নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগ সাইটটি জনপ্রিয় করার উপায়

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭



১। বাংলা একাডেমিকে বলতে হবে-
তাঁরা যেন প্রতি বছর একজন ব্লগারকে রাষ্ট্রীয় ভাবে পুরস্কার প্রদান করেন। যারা ব্লগিং করেন তাঁরা এই দেশের মানুষ। এই দেশের সুবিধা অসুবিধা নিয়ে লিখেন। কাজেই বাংলা একাডেমির উচিৎ প্রতি বছর একজন ব্লগারকে সম্মান দেখানো। বাংলা একাডেমির মহাপরিচালকের সাথে দেখা করে সরাসরি তার হাতে আবেদন পত্র জমা দিতে হবে। কাজ না হলে সংস্কৃতি মন্ত্রীর কাছে যেতে হবে। খুব অসম্ভব কিছু না। লেগে থাকলেই সম্ভব হবে।

২। লেখালেখির জন্য- বিভিন্ন প্রতিষ্ঠান প্রতি বছর পুরস্কার প্রদান করে।
যেমন জেমকন সাহিত্য পুরস্কার। আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার। হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ইত্যাদি। এরকম একটি প্রতিষ্ঠান খুঁজে নিতে হবে যারা প্রতি বছর একজন ব্লগারকে লেখালেখির জন্য যে কোনো একটি ক্যাটাগরিতে পুরস্কার দেবেন। অসম্ভব কিছু না। বাংলাদেশে পুরস্কার দেওয়ার মতো প্রতিষ্ঠানের অভাব নেই। তাছাড়া সামুতে সব শ্রেণীর ব্লগার আছে। কেউ না কেউ ঠিকই এগিয়ে আসবেন। যেমন ধরুন, আমি আমার মৃত বাবার নাম দিয়ে একটা পুরষ্কারের ব্যবস্থা করবো। প্রতি বছর একজন ব্লগারকে পুরস্কার দেওয়া হবে।

৩। যে কোনো একটি টিভি চ্যানেলের সাথে আলাপ করতে হবে।
তাঁরা যেন প্রতি সপ্তাহে একজন ব্লগার, একজন রাজণিতিবিদ এবং একজন ব্যবসায়ীকে নিয়ে টক শো করে। জানি টিভিতে আঘা ঘণ্টার অনুষ্ঠানে কমপক্ষে ৪০ হাজার টাকা খরচ আছে। স্পন্সর পাওয়া যাবে। টিভি চ্যানেলের বিজ্ঞাপন পাওয়া যাবে। স্পন্সর এক লাখ টাকা পাওয়া গেলে ৪০ হাজার টাকা খরচ হয়েও ৬০ হাজার টাকা লাভ থাকবে। বহু লোক এভাবে ব্যবসা করে যাচ্ছে। সামুর কল্যাণের জন্য একদল নিবেদিত লোক লাগবে। প্রয়োজনে টাকা দিয়ে হলেও এরকম লোক নিয়োগ করতে হবে। সময় দিতে হবে। শ্রম দিতে হবে। তবেই না সফলতা আসবে।

৪। প্রতি বছর বইমেলা হয়।
বইমেলাতে অবশ্যই-অবশ্যই স্টল নিতে হবে। একমাস বইমেলা করলে খরচ বেশি হবে না। যদি বইমেলা নীতিমালায় কোনো ব্লগকে জায়গা দেওয়া না হয় তাহলে অন্য উপায় আছে। হতাশ হওয়ার কিছু নেই। স্টল পাওয়া যাবেই। বাংলাদেশে সব সম্ভব। স্টলে বড় করে লেখা থাকবে- 'সামহোয়্যারইন ব্লগ'। একমাসে সারা বাংলাদেশে এক কোটি শিক্ষিত লোক বইমেলাতে আসেই। পত্রপত্রিকায় সবারই অনেক ভাই ব্রাদার আছে। তাদের দিয়ে প্রতি সপ্তাহে একজন ব্লগারকে নিয়ে লেখাতে হবে। দেশের প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্তদের সাহায্য জন্য সামুর একটা টিম রাখতে হবে। তাঁরা সাহায্যের জন্য যেন ঝাঁপিয়ে পড়ে।

৫। দেশের গুনীজনদের দিয়ে সামুতে লেখাতে হবে।
যেমন ধরুন, মুহম্মদ জাফর ইকবাল স্যার। আওয়ামীলীগের ওবায়দুল কাদের সাহেব। তিনি লেখালেখি করেন। তারপর ধরুন, হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন। এরকম লোকদে দিয়ে জোর করে লেখাতে হবে। লেখা আদায় করে নিতে হবে। প্রয়োজনে সম্মানি দিয়ে হলেও তাদের দিয়ে সামুতে লেখাতে হবে। পত্রিকা অফিস গুলো ঈদ সংখ্যা যেভাবে বের করে, ঠিক সেভাবে। এরকম লোক সামুতে লিখলে দেশের লোকজন খুঁজে খুঁজে তাদের লেখা পড়বে। এদের ধরে লেখা আদায় করা খুব কঠিন কিছু না। এরকম করতে পারলে- আলেক্সা র‍্যাংকিং সামু সবাইকে ছাড়িয়ে যাবে। সামুর এডমিনের, সামুর টিমের তীব্র ইচ্ছা থাকলে সামু বদলে ফেলা সম্ভব। সারা বাংলাদেশ কাঁপিয়ে দেওয়া সম্ভব। অবশ্য সামুর উন্নতির জন্য দুই হাতে টাকা খরচ করতে হবে, একথা সত্য।

৬। ১৬ ডিসেম্বর, ২১ শে ফেব্রুয়ারী, ২৬ শে মার্চ- ইত্যাদি বিশেষ দিনে-
ব্লগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে হবে। এমনকি প্রধানমন্ত্রীর জন্ম দিনে পত্রিকায় বড় করে বিজ্ঞাপন দিয়ে শুভেচ্ছা জানাতে হবে সামুর পক্ষ থেকে। যখন ক্রিকেট খেলা হবে, তখন সামুর ক্রিকেট প্রেমীরা মাঠে খেলা দেখতে যাবে সামুর ব্যানার নিয়ে। প্রবাসীরা প্রবাসে প্রতি বছর অনেক রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। অনুষ্ঠানে তাঁরা বাংলাদেশ থেকে কাউকে না কাউকে দাওয়াত করে নিয়ে যান। প্রবাসীরা যেন কমপক্ষে একজন ব্লগারকে দাওয়াত করে নিয়ে যায়, সেই ব্যবস্থা করতে হবে।

৭। সামুর ব্লগারদের নিয়ে প্রতি মাসে-
একটা নির্দিষ্ট জায়গায় কমপক্ষে একটা সমাবেশের আয়োজন করতে হবে। যার নাম হবে 'ব্লগার সমাবেশ'। সমাবেশে দেশের একজন গুনীজনকে আমন্ত্রন করে আনতে হবে। এই সমাবেশে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও দেশের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার চুম্বক অংশ ছবিসহ দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল গুলোতে ছাপানোর ব্যবস্থা করতে হবে।

আমি অল্প কয়েকটা উদাহরন দিলাম।
এরকম বেশ কিছু পরিকল্পনা হাতে নিলে- সামুতে অনেক দূর এগিয়ে যাবে। অসম্ভব কিছু না। আমি নিজের চোখে দেখেছি, গ্রাম থেকে পোলাপান এসে একটা সাইট খুলে ঢাকা শহরে গাড়ি বাড়ি করে ফেলেছে। তাঁরা তেমন শিক্ষিতও না। টানা দুই বছর চেষ্টা চালিয়ে গেলে সামুর ভবিষ্যৎ উজ্জ্বল। তাছাড়া সামু থেকে বিজ্ঞাপন দিয়ে মোটা অংকের টাকা আয় করা সম্ভব।

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



ভালো ধারণা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে চলাই নিয়ম। নইলে পিছিয়ে পড়তে হবে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১২

নাহল তরকারি বলেছেন: করা যেতে পারে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: এসব করলে সামু লাভবান হবে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: এ বছর থেকেই সামু তার ব্লগারদের লেখা বই লেখকের নিজ খরচে ছাপাবে । কিছু প্রকাশনা থাকলে আগামি বছর বই মেলায় অংশ নেয়া যাবে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আরেকটা কথা সামুর একটা প্রকাশনী থাকতে হবে। যদিও প্রকাশনী থেকে লাভবান হওয়া যাবে না।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০২

ফারহানা শারমিন বলেছেন: বই মেলার ধারণাটা ভালো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৬

গেঁয়ো ভূত বলেছেন: আপনার লেখাটিতে যুক্তি আছে। ইনিশিয়েটিভ নিলে ভালো কিছু হওয়া অসম্ভব নয়।

সামুর সার্চ বক্স টা একটু আধুনিক করে দিতে হবে যাতে যেকোনো পাঠক তার প্রয়োজনীয় লেখাটি সার্চ করে বের করতে পারে, দেখবেন সামুর ভিউ কয়েকগুন বেড়ে যাবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: রাইট।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর উদ্যোগ

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালোবাসা জানবেন।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার প্রস্তাবনা। আলোচনার দাবী রাখে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৮

কামাল১৮ বলেছেন: পোষ্টে গাজী সাহেব সবথেকে বেশি প্রশ্নকরে।তাকে পোষ্টে ব্লক করা মানে অনেক প্রশ্ন থেকে আমরা বঞ্চিত হই।এতেও ব্লগ অনেক সংকোচিত হয়ে যায়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: সহমত।

আর আপনাকে আমি অনুরোধ করতে করতে ক্লান্ত। আপনি পোষ্ট লিখেন। আপনি অনেক অভিজ্ঞ মানুষ।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত সুন্দর একটা প্রস্তাব। আশাকরছি দ্রুত যেন বাস্তবতা পায়।++++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো কিছু পয়েন্টস।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬

ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন বস। সামুকে নিয়ে সবাই চিন্তিত।
আমি আরেকটা প্রস্তাবনা দিতে চাই, সামুর শেয়ার বিক্রি করা হোক ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----
আমি ভালো আছি। তবে আমার ছোট কন্যা ফারাজার চার দিন ধরে জ্বর। এজন্য মনটা ভাল নেই।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১২

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




প্রস্তাবগুলো সুন্দর সন্দেহ নেই। তবে সবচেয়ে কার্য্যকরী প্রস্তাবটি হলো - বইমেলা সংক্রান্ত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: যুগের সাথে চলতে হবে।
তাই প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ন।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



টিমকে বলেন, আপনাকে চাকুরী দিতে; আপনি ১ বছরে কিছু করতে না পারলে, আপনি চাকুরী ছেড়ে দেবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: অনেকে বড় বড় কথা বলতে পারে। কিন্তু কেউ কাউকে চাকরী দিতে পারে না।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৩

জ্যাক স্মিথ বলেছেন: আইডিয়াগুলো বাস্তবায়ন করা গেলে বেশ কাজের হবে, আশা করি ব্লগটিম বিষগুলোতে নজর দিবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: আইডিয়া গুলো খুব কঠিন নয়।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০৩

শেরজা তপন বলেছেন: সবগুলো প্রস্তাবনাই সময়োপযোগী ও বেশ আগ্রহ উদ্দীপক!
তবে মুল সমস্যা হচ্ছে অর্থ ও লোকবল। যে দুটো সমস্যা নিয়েই সামু বেশ বেকায়দায় আছে বলে আমার ধারনা।

ধন্যবাদ প্রিয় রাজীব নুর আপনার সকল প্রস্তাবনার জন্য। তবে ১ নম্বরটা বাদ দেন

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: দরকার হলে অর্থ আমরা প্রতিটা ব্লগার মিলে দিবো।

১ নম্বর টাই সবচেয়ে গুরুত্বপূর্ন।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


প্রাথমিকভাবে প্রস্তাবনা গুলো ভালো লেগেছে। ধন্যবাদ রাজীব ভাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: বুদ্ধিমান মানুষেরা অবশ্যই আমার সাথে একমত হবেন।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭

জুল ভার্ন বলেছেন: প্রস্তাবনা ভালই। এক নম্বর এবং দুই নম্বর পুরস্কার কারা পাবে তাতো অনেক আগেই সিলেকশন হয়ে আছে! =p~

চার নম্বর প্রস্তাব ভালো।

সাত নম্বর প্রস্তাব বাস্তব বিবর্জিত! একটা কর্পোরেট অফিসেও প্রতিমাসে একটা এক্সিকিউটিভ মিটিং হয়না, সেখানে সামু ব্লগের পক্ষে কি সম্ভব প্রতিমাসে একটা সমাবেশ করা?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: পুরস্কার কারা পাবে সেটা মূখ্য বিষয় নয়।
প্রতিটা প্রস্তাব খুবই গুরুত্বপূর্ন।

ব্লগার সমাবেশ করা খুব কঠিন কিছু না। সমাবেশ কি কয়েকজন ব্লগার মিলে জাস্ট আড্ডা দেওয়া।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ধারণা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০৬

অনামিকাসুলতানা বলেছেন: দারুণ প্রস্তাবনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রস্তাবগুলো ভালো।

তবে, সামু ইতিমধ্যেই পাঠক সমাজে জনপ্রিয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: দুর্নামও অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.