নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ৪০ (ছবি ব্লগ)

১০ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৩



যদি বিশ্বে সমস্ত কৃষকেরা চাষবাস বন্ধ করে দেয় তাহলে কি হবে?
আচ্ছা, বিশ্বের কথা বাদ দিলাম। শুধু মাত্র যদি আমাদের দেশের কৃষকরা চাষবাস অফ করে দেয় তাহলে আমাদের কি হবে? আমাদের রিজিক আসবে কি করে? কোথা থেকে? হ্যাঁ জানি রিজিকের মালিক আল্লাহ্‌। আল্লাহর ইশারায় আমাদের রিজিক আসে কৃষকদের পরিশ্রমের ফলে। কৃষকরা চাষসবাস বন্ধ করে দিলে- আল্লাহ্‌ ম্যাজিক করে আমাদের খাদ্যের ব্যবস্থা করে দেবেন কোনো না কোনো ভাবে। যাইহোক, যেহেতু কৃষকরা সারা বছর রোদ বৃষ্টিতে কষ্ট করে ফসল ফলায়, তাই তাদের ক্রেডিট দিলে কোনো সমস্যা আছে? কৃষক মাঠে ধান ছিটিয়ে আসে, তারপর তার কাজ শেষ। আল্লাহপাক সেসব গাছে নেয়ামত দান করেন। কাজেই সকল প্রশংসা কৃষকদের নয়। আল্লাহপাকের। যাইহোক, প্রায় দুই বছর পর 'ঢাকার পথে পথে' ছবি ব্লগ পোষ্ট দিলাম। ছবি দেখুন।

১। আমাদের ছাদে এই ফুলটা একাএকা হয়েছে।

২। মিরপুর, বেড়িবাঁধ।

৩। এই ছবিটা আজ তুলেছি। এয়ারপোর্ট থেকে বাসায় ফিরছিলাম। তুমুল বৃষ্টি হচ্ছিলো।

৪। বসুন্ধরা মার্কেটে। ফুলটুল দিয়ে কেন ময়ূর বানিয়েছে আমি জানি না।

৫। শাবির ভাই।

৬। তূরাগ নদী।

৭। গুলশান, নিকেতন।

৮। এই ছবিটা ভূতে তুলেছে। আমি গাড়িতে বসে মোবাইলে গেমস খেলছিলাম। হঠাত এই ছবিটা ক্যামেরায় এসে গেছে। টাচ মোবাইলে এই এক সমস্যা।

৯। জনতা জেলের তালা ভাঙ্গবে। শাবির ভাইকে বের করে আনবে।

১০। রেলপথ।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৩৯

কামাল১৮ বলেছেন: ওর নাম কি শাবির ভাই।পুলিশে ধরলো কেনো?রিমান্ডে নিলে খবর আছে।
৬নং ছবি ভালো লেগেছে।বাকিগুলি মোটা মুটি।

১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: বাচ্চাটার নাম শাবির। শুধু শাবির। শাবির ডাক নাম।
আমার কন্যার কাজিন। ফারাজাকে শাবিরকে সাবির ভাই বলে ডাকে।

২| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৩৯

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: এই শহরের ইট-পাথরের মতোই মানুষগুলো অদ্ভূত রকমের স্বার্থপর...

১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: সব মানুষ না। অল্প কিছু মানুষ এরকম।

৩| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩২

জ্যাক স্মিথ বলেছেন: এই শাবির ভাইটা কে?

১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: আমার কন্যার কাজিন।

৪| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:১৭

রিদওয়ান খান বলেছেন: এই দেশের মালিক শেখ হাসিনা, শেখ হাসিনা চাইলে কৃষকেরা তিনবেলা খেয়ে পড়ে বেচে থাকতে পারে। শেখ হাসিনা চাইলে তাদের দারিদ্র্যতা দূর হতে পারে। কৃষকেরা মাঠে কাজ না করলেও তাতে আমাদের দৈনিন্দন কাজে কোন ব্যাঘাত ঘটবেনা। কারণ পদ্মাসেতু কেবল শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে তাই তার দ্বারা সব সম্ভব। আল্লাহ চাইছে বলে শেখ হাসিনা ৩ বার ক্ষমতায় বহাল আছে বিষয়টা এমন না। শেখ হাসিনার আলাদা ম্যাজিক জানা আছে। ধন্যবাদ :``>>

১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: রাইট।

৫| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:২২

কামাল১৮ বলেছেন: আল্লাহ কোন একটা দায়িত্ব পালন করেছে এমন প্রমান কি আছে।

১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: এই যে আমি তিনবেলা খেয়ে বেঁচে আছি।

৬| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২৩

নজসু বলেছেন:


দিলেন ছবি ব্লগ। কিন্তু শুরুতেই বিশ্বের জনগণের খাওন খোরাকের চিন্তা করে মাথাটা করলেন নষ্ট। একটা সুন্দর মন নিয়ে যে আপনার আপলোড করা সুন্দর সুন্দর ছবিগুলো দেখবো, তা আপনি হতে দিলেন না। আল্লাহ চাইলে সব পারেন। তাই বলে নিজে নেমে এসে আপনার মুখে খাবার তুলে দেবেন এটা অসম্ভব প্রিয় ভাইজান। আপনার মতো জ্ঞানী, বুদ্ধিমান লোক যদি অবুঝের মতো কথা বলেন তাহলে তো মুশকিল।

যাইহোক ছবিগুলো সুন্দর। আমার কাছে দুই ও ছয় সেরা। নয়নতারা ফুলকে আমাদের এলাকায় বিস্কুট ফুল বলে। আমার বাগানের নয়নতারা ফুলটা আপনাদে দেখাতে ইচ্ছা করছে।

১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: ছাদে আমার তিনটা গাছ ছিলো। পেয়ারা, আম আর লেবু। যত্নের অভাবে তিনটা গাছই মরে গেছে।
ছাদে নয়নতারা আছে। অথচ নয়ন তারার বীজ আমি লাগাই নি।

ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২৪

নজসু বলেছেন:


*আপনাদে= আপনাকে

৮| ১০ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

প্রকৃতি,স্টিল,কংক্রিটের মাঝে শাবির ভাই সেরা।

৯| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৬

ঢাবিয়ান বলেছেন: প্রিয় ঢাকা শহর । ভাল লেগেছে ছবিগুলো

১০| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৫২

কাছের-মানুষ বলেছেন:
ছবিগুলো ভাল হয়েছে। আপনি কি ক্যামেরা ব্যাবহার করেন?

১১| ১১ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের সরকারী সেবার মান অতি নিম্নমানের। কিন্তু তারপরও রেইলওয়ের সেবা মোটামুটি ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.