নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
এই মুহুর্তে আমি আমার অফিসে। সকালে যখন বাসা থেকে বের হই, তখন তুমি এবং তোমার মা ঘুমে। গভীর ঘুমে। আমার ইচ্ছা করে সারাদিন তোমার সাথে থাকি। কিন্তু বাসায় ফিরতে ফিরতে আমার রাত হয়ে যায়। অবশ্য আমার জন্য তুমি জেগে বসে থাকো। আমি ঘরে পা দেওয়ার সাথে সাথে তুমি চিৎকার করে এসে আমায় জড়িয়ে ধরো। উচ্ছ্বাস প্রকাশ করো। বড় ভালো লাগে। কিন্তু তখন তোমার ঘুমের সময়। কিন্তু তুমি ঘুমাতে চাও না। তাই আমাকে বলো, বাবা ভাত খেয়ে পেট ভরেনি।একটু জায়গা খালি আছে। অর্থ্যাত তুমি চাও আমি তোমাকে ভাত খাইয়ে দেই। আমি তোমাকে নিয়ে ডিনার করতে বসি। তখন তুমি সারাদিন কি কি করলে সেই গল্প বলতে শুরু করো। পাকনা পাকনা কথা বলো।
ফারাজা তাবাসসুম খান-
আজকে ৮ রোজা। সেদিন আমরা শপিং করতে গিয়েছিলাম। তোমার মা তোমার জন্য একটা সুন্দর জামা কিনলো। কিন্তু সেই জামাটা আমার পছন্দ হয়নি। তারপর আমি একটা জামা কিনলাম তোমার জন্য। সেটা আবার তোমার মায়ের পছন্দ হয়নি। তোমার জন্য দুটা জামা কেনা হলো কিন্তু তোমার একটাও পছন্দ হয়নি। শেষে তুমি নিজে একটা জামা পছন্দ করলে। সেই জামাটাও কেনা হলো। অলরেডি তোমার তিনটা জামা হয়ে গেলো। এদিকে তোমার খালা বৈশাখের জন্য তোমার জন্য শাড়ি, চুড়ি আর আলতা কিনে পাঠিয়েছে। আমি নিশ্চিত শাড়িতে তোমাকে দারুন লাগবে। জীবনের প্রথম তুমি শাড়ি পরবে। তোমার মা এখন বিয়ের অনুষ্ঠান ছাড়া শাড়ি পড়ে না। ইদানিং তোমার মা হিজাব পড়তে শুরু করেছে।
প্রিয় ফারাজা তাবাসসুম খান
কয়েকদিন আগে তুমি তোমার নানা বাড়ি গেলে। আমি তোমাকে দেখতে গেলাম। তোমার বড় মামা তোমার নাম রেখেছেন হানিত্রা। খেয়াল করে দেখলাম, তোমার নানা বাড়ির সবাই তোমাকে 'হানিত্রা' বলেই ডাকে। অথচ তোমার নাম ফারাজা। ডাক নাই ফাইহা। তোমার নানা বাড়ির কেউ তোমাকে ফারাজা বা ফাইহা নামে ডাকে না। খুব শ্রীঘই তোমার জন্ম নিবন্ধন করবো। সেখানে কিন্তু তোমার নাম হানিত্রা দেবো না। ফারাজা দিবো। ফারাজা নামটা কিন্তু সুন্দর। অন্তত আমার কাছে ভালো লাগে। আমার নাম রেখেছেন আমার দাদা। তোমার নাম রেখেছেন তোমার বড় চাচা। সেদিন তোমার নানা বাড়ি ইফতার করেছি। মাশকুরা পিয়াজু বানিয়ে ছিলো। সত্য কথা বলি, এমন শক্ত পিয়াজু আমি জীবনে খাই নাই।
প্রিয় কন্যা আমার, এবার অন্য প্রসঙ্গে কথা বলি-
গাজাবাসী ভালো নেই। ফিলিস্তিন ধ্বংসের দ্বার প্রান্তে। অবস্থা যা দাড়াচ্ছে- গাজাবাসী না খেয়ে মরবে। এখন গাজাবাসীকে বাচানোর জন্য প্রয়োজন খাদ্য ও যুদ্ধ বিরতি। নইলে অবস্থা ভয়াবহ হবে। এদিকে রাশিয়ায় নির্বাচন হলো। ক্ষমতায় এলো আবারও পুতিন। পুতিন মানুষ সুবিধার না। সে পুরো বিশ্বের ক্ষতি করে ফেলবে। এদিকে নভেম্বরে আমেরিকায় নির্বাচন হবে। ট্রাম্প ক্ষমতায় আসার সম্ভবনা আছে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে কিম আর পুতিনের সাথে হাত মিলাবে। তিনজন মিলে বিশ্বের বারোটা বাজাবে। চলতি মাসেই রাশিয়া ইউক্রেনে বড় ধরনের কোনো আক্রমন করবে। রাশিয়াকে গোপনে গোলাবারুদ দিচ্ছে দক্ষিন কোরিয়া। অর্থ্যাত কিম। কিম তো পুতিনের বন্ধু। সব দুষ্ট লোকেরা একসাথে মিলে যায়।
ফারাজা তাবাসসুম খান,
'অন্তর্লীনা' নামে একটা বই আছে। লেখক- নারায়ণ সান্যাল। সুন্দর একটা বই। তুমি বড় হয়ে বইটা অবশ্যই পড়বে। তোমাকে প্রচুর পড়তে হবে। পড়ার চেয়ে আর জানার চেয়ে আনন্দ আর কিছুতে নেই। বই হচ্ছে মানুষের সবচেয়ে ভালো বন্ধ। অযথা আড্ডা দেওয়ার চেয়ে বই পড়া অনেক ভালো। অকারণে এবং ফালতু কাজে সময় নষ্ট না করে বই পড়বে। যতই ব্যস্ত থাকো প্রতিদিন কয়েক পাতা হলেও পড়বে। 'আরণ্যক' নামে একটা বই আছে। আমার খুবই পছন্দের একটা বই। লেখক বিভূতিভুষন। দারুন লেখক। শরৎচন্দের 'দত্তা' বইটা আমার ভীষন পছন্দের একটা বই। আমার পছন্দের বই গুলোর একটা তালিকা আমি তৈরি করেছি। সে বই গুলো তুমি পড়বে। আমার পছন্দের বই গুলো পড়ে শেষ করতে তোমার ১৫ থেকে ২০ বছর লাগবে।
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: মেয়েটা অনেক বড় হোক
বিশ্বময় নাম ছড়াক!
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি নিশ্চিত আপনারা খুব তাড়াতাড়ি হিজাবী পরিবার হয়ে যাবেন।
আর আপনি হবেন হাজী সাহেব।
নারীরাই পুরুষদেরকে হুজুর বানায়।
সুতরাং আপনিই বা বাদ যাবেন কেন?
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: বড় ভাই, এই চিনলেন আমাকে???
অত্যন্ত দুঃখজনক।
৪| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৮
সোনাগাজী বলেছেন:
আপনার অফিস কত দুরে?
১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: সিএনজিতে ৩৫০ টাকা ভাড়া। বাসে ৫০/৬০ টাকা।
৫| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফারাজা মামনির জন্যে অনেক অনেক শুভকামনা।
রাশিয়াকে দক্ষিণ কোরিয়া অস্ত্র দিচ্ছে না। দিচ্ছে, উত্তর কোরিয়া।
২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: হ্যা উত্তর কোরিয়া হবে।
ধন্যবাদ আপনাকে।
৬| ১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলা ভাষায় অনেক সুন্দর সুন্দর শব্দ আছে ।
এইসব শব্দগুলো থেকে যে কোনো একটা বের করে এনে নাম রাখা খুবই সম্ভব ।
অথচ আমাদের দেশের মোমিন মুসলমানেরা আরবি শব্দ নিয়ে ঝাঁপিয়ে পড়ে ।
এটা খুবই বাজে একটা কাজ
২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: সহমত।
৭| ১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
এম ডি মুসা বলেছেন: সুন্দর লাগছে আপনার মামনি কে।
২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৩
কামাল১৮ বলেছেন: ৩৫০ টাকা ভাড়া বলে, দূরত্ব বোঝা যায় না।কি:মিটারে বলুন।মেয়েকে নিয়ে ভালোই ঘুরে বেড়ান।
২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: দূরত্ব কত কিমিঃ সেটা সঠিক জানি না।
হ্যা সময় পেলেই মেয়েকে নিয়ে ঘুরতে বের হই।
৯| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
-চাকুরি করছেন? নাকি ব্যবসা?
২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: চাকরী।
১০| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৫০
ধুলো মেঘ বলেছেন: পনার নাচুনে ভাবী হিজাব ধরায় ব্লগে এসে এত দুঃখ করলেন, আর এখন?
২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: থামলে ভালো লাগে।
১১| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৫১
ধুলো মেঘ বলেছেন: আমার মেয়ে পাকনামি করে শাড়ি পরলে আআর ভালো লাগেনা। মনে হয়, মেয়ে বড় হয়ে যাচ্ছে - হস্তান্তর করতে হবে।
২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: না আমি এরকমটা ভাবি না।
১২| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমিও আমার অনাগত সন্তানের জন্য বইয়ের লিস্ট করে রাখছি, বুকশেলফে বই সাজিয়ে রাখছি। বই পড়ার অভ্যাস অবশ্যই করাব।
আপনার এই খোলা চিঠি পড়ে মনে হলো, আমিও নিয়মিত এমন চিঠি লিখব সন্তানকে।
ফারাজা সুন্দর নাম। হানিত্রা নাম প্রথম শুনলাম। মামনির জন্য অনেক ভালোবাসা৷
২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২০
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কন্যার জন্য শুভকামনা ...।