নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দেশে এখন একটা নবজাগরণ শুরু হয়েছে।
মানুষ সচেতন হচ্ছে। ভালো মন্দের নতুন বিন্যাস শুরু হয়েছে। হয়তো ভাবছেন আমি একটু বাড়াবাড়ি করছি। তবে এটা তো মানবেন, পুরোনো ধ্যানধারণা ও মূল্যবোধ গুলি ধীরে ধীরে বদলে যাচ্ছে। যেমন ধরুন, পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা বাড়ছে। তাবিজকবচ, ঝাড়ফুক, পানিপড়া আজকাল কেউ মানছে না।
মেয়েরা ঘরে আবদ্ধ থাকতে চাইছে না।
আপনি মানতে না চাইলেও এসব ঘটছে অহরহ। এগুলোই হচ্ছে প্রগতির লক্ষন। তর্ক বাদ দিলাম। আসুন বিশ্বসুন্দরীর সৌন্দর্য উপভোগ করি। এই সুন্দরী নারীকে দেখে বুড়োরা যৌবনের জন্য হয়তো শোক করবে। ও বুড়ো শরীর বুড়ো হয়, কিন্তু মন নয়। আধুনিক মানুষ যন্ত্রনির্ভর হয়ে গেছে। মানুষ যেমন যন্ত্র নিয়ন্ত্রণ করছে, যন্ত্রও মানুষ নিয়ন্ত্রণ করছে।
ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে।
তুমি কবি সাহিত্যিক হবে না দার্শনিক হবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ঘর সংসার দেখবে কে! তুমি সক্রেটিস হবে না রবীন্দ্রনাথ হবে তা জানি না। কিন্তু দায়িত্ব তোমাকে নিতেই হবে। ভুল হচ্ছে, কোথাও বড় ভুল হচ্ছে তোমার। পুরুষ কখনোই সুন্দর মন চায় না, সুন্দর শরীর চায়! নারী সুন্দর করে হেসে কথা বললেই পুরুষরা সুযোগ খোঁজে!
মঙ্গল শোভাযাত্রা অতি মনোরম একটা দৃশ্য। এটা একটা আনন্দ মিছিল। এই মিছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার। ধর্ম মানুষকে আলাদা করে দেয় কিন্তু এই শোভাযাত্রা সবাইকে একত্রিত করে। আনন্দ করে নতুন বছরকে বরন করা। এরচেয়ে সুন্দর আর কি হতে পারে?
এইসব উকিল নোটিশের ফলাফল শূন্য। এই সমস্ত ফালতু নোটিশে বাঙ্গালী জাতি ডরায় না। যে বদ ও নির্বোধ ব্যাটা এই নোটিশ দিয়েছে শোভাযাত্রা শেষে ঐ ব্যাটার পুত্তলিকায় ছ্যান্ডেল মারা হোক। রোজার একমাস শয়তান বন্দি থাকে। এই সময় কিছু মানুষরাই শয়তানের হয়ে কাজ করে।
১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: আপাতত আমার কোনো লেখা প্রথম পাতায় যাচ্ছে না।
২| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০০
চারাগাছ বলেছেন:
কারণ কি? ব্যান?
১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: হ্যা আমাকে ব্যান করে রেখেছে। আমার লেখা প্রথম পাতায় যাবে না। এডমিন নিরপেক্ষ হলে আমি ব্যান হতাম না।
৩| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৭
চারাগাছ বলেছেন:
স্বপ্নবাজ সৌরভ হয়তো খেয়াল করেননি। এই বিষয়ে উনার কোন পোষ্ট নাই।
এইবার ব্যানের কারণ বলে আপনার ধারণা?
১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: স্বপ্নবাজ হয়তো ব্যাস্ততার মধ্যে আছেন।
এর আগে স্বপ্নবাজ আমাকে নিয়ে পোস্ট দিয়েছিলেন, মডারেটর তাকে শাসিয়ে দিয়েছেন। এবং লেখাটা সরিয়ে দিয়েছেন। কাজেই আমি চাই না কেউ আমাকে নিয়ে পোষ্ট লিখে মোডারেটরের চক্ষুশূল হোক।
এইবার আমাকে বিনা কারনে ব্যান করা হয়েছে। একটা লেখা লিখেছিলাম। অতি সহজ সরল একটা নিরীহ লেখা। সেই লেখা মডারেটর সরিয়ে দিয়েছেন এবং আমাকে ব্যান করেছেন।
লেখাটা আপনি পড়তে চাইলে আমি দিতে পারি। আমার কাছে আছে।
৪| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:০০
কামাল১৮ বলেছেন: এখান থেকেই ৫২ মতো ঘুরে দাঁড়াবে বাঙ্গালী।রমনার অনুষ্ঠান বোমা মেয়েও বন্ধ করতে পারে নাই।
১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: পারবেও না।
৫| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ২:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি খেয়াল করলাম আপনি প্রথম পাতায় নেই।
২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ নেই।
জাদিদ ভাই কি করবেন জানি না।
মনে হয় ঈদ উপলক্ষ্যে ছাড়া পাবো।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৮
চারাগাছ বলেছেন:
মঙ্গলবার শোভা যাত্রাকে কেন কুসংস্কার মনে হয় না?
শোভা যাত্রায় মঙ্গল খোঁজে কিভাবে?
যাইহোক,
আপনার পোষ্ট কি প্রথম পাতায় যাচ্ছে না?
এই বিষয়ে জনৈক ব্লগারের কোন পোষ্ট দেখলাম না।