নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
যমুনা গ্রুপের মালিকের কবর।
যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েকশো কিংবা কয়েক হাজার কোটি টাকা। কত শত প্রতিষ্ঠান। আশুলিয়ার ঐ দিকটায় যে দিকে চোখ যায় ঐ দিকেই যমুনার একরের পর একর জমি। আজ কেবলই একটা কবর। একদলা মাটি আর সাইনবোর্ডটা ছাড়া কিচ্ছু নেই, কেউ সাথে নেই, কিচ্ছু নেই। কবরটা আর দশটা কবরের মতোই সাধারন,একাকী, অতি সাধারন। মানুষ হয়ে কিসের তবে অহংকার, ক্ষমতার দম্ভ, লোভ, সুপ্রিম পাওয়ার, স্বার্থপরতা, রাগ, হিংসা, অভিযোগ, ভালোবাসা! সাথে যায় না কিছুই।ভ
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
(সংগ্রহ)
০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: আসলে আপনি চান আমি ধর্মহীন থাকি।
২| ০১ লা আগস্ট, ২০২৩ রাত ১:৩১
কামাল১৮ বলেছেন: নবী মহরমের কথা বলে নাই।তার জীবদ্দশায় মহরমে শোক প্রকাশ করা হতো না।
৩| ০১ লা আগস্ট, ২০২৩ রাত ২:০৬
চারাগাছ বলেছেন:
কবরের ক্যাপশন নিজের মত লিখতে পারতেন। অবশ্যই পারতেন। কপি করেছেন ঠিকই কিন্তু সঠিক রুপে পেস্ট হয়নি।
৪| ০১ লা আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: এভাবে যারা জগত সংসার টাকে বুঝে তারা নাকি বিধর্মী হয়ে যায়
ধর্ম কোথায় আমিও বুঝি না বুঝতে বুঝতে একদিন আগুন কিংবা মাটি হবো!
৫| ০১ লা আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৫
শেরজা তপন বলেছেন: কিছু কোটেশান বেশ ভাল লেগেছে। যমুনার মালিকের কবরের চেহারা এখন আমুল পালটে গেছে!
৬| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৪
মোগল সম্রাট বলেছেন:
৫ নম্বর ছবিটা সেই রকম হইছে।
৭| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩১
রানার ব্লগ বলেছেন: মৃত্যু কিছুই না শুধুমাত্র জার্নি টু নেক্সট ডোর । যদি সেই নেক্সট ডোরের যাত্রীদের আমরা দেখতে পেতাম তাহলে মৃত্যু ব্যাপারটা নিয়ে ভয় কম কাজ করতো । দেখতে পাই না বলেই যতো সমস্যা ।
৮| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বৈচিত্র রয়েছে।
০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২৩ রাত ১১:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: শেখ হাসিনার ব্যাগের এতো দাম হবে না। আর উনি এগুলি উপহার হিসাবে পান। ওবাইদুল কাদেরের মত।
ব্লগিং এর স্বার্থে আপনার উচিত ধর্মীয় বিষয় পরিহার করা। ধর্ম আপনার সাথে যায় না।