নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

০৩ রা মার্চ, ২০২৩ রাত ১২:৩৭



বর্তমান যুগ- বিজ্ঞান, ফার্মাসিউটিক্যাল, অঙ্কের যুগ।
মৃত্যুর পর পরের কথা, মৃত্যুর পর জান্নাতে যাওয়ার প্রস্তুতি যারা নেয় তারা জীবনে বাচতেই তো শেখে না। বাচাটাই শেখা উচিত। ইন্টারভিউ বোর্ডে, ইন্টারভিউয়ার আমাকে বলেছিলঃ- দুঃখিত, আমাদের অধিক দক্ষ ও অভিজ্ঞ লোক দরকার। আমি একটি মেয়েকে প্রপোজ করেছিলাম, সে আমাকে বলেছিল, আমি তাকেই বিয়ে করব যিনি খুব সুদর্শন, আকর্ষণীয় এবং তার ক্যারিয়ারে অত্যন্ত সফল। আপনি একজন ভাল মানুষ কিন্তু আপনি ওই ধরনের না। উপরে কয়েক লাইন হাবিজাবি দিয়ে দিলাম। নইলে প্রথম পাতায় ছবি ব্লগ পোষ্ট অনেক লম্বা হয়ে যায়। অনেকের পোষ্ট দ্বিতীয় পাতায় চলে যায়। শুধু ছবি দিলাম। ক্যাপশন দিলাম না।

১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২৩ রাত ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ কিছু ছুবি চমৎকার হয়েছে।

০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

২| ০৩ রা মার্চ, ২০২৩ রাত ১:১৯

স্মৃতিভুক বলেছেন: চৌর্য্যবৃত্তিতে তো ভালোই হাত পাকাইছেন, এইবার দেখেন কোনোখানে থিকা একখান ভালো মানের ক্যামেরা হাত সাফাই দিতে পারেন কিনা।

০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: মানুষ হও।

৩| ০৩ রা মার্চ, ২০২৩ রাত ৩:০৬

অনল চৌধুরী বলেছেন: আপনার পুরানো শত্রু নাম বদলে আবার ঝগড়া করতে এসেছে।
তার নামটা সবার সামনে বলে দেন।

০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: এইসব হলো ছাগল শ্রেনীর লোকজন।
এরা সমাজের আগাছা। কিছু আগাছা সব সময়, সব জায়াগায় থাকবেই। এটা মেনে নিতে হবে।
মডারেটর এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না সেটা বুঝতে পারছি না।

৪| ০৩ রা মার্চ, ২০২৩ ভোর ৫:১২

স্মৃতিভুক বলেছেন: @অনল সাব, হাছা কথা কইলেই হাজি সাবের মুখ খারাপ।

ছোটবেলা পড়ছিলাম - কানা কে 'কানা', অন্ধ কে 'অন্ধ' বলিও না। এই শিক্ষা আজো মেনে চলি, ভুলক্রমেও কখনো এই ভুল করি না।

মাগার এইটা কোথাও শিখি নাই - চোরকে 'চোর' বলিও না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে "লেখা চোরকে" আর "লেখা চোর" নামে সম্বোধন করবো না।

যদি কোনো লেখা চোর সামনে পড়ে; শুধু বলবো " তুই একটা 'রাজিব' "।

০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: আগে যেনে আসো তোমার বাবার নাম কি?
যাদের বাপ দাদার নাম ঠিকানা থাকে তারাই অন্যের পোষ্টে এসে পরিবেশ নোংরা করে।

৫| ০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ৪, ৬, ৮, ৯ বেশি ভালো লাগল।

০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৩ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


ছবি ব্লগ পেলাম বহু দিন পর, মনে হচ্ছে।

০৩ রা মার্চ, ২০২৩ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ইদানিং ছবি কম তোলা হয়।

৭| ০৩ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

দারুণ সব ছবি।

০৩ রা মার্চ, ২০২৩ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। অনেকদিন সামুতে লিখছেন না।

৮| ০৩ রা মার্চ, ২০২৩ রাত ৮:৩৯

স্মৃতিভুক বলেছেন: @ “লেখা-চোর রাজিব”, আপনি আপনার পারিবারিক পরিচয়/শিক্ষা সবার সামনে তুলে ধরেছেন আমার বাপ-দাদা কে এখানে টেনে এনে।

আপনাকে দেখে আবারো বুঝলাম পারিবারিক শিক্ষা আসলেই কতবড়ো একটা বিষয়। ধরেন কোনো শিশু যদি ছোটবেলা থেকেই পরিবার নিজ থেকে গালিগালাজ শুনে বড়ো হয়, তার কাছে গালি দেয়াটা কোনো ব্যাপার মনে হবে না। আবার ধরেন কোনো শিশু যদি "চোরা" টাইপ পরিবারে বড়ো হয়- প্রতিনিয়ত দেখে আজ পরিবারের অমুক সদস্য ডিম চুরি করে আনছে, কাল আরেকজন মুরগি চুরি করে ধরা খাইছে, তার কিন্তু চুরি-বিষয়ক লজ্জা একেবারেই থাকবে না। বরং ধরা খাইলে গলা কাঁপায়া, বুক ফুলায়া সবাইকে এমনভাবে গালি-গালাজ শুরু করবে, যেন চুরি করা তার অধিকার এবং যে তাকে চুরি করার সময় হাতেনাতে ধরা ফেলেছে, বরং তারই লজ্জিত হওয়া কিংবা ক্ষমা চাওয়া উচিত।

আমি কিন্তু বলছি না - "লেখা-চোর" রাজিব; আপনি একটা “চোর” পরিবারে বড়ো হয়েছেন। আপনার পরিবারকে এখানে টেনে আনার ইচ্ছা কিংবা রুচি, কোনোটাই আমার নেই।

মাগার - আপনি নিজেই আপনার প্রাচীন পারিবারিক ঐতিহ্য সবার সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০২৩ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: আমি ক্রিমিনালদের কোনো কথাই শুনি না।
এদের আমি ডাস্টবিনের ময়লার চেয়ে বেশি অপছন্দ করি। আপনি আমাকে রাজা বাদশা বললে আমি রাজা বাদশা হয়ে যাবো না। আর আপনি সারাদিন রাত চোর চোর বললেই আমি চোর হয়ে যাবো না। আমি জানি আমি কি। কিন্তু আপনি জানেন না আপনি নর্দমার কীট। তাই আবারও বলছি 'মানুষ হও'।

৯| ০৩ রা মার্চ, ২০২৩ রাত ৮:৫২

কামাল১৮ বলেছেন: ৫,৭,১৪ ভালো লেগেছে ।সবগুলো ছবিই ভালো।

০৩ রা মার্চ, ২০২৩ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১২:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রাজীব ভাই,

স্মৃতিভুকে বিরুদ্ধে লাগতে যাবেন না। সে অনেক বড় ব্লগার!!!

তার ব্লগ পরিসংখ্যান-

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ২৯টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ২ সপ্তাহ ৬ দিন
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: উনি এই নিকে এসেছেন কোনো উদ্দেশ্য নিয়ে। এর আগে এরকম বহু লোকের আগমন হয়েছে। তাঁরা সুবিধা করতে পারে না। তাদের চলে যেতে হয়।
ব্লগে কারো সাথে দ্বন্দ ভালো নয়। এখানে মানুষ লিখে এবং পড়ে। আর মন্তব্য করে। এজন্য কোনো সমস্যা হলে আপাল আলোচনা করে সমাধান সম্ভব। অহেতুক কাউকে বিরক্ত করা ঠিক হবে না।

১১| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:৪১

বিটপি বলেছেন: ১২ আর ১৩ নম্বর ছবি দুটো অসাধারণ লেগেছে। ১৩ নম্বরের রূপসীটা কে? আপনার পরিচিত কেউ? আমি এসরকম হাসি আর কোথাও দেখিনি। অনেকদিন মনে লেগে থাকবে এই হাসি।

১২ নম্বর ছবি কোথায় তোলা। পরিবার নিয়ে ঘুরতে যাব এক সময়। নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: ১২, ১৩ নম্বর ছবিটা কোথায় গেলো বুঝতে পারছি না। আজিব লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.