নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফাঁকি বাজি পোষ্ট

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৫



একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল।
গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো। মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেই তো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।

১।
কিম জং কে চিনেন?
হ্যাঁ সবাই'ই চিনেন। কিন্তু তার স্ত্রীকে? তার স্ত্রী নাম- রি সল- জু। উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি। তিনি আগে বিভিন্ন খেলার অনুষ্ঠানে বিনোদনকারী হিসেবে নাচতেন। কিন্তু কিম কে বিয়ে করার পর- তার সব শেষ। এমনকি তার নিজের নাম বদলাতে হয়েছে। এখন তার কোনো খবর কোথাও নেই। এমনকি সে তার বাবা মায়ের সাথে দেখা করতে পারে না। আমেরিকার ফার্স্ট লেডি যখন যেখানে ইচ্ছা যেতে পারেন। বর্তমানে কিমের স্ত্রীর অতীত ইতিহাস সব মুছে ফেলা হয়েছে।

২।
কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী তাঁর পুরুস্কারের বিপুল পরিমাণ ডলারের পাশে বসে আছেন।

৩।
জাপানে ট্রেন আসতে পাঁচ সেকেন্ডও দেরি হলে ঐ স্টেশনের সকল কর্মচারী ট্রেনের সামনে এসে ক্ষমা চাইবে। বাংলাদেশে ২-৩ দিন দেরি হয়ে গেলেও কারোর কোনো যায় আসে না।

৪। জাপানে ছোট বাচ্চাদেরকে কিন্ডারগার্টেন থেকেই তাদের ভবিষ্যতের জন্য তাদেরকে শিক্ষকরা তৈরি করতে থাকে। তারা বাচ্চাদেরকে স্বাধীন উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করে। তাই সেখানে সরকারি কর্মচারীর সংখ্যা অনেক কম। বাংলাদেশের শিক্ষাব্যবস্থাটা এমনভাবে গোছানো হয়েছে যেন সবাই চাকর হিসেবে তাদের ভবিষ্যৎ কাটাতে পারে।

৫। আফ্রিকায় একটা ইন্টারেস্টিং দেশ আছে কমোরস। এই দেশের ৯৮% মুসলিম। এটা মাদাগাসগার আর তানজানিয়ার মাঝে ছোট্ট একটা দ্বীপ রাস্ট্র। কমোরস আফ্রিকার অন্য সব দেশের মতোই গরীব দেশ।

(লেখা ও ছবিঃ সংগ্রহ)

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



গরু ও বাঘের কাহিনী ১ম বার শুনলাম, বেচারা বাঘ!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: বাঘের কোনো ধর্ম নেই। তাই বাঘের আজ এই অবস্থা।
গরুর ধর্ম আছে, তাই ধর্মে রজোরে বেঁচে গেলো।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

নাহল তরকারি বলেছেন: সুন্দর

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২২

কামাল১৮ বলেছেন: বাঘ এবং গরুর গল্প থেকে কি বোঝলো আমি জানি না।আমি বোঝলাম,স্বাধীন ভাবে বাঁচার চেয়ে কারো অধীনে থেকে বাঁচাই ভালো।অন্তত বিপদে সে রক্ষা করবে।
এটা কতোটুকু ভালো আমার মনে প্রশ্ন আছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: কারো অধীনে থাকলে শান্তি নাই। জীবন ছ্যাড়া ব্যাড়া হয়ে যায়।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৮

কামাল১৮ বলেছেন: জাপানের ছোট বাচ্চাদের গল্পটি ভালো লেগেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: জাপান উন্নত দেশ। ওদের দেশে আমাদের দেশের মতো ধার্মিক নেই।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভাগ্যিস আমার চেয়ারটা মজবুত; না হলে হয়ত জাপানের এডুকেশনের সিষ্টেমের প্রসংশা পড়ে উল্টেই পড়ে যেতাম।

জাপানিজরা নিজেরাই এই শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারাচ্ছন্ন ব্যবস্থা বলে! জাপানিজদের মধ্যে আত্মহত্যা প্রবণতার অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থা!

একটু খুঁজুন। পেয়ে যাবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: আপনি ভুল জানেন।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


কিম জাপানে পড়াশোনা করলে এটমের নেশা কাজ করতো না মনে হয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: হে হে---

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৩

হাসান জামাল গোলাপ বলেছেন: গরুর মালিকের জায়গায় সব ধর্মের মালিকের মেটাফোর। কোন ওয়াজে পেয়েছেন এই গল্প? ইদানিং আপনার লেখায় জেহাদী গন্ধ পাওয়া যায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আসল পয়েন্ট ধরেছেন।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



গরু আর বাঘের গল্প ফেসবুকে এতো এতো প্রচার হয়েছে! - এখন কে যে আসল লেখক তা খোঁজে পাওয়া কঠিন থেকে কঠিনতম কাজ।


১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: রাইট।
অনেক লেখা আছে, যার লেখা তাকেই খুঁজে পাওয়া যায় না।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৮

রানার ব্লগ বলেছেন: জাপানে শিক্ষক ছাত্রের জীবন গড়তে সহায়তা করেন বাংলাদেশের কিছু শিক্ষক ছাত্রের জীবন ধ্বংসে সহায়তা করেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: কারন বাংলাদেশের ৮৫% মানুষ ইতর।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: কিমের স্ত্রীর সম্পর্কে জানতে পারলাম। বাকিগুলো মাথার উপ্রে দিয়া গেল!
আপনার পোস্টের আগা-মাথা আমি তেমন বুঝতে পারি না। অবশ্য বুঝতে তেমন চেষ্টাও করি না কারন- আমার মাথায় এমনিতেই বুদ্ধি খুব কম!!
যাহোক, শুভকামনা রইল রাজীব ভাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.