নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
নিয়মিত নামাজ পড়লে কি হবে? কিছুই হবে না।
নামাজ কি? উঠবস করা। আমাদের গ্রামে সোলেমান নামে একলোক সারা জীবনে কোনোদিন নামাজ পড়েন নি। এমনকি জুম্মা নামাজও না। ঈদের নামাজও না। শবে বরাতের রাতেও না। সে খুব ভালো একজন ভালো মানুষ ছিলেন। মানবিক মানুষ। হৃদয়বান মানুষ। যে কারো বিপদে এগিয়ে যেতেন। হোক সে হিন্দু বা মুসলিম। সে মানুষকে 'মানুষ' হিসেবে দেখতো। ধর্ম দিয়ে বিচার করতো না। উনি ৮৫ বছর বয়সে মারা যান। তার কোন অসুখ বিসুখ হয়নি। ঘুমের মধ্যে মারা যান। সুন্দর মৃত্যু। উনার মৃত্যুতে সারা গ্রামের মানুষ কেদেছিলো। নামাজ না পড়েও তিনি মানুষের স্বচ্ছ ভালোবাসা পেয়েছেন।
আমার পরিচিত একলোক। আব্দুল্লাহ নাম।
সে-ও আমাদের গ্রামের। তার জ্ঞান হওয়ার পর জীবনে কোনোদিন নামাজ মিস করেননি। চলন্ত ট্রেনে, বাসে, লঞ্চে নামাজ পড়েছেন। তিনি বলতেন, সময় মতো নামাজ না পড়তে পারলে শান্তি পাই না। লোকটা অনেক গরীব ছিলো। সারাটা জীবন তার অভাবে অভাবে কেটেছে। টাকার অভাবে তিনবেলা পেট ভরে খেতে পারেন নি। মানুষের দয়ায় কেটেছে তার জীবন। তার পরিবারটি মানবেতর জীবনযাপন করেছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি আব্দুল্লাহ। তার মধ্যে ধর্মীয় গোঁড়ামি ছিলো ব্যাপক। দীর্ঘদিন অসুখে ভূগে মারা যান। অবাক ব্যাপার হলো তার জানাজায় মানুষ হয়েছিলো মাত্র এগারো জন। একজন নামাজী মানুষের মৃত্যুতে মাত্র এগারো জন কেন হবে? কারন নামাজ পড়লেও উনি ছিলেন ভীষন দুষ্টলোক।
নামাজ মানুষকে কিছু দেয় না।
আপনি যদি কাজ করেন, পরিশ্রম করুণ। তবেই জীবনে সফলতা আসবে। তবে নামাজ খুব ভালো ব্যয়াম। আপনি চিন্তা করে দেখুন, প্রতিদিন পাঁচ বার যদি আপনি উঠবস করেন তাতে আল্লাহর কি উপকার হবে? আপনারই বা কি উপকার হবে? আপনি মানুষ, তাই মানুষের পাশে থাকতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। আপনি যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান আল্লাহ খুশি হবেন। একজন ক্ষুধার্থ মানুষকে পেট ভরে খাওয়ান- তাহলে প্রভু খুশি হবেন। আপনি যদি একজন বেকারকে চাকরী দিয়ে দেন তাহলে আল্লাহ্ খুশি হবেন। আপনি যদি একজন দরিদ্র পিতা মাতার সন্তানকে স্কুলে ভরতি করিয়ে দেন তাহলে আল্লাহ খুশি হবেন। অযথা উঠবস করলে তাতে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহকে খুশি করতে হলে আগে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তারপর ভালো ভালো কাজ করতে হবে। নামাজ পড়া তো সহজ। যে কেউই পারে। একজন রিকশাচালক পারে, একজন সবজি বিক্রেতা পারে, একজন দোকানদার পারে। মানুষের জন্য, সমাজের জন্য- ভালো কাজ করতে পারে কয়জন?
আমি নামাজ পড়েছি, চিল্লায় গিয়েছি, হজ্ব করেছি, ইজতেমায় গিয়েছি।
তাতে কি হয়েছে? কিছুই হয় নাই। হবেও না। যারা এগুলো করে নাই জীবনে তাঁরা দিব্যি বেঁচে আছে। ভালো আছে। সুস্থ আছে। নামাজ না পড়লে বাস্তব জীবনে কোনো ক্ষতি নাই। এমন না যে নামাজ পড়লে আপনার আয় রোজগার বেড়ে যাবে। আবার নামাজ না পড়লে আয় রোজগার কমে যাবে। ঘটনা তা না। অনেকে মনে করেন নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। ভুল চিন্তা। নামাজ বেহেশতের চাবি একথা কোরআনে লেখা নাই। আছে হাদিসে। আর হাদীস বেশির ভাগই মিথ্যা, বানোয়াট। কারন, নবীজি মৃত্যুর ২/৩ শ' বছর হাদীস লেখা হয়েছে বানিয়ে বানিয়ে। হাদিসে কোনো লজিক নেই। নবীজি বলেন নাই- আমার মৃত্যুর ২/৩ শ' বছর পর তোমরা হাদীস লিখো। আর সেই মোতাবেগ জীবনযাপন করো। কাজেই মানুষ হয়ে জন্মেছেন, তাই ভালো কাজ করুণ। মহৎ কাজ করুণ। কুকুরের লেজ নিয়ে পড়ে থাকবেন না। মানুষের পেছনে লেগে থাকবেন না।
খেয়াল করে দেখবেন, মসজিদে কোন শ্রেনীর মানুষ বেশি নামাজ পড়তে যাচ্ছে।
দেখবেন অনেক বয়স্ক মানুষজন নামাজ পড়তে যাচ্ছে। কারন তাঁরা অবসর জীবনযাপন করছে। কোথাও যাওয়ার নেই তাদের। কোনো তাঁরা নেই। খেয়েদেয়ে কাজ নেই। তাই যায় মসজিদে। নামাজ পড়ে। নিজেকে ব্যস্ত রাখা আর কি। কোরআন শরীফে নামাজের কথা লেখা নেই। আর হাদীস তো বানোয়াট। নানান রকম ভুলে ও আজগুবি কথাতে ভরপুর। এজন্য নামাজ নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নাই। ভালো কাজ করুণ। নিজের লক্ষ্য ঠিক করে লক্ষ্যের দিকে এগিয়ে যান। বাবা মায়ের স্বপ্ন পূরন করুণ। সমাজের জন্য কিছু করুণ। তাতে আল্লাহ্ খুশি হবেন। হাশরের ময়দান চেলচেলাইয়া পার হতে পারবেন। বেহেশত নিশ্চিত। পরকাল হবে আনন্দময়।
(ইহা আমার লেখা নয়। শাহেদ জামালের লেখা। লেখাটি তার কাছ থেকে আমি সংগ্রহ করেছি। এবং আপনাদের সাথে শেয়ার করেছি। তার মনোভাব আপনাদের জানানোর জন্য। আমি শাহেদ জামালের সাথে একমত না। কিছুতেই না। আমি নিজে এই বিষয়টা নিয়ে লিখব।)
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: আমি লিখি নি। আমি লেখাটা শেয়ার করেছি।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫
রবিন.হুড বলেছেন: নামায পড়ার মাধ্যমে সামাজিক, মানুষিক, শারিরীক ও ধর্মীয় দায়িত্ব পালন করা যায়। তাই নামজ পড়াকে গুরুত্ব দিয়ে অন্যান্য ভালো কাজের জন্য সবাইকে উৎসাহিত করা দরকার। মানুষ হিসেবে আমাদের মাঝে মানবীয় গুনাবলী ফুটিয়ে তোলা দরকার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: সহমত।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮
ফেক রুধির বলেছেন: বছর খানেক পর সামুতে ঢুকেই প্রথম আপনার পোষ্ট পেলাম। যদিও আপনার লিখা পেলাম না। জনাবের লিখার বিপরীতে আপনি লিখতে চেয়েছেন। অপেক্ষায় থাকলাম।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: আমি লিখব। আজই লিখব। বসন্ত আর ভালোবাসা দিবস নিয়ে কিছু লিখব।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১২
নতুন বলেছেন: শাহেদ জামালকে জিঙ্গাসা কইরেন এমন আজুইড়া লেখা না লিখলে বাস্তব জীবনে কী কী ক্ষতি হতে পারে?
এই সব লেখা আসলেই ব্লগে চুলকানী সৃস্টি করে আর কিছু না।
অন্যের বিশ্বাসকে আঘাত করে কথা বলতে নাই। লেখাটা সরিয়ে নিন। আপনি যেটা বলেছেন সেটা সবাই জানে, কিন্তু যেই ভাবে বলেছেন সেটা অন্যের বিশ্বাসে আঘাত করবে তাই এই ভাবে বলা ঠিক না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: অন্যের ভুল বিশ্বাস কে আঘাত করা অন্যায় নয়।
এডমিন যদি মনে করেন- লেখাটা সরিয়ে নেওয়া দরকার। তাহলে তিনি সরিয়ে দিক। আমার কোনো সমস্যা নাই।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩০
নতুন বলেছেন: লেখক বলেছেন: অন্যের ভুল বিশ্বাস কে আঘাত করা অন্যায় নয়।
অন্যের বিশ্বাস যে ভুল সেটা সম্পর্কে সাহেদ জামালের ধারনা যে সঠিক সেটার প্রমান কি?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: ধরুন, আমার রাষ্ট্রপতি হবার ইছা। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করলাম। এমন কি রাতে না ঘুমিয়ে তাহাজ্জুত পড়লাম। এখন বলুন আমার কি রাষ্ট্রপতি হওয়া সম্ভব? কিছুতেই সম্ভব না। তাই এরকম বিশ্বাস গুলোকে আঘাত করা দরকার। তাতে তার ভুল ভাঙ্গবে। ক্লিয়ার?
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নামাজ মুসলমানেরা কেন পড়ে ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রাষ্ট্রপতি হবার জন্য মানুষ নামাজ পরে জানা ছিল না।
আপনার থেকে অনেক কিছু জানার যায়। বলা যেতে পারে আমার সামু জীবন ধন্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: রাষ্ট্রপতি হবার জন্য হয়তো কেউ কেউ নামাজ পড়ে, আল্লাহর কছে প্রার্থনা করে।
তবে আমি নিজে দেখেছি- এমপি হওয়ার জন্য নামাজ পড়তে, রোজা রাখতে, তাহাজ্জুত পড়তে। এতিমখানা, মাদ্রাসায় দোয়া মাহফিল করতে।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৬
রানার ব্লগ বলেছেন: পৃথিবীতে দুইটা জিনিস করতে নাই অন্যের বউ কে সুন্দুরী বলা আর অন্যের ধর্ম বিশ্বাস কে আঘাত করে । দুইটাই জীবন বিধ্বংসী কাজ !!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে কিছুটা সহমত।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮
ঢাবিয়ান বলেছেন: কার জন্য এসব লিখেন, কেন লিখেন আপনিই ভাল বলতে পারবেন। আগে একসময় আপনার দৈনন্দিন জীবনের ডাইরির মত লেখাগুলোর পাঠক ছিল অনেক। ভাল লাগত পড়তে। আর এখন আপনি একজন বিরক্তিকর ব্লগারে পরিনত হয়েছেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: দেখুন লেখাটা আমার না। আমি আপনাদের সাথে লেখাটা শেয়ার করেছি মাত্র।
আপনি চোখ রাখুন। আমি ভালো কিছু লিখব।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭
চারাগাছ বলেছেন: আপনি ধর্মে না থেকেও ধর্মের জালে আটকা পড়েছেন। ইহা থেকে বের হওয়া কঠিন।
আপনি সিগারেট খান কেন ?
সিগারেট খেতে খেতে বিশ্বের পরিবেশ নিয়ে ভাবেন ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: মানুষের ধর্ম দরকার আছে।
সিগারেট খাওয়া ভালো নয় সেটা আমি জানি, মানি। আসলে আমার কোনো বাজে অভ্যাস নেই। শুধু সিগারেট খাওয়া ছাড়া। তবে আমি অনেক কম খাই।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৪
চারাগাছ বলেছেন:
সিগারেট খেতে খেতে আপনি বিশ্ব পরিবেশ নিয়ে ভাবেন কিভাবে ?
পৃথিবীর স্বার্থে আপনাকে সিগারেট ছাড়তে হবে।
এইযে ঢাকা দিনের পর দিন বায়ু দূষণে এক নম্বর হচ্ছে। এতে আপনার অবদান অস্বীকার করতে পারবেন ?
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: আমি একজন সচেতন মানুষ।
কোনোদিন রাস্তায় ময়লা ফেলি নাই। এমনকি বাদামের খোসাও না। চিপসের প্যাকেটও না।
কোনো দিন ময়লার গাড়ি না এলে আমি পনের মিনিট হেঁটে গিয়ে ময়লার ডিপোতে ময়লা ফেলে আসি।
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৯
কামাল১৮ বলেছেন: নামাজ না পড়লে ইসলামের দৃষ্টিতে কি একটা হিসাব মতো আগুনে পোড়ানো হবে।বাকি বিশ্বের দৃষ্টিতে কিছুই হবে না।শারীরিক কসরত হয় এটা প্রমানিত সত্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজের বিশ্বাস অন্যদের বিলানোর আগে নিজের পরিবারকে বোঝান। তাদের মতামত জানার চেষ্টা করুন। খালি ব্লগে চর্বিত চর্বন করলে হবে? আফটার অল, আপনার বিশ্বাসের এত বড় একটা পরিবর্তন পরিবারের সবার সাথে শেয়ার করা উচিত...
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: উফফ--
আপনি কি চাননা আমি শান্তিতে থাকি?
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১
শেরজা তপন বলেছেন: বিচার মানি তালগাছ আমার- এর মন্তব্যে সম্পুরক প্রশ্ন;
ভাবিরে কইছেন?
হের উত্তরটা জানাইয়েন... ওয়েটিং
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: হহায় কপাল।
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
নতুন বলেছেন: লেখক বলেছেন: ধরুন, আমার রাষ্ট্রপতি হবার ইছা। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করলাম। এমন কি রাতে না ঘুমিয়ে তাহাজ্জুত পড়লাম। এখন বলুন আমার কি রাষ্ট্রপতি হওয়া সম্ভব? কিছুতেই সম্ভব না। তাই এরকম বিশ্বাস গুলোকে আঘাত করা দরকার। তাতে তার ভুল ভাঙ্গবে। ক্লিয়ার?
আপনার কিভাবে প্রমান করেছেন যে প্রার্থনায় কোন কিছু পাওয়া যায না?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: আমার ক্ষুধা পেলে আমি বুঝি।
আমার কষ্ট পেলে আমি বুঝি।
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫১
কাঁউটাল বলেছেন: জ্বিন কফিলের নতুন প্রজাতির গুড়া কিরমি ভালই কাজ দিতেছে। আপনার চুলকানি জনিত লেখার মান বাড়তেছে। জ্বিন কফিলরে কি বলব দুই কৌটার পরিবর্তে প্রতিমাসে আপনাকে চাইর কৌটা করে গুড়া কিরমি সাপ্লাই দিতে?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: মানুষ হও।
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৭
কামাল আহমেদ পাশা বলেছেন: ভাই, আপনার কথা অনুযায়ী যদিও এটি আপনার লেখা নয়, কিন্তু যেহেতু পোস্ট করেছেন, তাই কিছু কথা না বললেই নয়। প্রথমত, এখানে যে নামাজী এবং বেনামাজীর তুলনা দেয়া হয়েছে, সেটাতে আপত্তি আছে। প্রথমত যিনি নামাজ আদায় করেন নি, কিন্তু অন্যদিকে তিনি অনেক ভালো কাজ করেছেন। তাই আল্লাহ তায়ালা সেই ব্যক্তিকে দুনিয়ায় প্রতিদান দিয়েছেন। কিন্তু পরকালের হিসাব আল্লাহ তায়ালা ভালো জানেন।
আর যে ব্যক্তি নামাজ আদায় করেছেন, তিনি অনেক কষ্টে ছিলেন। এটা পরীক্ষা হতে পারে। আর যদি স্বভাবে খারাপ থাকে, তাহলে সেটির প্রতিফল তিনি পাবেন।
এছাড়াও হাদীসের সংকলন সম্পর্কে আরো ভালোভাবে জ্ঞান অর্জন করলে অনেক ভালো জানতে পারা যাবে।
সংক্ষেপে এই হলো আমার মতামত।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: এই লেখার আসল উদ্দেশ্য হলো- মানুষকে বলা ''ভালো কাজ করো''।
নামাজ এর চেয়ে উত্তম অন্যের উপকার করা।
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৭
কামাল আহমেদ পাশা বলেছেন: ভাই, আপনার কথা অনুযায়ী যদিও এটি আপনার লেখা নয়, কিন্তু যেহেতু পোস্ট করেছেন, তাই কিছু কথা না বললেই নয়। প্রথমত, এখানে যে নামাজী এবং বেনামাজীর তুলনা দেয়া হয়েছে, সেটাতে আপত্তি আছে। প্রথমত যিনি নামাজ আদায় করেন নি, কিন্তু অন্যদিকে তিনি অনেক ভালো কাজ করেছেন। তাই আল্লাহ তায়ালা সেই ব্যক্তিকে দুনিয়ায় প্রতিদান দিয়েছেন। কিন্তু পরকালের হিসাব আল্লাহ তায়ালা ভালো জানেন।
আর যে ব্যক্তি নামাজ আদায় করেছেন, তিনি অনেক কষ্টে ছিলেন। এটা পরীক্ষা হতে পারে। আর যদি স্বভাবে খারাপ থাকে, তাহলে সেটির প্রতিফল তিনি পাবেন।
এছাড়াও হাদীসের সংকলন সম্পর্কে আরো ভালোভাবে জ্ঞান অর্জন করলে অনেক ভালো জানতে পারা যাবে।
সংক্ষেপে এই হলো আমার মতামত।
২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৮
চৌধুরী আসিফ বলেছেন: কে এই শাহেদ জামাল? উনি কেন পাকিস্তানে জন্ম নিলেন না
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: তা তো বলতে পারবো না।
জন্ম মৃত্যু আর বিয়েতো আল্লাহর হাতে।
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৬
চৌধুরী আসিফ বলেছেন: চিনের এক ব্যক্তি বিষাক্ত মরনাত্নক রোগবাহী টিউব বক্স নিয়ে এলেন বাংলাদেশে। তার মিশন এ দেশের জনগণকে হত্যা করে দেশকে পঙ্গু করে দেয়া। তো বহু চেষ্টা প্রচেষ্টার পর ঐ চিনা অপরাধী টা কোনভাবেই সফল হলেন না এতে সে ব্যর্থ হয়ে রেগে মেগে ওই বক্স খানা উষ্টা মেরে ফেলে গেছেন। এদিকে লেখক রাজীব নূর ভাই সম্পূর্ণ বিষয় টা অবলোকন করলেন। তো লেখক ভাই তার বিরোদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে ঐ বক্সে থাকা টিউব গুলো হাতে নিয়ে চিৎকার করে বলছেন - শুনো শুনো শুনো এক লোক........... তারপর একে একে টিউব গুলো বের করে মানুষের হাতে হাতে ধরিয়ে দিচ্ছে আর বলছে এটা চিনের এক লোক আমাদের মারার জন্য এনেছিল এই যে দেখো। অতপরঃ চিনের মিশন সাকসেস।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: উফ !!!
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: লেখেছেন বটে রাজীব দা
ভাল থাকুন