নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী/সোনাগাজী কমেন্ট ব্যান থেকে মুক্ত!!

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩



কত-যে গিরি কত-যে নদী -তীরে
বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে,
কত-যে তান বাজালে ফিরে ফিরে
কাহারে তাহা কব।


একটা পার্টি দেওয়া উচিৎ।
আমাদের ব্লগের প্রান চাঁদগাজী/সোনাগাজী কমেন্ট ব্যান থেকে মুক্ত হয়েছেন। পার্টি ব্লগারদের নিয়েই দেওয়া উচিত। সমস্যা হলো- আমার আশেপাশে কোনো ব্লগার নেই। কারো সাথে যোগাযোগও নেই। তবে উনি ঢাকায় এলে একটা পার্টির ব্যবস্থা করবো। যাইহোক, আমার ওস্তাদের কমেন্ট ব্যান থেকে মুক্ত হওয়ার খুশিতে আজ আমি সকালে একজন দরিদ্র মানুষকে নাস্তা করিয়েছি। সন্ধ্যায় আরেক জনকে খাওয়ানো হবে। এটা আমি শিখেছি আমাদের ব্লগার শ্যাইয়ান ভাইয়ের কাছ থেকে।

পোষ্টটা আরো আগেই দেওয়া উচিৎ ছিলো।
কিন্তু ব্যস্ততার কারনে পোস্ট দিতে দেরী করে ফেললাম। এজন্য ক্ষমাপ্রার্থী। দীর্ঘ ছয় মাস পর তাকে কমেন্ট ব্যান থেকে অব্যহতি দেয়া হয়েছে। কিন্তু আমি মডারেটরকে ধন্যবাদ দিবো না। কারন, আমি মনে করি- তাঁরা অন্যায়ভাবে ওস্তাদকে কমেন্ট ব্যান করে রেখেছিলেন। চাঁদগাজী/সোনাগাজীকে কমেন্ট ব্যান থেকে মুক্ত করার পর ব্লগে কেমন একটা ঝলমলে ভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং ব্লগে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে সমস্ত পোস্ট গুলোতে। ইহা ভালো লক্ষন। একজন মানুষের কমেন্ট ব্যান থেকে মুক্তি- পুরো সামু যেন জেগে উঠেছে।

চাঁদগাজী/সোনাগাজী কমেন্ট ব্যান মুক্ত হওয়ায় আজ সমস্ত ব্লগার খুশি।
ব্লগার কলাবাগানকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে ব্লগার শ্যাইয়ান ভাইকেও ধন্যবাদ জানাই। উনি সোনাগাজীর মুক্তির জন্য বেশ কয়েকটা পোষ্ট দিয়েছেন। গোফরান ভাইকেও ধন্যবাদ জানাই। ব্লগার মহাজাগতিক সাহেবও সোনাগাজীকে নিয়ে পোস্ট দিয়েছেন। আমার তো মনে হয়- আমি সামুতে টিকে আছি চাদ্গাজী/সোনাগাজীর জন্য। যাইহোক, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আনন্দ নিয়ে ব্লগিং করুণ। নিন্দুকরা অন্যের সমালোচনা করবে এটা তাদের কাজ। তারা অন্যের ভালো দেখতে পারে না। তাই নিন্দা কথায় কান না দিয়ে নিজের পথেই চলতে হবে।

আমার ইচ্ছা ছিলো- আজ কিছু পাখি আকাশে উড়িয়ে দিব।
কিন্তু হাতের কাছে পাখির ব্যবস্থা নেই। আর কাটাবন যাওয়া আজকে সম্ভব না। আমার স্বীকার করতে লজ্জা নেই, আমি ব্লগিং শিখেছি উনার কাছ থেকেই। উনি সামুতে না থাকলে আমি এত লম্বা সময় ধরে সামুতে থাকতাম না। আমি সামুতে এসেই আগে উনার লেখা পড়ি। খুঁজে খুঁজে উনার মন্তব্য গুলো পড়ি। আমি উনার প্রচুর মন্তব্য সংগ্রহ করে রেখেছি। হাতে গোনা তিন/চারজন ব্লগারের আজ মন খারাপ। তাঁরা চাঁদগাজী/সোনাগাজীর কমেন্ট ব্যান মুক্ত হওয়াটা মেনে নিতে পারছেন না। তাদের অনেক কষ্ট!

বাংলাদেশ নিয়ে চাঁদগাজীর অনেক চিন্তা।
হয়তো উনি দেশের বাইরে থাকেন বলেই- দেশ নিয়ে এত চিন্তা করেন। আর আমরা দেশে থেকেও দেশ নিয়ে ভাবি না। আমি খেয়াল করে দেখেছি- দেশে কোনো সমস্যা হলে উনি অস্থির হয়ে পড়েন। ঠিক তেমনি কোনো ব্লগার অসুস্থ হলেও উনি বিচলিত হয়ে পড়েন। ব্লগার নুরু মোহাম্মদ নুরু ভাইয়ের মৃত্যুতে চাঁদগাজী প্রচন্ড কষ্ট পেয়েছেন। সোনাগাজীর মন্তব্য গুলো ভালো করে খেয়াল করলে দেখবেন- উনি ব্লগারদের ভালো ভালো পরামর্শ দিচ্ছেন। কার কি লেখা দরকার, কোন বিষয়ে লিখলে ভালো হবে, কোথায় চাকরি করলে ভালো হবে অথবা কোন ব্যবসা করলে সফল হওয়া যাবে। এই রকম আর কোনো ব্লগার করেন না।

আসুন আমরা নিন্দুকের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি।
কারণ সবার পক্ষে মানসিক দৃঢ়তা দিয়ে নিন্দা-সমালোচনাকে উপেক্ষা করা সম্ভব হয় না। পৃথিবীতে যদি নিন্দা বলে কিছু না থাকতো তবে ভালো কাজের স্বীকৃতি আসতো কি করে! সমাজের প্রতিটি কোণায় পরনিন্দা আছে বলেই সমাজ ঠিক মতো চলছে। চাঁদগাজী/সোনাগাজী মূলত হীরার টুকরা। কিন্তু কতিপয় ব্লগার তাকে কাঁচের টুকরা ভেবে ভুল করেছেন। তিনি রসিকতা করে মানুষের ভুল গুলো ধরিয়ে দেন। উক্ত ভুল শুধরে নেওয়া মানে নিজের উপকার করা। আর যারা ভুল শুধরে নেয় না, তাঁরা পেছনে পড়ে রয়। যারা বিচক্ষণ এবং মানবিক তাঁরা সোনাগাজীর বিপক্ষে যাবে না কখনো।

মন্তব্য ৪৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


ঠাকুর মাহমুদের পোস্টে উনার কমেন্ট দেখে ভালো লেগেছিলো,পার্টিতে আমাকে দাওয়াত দিয়েন।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ দাওয়াত পাবেন।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

নূর আলম হিরণ বলেছেন: উনার কমেন্ট ব্যান মুক্তি ভালো খবর ব্লগারদের জন্য।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: ইয়েস। বাট কতিপয় ব্লগার উনার মন্তব্য গুলোকে মারাত্মক ভয় পায়। কারন উনি মুখের উপর সত্যটা বলে দেন।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

বাকপ্রবাস বলেছেন: শুনে খুশি হলাম। প্রাণবন্ত হয়ে উঠুক ব্লগ

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী/সোনাগাজীর মতোন ব্লগার যতদিন ব্লগে থাকবে ততদিন ব্লগ প্রানবন্ত থাকবেই।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অধিকারের কথা বলে পোষ্ট দেয়াায়, আপনাকে অনেকবার 'জেনারেল' হতে হয়েছিলেো, আমি কৃতজ্ঞ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: একজন ব্লগারের প্রতি অন্য একজন ব্লগার ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করাটাই স্বাভাবিক। আমি সেটাই করেছি। এজন্য যদি আমাকে' 'জেনারেল' হতে হয়, তবু দুঃখ নেই।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:



সকল ব্লগারদের ধন্যবাদ, সবাই আমার পক্ষে মন্তব্য করেছেন, অনেকেই পোষ্ট দিয়েছন, প্রতিবাদ করেছেন; বিশেষ করে, ব্লগার গোফরান, সত্যপথিক, কলাবাগান১, মহাজাগতিক ও আরো অনেকেই পোষ্ট দিয়েছেন অনেকবার। আমি সবার সন্মান রক্ষা করে ব্লগিং করবো।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: আপনাকে সামুর বেশির ভাগ ব্লগার ভালোবাসেন।

'অমি রহমান পিয়াল' থেকে শুরু করে আরিফ জেবতিকসহ বেশ কিছু ব্লগার- ব্লগিং করতে এসে আপনার কাছে ধরাশায়ী হয়েছেন। তাঁরা মিথ্যা বলে পার পায়নি। মুক্তিযোদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যার ঝাল বুনতে পারেনি। আপনি সেই সময় গুলোতে খুব ফাইট দিয়েছেন একাই। আপনি সত্য প্রতিষ্ঠার জন্য ব্লগে বহুবার ফাইট দিয়েছেন। বহু লোক আপনার গলা টিপে ধরতে চেয়েছিলো। কিন্তু আপনি সোচ্চার ছিলেন। সেসব ইতিহাস নতুন ব্লগারেরা কিছুই জানে না।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০

ঢাবিয়ান বলেছেন: ভুল ধারনার মধ্যে থাকবেন না। ব্লগার চাঁদগাজী/সোনাগাজী কমেন্ট ব্যান থেকে মুক্তি আপনাদের কারনে পায়নি। উনি মুক্ত হয়েছেন সম্পুর্ন উনার কারনেই যেটা কা_ভা তার পোস্টে ক্লিয়ার করে বলেছেন। দয়াকরে ব্লগার চাঁদগাজী/সোনাগাজীর স্বাভাবিক ব্লগিং আপনাদের তেলবাজি দ্বারা প্রভাবিত করার চেষ্টা করবেন না। উনাকে উনার স্টাইলেই ব্লগিং করতে দিন।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: আমরা যারা চাঁদগাজীকে ভালোবাসি তাঁরা একবারও বলি নাই- উনি আমাদের জন্য কমেন্ট ব্যান থেকে মুক্ত হয়েছেন।
জনাব, আপনি ভুল ধারনা নিয়ে থাকবেন না।

কাভা ভাই ব্লগ নীতিমালার মধ্য থেকেই যারা করার করবেন। এটা তো স্বাভাবিক।
তেলবাজি নয় ভাইসাহেব। এটা ভালোবাসা। স্বার্থবিহীন ভালোবাসা।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর কমেন্ট ব্যান মুক্তি ভালো খবর

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: সহমত।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

কাঁউটাল বলেছেন: প্রিয় ব্লগার সকল, পুনরায় গাজি সাহেবের অযাচিত, পিছলা, ইরিটেটিং এবং ডিসরাপ্টিভ কমেন্ট বৃষ্টির জন্য মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করুন।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: আপনি আবার এসেছেন!!!
আপনি আসবেন যাবেন। উনি থেকে যাবেন। এই হচ্ছে প্রার্থক্য।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

কামাল১৮ বলেছেন:
সবারে বাসের ভালো নইলে মনের কালো ঘুচবে না রে।
আছে তোর যাহা ভালো,ফুলের মতো দে সবারে।
অতুলপ্রসাদ

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উনি একজন ফাইটার। একজন নরম মনের মানুষও।

আপনি ভালো থাকুন, এই কামনা করি, রাজীব ভাই।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনিও পরিবার নিয়ে ভালো থাকুন। আনন্দে থাকুন। জয় বাংলা।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০২

সোনাগাজী বলেছেন:


@কাঁউটাল ,

অনেক অনেক মালটিনিকের পিতা আপনি; কোন পোষ্টতো লিখতে জানেন না, আমি কমেন্ট করবো কোথায়?

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: কাউটাল বেলাইনে গেলেই মডারেটর যথাসময়ে থামিয়ে দেবেন।
নিশ্চিন্ত থাকুন।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৫

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: ভালো খবর

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সাথেই থাকুন।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: দেখা যাক এবার কতদিন টিকতে পারেন =p~ =p~ B-)

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে ব্লগ ওপেন হওয়ার পর থেকেই উনি ব্লগে আছেন। অনেকে ঝরে গেছে। উনি আছেন, থাকবেন।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫০

ডঃ এম এ আলী বলেছেন:


ব্লগের মন্তব্য খরা এখন কিছুটা কমবে বলে ধারনা করি ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: উনি শুধু মন্তব্যই করেন না, পথও দেখান।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৩

জগতারন বলেছেন:
এ বার চাঁদ গাজী নিকটি ফেরত পেলেই আমরা মহা খুশি !!!

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: একদম আমার মনের কথাটি বলেছেন।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৭

জগতারন বলেছেন:
@কাঁউটাল

আপনি এ বার এখান থেকে দূরে থাকুন অথবা বিদায় হউন।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: উনার ব্লগে একটাই কাজ। চাদগাজী/সোনাগাজীকে অপদস্ত করা।
উনি বোকা। উনি জানেন না সূর্যকে দাবিয়ে রাখা যায় না।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩০

জ্যাকেল বলেছেন: আপনার ওস্তাদকে বলবেন নেক্সট টাইম খিয়াল কইরা কমেন্ট করতে। কমেন্টে যেন অপ্রাসংগিক-অহেতুক ব্যাক্তি আক্রমণ না থাকে, সমালোচনা যেন থাকে। আমিও চাই অনি ব্লগিং করুক তবে সুস্থ ব্লগিং।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: জ্বী আচ্ছা।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে ব্লগ ওপেন হওয়ার পর থেকেই উনি ব্লগে আছেন। অনেকে ঝরে গেছে। উনি আছেন, থাকবেন।

আপনার বক্তব্য পরিষ্কার নয়। "বাংলাদেশে ব্লগ ওপেন হওয়ার পর" বলতে কি বোঝাতে চাইলেন বুঝতে পারিনি। আর প্রকৃতির নিয়মে কেউ-ই চিরকাল থাকবে না। অবশ্য বুঝতে পারছি আপনি বেশ উচ্ছ্বসিত।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে যখন ''বাংলা ব্লগ'' গুলো যাত্রা শুরু হয়, তখন থেকেই উনি ব্লগিং করছেন। এবার বুঝতে পেরেছেন?

হ্যাঁ দুনিয়াতে কেউ চিতকাল বেঁচে থাকে না। যে কেই যে কোনো সময় মরে যেতে পারে। আমি মৃত্যুর কথা বলিনি। বলেছি উনি আমৃত্যু ব্লগিং করে যাবেন।
আপনি বুদ্ধিমান মানুষ। আমার সহজ মন্তব্যটা আপনার বুঝার কথা।

উচ্ছ্বসিত। হ্যাঁ আমি আজ উচ্ছ্বসিত। এর চমৎকার একটা কারন আছে।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে যখন ''বাংলা ব্লগ'' গুলো যাত্রা শুরু হয়, তখন থেকেই উনি ব্লগিং করছেন। এবার বুঝতে পেরেছেন?

ভুল না জেনে থাকলে সামুর যাত্রা খুব সম্ভবত ২০০৪/২০০৫ থেকে। আমি ২০০৬ থেকেই আছি, সে সময় কোন "গাজী"-নিক কে দেখেছি বলে মনে পড়ছে না। অবশ্য আমার চেয়ে কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন। উনি আমৃত্যু ব্লগিং করবেন কি না তা জানি না তবে এটা জানি "হি গাট রাফ রোড এ্যাহেড" =p~ =p~ অবশ্য মন্তব্য নিয়ন্ত্রনে রাখতে পারলে "স্মুথ রাইড" -ও হতে পারে। পুরো ব্যাপারটাই তার হাতে।

বুদ্ধিমান কি না জানি না, তবে বুঝতে পেরেছি ঠিকই। তদুপরি মন্তব্য করার আরেকটা কারণ হলো, "আই ওয়াজ পুলিং ইউর লেগস"। =p~ =p~

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: সে সময় চাঁদগাজী ''আমার ব্লগ'' নামে একটা ব্লগে ছিলেন। দাপটের সাথে ব্লগিং করে গেছেন।
যিনি ব্লগ ভালোবাসেন তিনি সব সময় ব্লগিং করবেন, এটা তো সহজ হিসাব।
চাঁদগাজীর মন্তব্য গুলো গুরুত্বপূর্ন।

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই ব্লগিং করুক এটাই কাম্য; সবাই সকলে অধিকার সম্পকে সচেতন থাকলে কোন সমস্যা হবেনা।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: রাইট।

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৭

সোনাগাজী বলেছেন:



সবাইকে ধন্যবাদ।

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: গুড নিউজ।
মতের অমিল ওনার সঙ্গে আমার বিস্তর তবুও বলবো কমেন্ট এবার থেকে আরও সাবধানী এবং অন্যের প্রতি সৌজন্যশীল হয়ে নিজেই নিজের ব্লগিংকে অবরূদ্ধ করে তুলবেন না এই আশা করবো।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
তবে আমি আপনাকে বলতে চাই- কেউ কিছু বললেই সাথে সাথে বিশ্বাস করবেন না। প্লীজ।

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই,

বর্তমানের অস্থিতিশীল সামাজিক পরিবেশ ও স্বার্থের দ্বন্দ্বে মানুষে মানুষে যে চরম বৈপরীত্য ও ভালবাসাহীনতা এবং একে অন্যকে ছোট করার যে জোয়ার আমাদের চলছে মাঝে ,তার ভিতরে সোনাগাজী ভাইয়ের প্রতি আপনার এ নিঃস্বার্থ ভালবাসা,তাকে বড় করে তুলে ধরা ও তার প্রতি আপনার এ শর্তহীন সমর্থন প্রশংসার দাবীদার। যা এখন দেখাই যায়না আমাদের সমাজে। এখন আমরা কেউ কারো প্রশংসা করতে পারিনা প্রাণ খুলে কিংবা ভালকে ভালো ও মন্দকে মন্দ বলতেও আমাদের মাঝে দ্বিধা কাজ করে । এর মাঝে আপনার এ লেখা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অন্যকে ভাল বলতে হলে আগে নিজে ভাল হতে হয় এবং নিজের মাঝে কিছু ভাল গুনাবলীও জরূরী।

অনেক অনেক ভাললাগা রইলো রাজীব ভাই আপনার প্রতি এবং নিষেধাজ্ঞা মুক্তি উপলক্ষে সোনাগাজী ভাইয়ের প্রতি রইলো শুভেচছা।

আশা করবো, সোনাগাজী ভাই আপনার এ নিঃস্বার্থ ভালবাসা ও বাকী সব ব্লগারদের সমর্থনের প্রতিদান দিতে সচেষ্ঠ থাকবেন ব্লগের নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্লগিংয়ের মাধ্যমে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর মন্তব্য করেছেন।
ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন। জীবন হোক আনন্দময়।

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

নীল আকাশ বলেছেন: ব্লগে হা হা রিয়াক্ট দেওয়ার সুযোগ থাকা উচিৎ।
"চাঁদগাজী/সোনাগাজী কমেন্ট ব্যান মুক্ত হওয়ায় আজ সমস্ত ব্লগার খুশি।"
বুঝাই যাচ্ছে মধ্যরাতে ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখেছেন।
ব্লগে এইসব পাগল ছাগল ব্লগার নামের কলংকজনক মানুষের জন্যই আসা প্রায় বন্ধ করে দিয়েছি।
এদের জন্য গোয়াল ঘর হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। এদের এখানেই মানায়!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: আপনার ভয়ানক সমস্যা আছে। জ্ঞান অর্জন করুণ সমস্যা কেটে যাবে।

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

চেয়ারম্যান সাব বলেছেন:




গাজী মামু জিন্দাবাদ।
এই মাসের ডলার পাডাইছে?

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: মানুষ হও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.