নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সময়ঃ রাত ১১টা। স্থানঃ কমলাপুর রেলস্টেশন।
ট্রেনের নাম- মহুয়া এক্সপ্রেস। যাচ্ছি সুসং দূর্গাপুর। একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে। শুনেছি সেখানে হাতি ঘুরে বেড়ায়। ভ্রমন নয়। অফিসের কাজে। ভোরবেলা ট্রেন নেত্রকোনা গিয়ে থামবে। আমি আমার বগিতে ঢুকেই দেখি কালো মতো একলোক বসে আছে। লোকোটাকে চেনা চেনা লাগছে। চোখে মোটা ফ্রেমের চশমা। আমি একটু আরাম প্রিয় মানুষ। তাই শোভন চেয়ার নিইনি। সেখানে একগাদা লোক থাকে। লোকজন অকারনেই চিৎকার করে মোবাইলে কথা বলে। হইচই। এসব আমার পছন্দ না। এজন্য বেশি টাকা দিয়ে স্লিপিং বাথ নিয়েছি। আরাম করে শুয়ে বসে যাবো। কোনো হকার এসে বিরক্ত করতে পারবে না। কম্পার্টমেন্টে আমরা দুজন। ভদ্রলোক চুপ করে বসে আছেন। বসে থাকার ভঙ্গি দেখে মায়া লাগছে।
ট্রেন চলেছে। ট্রেন চলেছে।
যদিও ট্রেন ছাড়তে আধা ঘন্টা দেরী করেছে। আমি লোকটাকে বললাম, আপনাকে চেনা চেনা মনে হচ্ছে কেন? লোকটা আমার দিকে চাইলো। লোকটা মনে হয় রাতে ঘুমায় না। চোখের চারপাশ কেমন কালো হয়ে আছে। লোকটা বলল- আমার নাম হুমায়ূন আহমেদ। এবার আমি তাকে পুরোপুরি চিনতে পারলাম। বললাম, কিছু মনে করবেন না। আসলে আমি বইটই পড়ি না। তবে একবার পত্রিকায় আপনার ছবি দেখেছি। আপনি তো বিখ্যাত মানুষ। হুমায়ূন আহমেদ চুপ করে রইলেন। একটু পর কম্বল মুড়ে শুয়ে পড়লেন। অর্থ্যাত তিনি আর কোনো কথা বলবেন না। আমিও তাকে আর ঘাটালাম না। কবি সাহত্যিক নিয়ে মাতামাতি করার লোক আমি না। সে হুমায়ূন আহমেদ হোক বা সুনীল গঙ্গোপাধ্যায় হোক। বিখ্যাত লোক হলেই আমি আহ্লাদে গদগদ ভাব দেখাবো আমি সেরকম নই। একবার 'লেক শোর' হোটেলে সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখেছিলাম। ব্যস ঐ পর্যন্ত। অটোগ্রাফ চাইনি। ছবিও তুলতে চাইনি।
বিশ মিনিট পর হুমায়ূন আহমেদ উঠে বসলেন।
আমাকে বললেন, চা খাবেন? আমি ফ্লাক্সে করে চা নিয়ে এসেছি। একটু পরপর চা না খেলে আমার ভালো লাগে না। এই চা শ্রীলংকা থেকে রুপা নামের একটা মেয়ে এনে দিয়েছে আমাকে। খুব ভালো চা। আমি বললাম, প্রথম কথা হলো আমাকে আপনি করে বলবেন না। দ্বিতীয় কথা হলো- আমি চা খাবো। ট্রেনের চা ফালতু চা। আমি চায়ে চুমুক দিলাম। বললাম, আপনি কি ভূত প্রেত বিশ্বাস করেন? কারন আমি শুনেছি আপনি অনেক ভূতের গল্প লিখেছেন। এমনকি আপনার এক সাক্ষাৎকারে পড়েছি- আপনি বলেছেন, যুক্তির বাইরেও অনেক কিছু আছে? আপনি একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এই কথা কিভাবে বললেন স্যার? দুনিয়া চলে লজিকে। এমন সময় ট্রেনের লোক এসে জিজ্ঞেস করলো- আমাদের চা নাস্তা কিছু লাগবে কিনা? না লাগবে না হুমায়ূন আহমেদ বললেন। আমি বললাম- আপনি যা বিশ্বাস করেন না তা নিয়েও কেন লিখেছেন? হুমায়ূন আহমেদ হাসলেন। সহজ সরল সুন্দর হাসি।
আমি হুমায়ূন আহমেদকে আবারোও বললাম-
আমাকে তুমি করে বলবেন প্লীজ। আমি আপনার অনেক ছোট। হুমায়ূন আহমেদ বললেন- ওকে। ট্রেন জয়দেবপুর স্টেশন পার হয়ে গেছে। আমি বললাম, আমার সাথে স্যান্ডউইচ আছে। আসুন খেয়ে নিই। হুমায়ূন আহমেদ স্যান্ডউইচ নিলেন। এবং খেলেন। মনে হলো তিনি স্যান্ডউইচ খেয়ে মজা পেলেন। উনি আবার আমাকে চা দিলেন। আমি বললাম, আপনি আমাকে একটা ভূতের গল্প বলুন। এমন গল্প যে গল্পে আপনি আছেন। এবং যে গল্প আপনি আগে লিখেন নি। হুমায়ূন আহমেদ কিছুক্ষন চিন্তা করলেন। বললেন, হ্যাঁ লম্বা রাত। ট্রেনে আমার ঘুম আসে না। আসলে অনেক রাত পর্যন্ত জেগে থাকি। লিখি। দীর্ঘদিনের অভ্যাস। গল্প শুরু করার আগে তোমাকে বলি- তোমাকে আমার ভালো লেগেছে। অনেকে আমাকে দেখলেই আলগা একটা খাতির দেখায়। অটোগ্রাফ চায়। ছবি তুলতে চায়। কিন্তু তুমি এদের মতো না। অনেক লোক আমার অটোগ্রাফ নেয়। শেষে সেই বই আমি নীলক্ষেত পুরান বইয়ের দোকানে দেখেছি। এই হলো তাদের ভালোবাসার নমুনা।
হুমায়ূন আহমেদ তার ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প বলতে শুরু করলেন।
তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েকটা বই মাত্র বের হয়েছে আমার। দেশের রাজনীতির অবস্থা ভালো না। হরতাল অবরোধ চলছেই। বাসে গাড়িতে আগুন। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হলো। হলেও থাকা যাবে না। আমার আর ঢাকা থাকতে ইচ্ছা করলো না। আমি ট্রেনে চেপে বসলাম। ইচ্ছা কোনো নিরিবিলি পরিবেশে গিয়ে লিখব। যদি লেখা না আসে তাহলে পড়বো। সাথে অনেক গুলো বই নিয়ে গেলাম। অবশ্য আমি যেখানেই যাই- আমার সাথে অনেক গুলো বই থাকে। আকাশের অবস্থা ভালো না। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একদম অজপাড়া গায়ে চলে এলাম। বিদ্যুৎ নেই। পাকা রাস্তা নেই। এমনকি কোথাও থাকার জায়গাও নেই। একটা মসজিদ আছে, তাও ওটার ছাদ নেই। বাজারে গেলাম। বাজার বলতে হাতে গোনা কয়েকটা দোকান মাত্র। তেমন লোকজন চোখে পড়ছে না। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সমানে ঝিঝি পোকা ডাকছে। অথচ বৃষ্টির সময় ঝি ঝি পোকা সাধারণত ডাকে না। ব্যাঙ ডাকে। এই গ্রামে কোনো ব্যাঙ নেই। একবারও ব্যাঙের ডাক শুনি নাই।
দোকানদারের নাম হেকমত আলী।
বয়স ৪৫ হবে। আবার পঞ্চাশও হতে পারে। কিছু কিছু লোকের বয়স বুঝা যায় না। যাইহোক, হেকমত বললেন, দরিদ্র এলাকা। এখানে কারো থাকার মতো পাকা বাড়ি পর্যন্ত নেই। বাস স্টেশন নেই, রেলস্টেশন নেই। কোনো নদীও নেই। হতভাগা গ্রাম। দুই গ্রাম পার হয়ে বাস স্টেশন আছে। হেকমত কিছুটা রাগ দেখিয়ে বললেন, হুট করে আপনার এই গ্রামে চলে আসা উচিৎ হয় নাই। হুমায়ূন আহমেদ থামলেন। সিগারেট ধরালেন। আমাকে চা দিলেন। তিনি নিজেও চা নিলেন। চায়ে চুমুক দিয়ে বললেন, আচ্ছা, তোমার নাম কি? বলেই তিনি আবার গল্পে ফিরে গেলেন- হেকমত আলি করুনা করে বলল, রাতটা আমার সাথে দোকানেই পার করে দেন। ঝড় বৃষ্টি হচ্ছে। বিজলি চমকাচ্ছে। ভোরে চলে চলে যাবেন। যেহেতু কোনো উপায় নেই- তাই হেকমত আলির কথা মেনে নিলাম। রাতে হেকমত আলি খিচুড়ি রান্না করলো। পাতলা খিচুড়ি। সাথে আলু ফুলকপি দিয়ে দিলো। মিথ্যা বলব না এত ভালো খিচুড়ি আমি জীবনে খাইনি।
রাত নয়টা। হেকমত আর আমি শুয়ে আছি।
দুজন দুই বেঞ্চে। হেকমত গভীর ঘুমে। আমার চোখে ঘুম নেই। দমকা বাতাস আছে, বৃষ্টি হচ্ছে কখনো জোরে, কখনও আস্তে। এমন সময় দুজন লোক এসে হেকমতকে ঘুম থেকে ডেকে তুলতো। ৬/৭ বছরের এক ছেলে বজ্রপাতে মারা গেছে আজ দুপুরবেলা। তাকে কবর দিতে হবে। হেকমত বলল, কার ছাওয়াল মরিছে বললি? মুজাফফরের ছাওয়াল জামাল। হেকমত মৃত মানুষকে কবরও দেয়। বাজারের দোকান থেকে ইনকাম নেই। মরা মানুষ কবর দিলে কিছু টাকা পয়সা পাওয়া যায়। হেকমত আমাকে বলল, আপনি থাকেন। ঘুমান। আমি গোর দিয়ে আসি। দুই তিন ঘন্টার মামলা। আমি বললাম, আমিও আপনার সাথে যাবো। এখানে আমার ঘুম হবে না। ট্রেন চলছে। ট্রেন চলছে। হুমায়ূন আহমেদ আমায় বললেন, বুঝলে তখন আমার তরুন বয়স। নতুন নতুন অভিজ্ঞতার জন্য অনেক কিছু করতে আমি রাজী। হেকমতের সাথে গেলাম। নতুন একটা অভিজ্ঞতা হোক। লেখায় কাজে লাগবে।
অন্ধকারে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে প্যাককাদা মাড়িয়ে কবরস্থানে এলাম।
হেকমত কবর খুড়ছে। পাশেই বাচ্চা ছেলেটার লাশ। বজ্রপাতে মারা গেছে। কাফনের কাপড় ভিজে একাকার। একটা হাত বের হয়েছে আছে। মুখ দেখাটা দেখা যাচ্ছে। পুরো শরীর পুড়ে গেছে। আশেপশে কেউ নেই। আমি আর হেকমত। হঠাত বিকট শব্দ করে বজ্রপাত পড়লো ঠিক মৃত বাচ্চা ছেলেটির উপর। তারপর যা ঘটলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এই ঘটনার ব্যখ্যা আমি আজও বের করতে পারিনি। মৃত ছেলেটি উঠে বসলো। এবং হাঁটতে শুরু করলো ধীর পায়ে। অন্ধকার রাত। ছেলেটি কোথায় গেলো সেটা আমি জানি না। আমার সারা শরীর কাঁপছিল। হেকমত বলল, কি হয়েছে? আপনি কাপছেন কেন? আমি হাত উঁচু করে দেখালাম। হেকমতও দেখলো ছেলেটি অন্ধকারে হেঁটে যাচ্ছে। তারপর হাওয়ায় মিলিয়ে গেলো। দেখা গেলো হেকমত আমার চেয়ে ভীতি। সে আমার হাত ধরে বলল, চলেন। দৌড়ান। দৌড়ান। আচানক ঘটনা।
গল্প শেষ। ট্রেন নবীনগর এসে গেছে।
এখানেই হূমায়ূন আহমেদ নামবেন। আমি নামবো পরের ষ্টেশনে। আমি ট্রেন থেকে হুমায়ূন আহমেদের ব্যাগটা হাতে করে নামলাম। ব্যাগটা তাকে এগিয়ে দেই, সাধারনত ভদ্রতা। হুমায়ূন আহমেদ আমাকে ধন্যবাদ দিলেন। আমি বললাম, স্যার সেদিন ঝড় বৃষ্টির মধ্যে যে ছেলেটাকে হেকমত কবর দেওয়ার জন্য কবর খুড়ছিলো আর আপনি বসে ছিলেন বৃষ্টির মধ্যে। তারপর বজ্রপাত হলো ঠিক ছেলেটার উপর। ছেলেটা উঠে দাঁড়ালো। সেই ছেলেটা আমি। আমার নাম শাহেদ। শাহেদ জামাল। এই দেখুন আমার শরীরে এখনও অনেক পোড়া পোড়া দাগ। ব্জ্রপাতে আমার সারা শরীর পুড়ে গিয়েছিলো। কিভাবে বেঁচে উঠলাম সেটা আমার কাছেও এক বিরাট রহস্য। ট্রেন হুইসেল দিলো। আমি ট্রেনে উঠে পড়লাম। হুমায়ূন আহমেদ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছেন! তার চোখে এক আকাশ বিস্ময়! আমি ট্রেনে উঠে হুমায়ূন আহমেদের দিকে তাকিয়ে হাত নাড়লাম। হুমায়ূন আহমেদ অবাক চোখে তাকিয়ে আছেন!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: গ্রেট লেখক।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখালেখি, গবেষণা, সম্ভবত রবীন্দ্র গবেষণার জন্য চ্যানেল আই থেকে একটা পুরস্কার পেয়েছিলেন। টিভিতে লাইভ অনুষ্ঠানটি আমি দেখেছিলাম।
আমার বকাবকি বা রাগারাগি খেয়ে যে দুজন ব্লগার এ ব্লগে লাইম লাইটে এসেছেন, তার একজন আপনি, অন্যজন প্রয়াত নূর মোহাম্মদ নূরু ভাই। আপনারা পোস্ট দিতেন, অনেক সময়ই সে-সব পোস্টের মেইডেন কমেন্টদাতা ছিলাম আমি, কিন্তু আপনারা দুজন কখনো কমেন্টের জবাব দিতেন না। তো, দুই-তিন বার ঠাইস্যা এবং কইষ্যা আপনাদের ভর্ৎসনা করার পর - এত ভালো লেখেন, কমেন্টের উত্তর দিলে মিথস্ক্রিয়া বাড়বে, ব্লগাররা আপনাদের চিনবেন, এই বলে রাগারাগি করেছিলাম - তারপর থেকে একটু একটু করে আপনারা উত্তর দেয়া শুরু করলেন। বাকি ইতিহাস তো আপনার জানা।
আপনার গল্প লেখার হাত অসাধারণ। আপনি আগে গল্পও লিখতেন প্রচুর। আমি পড়েছি এবং গঠনমূলক কমেন্ট করেছি। সেগুলো পড়ে আপনি আবেগে আপ্লুতও হয়েছেন।
আপনি মেধাবী ব্লগার। আপনাকে ব্লগার নাম্বার ওয়ান পদবী দিয়েছিলেন এবং পোস্টার করেছিলেন জনাব সোনাবীজ।
আপনার মেধাকে গঠনমূলকভাবে কাজে লাগান। পাঠক উপকৃত হবে, আপনার একটা স্থায়ী আসনও থেকে যাবে সাহিত্যের ইতিহাসে।
এ গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। ভূতের গল্প আমিও প্রচুর লিখেছি - কুটিমিয়া সিরিজ। কিন্তু এ গল্পের প্লটটা ইউনিক। এ ইউনিক আইডিয়া বের হয়েছে আমার মতো ট্যালেন্টেড ব্লগারের মগজ থেকেই। আপনি অনর্গল লিখতে পারেন। সেগুলো ক্রিয়েটিভ ফিল্ডে কাজে লাগান। সেগুলো একদিকে ব্লগের সম্পদ হবে, অন্যদিকে আপনার স্বকীয় প্রতিভার স্বাক্ষরও রয়ে যাবে।
আপনার জন্য শুভ কামনা থাকলো রাজীব নুর ভাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩২
রাজীব নুর বলেছেন: অনেক বছর আগে কোথায় যেন হুমায়ূন আহমেদকে নিয়ে নিয়ে লেখা একটা ভূতের গল্প পড়েছিলাম। গল্পটা পড়ার পর মনে হয়েছিলো- আরেহ এরকম তো আমিও লিখতে পারি। তারপর লিখলাম।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২৭
সোনাগাজী বলেছেন:
আপনি পরিবারের জন্য কাজ করার সময় পাচ্ছেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩২
রাজীব নুর বলেছেন: আমার হাতে অনেক সময়।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৮
কামাল১৮ বলেছেন: আপনার ভাষায় বলি,আমি একটা আজিব লোক।ভূতের গল্প আমার ভালো লাগে না।
জীবনের প্রথম দিকে ভূতের খোজে আমার অনেক সময় নষ্ট হয়েছে।কেন যেন ভূতে বিশ্বাস ছিল না ছোটবেলা থেকেই।বন্ধুদের সাথে বাজি ধরে কবর স্থানে লাসকাটা ঘরের পাশে সারা রাত কাটিয়েছি।তার পরও ভূতের দেখা পাই নাই।তার পর নিশ্চিত হয়েছি ভূত বলে কিছু নেই।গা ছম ছম একটা ভাব যে হয়নাই তা বলবো না।সাহসের মাধ্যমে সেটা কাটিয়ে উঠেছি।তাই রাত আর দিনে মধ্যে কোন পার্থক্য করি নাই।চোরের দেখা পেয়েছি অনেক।ইকবার ডাকাত দলের সাথে দেখা।ভূতের থেকে বেশি ভয় পেয়েছিলাম ডাকাতদের।যদি মেরে পেলে।
আসলে যুক্তিহীন কোন লেখাই ভালো লাগে না।ভূত কোন যুক্তিফুক্তি মানে না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: ভূত নাই সব জানে। বিশ্বাসও করে। কিন্তু এরপর ভূতের ভয় আছে। অজানা অচেনা এক ভয়। গা শির শির করে। এই অনুভূতিটা অন্যরকম।
বাংলাদেশে এখন দিনে দুপুরে খোলা মেলা ডাকাতি হয়, ছিনতাই হয়।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার লেখার হাত দুর্দান্ত রকমের। একজন প্রতিভাবান লেখকের সাথে আমার ক্যাচাল হবে কেন ?
আফসোস! ব্যাপারটা আপনি আজও বুঝতে পারেননি।
ভালো থাকবেন। ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: আমি ক্যাচালের লোক না। নিশ্চিত থাকুন।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫২
রানার ব্লগ বলেছেন: অকারণে অন্যদের খোচাখুচি না করে গল্প লেখায় মন দিন!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: কাকে খোঁচা দিলাম?
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৬
জ্যাক স্মিথ বলেছেন: রাতের বেলায় ভুতের গল্প পড়তে নেই, ভুত আসবে।
হুমায়ুন আহাম্মেদের লেখা পড়লে সবকিছু জীবন্ত মনে হয়, মনে হয় যেন ভিডিও দেখছি, সত্যিই উনি একজন স্বার্থক লেখক।