নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি একটি কবিতা বলবো।
কবিতার নাম 'তাল গাছ'। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ কিন্তু খুবই উপকারী একটা গাছ। বজ্রপাত ঠেকিয়ে দেয় তালগাছ। আফসোস আমাদের গ্রামে কোনো তাল গাছ নেই। বিভূতিভূষন তাল গাছ নিয়ে খুব সুন্দর একটা গল্প লিখেছেন। সম্ভবত গল্পটির নাম 'তালনবমী'। চমৎকার গল্প। এই গল্পটি যে পড়বে, তার বুকের মধ্যে হাহাকার করে উঠবে।
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়-
একেবারে উড়ে যায়-
কোথা পাবে পাখা সে?
কবিতাটি ২৪ লাইনের।
কিন্তু আমার পুরোটা মনে নাই। ছয় লাইন মনে আছে। সেটাই তুলে দিলাম। এখন থেকে এরকম পোস্ট ই দিবো। তাহলে মডারেটর আমার লেখা মুছে দিবে না। আমাকে প্রথম পাতা থেকে ব্যানও করতে পারবে না। অতি সাধারন একটা লেখা লিখেছিলাম। কাউকে আক্রমণ করি নাই। কাউকে গালিও দেই না। অথচ মডারেটর সাহেব আমার লেখাটা সরিয়ে দিলেন। আবার আমাকে ব্যানও করলেন। একেই বলে ক্ষমতা। ক্ষমতা বড় কঠিন জিনিস। আজকের দিনটাই আমার মাটি করে দিলেন। আজকে একটা বিশেষ দিন ছিলো।
আমার লেখা মডারেটর সাহেবের কাছে দাম না থাকতে পারে।
আমার লেখা আমার কাছে অনেক বড় ব্যাপার। মডারেটর সাহেব লেখাটা আরেকবার পড়ে দেখেন খারাপ কিছু লিখেছি কিনা। অযথাই রাগ দেখালেন। ক্ষমতা দেখালেন। আল্লাহ্ আপনার বিচার করবেন। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। বুকের ভেতর থেকে আসা হাহাকার ভরা কষ্ট নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। অবশ্যই আল্লাহ আপনার বিচার করবেন।
আপনার কাছে অনুরোধ আপনি নিরপেক্ষ থাকুন।
যারা বিপক্ষে পোস্ট দিয়েছে, যারা বাজে মন্তব্য করছে তাদের পোস্ট তো মুছে দিলেন না। তাদের মন্তব্য তো মুছে দিলেন না। তাদের তো ব্যান করলেন না। শুধু পারেন আমার আর চাঁদগাজীর সাথে। আরো করুণ। আপনাদের ব্লগে আছি। যা খুশি করুণ। করতে থাকুন। তবে অন্যায়ের শাস্তি পেতে হয়। ইহা সত্য। আমি চাই আপনার বিবেক জাগ্রত হোক। সদা জাগ্রত থাকুক।
০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: রাগ করতে চাই না। এসে যায়।
মডারেটরকে হতে হবে নিরপেক্ষ। তিনি নিরপেক্ষ নয় বলেই আজ ব্লগের এই অবস্থা।
ধন্যবাদ আপনাকে। চাল থাকুন। সুস্থ থাকুন।
২| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই, ক্ষমা মহৎ কাজ এবং ক্ষমাকারী বরাবরই ভাল হয়।
যে কারো প্রতিই রাগ না রাখাই উচিত কারন রাগ মানুষের মাঝে মানুষের দূরত্ব তৈরী করে এবং নানা রকম জটিলতার তৈরীই হয় রাগ থেকে , যা চাইলেই আমরা সবাই এড়িয়ে যেতে পারি।
আর আপনি এমনিতেই ভাল মনের মানুষ । কাজেই - ক্ষমা - ক্ষমা - ক্ষমা।
আর যে কোন বিষয়েরই দুটি দিক থাকে ।
আলোচ্য বিষয়ে আপনি হয়ত আপনার দিক থেকে মনে করছেন আপনি সঠিক।
অপরদিকে , মডারেট ভাইও হয়ত তার দিক থেকে নিজেকে সঠিক মনে করেছেন।
এখন সময় রমজান মাস। মুসলমানদের জন্য নেয়ামতের-ক্ষমার-বরকতের মাস।
আর এই ক্ষমার মাসে , ক্ষমার মানষিকতা নিয়ে আপনিই সৌহার্দ্যের হাত আগে বাড়িয়ে দেন। পরিণামে সকলেরই কল্যাণ। ভাল থাকবেন ভাই।
০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পড়ে, ক্ষমা করে দিলাম।
৩| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০১
চারাগাছ বলেছেন:
‘আর যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন।’ (আল ইমরান : ১৩৪)।
১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাগ করবেন না, রাজীব ভাই।
রমজান মাসে আল্লাহ'র কাছে বিচার দেওয়া উচিৎ নয়।
আপনি কোন একটি লেখায় লিখেছিলেন যে, তায়েফে রাসূলুল্লাহ (সাঃ)-এর উপর পাথর ছোড়া হয়েছিলো। কিন্তু, তিনি সহ্য করে গিয়েছিলেন। আমি আপনার সেই লেখা থেকে অনেক শিক্ষা নিয়েছিলাম।
আপনার লেখা আমাকে অনুপ্রেরণা দেয়।