নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চাচা কাহিনী

২০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৫

ছবিঃ আনন্দবাজার পত্রিকা।

আমার চাচা হয়তো নিজেকে বিশ্ব প্রেমিক মনে করতেন।
হয়তো তার ইছা ছিলো বাংলাদেশের সব জেলায় তার একটা করে প্রেমিকা থাকুক। চাচা দেখতে মোটামটি ছিলেন। কিন্তু তার কিছু উচ্চারন ছিলো ভয়াবহ। যেমন সাংবাদিক কে বলতেন সামবাদিক। এক্সট্রা কে বলতেন এসটা। মনসুর কে বলতেন মনচুর। যার উচ্চারনের এই অবস্থা তার সাথে কোনো মেয়ে প্রেম করবে? এর উপর চাচা বেশ কৃপণ ছিলেন। কিন্তু আমি চাচার বেশ কয়েকজন প্রেমিকা দেখেছি। তারা সবাই সুন্দর।

চাচার পুরান ঢাকায় এক প্রেমিকা ছিলেন।
তাকে আমি দেখেছি। বেশ সুন্দর মেয়েটা। মেয়েটার নাম ছিলো রুবিনা। ওদের নিজেদের দোতলা বাড়ি ছিলো। রুবিনা শুদ্ধ ভাষায় কথা বলতে পারতো না। ঢাকাইয়াদের সুরে কথা বলতো। এত সুন্দর একটা মেয়ে অথচ কথা বলতো- 'আব্বে হালায় কচ কি', 'ক্যালা জিগাইতা‌ছেন'?, 'বালাই আছচ মনে অইবার লইছে'। রুবিনাদের বাসায় একবার আমি আর আব্বা গিয়েছিলাম। পুরান ঢাকার আগামসি লেনে বাসা ছিলো।

একবার আমি পিরোজপুর যাবো।
তখন চাচা বললেন, আমি একটা নাম ঠিকানা দিচ্ছি তার সাথে দেখা করবে। পিরোজপুর গেলাম। চাচার ঠিকানায় গেলাম। চাচার প্রেমিকাকে দেখে আমি অবাক! মেয়েটা খুব সুন্দর। আমার চাচা সুন্দর মেয়ে ছাড়া প্রেম করতেন না। মেয়েটার নাম চন্দনা। একজন লোক কৃপণ, উচ্চারন ভালো না। সেই লোক সুন্দর মেয়েদের সাথে কিভাবে প্রেমে জড়ায়? আমার মনে আছে চাচা একবার এক রেস্টুরেন্টে আমাকে নিয়ে গিয়েছিলো। সেখানে তার প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলো।

চন্দনাদের বাসায় এসে বিরাট বিপদে পড়লাম।
তাঁরা আমাকে তিন দিনের আগে যেতে দিবে না। অথচ আমার পিরোজপুরের কাজ শেষ। এখন আমি ঢাকা ফিরবো। তিন দিন তাঁরা আমাকে আদরে আদরে অতিষ্ট করে ফেলল। তাদের আদর ভালোবাসা মানে খাবার। সকালে তাঁরা আমাকে জোর করে দুই মগ খেজুরের রস খাইয়েছে। তাও খালি পেটে। খেজুরের রস নাকি খালি পেটে খেতে হয়। অথচ খেজুরের রস আমার পছন্দ না। বলেছে, বিকেলে এই রস জাল দিয়ে ঘন করে খেতে দিবে। তখন নাকি স্বাদ আরো বাড়বে।

খেজুরের রসের পর ভাপা পিঠা।
সেই ভাপা পিঠা রান্না ঘরে বসে গরম গরম খেতে হয়েছে। বিশাল সাইজের পিঠা। খাচ্ছি তো খাচ্ছি। শেষ আর হয় না। একটা খেলে দুপুরে আর কিছু খাওয়ার প্রয়োজন নেই। ভাপা পিঠা শেষ করার পর চালের আটার রুটি সাথে হাঁসের মাংস ভূনা। এত এত খেয়ে আমি ক্লান্ত, বিধস্ত। তারপর আমাকে তেল মালিশ করা হলো এক ঘন্টা। এবং নিয়ে যাওয়া হলো নদীতে। স্নান করলাম। আমি বলেছি, পুকুরে গোছল করে ফেলি। তাঁরা আমার কথা শুনলেন না।

দুপুরে খেতে বসে আমার মাথা নষ্ট।
টেবিল ভরতি খাবার। এত খাবার দেখে আমার গা ঘুলিয়ে উঠলো। আমি যতই না করি, তাঁরা ততই মিনতি করে। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে। বাড়ির সকলে আমার মাথার কাছে দাঁড়িয়ে। তাঁরা আমার প্লেটে খাবার দিয়ে পাহাড় বানিয়ে ফেলেছেন। যাইহোক, দুপুরে বিছানায় গেলাম। তারপর চন্দনা এসে হাজির। তার হাতে দুটা প্লেট। একটায় বিরাট সাইজের রসগোল্লা আরেকটায় চমচম। আমার ইচ্ছা করলো চন্দনাকে ধাক্কা দিয়ে ফেলে দেই।

তিনদিন পর মুক্তি পেলাম। ঢাকা ফিরলাম।
চাচা বললেন, শুধু মাত্র খাবার নিয়ে বাড়াবাড়ি করার কারনে আমি চন্দনাকে বিয়ে করিনি। অথচ মেয়েটা কি মিষ্টি দেখতে। এবং সহজ সরল। চাচা হাসতে হাসতে বললেন, ওরা খাওয়াতে খাওয়াতে মানুষ মেরে ফেলতে পারবে। এই হলো চাচা কাহিনী। আমার চাচা বর্তমানে যাকে বিয়ে করেছেন। অবশ্যই প্রেম করে। তার নাম রেহেনা। চাচী দেখতে সুন্দর। তাদের দুই ছেলে। আমার চাচা মনে হয় সুখে নেই। কারন সে ভোরবেলা বাসা থেকে বের হয় এবং রাত ১২ টার আগে বাসায় ফিরে না।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চাচা কাহিনী পড়ে ফেললাম।

২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: কাউকে বলবেন না যেন!!!

২| ২০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: চাচা কাহিনী বেশ ফানি
বাস্তবতার সাথে একটু অজুহাত আছে রাজীব দা
ভাল থাকবেন-------

২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: আপনিও বেশ
বাস্তবতা থেকে ভিন্ন আপনার জগত কবি দা।
ভালো থাকবেন।

৩| ২০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৫

বাকপ্রবাস বলেছেন: এমন একটা চাচা দরকার

২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: খুজবো নাকি?

৪| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৩

নাহল তরকারি বলেছেন: আপনার চাচা কি বিয়ে করেছেন?

২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: আপনি কি শেষের প্যারাটুকু পড়েন নি?

চাচা বিয়ে করেছেন। তার দুই ছেলে। বড় ছেলের বয়স এখন ১১।

৫| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১২

চারাগাছ বলেছেন: আপনাকে সবাই খাওয়ায়। পোস্ট ভালোই লাগলো।


আলমগীর সরকার লিটন বলেছেন: চাচা কাহিনী বেশ ফানি
বাস্তবতার সাথে একটু অজুহাত আছে রাজীব দা


বাস্তবতার সাথে একটু অজুহাত ব্যাপারটা কি ?

নাহল তরকারি বলেছেন: আপনার চাচা কি বিয়ে করেছেন?

চাচার স্ত্রীর নাম রেহেনা। চাচী দেখতে মাশআল্লাহ ! পুরো পোস্ট পড়েননি ?

২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: আমি অতি সামান্য খাই।

আলমগীর সাহেবের মন্তব্য চাঁদগাজীঅ বুঝতে পারেন না।

নাহল সাহেব পুরো পোষ্ট পড়েন নি। শুধু চোখ বুলিয়েছেন।

৬| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৮

সেজুতি_শিপু বলেছেন: বাহ, ভালো তো!

২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সেজুতি।
ভালো থাকুন।

৭| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা

২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: হে হে হে--

৮| ২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

কামাল১৮ বলেছেন: ঢাকায়ারা রশিক এবং দিল খোলা।আমার বেস কয়েকজন ঢাকাইয়া বন্ধু আছে।ঢাকাইয়ারা খাওয়া দাওয়ায় কম যায় না।গালিটা ওদের সম্বোদন।চাচা ভাতিজার রাজ কপাল।

২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: আমাদের বেশ কয়েকজন আত্মীয় আছেন। পুরান ঢাকায় থাকেন। তাঁরা বছরে একবার আমাদের বাসায়া সেন।

৯| ২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:


চাচা সারাদিন কোথায় থাকে, চাকুরী করে?

২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: চাচা ব্যবসা করে।

১০| ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪০

জুল ভার্ন বলেছেন: বেশীর ভাগ সুন্দরী মেয়েরা প্রেমে পড়ে এমন আউলাঝাউলা পুরুষের!

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: সেই প্রেম কিন্তু দীর্ঘস্থায়ী হয় না।

১১| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর সফল হোক চাচার জীবন।

২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।

১২| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার এক বন্ধু সাংবাদিক কে সামবাদিক বলে!!

- চাচা কাহিনী ভালো হয়েছে।

২২ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.