নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আওয়ামী লীগ ও বিএনপি এর মধ্যে কোনো পার্থক্য নাই।
দু'দল একই রকম। তাদের কর্মকাণ্ডও এক। তারা ক্ষমতায় আসবে ইচ্ছে মতো দূর্নীতি করবে। বিরোধী দলকে দৌড়ের উপর রাখবে। আওয়ামী লীগ সব কিছুর শুরুতে শেখ মুজিবের নাম নিবে। আর বিএনপি নাম নিবে জিয়ার। দুই দল'ই দক্ষতার সাথে অনেক নব্য ধনী সৃষ্টি করে। দুই দলের নেতা গুলোই মগজহীন। তারা শুধু পারে দূর্নীতি করতে। মিথ্যা বলতে। দুই দলের নামটাই শুধু ভিন্ন, কিন্তু তাদের কর্মকাণ্ড সব এক। পথ থেকে উঠে আসা ফালু, কালু মালু আজ সীমাহীন টাকা। তাদের ১৪ গোষ্ঠী আজ বিলাসিতা পূর্ন জীবন যাপন করছে। আওয়ামী লীগেরও এমন লোকের অভাব নেই।
আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ।
এরা যেন জমজ দুই ভাই। এই দুই দলের সবচেয়ে বেশি মিল দূর্নীতিতে। দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর হয়েছে। সবচেয়ে বেশি ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ। তারা দূর্নীতি বেশি করেছে। যে দলই ক্ষমতায় আসুক কয়েক হাজার নব্য ধনী সৃষ্টি করে। নতুন টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা আর নতুন নতুন ব্যবসায়ী তৈরি হয়। আসল যেই কাজ, সেটাই হয় না। দেশের উন্নতি। অবশ্য ওরা দেশের উন্নতি নিয়ে মাথা ঘামায় না। নিজেদের উন্নতি নিয়ে চিন্তিত। সেকেন্ড হোম নিয়ে চিন্তিত।
সব রাজনীতিবিদদের চরিত্র একই রকম।
সে হোক আওয়ামিলীগ বা বিএনপি। দেশ স্বাধীন হওয়ার পর এই দুই দলই তো দেশ চালিয়েছে। অবশ্য মাঝে এরশাদ সাহেব ছিলেন। ক্ষমতা হাতে পেলেই মানুষ বদলে যায়। সব নেতারা জানে বিপদ আসতে পারে। তাই তারা সেকেন্ড হোম প্রস্তুত করে রাখে। নেতারা দূর্নীতি করে। কেউ কেউ ধরা খায়। তারপর জামিনে বের হয়। এভাবেই চলছে দেশ। এই তো কিছুদিন আগে আওয়ামী লীগের কি করুন পরিনতি হলো। পুরো বিশ্ব হতবাক। বিএনপির কোমর ভেঙে গিয়েছিল, তারা এখন সোজা হয়ে দাঁড়িয়েছে। আশায় বুক বেধেছে।
আওয়ামিলীগ হচ্ছে মন্দের ভালো।
শেখ হাসিনার সবচেয়ে বড় কাজ হচ্ছে রাজাকারদের বিচার করেছে। তার বাবার খুনীদের বিচার করেছে। বিএনপি কোনোদিন রাজাকারদের বিচার করতো না। আর শেখ মুজিবের হত্যার বিচার করার প্রশ্নই আসে না। শেখ হাসিনার রাজনীতি হলো হিংসাত্মক। তার মধ্যে ঢুকে গিয়েছিল এই দেশ তার বাবার। অথচ ৭১ সালে অসংখ্য মানুষ দেশের জন্য প্রান দিয়েছিলেন। এই দেশ সবার। হাসিনার যা মন চায় তাই করে গেছেন। তিনি জনগনের মনের ভাষা বুঝেন নাই। জনগণের কথা ভাবেন নাই। এজন্যেই আজ তার এমন করুন পরিনতি। আওয়ামী লীগ থেকে শিক্ষা না নিলে বিএনপি বড় ভুল করবে।
এবার বিএনপি ক্ষমতায় আসলে নতুন কিছু দৈনিক পত্রিকা বের হবে।
নতুন কিছু টিভি চ্যানেল আসবে। নতুন ব্যবসায়ীর আগমন হবে। আর আওয়ামী লীগের দৈনিক পত্রিকা আর টিভি চ্যানেল বন্ধ হয়ে যাবে। এটাই আমাদের দেশের অলিখিত নিয়ম। অলরেডি আওয়ামী লীগের লোকজন গর্তে চলে গেছে। বিএনপি ক্ষমতায় আসার পর এক লাখ নব্য ধনী সৃষ্টি হবে। এরকম আওয়ামী লীগের আমলেও হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকমই চলছে। আমরা মেনে নিয়েছি, আমরা অভ্যস্ত হয়ে গেছি। তবে আশার কথা হচ্ছে পাপের শাস্তি পেতেই হয়। প্রকৃতি কাউকে ক্ষমা করে না।
আমাদের দেশে আজ পর্যন্ত জামায়াত দেশ পরিচালনা করে নাই।
এটা আমাদের অনেক বড় ভাগ্য। জামায়াত যেন কোনোদিন ক্ষমতায় না আসে। তাহলে দেশ আফগান হয়ে যাবে। বিশেষ করে নারীদের দুখ কষ্টের শেষ থাকবে না। ১৪ শ বছর আগের নিয়মে দেশ পরিচালনা করলে কি অবস্থা হবে বুঝুন! যাইহোক, যে দলই ক্ষমতায় আসুক, দেশের আহামরি কোনো পরিবর্তন হবে না। ফুটপাত দখল মুক্ত হবে না। সরকারি হাসপাতাল থেকে দালান দূর হবে না। দূর্নীতি বন্ধ হবে না। জিনিসপত্রের দাম কমবে না। অন্যায় অত্যাচার বন্ধ হবে না। খালেদা জিয়া, তারেক বুদ্ধিমান মানুষ নন। তাদের বুদ্ধিতে দেশ সামনে এগিয়ে যাবে না।
২| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৫৫
জি এইস মেহেদী বলেছেন: আওয়ামিলীগ বিএনপি তো সবাই চোর সেটা জনগণ জানে, কিন্তু আপনি জামায়াত কে তো চোর বললেন না কারণ কি ? মেইন কথায় আসি তাদের ১৯৭১ ইস্যু কি এখনো দমিয়ে রাখবে এখনো ট্যাগ দিবেন? আমেরিকা জাপান কে হামলা করার পরও তারা সবচেয়ে ভালো বন্ধু হয় কি করে, আসলে চিন্তা ভাবনা পরিবর্তন করুন,জামায়াতের রাজনীতি পলিসি আপনি কখনো পড়েন নাই, তারা আল্লাহ আইন চাই, সৎ মানুষের শাসন চাই, সৎ মানুষ একমাএ জামায়াতে আছে যেটা আপনি স্বীকার করছেন আপনার পোস্টে, যাই হোক আগামীতে রাজনীতি জামায়াতে ইসলামী সেরা ভুমিকা রাখবে, আপনার যদি দ্বিধা থাকে তাদের নিয়ে গবেষণা করেন, নাস্তিক এর পথ থেকে সরে এসে আস্তিক হন আগে তারপর রাজনীতি নিয়ে পোস্ট করেন, নতুন কোন বালের তত্ত্ব দিয়ে পৃথিবী শান্তিতে আছে? একমাএ কোরআন ছাড়া আপনি মডেল হতে পারবেন, কোরআন যদি বিশ্বাস না করে সুরা রাহমান পড়েন অনুবাদ সহ আসা করি ১৪০০ বছরের আগের কিতাব আপনার এখন এসে কেমনে প্রমাণিত হয় বুঝতে পারবেন অন্তত - হয়তো সামুতে লেখালেখি করতেছেন আর ভাবতেছেন আমি বাহবা পাচ্ছি মোটেও না, নাস্তিক কে আগে আস্তিক হতে হবে তারপর মানুষ তারপর ধর্ম, আপনার ধর্ম নাই মানে আপনার বিশ্বাস নাই আপনাকে কোন ধর্ম আশ্রয় দিবে না -
৩| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৫৬
আহরণ বলেছেন: বিরাট পার্থক্য। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের দল। প্রগতিশীল, আধুনিক, ধর্মনিরপেক্ষ এবং উন্নয়নমুখী দল। পক্ষান্তরে বিএনপি বলতে কিছু নেই। আছে বিএনপি-জামাত(two in one), স্বাধীনতার বিরোধী ধর্মান্ধ অপশক্তি। ধন্যবাদ ভাইয়া।
৪| ১১ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৪
কামাল১৮ বলেছেন: তৃতীয় বিশ্বের দেশগুলি এমন করেই খুড়িয়ে খুড়িয়ে হাটছে।
৫| ১১ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৪
নান্দাইলের ইউনুছ বলেছেন:
বাংলাদেশের সব দলই এন্টি আলীগ।
আলীগকে সব দলের হুমকি মোকাবেলা করে চলতে হয়।
৬| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:১৫
শিশির খান ১৪ বলেছেন: আমার মনে হয় এখন জামাতকে সুযোগ দেয়া উচিত দুই দলকে তো সুযোগ দিয়ে দেখলাম কোনো পরিবর্তন হয় না উলটা নিজেরা সিঙ্গাপুর দুবাইতে বাড়ি বানায়া বইসা থাকে । জামাত তো জোর করে মানুষের কাছ থেকে চাঁদা তুলে না টেন্ডারবাজি করে না ব্যাংক থেকে লোন নিয়ে মেরে দেয় না। জামাতকে একবার সুযোগ দিয়ে দেখা উচিত তারা কেমন দেশ পরিচালনা করে।বি এন পি র কাজ কারবার ভালো লাগছে না কথা বাত্রা উলটা পালটা বলে এই বার জামাতকে ভোট দিবো যা আছে কপালে
৭| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৬
ইফতেখার ভূইয়া বলেছেন: নীতিগতভাবে তেমন পার্থক্য চোখে পড়বে না, দুটো দলেই ব্যাপক চোরের সমাগম রয়েছে। দুর্নীতিতে এরা মাসতুতো ভাই। ধন্যবাদ।
৮| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৬
রবিন.হুড বলেছেন: তৃতীয় ধারার নতুন দল, বাড়াবে সবার মনোবলতৃতীয় ধারার নতুন দল, বাড়াবে সবার মনোবল
৯| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২
নান্দাইলের ইউনুছ বলেছেন:
ভাতিজা,
তোমার কি আদব লেহাজ বৈলা কিছু নাই নাকি। মানুষের কথার জবাব দাও না ক্যা?
আদব লেহাজ কিছু প্র্যাকটিছ করো।
১০| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩০
নান্দাইলের ইউনুছ বলেছেন:
ভাতিজা,
তুমি কি আম লীক করো নিকি? ৈএই সব বাদ্দাও। নৈল খবর আছে। আমার মিতা জান্লে তুমার খবর আছে।
১১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: কোন পার্থক্য নেই।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি বাংলাদেশের প্রথম কিংস পার্টি! এন্টি-আওয়ামী লীগ ; দলের অনেক নেতা মুক্তিযোদ্ধা থাকলেও ১৯৭১ সাল নিয়ে বলার জোর নাই।
আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা দেশীয় একমাত্র দল যার কাছে মানুষের অসংখ্য প্রত্যাশা ছিল।
জামায়ত ইসলামী বাংলাদেশের জন্মের বিরোধিতা করায় ইহা প্রতি কোনো ইমোশন কাজ করে না। ইহার জালিম নেতারা এখন ও গর্বের সাথে বলে বেড়ান পাকিস্তান সাথে থাকলে ভারত আমাদের ক্ষতি করতে পারতো না। বাংলাদেশ বার বার নতুন করে স্বাধীন হতে হত না।পাকিস্তানের অবস্থা এদের কে শঙ্কিত করে না।