নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেইল্লা রাজাকার

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:২৯



রাজাকার সাইদি মারা গেছে।
একজন ধর্ম ব্যবসায়ী, ভন্ড, রাজাকার। এই সাইদি দেশের সাথে বেইমানি করেছে। অনেক আগেই তাকে ফাঁসি দেওয়া দরকার ছিলো। অপকর্ম করে সাইদি ধর্মে আশ্রয় নিয়েছে। সাইদি জানে এই দেশের মানুষকে ধর্ম দিয়ে কুপোকাত করা যাবে। ধর্ম দিয়ে সে তার অপকর্ম ঢেকে রেখেছে। আমাদের দেশের মানুষ অশিক্ষিত হওয়ায় না বুঝেই ধর্মকর্ম করে। সঠিক জ্ঞানের অভাবে আমাদের দেশে এত এত ধার্ম্মিক। ধার্মিকেরা চুরী, ডাকাতি, দূর্নীতি করছে। সাইদি মরছে ভালো হইছে। বদ লোক মরছে। কিন্তু দেশের অনেক লোক হায় আফসোস শুরু করেছে, মরা কান্না শুরু করেছে। ভাবতে অবাক লাগে স্বাধীনতার ৫২ বছর পরও দেশে রাজাকার মানসিকতার লোকের অভাব নেই! এদের লাইনে আনতে হবে।

দেশের মানুষের চিন্তা ভাবনা অতি নিম্মমানের।
ধর্ম ব্যবসায়ীদের দ্বারা মানুষ আজও প্রভাবিত হচ্ছে। এর কারন দেশে শিক্ষার মান নিম্মমানের। সরকারের উচিৎ দেশ থেকে মাদ্রাসা উঠিয়ে দেওয়া। এবং ওয়াজ মাহফিল একেবারে বন্ধ করে দেওয়া। মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া। সমস্ত পীরদের গ্রেফতার করা। পীরের মুরিদদের সঠিক পথে আনা। সৈয়দ ওয়ালীউল্লাহ'র 'লালসালু' উপন্যাসটি সকলের পড়া দরকার। আমাদের দেশে সত্যিকারের ধার্মিকের চেয়ে লেবাসধারী বেশি। নব্য ধনীদের মতো নব্য ধার্মিকেরা ডেঞ্জারাস। যারা কথায় কথায় মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে এদের বিষয়ে সাবধান থাকতে হবে। এরা ভয়ঙ্কর। দেইল্লা রাজাকারের অনুসারিরাও তার মতো ভন্ড।

নব্য সাইদিদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে।
তাদের প্রতিহত করতে হবে। ৭১' এ সাইদি বলেছিলো, আমাদের মুক্তিযোদ্ধারা ভারতের দালাল। অসৎ ও নীতিহীন লোকের কারনে সাইদি সংসদেও বসেছিলো। সাইদি ধার্মিক সেজেছে, নিজের অপরাধ লুকানোর জন্য। নির্বোধদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার জন্য। গোলাম আজম, সাইদিরা আমাদের শুধু ক্ষতিই করে গেছে। আমাদের দেশের মানুষ এতটাই আহাম্মক ও ইতর যে একজন যুদ্ধাপরাধীর মৃত্যুকে নিয়ে দুঃখ প্রকাশ করে! যারা ফেসবুক এবং ব্লগে সাইদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাঁরা গাধা, আহাম্মক ও ইতর শ্রেণীর। আমাদের দেশে সত্যিকারের দেশ প্রেমিকের সংখ্যা অনেক কম।

আমাদের দেশে ধর্মান্ধদের সংখ্যা বেশি।
রাজাকারেরা এদেশের ধর্মান্ধ জনগোষ্ঠীকে কোরআন সুন্নাহর কথা বলে নিজেদেরকে মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে দীর্ঘ ৫২ বছর ধরে। কিন্তু দুষ্ট লোকের পতন হয়। রাজাকার, চিহ্নিত যুদ্ধাপরাধীর মৃত্যুতে আমার কোন সহানুভূতি নেই আছে শুধু ঘৃণা। রাজাকারের পক্ষে কেউ কথা বললে সেও অপরাধী। আমাদের এই দেশটাকে আমরা মৌলবাদীদের হাতে তুলে দিতে পারি না। ধার্মিকেরা ধর্মের দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে জঙ্গি হামলা করে। কতটা নির্বোধ আমাদের দেশের জনগন সাইদিকে চাঁদে দেখেছেন বলে দাবী করেন! জ্ঞানীরা চন্দ্র জয় করে মঙ্গলে পাড়ি জমাচ্ছেন, আর মুসলিমরা মসজিদ মাদ্রাসা বানাচ্ছে। নামাজ পড়তে পড়তে কপালে স্থায়ী কালো দাগ বসিয়ে ফেলছে।

মানুষের মধ্যে দুটা জিনিস থাকতে হয়।
মনুষ্যত্ব ও সততা। দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর হয়ে গেছে অথচ এখনও দেশের বহু মানুষ পাকিস্তানপন্থী, রাজাকার মানসিকতার। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। মূলত আমাদের সর্বনাশ করেছে ধর্ম। ধার্মিকদের চিন্তা ভাবনা দুর্বল। তাঁরা নিজেদের 'মানুষ' মনে করে না, মনে করে মুলসমান। এজন্যই তাঁরা ধার্মিক হতে পেরেছে, 'মানুষ' হতে পারেনি। ধার্মিকদের উচিৎ মানুষকে মানুষ ভাবা। কুসংস্কার থেকে দূরে থাকা। ১৪শ' বছর আগের নিয়ম কানুন এখন চলবে না। আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ধর্মের সাথে তাল মিলিয়ে চলতে গেলে, পেছনে পড়ে থাকবেন। অতি ধার্মিকতার কারনে আজ বিশ্বে মুসলিমদের কোনো অবদান নেই।

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৫

মোগল সম্রাট বলেছেন:



উনার বয়স আশির উপ্রে হইছিলো দেখলাম। তারপরও উনার মুরিদেরা কইতো একাত্তরের সময় উনি ফিডার খাইতো।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: এই নরঘাতকের প্রতি তীব্র ঘৃণা। জয় বাংলা।

২| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২১

আমি নই বলেছেন: রাজাকার+পোনা রাজাকারের চাইতেও আপনার মত পল্টিবাজ কাম ধর্ম ব্যাবসায়িরা বেশি ডেন্জারাস।

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: আপনার সমস্যা টা কোথায়?
আমি বুঝতে পারছি না। আপনি কি রাজাকারদের সাপোর্টার?

রাজাকারের প্রতি সহানুভুতি দেখানো মানে প্রথম শ্রেনির পাপ করা।

৩| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩৫

কামাল১৮ বলেছেন: সুন্দর বিশ্লষণ।

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: আমাদের শিক্ষাব্যবস্থা এত নিম্নমানের যে এই প্রজন্ম কোনটি সত্যিকারের ধর্মের বাণী কোনটি অধর্ম ,মানবতা ,অমানবিকতা ইত্যাদি পার্থক্য করতে পারেনা ।

৪| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ৩:০৪

মিশু মিলন বলেছেন: এই জঘন্য মানবতাবিরোধী অপরাধী, খুনি, ধর্ষক, ভণ্ড ধর্ম-ব্যবসায়ীর প্রতি জানাই ঘৃণা। ওর মৃত্যু শোকের নয়, উল্লাসের।

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: সহমত।

৫| ১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:২৭

বাকপ্রবাস বলেছেন: আমাদের সকলে ভারতপন্থী হতে হবে। পিউর দালাল না হলে টেকা যাবেনা

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আপনার চুলকানি রোগ হয়েছে বোধহয়।

৬| ১৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:২৯

কোডার বলেছেন: সুখরঞ্জন বালি https://www.youtube.com/watch?v=n7AcEFG5OZY

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন?

৭| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২০

শূন্য সারমর্ম বলেছেন:


দেলুর গায়েবানা জানাযায় নিহত হওয়া মানুষটাকে, দেলুর পাশে দাফন করা উচিত।

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: উনার লাশ পাকিস্তান পাঠিয়ে দিলে ভালো হতো।

৮| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ১৪শ বছর আগের ধর্মকে আপনি যখন অপছন্দ করেন আপনার কাছে দুনিয়ার তাবৎ মুসলিমরাই জগন্য!
সোজা হয়ে যান ভাই, মরণ আমাকে ,আপনাকে কাউকে রেহায় দেবে না।

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ জানি মৃত্যু নিশ্চিত।
আমাদের নবীজি, রবীন্দ্রনাথ, আইনস্টাইন কেউ'ই বেঁচে থাকতে পারেন নি।

৯| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: উনাকে নিয়ে বাজে কথা লিখবেন না, ৭১ উনি ১২ বছরে মাসুম বাচ্চা আছিলো। ১২ বছরের মাসুম বাচ্চা

১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: মূলত ইসলামের লেবাস নিয়ে এদেশে করা যায় না এমন কোনো কাজ নেই৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.