নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হ্যালো মডারেটর সাহেব

০৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৮



এবার অনেকদিন পর 'ব্যান' হলাম।
আপাতত ফ্রন্টপেজ ব্যানে আছি। সেই সাথে কমেন্ট ব্যানে আছি। যাক ভালোই হয়েছে। আমি একটুও রাগ করি নাই। বরং খুশিই হয়েছি। তবে আমাকে যদি স্পষ্ট করে বলা হতো- ঠিক কি কারনে আমাকে ব্যান করা হয়েছে- তাহলে খুশি হতাম। কিছু নিশ্চয়ই করেছি। নইলে ব্যান করা হতো না। কি করেছি? মনে হয় কাউকে বাপ দাদার নাম তুলে গালি দিয়েছি। মাঝে মাঝে কিছু নর্দমার কীটকে গালি দিয়ে আনন্দ পাই। তবে মডারেটর সাহেবের উচিৎ ছিলো আমি গালি দেওয়ার আগেই তাকে অফ করে দেওয়া।

আমার কোনো লেখা আপাতত প্রথম পাতায় যাবে না।
আমি কাউকে মন্তব্য করতে পারবো না। অর্থ্যাত মডারেটর আমাকে জোর করে বিশ্রাম পাঠালো। বিশ্রামের দরকার আছে। আমি ব্যান হওয়াতে ২/৩ জন ক্রিমিনাল ব্লগার ব্যাপক খুশি হবে। এতই খুশি হবে যে হাতে তালি দিতে শুরু করবে। দেখুন, ব্যান হয়েও কিছু লোককে আনন্দ দিতে পারছি- এটা চারটেখানি কথা নয়। আমার ধারনা কাউকে হয়তো কঠিন মন্তব্য করেছি, এজন্যই আমাকে ব্যান করা হয়েছে। সেই মন্তব্য করেছি, অনেকদন আগে। যেদিন মন্তব্যটি মডারেটর সাহেবের চোখে পড়েছে, সাথে সাথে ব্যান।

আমি ব্লগটিমকে ধন্যবাদ জানাই।
তাঁরা আমাকে যথেষ্ঠ আন্তরিকতা দেখিয়েছেন। আমার লেখা প্রথম পাতায় না যাক, আমার লেখাতে কেউ মন্তব্য করতে না পারুক অথবা আমি কারো লেখাতে মন্তব্য করতে না পারি- কিন্তু আমি লিখতে পারবো। এতটুকু সুযোগ রাখার জন্য আমার আন্তরিক ধন্যবাদ গ্রহন করুণ। এতটুকু দয়া দেখিয়েছেন, তাতেই আমার খুশির শেষ নেই। যাইহোক, সামনে রোজা। বেশিদিন ব্যানে রাখবেন না আমাকে। সর্ব্বোচ তিন দিন রাখুন। কারন আমার লিখতে হবে। আমার লেখাটা জরুরী। নইলে সামুই ক্ষতিগ্রস্ত হবে। সামু ব্লগের দুই সম্পদ- আমি এবং চাঁদগাজী। এদের ধরে রাখুন।

ব্যানে থাকলে সমস্যা নেই।
আমি আগের মতোই নিয়মিত সামুতে আছি। থাকবো। পোষ্ট পড়বো। মন্তব্য করতে না পারলেও লাইক দিয়ে যাবো। শবে বরাত এসে গেছে। ধার্মিকদের জন্য আজকের রাতটি বিশেষ একটি রাত। এই রাতে নামাজ পড়তে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। প্রিয় মডারেটর দিনের পর দিন, গুটিকয়েক ব্লগার অতি নিম্মমানের মন্তব্য করে যাচ্ছিলো। আপনারা কোনো ব্যবস্থা নেননি। তাই বাধ্য হয়ে তাদের বাজে কথা বলতে হয়েছে আমাকে। আমার কথা হলো- দুষ্ট ব্লগারের সামুতে আসার সুযোগ না দিলেই হয়।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কোথায় কি বললেন আবার ?

০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: কারন টা আমি নিজেও জানি না। কেন আমাকে ব্যান করা হলো- এটা আমি কিভাবে জানতে পারি?

২| ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৭

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: সামুতে আমার প্রিয় ব্লগারদের একজন আপনি। আপনার লেখা দেখতে পাচ্ছিলাম না।
একাউন্ট খুলেছি গতকাল। ঘুরে আসার আমন্ত্রণ রইলো।

০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপাতত আমি কমেন্ট ব্যানে আছি। মুক্ত হয়ে আপনার আইডিতে যাবো। পড়বো। মন্তব্য করবো।

৩| ০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৩

মৌন পাঠক বলেছেন: এ থেকে আমরা কি শিখলাম?

০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: শিখলাম- মডারেটর কে নিরপেক্ষ হতে হবে।

৪| ০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৪০

মৌন পাঠক বলেছেন: শিখলাম মডারেটর নিরপেক্ষ না ও হতে পারেন।

০৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে কি নিরপেক্ষ লোক পুরো বাংলাদেশেই খুঁজে পাবেন না।

৫| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১০:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পোস্টে আপনার লাইক পাচ্ছি। মন্তব্য পাচ্ছি না। খারাপ লাগছে।

০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: মডারেটর সাহেব চাচ্ছেন না আমার প্রতিভা বিকশিত হোক।

৬| ০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৬

চারাগাছ বলেছেন:
আপনার পোস্ট পাচ্ছিনা। তাই আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এলাম এবং ঘটনা জানলাম। প্রথম পাতায় আপনার লেখা যাচ্ছে না। আমি এখনই প্রথম পাতায় যাওয়ার যোগ্যতা অর্জন করিনি।

কর্তৃপক্ষ আপনাকে দ্রুত সুযোগ করে দিক।

০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৭| ১৩ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দেখলাম আপনি মন্তব্য করতে পারছেন।

১৩ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ পারছি।
কিন্তু ফ্রন্টপেজ ব্যানে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.