নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সমুদ্র গজরাচ্ছে, হুড়হুড়িয়ে বইছে হাওয়া-
পৃথিবীর সব জিনিসই সর্বদা কিছু না কিছু তথ্য দেবেই
মেয়েদের যে কতভাবে ব্যবহার করে মানুষ!
শুধু জন্মানোর দোষে মেয়েদের কত না কষ্ট!
চোখের জল, আহা-উহু, সেন্টিমেন্ট এসব কোনও কাজের জিনিস নয়
জাস্ট টেলিফোনের বিল বাড়বে।
আমরা একসঙ্গে মাতাল হব, নাচব, ফুর্তি করব,
এর মধ্যে বিপদের কী আছে?
এইভাবে সারাক্ষণ বেঁচে থাকার কোনও মানে হয়?
এই শারীরিকভাবে বেঁচে থাকা এবং অবিরল দ্বৈরথ
এটা কোনও ভদ্রলোকের জীবন নয়।
ওই যে সব দূরে দূরে বাড়ি রয়েছে,
ওখান থেকে টেলিস্কোপিক রাইফেল তাক করে গুলি চালানো হতে পারে,
ভুতুড়ে নিস্তব্ধ বাড়িতে সে একা জেগে,
কোনও মানে হয় না।
১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।
আপনি ইউটিউবে চোখ রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২২
কামাল১৮ বলেছেন: পহেলা বৈশাখে সবাই মিলে আনন্দ করোন।আনন্দই জীবন।