![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
ভয়াবহ এক স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গলো
তারপরেই ফযরের আযান শুরু হলো মসজিদে
স্বপ্নে দেখলাম- হাশরের ময়দানে আমি-
ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছি।
ঈশ্বরের সামনে একটা সুপার ল্যাপটপ
ল্যাপটপে আমার ইতিহাস এবং
বিভিন্ন অপকর্মের ছবি ভেসে উঠেছে
ঈশ্বর আমার দিকে তাকিয়ে রেগেমেগে গেলেন
দাঁত কিড়মিড় করে বললেনঃ
তুই তো সারা জীবন পাপ করেই কাটিয়েছিস
তোর পুণ্যের থালা তো প্রায় শূন্য।
আমি কি বলবো?
আমার কিছু বলার নাই।
মাথা নিচু করে দাড়িয়ে আছি।
এই একটা কাজই আমি সবচেয়ে ভালো পারি
ঈশ্বর বললেন, তোর কি কিছু বলার আছে?
আমি জবাব দিলাম না,
মাথাটা নীচু করে চুপচাপ দাড়ায়া থাকলাম
ঈশ্বর বললেন, তোকে দেখে মায়া লাগছে রে
যা চুপ করে বেহেশতে ঢুকে পড়
কাউকে কিচ্ছু বলিস না যেন।
১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: দেখেছেন আমার কত বুদ্ধি।
২| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২৬
কামাল১৮ বলেছেন: বোকা লোকদের বশে আনার কাজটি ঈশ্বর ভালো ভাবেই করেছেন।এক ভয় দেখানো দুই লোভ দেখানো।
১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: হা হা হা---
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:৩৬
অধীতি বলেছেন: বাহ! স্বর্গবাসের সব থেকে সহজ পদ্ধতি।