নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
'প্রাক্তন' মুভিতে প্রসেনজিৎ ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঋতুপর্ণাকে বলেছিলো-
'তারপর আমার সন্তানের জন্ম হয়। জানো, নিজের সন্তানের থেকে এতো সুন্দর পৃথিবীতে অন্য কিছু হয় না'।
একটা মুখ দেখে একসাথে অনেকগুলো প্রতিজ্ঞা করে ফেলা যায়। সৃষ্টি থেকে সৃষ্টিকর্তার সৃষ্টি করার দৃশ্যায়নে নারীর দায়বদ্ধতা যে একবার মা হওয়াতেই যথেষ্ট, বাবা হয়ে এর থেকে বিশেষ কোনো দৃষ্টান্ত থাকবার প্রয়োজনীয়তা অমূলক। আল্লাহ মানুষকে অশেষ করুণা না করলে মানুষ এতো সুন্দর কিছু পাবার নিছক যোগ্যতা রাখে না। ভালোবাসি জগতের সমস্ত মা'কে যারা বৃক্ষ হয়ে পৃথিবীর বুকে ফলের আধার হন। চোখের সামনে একটা শিশুর বেড়ে ওঠা দেখাটা দারুন আনন্দের ব্যাপার। আপনাদের আজ আমার কন্যার কিছু ছবি দেখাবো।
১। একটি শিশু পৃথিবীতে এসেই চিৎকার করে কান্না করে।
২। দুধ খেয়ে কান্না থামে। তারপর শিশু আরামে ঘুমায়।
৩। শিশু হাসপাতাল থেকে বাসায় ফেরে। অলরেডি তার নাম রাখা হয়ে গেছে।
৪। শিশুর বাবা মা নবজাতককে নিয়ে আহ্লাদ করে। কেক কাটে।
৫। শিশুর বাবা শিশুকে কোলে নেয়।
৬। পিতা কন্যা দুজন দুজনকে মুগ্ধ হয়ে দেখে!
৭। শিশুর ঘুম ভেঙ্গে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে।
৮। দুই বোন খেলা করতে করতে ঘুমিয়ে যায়।
৯। আদর ভালোবাসায় শিশু বড় হতে থাকে।
১০। চারপাশে শিশু যা দেখে ভীষন অবাক হয়।
১১। একদিন শিশু একা একা বসতে শিখে যায়।
১২। একদিন সেই ছোট শিশু একা একা দাঁড়াতে শিখে যায়।
১৩। হাঁটতে শিখে যায়।
১৪। এক বছর পার করে শিশু নিজের রাগ ভালোবাসা প্রকাশ করতে শিখে যায়।
১৫। মাকে দেখে শিশু নামাজ পড়তে শিখে যায়।
১৬। বাবার সাথে বেড়াতে যায়।
১৭। জুতো কিনতে বাবার সাথে মার্কেটে যায়।
২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
২| ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দেখেছেন রাজীব ভাই ,
আপনি এখানে ওখানে মন্তব্য করে যাচ্ছেন আর আপনার সোনামনি ঠিকই জায়নামাজে দাঁড়িয়ে গেছে। কি সুন্দর দৃশ্য।
আমার ছেলের জন্য ওর নানা একটা ছোট জায়নামাজ কিনে দিয়েছেন। বাসাতে নামাজ পড়ার সময় আমার সাথে জায়নামাজ পেতে নামাজ পড়ে। আপনি মেয়েকে ছোট জায়নামাজ কিনে দিয়েন।
আমার ছেলের ছবি আর দেয় না , আলাদাভাবে কোন পোস্ট দেয়না আর।
ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো। বাচ্চাদের জন্য ভালোবাসা।
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: শিশুরা যা দেখে তাই করে। ওর মাকে দেখে নামাজ পড়তে।
ফারাজা চাইলে তাকে জায়নামাজ কিনে দিবো। সমস্যা নাই।
আপনার বাবা কেমন আছেন?
৩| ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৪
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মাশাআল্লাহ।
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৮
সোনাগাজী বলেছেন:
আপনার ছোটমেয়ে সামুর সাথে বড় হচ্ছে।
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: এটা কি ভাল না মন্দ?
৫| ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার কন্যাদের জন্য ভালোবাসা আর শুভকামনা রইলো।
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।
৬| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪
কামাল১৮ বলেছেন: চোট বাচ্চাদের ছেলে বা মেয়ে হবার ধারনা আমরাই দেই।তারা কিন্তু জানে না সে ছেলে না।মেয়ে।সে যে মেয়ে এই ধারনা থেকে সারা জীবন সে আর বের হয়ে আসতে পারে না।
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: কানাডা আর বাংলাদেশ এক না। রাত দিন পার্থক্য।
৭| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৮
জুল ভার্ন বলেছেন: ❤️❤️❤️❤️❤️❤️❤️
২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: ❤️❤️❤️❤️❤️❤️❤️
২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৯| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৫
কেমিক্যাল বাবু বলেছেন: আপনার দুই আম্মাজানরে আল্লাহ নেক হায়াত দান করুন।
২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: আমিন।
১০| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৭
কামাল১৮ বলেছেন: এই বিষয়ে সারা বিশ্ব একই কাতারে আছে।এমন কি সুইডেনের মেয়েরাও লম্বা চুল রাত্রে।তাতে তার নি লাভ আমার মাথায় ঢুকে না।এতে যদি এমন কোন উপকার হতো তবে পুরুষদেরও লম্বা চুল রাখা দরকার।
২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: লম্বা চুলে মেয়েদের দেখতে ভাল লাগে।
১১| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৯
কামাল১৮ বলেছেন: কার ভাললাগে।ছেলেদের নাকি মেয়েটার নিজের।ছোট মেয়ে ভালো মন্দের বুঝে কি।সাধারণ আলোচনা।ব্যাক্তিগত ভাবে নিবেন না।
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৩
রাজীব নুর বলেছেন: না। না। কি যে বলেন!!!
আমি বোকা নই।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুই শিশুর জন্য অনেক ভালোবাসা আর দোয়া
আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন