নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দোয়া দিয়ে আসলে কিছুই হাসিল করা যায় না।
দোয়া মানে কি? দোয়া মানে শুভ কামনা জানানো। আমি আপনার জন্য দোয়া করি, অর্থ্যাত আপনার জন্য আমার শুভ কামনা রইলো। দোয়া দিয়ে কিছুই হয় না। কোনোদিন হয়নি। হবেও না। যদি দোয়ায় কাজ হতো তাহলে প্রতিটা ছেলেমেয়ে বাবা মায়ের দোয়ায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হয়ে যেতো। কাজেই ফালতু চিন্তা বাদ দিন। পরিশ্রম করুণ।
আমি লোককে চিনি।
সে সীমাহীন টাকার মালিক। একবার তার মা অসুস্থ হলো। তিনি মায়ের সুস্থতার জন্য ২৫ টা মসজিদে দোয়ার আয়োজন করলেন। ২৫ টা এতিমখানা আর মাদ্রাসায় দোয়ার আয়োজন করলেন। ছোট ছোট বাচ্চারা, হুজুররা সবাই মিলে দোয়া করলো। কোরআন খতম দিলো। ফলাফল শূন্য। তার মা বাঁচে নি। কাজেই দোয়ায় কিছু হয় না। যা করার নিজেকেই করতে হবে।
টাকা ইনকাম করার জন্য আপনাকে কাজ করতে হবে।
পরিশ্রম করতে হবে। মাথার ঘাম পায়ে ফেলতে হবে। আপনার দক্ষতা এবং যোগ্যতা নির্ধারন করে দেবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। কাজেই নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলুন। ভালো চাকরী বা ব্যবসা করুন। তাহলেই টাকা আসবে। আর যদি দোয়া নিয়ে বসে থাকেন, তাহলে সারা জীবন মানবেতর জীবনযাপন করতে হবে।
০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: তাঁরা কিছু জানায় নাই।
একজন নিরপেক্ষ মডারেটর থাকলে আমাকে এবং চাদ্গাজীকে জেনারেল হয়ে থাকতে হতো না।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:১১
কামাল১৮ বলেছেন: কতো দিনের জন্য জেনারেল কিছু জানতে পেরেছেন।দোয়াকরি তারাতারি মুক্তি পাবেন।