নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেশে ইসলামি আইন প্রতিষ্ঠা করা জরুরী?

০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০২



বিশ্ব ইসলামের নিয়মে চলছে না।
এমনকি আমাদের দেশও ইসলামের নিয়মে চলছে না। দেশ চলিছে সংবিধান অনুযায়ী। ধর্মের নিয়ম কানুন মেনে চললে পুরো দেশ পিছিয়ে যাবে। ধর্ম যেই সময় (সামন্ত যুগে) সৃষ্টি হয়, তখন মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিলো না। এবং যে বা যারা ধর্ম তৈরি করেছে তারা নির্বোধ ও মগজহীন। ইসলাম ধর্ম আসে আরব থেকে। সেই সময় আরবে ছিলো গজব অবস্থা। পুরো আরব ছিলো কুসংস্কারে আচ্ছন্ন। ১৪ শ বছর আগের নির্বোধদের তৈরি কিরা নিয়মে দেশ বা বিশ্ব চলতে পারে না। সহজ হিসাব। মানুষ হবে আধুনিক। মানবিক এবং হৃদয়বান। ধার্মিক হয়ে দেশ বা সমাজের লাভ কি? হতে হবে মুক্তমনা।

সবাই টাকার জন্য জীবন দেয় না।
যাদের টাকা নেই তারাই সারাদিন টাকা টাকা করে। মূলত লোভ জিনিসটা খারাপ। লোভ থেকেই সব সমস্যার শুরু। লোভ মানুষকে অন্ধ করে দেয়। বিবেক হয়ে যায় বধির। তখন মানুষ টাকার জন্য একের পর এক অন্যায় করে যায়। প্রয়োজনের চেয়ে বেশি টাকা মানুষ আয় করে। সে জানে তার সুন্দর ভাবে খেয়েপড়ে বেচে থাকার জন্য এত এত টাকার প্রয়োজন নেই। তবু সে টাকা ইনকাম করে যায় সৎ-অসৎ পথে। বেশির ভাগ মানুষ লোভকে পরাজিত করতে পারে না। মানুষ যদি নিজের বিবেকটাকে জাগ্রত রাখতে পারে তাহলে সমস্ত অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে পারে। নামাজ পড়তে পড়তে কপালে স্থায়ী কালো দাগ করে ফেললে লাভ কি?

দেশে যখন অন্যায়, অত্যাচার, মন্দ কাজ আর দূর্নীতি বেড়ে যায়-
তখন দেখবেন মসজিদ আর মন্দিরে লোকজনের সংখ্যা বেড়ে যায়। সমস্ত দূর্নীতিবাজ লোকেরা নিজের অপকর্ম আড়াল করার জন্য ধর্মে গিয়ে আশ্রয় নেয়। ধর্ম মূলত আফিম। একটা খোলস। যুগ যুগ ধরে ধর্ম মানুষের কোনো উপকার করতে পারেনি। আজকের আধুনিক বিশ্ব তৈরি করেছে মানুষ। সেই গুহা থেকে বের হয়ে মানুষ অক্লান্ত পরিশ্রম করে আজকের বিশ্ব সাজিয়েছে। আকাশ থেকে ফেরেশতা নেমে গাড়ি, বাড়ি ইন্টারনেট, উড়োজাহাজ, মোবাইল ইত্যাদি আবিষ্কার করে দিয়ে যায়নি। ধর্ম ব্যবসা দারুণ মজার ব্যবসা। পুজি ছাড়া ব্যবসা। ধর্মের কারণে সেই সামন্ত যুগ থেকে আজও মানুষকে হত্যা করা হচ্ছে। ধর্ম না থাকলে পৃথিবীটা অনেক বেশি আনন্দময় হতো। বিশ্বে মুসলিম দেশ গুলো ভালো নেই। ধর্মহীন দেশ গুলো আজ উন্নত। এবং মানবিক।

লোকজন ভিতরে ভিতরে ঠিকই জানে ধর্ম ধর্ম করে কোনো লাভ নাই।
ধর্ম তাকে কোনো বিপদআপদ রক্ষা করবে না। ধর্মের আছে শুধু মুখভরা বুলি। মৃত্যুর পর তোমাকে হেন দেওয়া হবে, তেন দেওয়া হবে, আরাম আর আরাম। হাবিজাবি লজিকহীন অনেক কথা। মানুষ জানে, মানুষ বুঝে গেছে মুখের কথায় চিড়া ভিজে না। ১৪ শ বছর আগের রুপকথাতে মানুষ বিশ্বাস করে না। এখন বিজ্ঞানের যুগ। টেকনোলজির যুগ। এই যুগে শিক্ষিত ও রুচিশীল মানুষেরা ধর্মের রুপকথা বিশ্বাস করে না। বিজ্ঞান ধর্মকে কোনঠাসা করে ফেলেছে। পুরো কোরআন মুখস্ত করলে কোনো লাভ নাই। আপনাকে জানতে হবে বিজ্ঞান, ফাইন্যান্স, ফিজিক্স, অংক আর কেমিস্ট্রি। কোরানে হাফেজরা সমাজের জন্য বোঝা।

মানব জীবন একটাই।
তাই একজীবনে মানুষ অনেক কিছু করতে চায়। বর্তমান যুগের মানুষ মৃত্যুর পর কি হবে সেটা নিয়ে চিন্তিত নয়। তারা জীবিত থাকতেই পৃথিবীর রুপ রস গন্ধ সমস্ত কিছু উপভোগ করে নিতে চায়। ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করে মানুষ তাদের বর্তমান সময়টা নষ্ট করতে চায় না। মানুষের দরকার কাজ, মানুষের দরকার টাকা। ধর্মের বুলি মানুষকে আজ সন্তুষ্ট করতে পারছে না। আধুনিক বিশ্বকে বুঝতে হলে চাই জ্ঞান। চাই পড়াশোনা। বিশ্ব কোথায় এগিয়ে গেছে সে সম্পর্কে ধার্মিকদের কোনো ধারণা নেই। ধার্মিকদের কর্মকাণ্ড বড়ই হাস্যকর। এরা ওজু করতে গিয়ে বেসিনের উপর পা তুলে দেয়। এরা প্রস্বাব করে সকলের সামনে নুনু ঘষতেই থাকে। এরা শুক্রবার রাস্তা বন্ধ করে উঠবস করে। সমাজকে কি করে এগিয়ে নিতে হবে তা ধার্মিকরা জানে না।

আমাদের দেশে ইসলামি আইন প্রতিষ্ঠিত হলে কি হবে?
খুন, ধর্ষণ, চুরী, দূর্নীতি বন্ধ হয়ে যাবে? দেশে ভিক্ষুকদের ভিক্ষা চাওয়া বন্ধ হয়ে যাবে? দরিদ্র অসহায় মানুষদের রাস্তায় ঘুমানো বন্ধ হয়ে যাবে? মন্দির ভেঙে দেওয়া বন্ধ হয়ে যাবে? সরকারি হাসপাতালে থেকে দালাল দূর হবে? দরিদ্র পিতামাতার সন্তানরা স্কুলে ভরতি হওয়ার সুযোগ পাবে? গরীব মানুষেরা চিকিৎসা পাবে? নারীরা নির্ভয়ে চলাচল করতে পারবে? জিনিসপত্রের দাম কমে যাবে? দেশে বেকার কমে যাবে? গার্মেন্টসের মেয়েরা ন্যায্য সেলারি পাবে? চাদাবাজী বন্ধ হবে? পরকীয়া বন্ধ হবে? ফুটপাত দখল মুক্ত হবে? চাটুকারিতা আর দালালি বন্ধ হবে? গরীবেরা তিনবেলা পেট ভরে খেতে পারবে? এসব কিছুই হবে না। তাহলে মানুষ দেশে ইসলামি আইন কেন প্রতিষ্ঠিত করবে? ইসলামি আইন হলে দেশে গজব অবস্থা হবে। দেশ হয়ে যাবে আফগান। নারীরা পড়বে মহা বিপদে। কাজেই দেশে ইসলামি আইন হওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১২

সৈয়দ কুতুব বলেছেন: মুসলমান রা আমেরিকায় ভালো আছে নাকি আফগানিস্তানে ভালো আছে? আপনার প্রশ্নের উত্তর এর মাঝেই রয়েছে।

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: দুখজনক।

২| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫১

সাইফুলসাইফসাই বলেছেন: তাহলে আপনি সমাধান দিন প্রিজ।

৩| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫১

মেঘনা বলেছেন: অধিকাংশ বাংলাদেশিরা যদি,- বাংলাদেশকে বাংলাস্থান বানাতে চায়...

তাহলে কী হবে ?

৪| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৫৮

ধোয়াটে বলেছেন: আপনি এমন একটা বিষয় নিয়ে এ্যাত সাবলীলভাবে যা বলে গেলেন তা হজম করা ডিফিকাল্ট। ধর্ম বাদ দিলে বোধ করি পৃথিবীটা অনেক সংঘাত থেকে বাঁচতো; কিন্তু পলিটিশিয়ানরা ধর্মকে বাঁচিয়ে রাখবে তাদের স্বার্থে, বিভেদ বিভাজন আর ঘৃণার রাজনিতী চাউর করে ক্ষমতার মসনদে বসার জন্য।

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কায়েম তো হয়েই গেছে।

৬| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫২

কামাল১৮ বলেছেন: যাঁদের টাকা আছে তারাই সারাদিন টাকা টাকা করে।তারা টাকার জন্য দুনিয়ার সব আপকর্ম করতে পারে এবং করে বেড়াচ্ছে।এমন অপকর্ম নাই যা তারা করছে না।

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: নীতিবোধ বলতে কিছু নেইএকজন মানুষের বেচে থাকতে খুব বেশি টাকা লাগা না। টাকার প্রতি কোনো লোভ আমার নেই।

৭| ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৪

আমি নই বলেছেন: কারো কিছু হোক বা না হোক ইসলাম বিদ্বেষীরা ঝামেলায় পরে যেতে পারে।

যারা ইসলাম পন্থি তারা চাইতেই পারেন, আপনার পছন্দ না হলে তাদের ভোট দিবেন না।

যেই সমস্যা গুলোর কথা বললেন সেগুলা ইসলাম বিরোধিরা ক্ষমতায় আসলে বা থাকলে সমাধান হবে, বা আপনাকে ক্ষমতায় বসালে সমাধান করতে পারবেন? পারবেন না। সুতরাং আজাইরা চিন্তা না করে দেশের মানুষে ইচ্ছার মুল্য দিতে শেখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.