেন। মজলুমেরা ভরসা রাখে শুধু আল্লাহর উপর। অন্যদিকে জ্ঞানীরা বলছেন- ইসলাম কোন ধর্ম নয়। এতে মৌলিক কোন দিক নির্দশনাও নেই। যাইহোক, বাংলাদেশ পৃথিবীর সব কটি দেশের মধ্যে ৩৫ তম অর্থনীতির দেশ। যদি একটু পেছনের দিকে তাকাই তাকান তাহলে দেখতে পাবেন- ১৯৯০ সাল থেকেই দেশ একটা ধারাবাহিকভাবে উন্নতির দিকে যাচ্ছিল। ২০১৪ এর পর থেকে আওয়ামী লীগ অবিনশ্বর হয়ে উঠলো। জনগণ গরু ছাগলের মত সংখ্যা হয়ে গেল তাদের কাছে। তাদের শাসনের কোন তুলনা হয় না। গনতন্ত্রকে হত্যা করা হলো কি? উত্তর কোরিয়ার কিম সাহেবের সাথে শেখ হাসিনার মিল খুঁজে পাচ্ছেন? হাসিনা খুব ভালো করেই জানে যে সে মুখে যাই বলুক না কেন, কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না বা করবে না। এই সুযোগটা তিনি বেশ ভাল কাজে লাগাচ্ছেন।

বাংলাদেশে বসে চেটাং চেটাং কথা বলা সম্ভব নয়।
বাংলাদেশে খুব সহজে ধরপাকড় করা যায়। কিন্তু বিদেশে সেটি সম্ভব নয়। বাংলাদেশে যারা স্বাধীনভাবে কথা বলতে পারে না তারাই স্বাধীনতার জন্য বিদেশে যায়। তাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হয়। যেমন ধরুন, পিনাকী সাহেব। এখন তার যা মন চায় তিনি তা-ই বলতে পারছেন তার ইউটিউব চ্যানেলে। কিন্তু কখনো কি দেখেছেন ইউরোপ আমেরিকার কেউ নিজেদের বাকস্বাধীনতার জন্য বাংলাদেশে এসেছে? সে যাকগে, হাসিনা বলেছেন- 'দুর্নীতির প্রমাণ দেন ব্যবস্থা নেব'। উনি দেশ শাসন করছেন। এরপরও সে নিজে তদন্ত না করে অন্যকে প্রমাণ দিতে বলছে কেন? আমি বলি কি- হাসিনা তো আর দেশকে 'কঙ্গো' করেনি। কঙ্গো'তে ২০ শতাংশ মানুষ অনাহারের কারণে মারা যান। ৪০ শতাংশ মানুষ আধপেটা খেয়ে বাঁচেন। আমরা ভাল আছি। বলেই তো লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয়ও দিতে পেরেছি।

ভারতের জনগন মনে করছে-
নরেন্দ্র মোদী ভারতের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। মানব সভ্যতায় অনেক উঁচুতে ভারতবর্ষ। ভারতের কথা থাক। নইলে লোকে আমাকে ভারতের দালাল বলবে। আমি জানতাম তুরস্ক মুসলিম দেশ। কিন্তু আমার জানায় ভুল আছে। তুরস্ক কোনো মুসলিম দেশ নয়। তুরস্কের সংবিধান অনুযায়ী তুরস্ক একটি ধর্মহীন দেশ। তুর্কি সিরিয়াল গুলোতে উলঙ্গ মেয়েদের উপস্থাপন করা হয়। তাদের দেখলে আমাদের ইমান চলে যাবে। তুরস্ক বাদ। নিজের দেশের কথা ভাবাই ভাল। আমাদের দেশে এত বেকার কেন? কারন হচ্ছে- সবারই মাস্টার্স ডিগ্রি অর্জনের ইচ্ছা। এজন্য সরকার ব্যাঙের ছাতার মত ইউনিভার্সিটি গড়ে ওঠার সুযোগ দিয়েছে। যার ফলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গ্র্যাজুয়েট তৈরী হয়েছে। যার কারণে উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি। কিন্তু এইসব গ্র্যাজুয়েট অদক্ষ ও অযোগ্য।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: একেবারে যুক্তিযোগ্য রাজীব দা
ভাল থাকবেন---------

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: ভাল থাকুন। সুস্থ থাকুন। বেঁচে থাকুন।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৪

চারাগাছ বলেছেন:
বাংলাদেশে কতজন মানুষ ইসলাম ধর্ম পালন করে?
বাংলাদেশে জ্ঞানীর পরিমাণ কেমন?
সবচেয়ে বেশী জ্ঞানী মানুষ কোন দেশে বসবাস করে?

ভালো আছেন বলে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পেরেছেন?

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষ ইসলাম ধর্ম পালন করে। যদিও তাঁরা ধর্মের সব নিয়ম কানুন মেনে চলে না।
বাংলাদেশে জ্ঞানীর পরিমান অনেক কম। খুব কম।
এক গবেষনাতে দেখা গেছে- দরিদ্র দেশ গুলোতে জ্ঞানী মানুষ কম। কারন দরিদ্র দেশের মানুষজন ধার্মিক বেশি হয়। ধার্মিকেরা সাধারণত নির্বোধ হয়।

মানবিক দিক বিচার বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৬

চারাগাছ বলেছেন:
সরকারী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কেউ চাকুরীহীন নেই বলে আপনি বিশ্বাস করেন?

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: না না। এরকমটা বিশ্বাস করি না।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০১

খাঁজা বাবা বলেছেন: "অন্যদিকে জ্ঞানীরা বলেছেন ইসলাম কোন ধর্ম নয়"

জ্ঞানী কারা?
আপনি সেই জ্ঞানী?

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: আমি আর জ্ঞানী হতে পারলাম কই।
আমি মুর্খ্য। নির্বোধ। বোকা।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



ধর্ম হচ্ছে অজ্ঞানীদের ভাবনা চিন্তা ও ব্যাখ্যা; সায়েন্স হলো জ্ঞানীদের ভাবনা ও গবেষণার ফল।

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: এক লাইনে হাজার কথার এক কথা বলে দিয়েছেন।
এজন্যই আপনি চাঁদগাজী। গ্রেট ব্লগার।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে যারা শিক্ষকতা করছে, তারা আসলে শিক্ষক হওয়ার মতো দক্ষ নয়।

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: সোনাগাজী বলেছেন: বাংলাদেশে যারা শিক্ষকতা করছে, তারা আসলে শিক্ষক হওয়ার মতো দক্ষ নয়।

এজন্য দায়ী কে সরকার? না শিক্ষকরা?

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



নিচুমানের লোকেরা শিক্ষকতায় প্রবেশ করছে প্রশাসনে চোর ডাকাত থাকায়; ইউনিভার্সিটিতে শিক্ষকতায় ঢুকে গেছে দলীয় ক্যাডাররা।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: তাহলে শেখ হাসিনার পতন দরকার। তবেই শিক্ষার মান উন্নত হবে। কারন তার আমলেই শিক্ষার এই দশা হয়েছে।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫২

কামাল১৮ বলেছেন: শেখ হাসিনার পতন হলে সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হয়ে যাবে।আপনি ও গাজীসাব দুইজনে মিলে কিছুই করতে পারবেন না।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: সেই দিন আর নেই।
এখন আর কেউ স্কুল কে মাদ্রাসা করতে পারবে না।
মানুষ সচেতন হয়েছে। মাদ্রাসায় পড়ে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা। যদি তাদের টাকা থাকতো তাঁরা ছেলেমেয়েকে মাদ্রাসায় পাঠাতো না।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: কামাল আতাতুরক ইসলামের সব চেয়ে বেশী করেছে তুরস্কে।

আপনার লেখার মধ্যে কিছু সঠিক তথ্য আছে।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

১০| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: কামাল আতাতুর্ক ইসলামের সবচেয়ে বেশী ক্ষতি করেছে তুরস্কে। আপনার লেখার মধ্যে কিছু সঠিক তথ্য আছে।

উপরের মন্তব্যে একটু ভুল ছিল। ওটাকে মুছে দিতে পারেন।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: না মুছবো না। থাক সৃতি হয়ে।

১১| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪২

জুল ভার্ন বলেছেন: @কামাল১৮ ভাইজান, শেখ হাসিনা ক্ষমতায় থাকার আগে পরেও দেশ মাদরাসা কেন্দ্রীক হয়ে যায়নি। আমি কোনো মাদরাসার ছাত্র ছিলেন? =p~

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: কামাল সাহেব বুদ্ধিমান মানুষ। আধুনিক মানুষ। তার চিন্তা ভাবনা আধুনিক ও উন্নত। তার মধ্যে কোনো কুসংস্কার নেই।
উনি একজন বিচক্ষন মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.