নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নরকে পৌছে নাম রেজিষ্ট্রি করবার লাইনে দাড়িয়ে

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮



'দাঁড়াও পথিকবর, জন্ম তব এই বঙ্গে'
মহামান্য কবি- মাইকেল মধুসূদন দত্ত
তার কাছ থেকে একটা লাইন ধার করিলাম,
কারন আজ আমি একটি কবিতা লিখব বলে!

মাইকেল জীবিত নেই, জীবনানন্দ জীবিত নেই-
রবীন্দ্রনাথ জীবিত নেই, কাজী নজরুল জীবিত নেই,
জীবিতরাও একদিন জীবিত থাকিবে না বাহে,
ইহাই পৃথিবীর বিধান। মানিয়া লইতে হইবেক।

যদি আপনার পাশের বিল্ডিং থেকে কেউ-
আপনাকে সব সময় জানলা দিয়ে দেখে,
ফলো করে, তাহলে আপনার কেমন লাগিবে?
এমন ঘটনাই আজকাল ঘটিতেছে বাহে।
বড়ই চিন্তাযুক্ত আছি, বড়ই যন্ত্রনা।

আড্ডা চক্রে আমন্ত্রণ জানাই-
কামাল এবং চাঁদগাজী সাহেবকে
আরো একজনকে আমন্ত্রন জানাতে চেয়েছিলাম-
দূর্ভাগ্য সে জীবিত নাহি আর।
মৃত্যুর আগে উনি বলিয়াছিলেন-
উনার গ্রামের বাড়ি লইয়া যাইবেন।
পুকুরে মাছ ধরিবার ব্যবস্থা করিবেন।
আমি আছি। বাকিরা কি ব্যস্ত?

ভারত আর চীনের যুদ্ধ হইলে-
কি ভারত চীনকে হারাতে পারিবে?
বঙ্গ দেশটি তালিবানি দেশ হতে আর বেশী দেরি নেই,
অচিরেই আমরা দেখিতে পাইবো-
গোঁফহীন লম্বা দাড়ি ওয়ালা লোকেরা-
বাংলাদেশের রাস্তায় রাস্তায় হেটে যাচ্ছে
আর তাদের পেছন পেছন চারজন বিবি
ইয়া লম্বা কালো বোরখা পড়ে চলছে।

যে দেশে রবীন্দ্রনাথকে অপমান করা হয়,
সে দেশের কপালে দুঃখ অবধারিত।


(আমি কবিতা লিখতে পারি না। তবুও কবিতার মতো করে কিছুটা লিখতে চেষ্টা করেছি। জানি, কিছুই হয় নাই। তাতে কি? কিছুই না। আমারও কিছু না। আপনারও কিছু না। যাইহোক, আজ ২১ শে ফ্রেরুয়ারী। জিন্না বলে উঠলো "ঊর্দু এবং ঊর্দুই হবে রাষ্ট্রের ভাষা"। তখন সাড়ে সাত কোটি বাঙালির শরীরে প্রতিবাদী রক্ত ধ্বণিত হয়ে উঠলো। না, রাষ্ট্রের ভাষা বাংলা হবে। আমরা এক মহান জাতির উত্তরসূরি। যোগ্যতা ও মেধাকে বিকশিত করে বিশ্বের সেরা জাতিতে রূপান্তরিত হবো। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সৃষ্টির কল্যাণে বিশ্বকে নেতৃত্ব দেবো। এই দেশটা আসলেই বড় বিচিত্র, প্রাকৃতিক দৃশ্যে, সম্পদের উপকরনে, মানুষের স্বভাব এবং চরিত্রে। তাই তো এই দেশটা নিঃশেষ হতে গিয়েও হয় না। অটল বিশ্বাসে দাঁড়িয়ে থাকে অফুরন্ত প্রানশক্তি নিয়ে।)

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন:




গত কয়েক বছর ধরে খুব দ্রুত কিছু পরিবর্তন হচ্ছে আমাদের চারপাশে। যা সত্যি অস্বস্তিকর। ধর্মান্ধ গোষ্ঠীর দ্রুত উত্থান অবশ্যই চিন্তার বিষয়।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: পরিবর্তন হওয়া খারাপ কিছু না।
কিন্তু ধর্মান্ধ সমাজকে সামনে যেতে দেয় না। সমস্যা এখানেই।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া হাসতে হাসতে মরে গেছি।


এখন স্বর্গ না নরক কোন লাইনে দাঁড়াবো ভাবছি। :P

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আমার সাথেই থাকুন।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: তুমি কোন লাইনে দাঁড়ায় আছো ? :P

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: শিরোনামে সে কথা বলে দিয়েছি।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: কবিতা পড়ে আমি সত্যিই এখনও হাসছি। :P

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: তাহলে কবিতা সার্থক হলো।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪০

কামাল১৮ বলেছেন: চীনের সাথে ভারতের আপাতত যুদ্ধ হবার সম্ভাবনা নাই।ছোট খাট বর্ডারে কিছু চড় থাপ্পর হবে।চীন যখন অরুণাচলের দিকে নজর দিবে,তখন যুদ্ধ হতে পারে।সেটা অনেক দেরি।চীনের এখন মনযোগ তাইওয়ানের দিকে।
গদ্যকবিতা ভালো হয়েছে।
আফগানরা টের পাচ্ছে তালেবানী রাষ্ট্র করার মজা।চীন রাশিয়ার কাছে দেশ বিক্রিকরা ছাড়া তাদের কোন উপায় নাই।তাদের অনেক খনিজ সম্পদ আছে।চীনের দৃষ্টি আছে সেই দিকে।চুক্তির অপেক্ষা।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতায় সব কিছু সম্ভব।
আফগান পাকিস্তানের চেয়ে খারাপ দেশে পরিনত হয়েছে।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: নুরু ভাইয়ের সাথে মেসেঞ্জারে ব্লগ ও ব্লগের বাইরের বিভিন্ন বিষয়ে কথা হতো। ওনার মেয়ের এনগেজমেন্ট থেকে বিবাহ পর্যন্ত বিভিন্ন সময়ের ছবি ও আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন। শুধু একবার বলতেন,দাদা বাংলাদেশে এলে আপনাকে বরিশালের গ্রামের বাড়িতে নিয়ে যাব। আমিও ওনাকে এপারে আমার বাসায় আসার কথা বলতাম। বলেছিলেন সময় নিয়ে আসবেন। সেই মানুষটি হঠাৎ চলে গেল।
যাইহোক কবিতা ভালো হয়েছে। লেখার প্রচেষ্টা অব্যাহত থাকুক।
শুভকামনা রইল।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। দাদা।
আপনি অনেক দূরে সরে গেছেন।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: চীন ভারত যুদ্ধ হলে কে জিতবে জানিনা, তবে বাংলাদেশের ১২ টা বাজবে।
ইদানিং ব্যঙের ছাতার মত এখানে সেখানে মাদ্রাসা চালু হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশ তালেবানী রাষ্ট্রে পরিণত হলে অবাক হবো না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: শুনুন আমাদের দেশটা দরিদ্র।
স্কুলে পড়তে টাকা লাগে। মাদ্রাসায় পড়তে টাকা লাগে না। লোকজন স্কুলে দান করে না। মাদ্রাসায় দান করে।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: চীন ভারত যুদ্ধ হলে কে জিতবে জানিনা, তবে বাংলাদেশের ১২ টা বাজবে।
ইদানিং ব্যঙের ছাতার মত এখানে সেখানে মাদ্রাসা চালু হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশ তালেবানী রাষ্ট্রে পরিণত হলে অবাক হবো না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আমাদের ভাগ্য ভালো আমাদের দেশ আফগানিস্তন না। নইলে আমাদের কপালে দুঃখ ছিলো। আমাদের দেশ আফগানিস্তান হওয়ার কোনো সম্ভবনা নেই।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৮

সোনাগাজী বলেছেন:



মধুসুদন দত্ত ও জীবন বাবু না'থাকাতে সব ঝড় আপনার উপর দিয়ে যাচ্ছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: তা মন্দ বলেন নাই।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৬

চারাগাছ বলেছেন:
আওয়ামীলীগ ক্ষমতায় আসিলে মসজিদে আজান শোনা যাইবেনা আর দেশ তালেবান হইয়া যাইতেছে ইহা আমি জন্মের পর হইতে শুনিয়া আসিতেছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: এগুলো যুক্তিহীন কথা।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১০

চারাগাছ বলেছেন: আপনি শুধু মধুসূদনের লাইন নেন নাই দেখছি। আপনি শুধু মধুসূদনের লাইন নেন নাই দেখছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: এটাও আমার লেখা।
কোরাতে আমি অনেকদিন ধরে আছি। সেখানে আমার তিনটা আইডি আছে। তবে কোরা এবং সামুতে আমি আলাদা চরিত্র। কোরাতে আমি এক রকম। সামুতে আরেক রকম। দুটা একসাথে মিলালে গণ্ডগোল হয়ে যাবে। আসা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ ভালো থাকুন।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: কাল্পনিক কোন গন্ধ পাইলাম না
সবাই জানো চোখের সমানে ভাসচ্ছে------রাজীব দা

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: হুম।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৩

এম ডি মুসা বলেছেন: নুর ভাই কবিকে শুভেচ্ছা

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: ওকে। ওকে।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

ঈশ্বরকণা বলেছেন: রাজীব নূর,
এই সামু লিখতেও আপনার এখনো লেখা চুরি করতেই হচ্ছে ! আপনি আবার প্রগতিশীলতার কথা, যুক্তির কথা বলেন !আর ব্লগে ধর্মের কথা যারা বলেন তাদের সম্পর্কে আবার অন্যকে উপদেশ দেন " আপনি হাজার বলে কয়ে, লজিক দিয়ে ওদের বুঝাতে পারবেন না। ওরা বুঝবে না। গোঁড়ামি ওদের রন্দ্রে রন্দ্রে গেঁথে গেছে" ! কোন লজিকে আপনি লেখা চুরি করেন সেটা একটু ব্যাখ্যা করেন দেখি আপনার প্রগতিশীল ব্যাখ্যাটা বুঝতে পারি কিনা দেখি !ইউ অরে সাচ এ পেইন ইন সামু'স অ্যাস ! জাদিদ, লেখা চুরি করে লেখার প্ল্যাটফর্ম হিসেবে সামুর মানহানি করার অভিযোগে ব্লগ এরশাদ সাহেবের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ডিসিপ্লিনারি ব্যবস্থা নেয়া যায় কিনা ভাবেন এখন। এই অসভ্যতা আর অসততাকে ছাড় দিলে সামুরই ক্ষতি হবে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: শুনুন আর কত চিলের পেছনে দৌড়াবেন? এবার থামুন। অন্যের কথা শুনে নাচানাচি বন্ধ করেন। অবশ্য সমাজে আপনাদের মতোন লোকের সংখ্যাই বেশি। অভাগা দেশ।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৭

রানার ব্লগ বলেছেন: এই দেশে রবীন্দ্রনাথ কে নিয়ে তারাই ঘাউ ঘাউ করে যাদের শুক্রানু আসছে জামাত শিবির আর নিয়াজির প্যান্টের ভেতর থেকে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: একদম রাইট।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

ঈশ্বরকণা বলেছেন: আপনার বিরুদ্ধে লেখাচুরি সংক্রান্ত অসংখ্য ব্লগ মামলার মধ্যে প্রথম এবং একমাত্র মামলায় খালাস পাবার জন্য হৃদয়নিংরানো অভিনন্দন কবুল করুন ! অন্যগুলোর ব্যাপারে ডিফেন্স ল ইয়ার লাগবে নিশ্চই যদি আপনার অজানা কোনো নিক হুমায়ুন আহমেদ না হয় কি বলেন? তবে যার মতোই হোক আপনার গলা বড় আছে বটে ---।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: দয়া করে অন্যের মুখের স্বাদ খাবেন না।
অন্যের কথা পুরোপুরি বিশ্বাস করবেন না। যা রটে তাঁরা বেশির ভাগই সত্য নয়।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৬

চারাগাছ বলেছেন: কোরা এবং সামুতে আমি আলাদা চরিত্র।

না আলাদা চরিত্র নয়।
কোরার রাজীব নূর আর সামুর রাজীব নূর এক চরিত্র।

নবীন আপনার আইডি ভেবেছিলাম । আপনি সহ আরো কয়েকজন কে কোরাতে পড়ি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: শুনুন, হুমায়ূন আহমেদের মিসির আলি আর হিমু কি এক? তাদের কর্মকান্ড এক রকম?
ঠিক তেমনি কোরার আমি আর সামুর আমি। এক নই। রাত দিন পার্থক্য।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৮

ঈশ্বরকণা বলেছেন: রাজীব নূর, দেখুন শুনে শুনেই শুধু না, আপনার যে লেখাগুলোর বিরুদ্ধে ডিজঅনেস্টির অভিযোগ আছে সেগুলোর বেশিরভাগই আমি আগে থেকেই জানতাম । আমি নিজেই পড়েছি ওগুলো। যাযাবরের দৃষ্টিপাত নিয়ে আপনার শেষ লেখার আগেও আপনি আরেকটা লেখা লিখেছিলেন আপনার পছন্দের (সম্ভবত) দশটা বইয়ের ওপর ।সেখানে দৃষ্টিপাত নিয়ে লেখাটুকু অন্যের লেখা হুবুহু না হলেও লাইন হিসেবে কপি। হুমায়ুন আহমেদের লেখার কপিগুলোর বেশিরভাগই আমার পড়াই ছিল । সাধারণ ভাবে ব্লগাররা আপনার বিরুদ্ধে যে সব লেখা নিয়ে অভিযোগ করেছে তার বাইরেও আপনার আরো কিছু লেখা হুমায়ূন আহমেদের লেখার কপি আমি জানি । আমি কিছু বলিনি কাৰণ সেই বইগুলো এখন আমার কাছে নেই তাই নামগুলো মনে করতে পারছি না। তাই শুনে শুনেই আপনার লেখা নিয়ে ডিজঅনেস্টির অভিযোগ করেছি সেটা ঠিক না । এবারের কোরার লেখাটার নিক আপনার সেটা আপনি জানান নি দেখেই আমি ও আরেকজন ভুল করেছে। আপনার উচিত আপনার অন্য নিকের ব্যাপারেও জানানো ।কারণ নইলে আপনার কপি করার দীর্ঘ অভ্যাসের কারণেই মানুষ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে ।তারপরেও কালকের কবিতা আংশিক কপি বলার জন্য দুঃখিত ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: আমি কোনো তর্কে যাবো না।
তর্ক করা আমি পছন্দ করি না। তর্ক করা আমার ইথিক্সে পড়ে না।
আপনি যা যা বললেন, আমি মেনে নিলাম।

ভালো থাকুন। ধন্যবাদ।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

চারাগাছ বলেছেন:
সামুতে রাজীব নুর যা লেখেন কোরাতেও তাইই লেখেন।
এখানে আলাদা হবে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.