নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
খুব ভোরে আমার ঘুম ভেঙে যায়-
ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হই
ভোরের আলোর সাথে পাল্লা দিয়ে টানা তিন মাইল হাঁটি
এই কারণে আমার কোনো অসুখ বিসুখ হয় না
শেষ কবে ডাক্তারের কাছে গিয়েছি মনে পড়ে না।
ঘরে শুয়ে বসে থাকতে থাকতে ফর্সা হয়ে যাচ্ছি-
মোটা হয়ে যাচ্ছি, দাড়ি কামাচ্ছি না, ভাবছি রেখে দিব- মায়া পড়ে গেছে
আসলে আমার কপালে লেখাই ছিলো-
জমিদারের মতো জীবন কাটাবো- খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি।
এখন, কোমরে একটা তরোয়াল গুজা শুধু বাকি
আপনারা সবাই ভালো আছেন তো? আওয়াজ দেন।
১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: ভালো কথা মনে করিয়ে দিয়েছেন।
আমার তলোয়ার, অথবা দু-নলা বন্ধুক দরকার নেই। আমার দরকার একটা সাদা ঘোড়া ও একটা চাবুক। ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াবো সমস্ত দেশ। হাতে থাকবে চাবুক। দুষ্টলোকদের দুই ঘা করে লাগাবো।
২| ১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৮
অধীতি বলেছেন: মনের জমিদারই বড় জমিদার। এখন যা আছেন এর সাথে চাবুক লাগালে ঝামেলা আছে। নেশাখোর দমন কমিটি করতে পারেন। এর সভাপতি হবে প্রবীণ নেশাখোর।
১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: ওকে।
৩| ১৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৫
আমি সাজিদ বলেছেন: মেসেঞ্জারে প্রায়ই আপনার মাই ডে দেখা যায়। মোটা হতে শুরু করলে তো আবার রোগ ধরবে। এক কাজ করেন না কেন? হাঁটার পাশাপাশি কোনও জিমে জয়েন করেন। ন্যাচারাল খাবার খেয়ে সপ্তাহে ৩/৪ দিন জিম করলে, রোগ ধরবে না ইনশাআল্লাহ।
২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: আমি ডায়েট করছি।
ওজন থেকে ৭৫ কেজি। কিছুদিন আগেও ৮৫ ছিলাম। ডায়েট করে কমিয়েছি।
আমার খুব একটা অসুখ বিসুখ হয় না।
৪| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ২:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে কোরাতে পড়ছি।
ব্লগে আগের মত সময় দিচ্ছি না। অনেকগুলো পোষ্ট দিয়েছেন কদিনে। প্রথম পাতায় আপনি নাই।
কিন্তু এই জাতীয় কথা লিখা মানে 'আপনার উপর দরদ দেখানো' কিংবা 'সুপারিশ'।
অবশ্যই সুনির্দিষ্ট কারণ বশত আপনি ব্যান হয়েছেন। এইবার আপনার অপেক্ষা দীর্ঘতর হবে।
২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: না দীর্ঘতর হবে না।
ঈদের আগেই মুক্তি পাব।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
জমিদারদের তলোয়ার ছিলো না! - তাঁদের ছিলো দু নলা বন্দুক আর চাবুক।