নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিড়াল \'আপদ না বিপদ\'?

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩২



হুমায়ুন আহমেদের একটা বই আছে, 'বিপদ' নামে। পড়েছেন?
অথবা আপনি কি পুফি' বইটা পড়েছেন। দুটা বইতে বিড়ালের কথা বলা হয়েছে। বিড়াল সহজ জিনিস নয়। বিড়াল খামচি বা আচড় দিলে আপনাকে ইনজেকশন নিতে হবে। আমাদের নবীজি বিড়াল পছন্দ করেন। অনেক বাসায় দেখেছি বিড়াল পালে। কুকুর পোষার চেয়ে বিড়াল পালা ভালো। আমার এক ভাগ্নী কুকুর বিড়াল দুটাই পালে। ওদের ঘরে বাজে গন্ধ! ওদের বাসায় যাওয়া আমি ছেড়ে দিয়েছি। কুকুর বিড়াল নিয়ে ভাগ্নী মাঝে মাঝে আমাদের বাসায় আসে। খুব আহ্লাদ করে। আমার ইচ্ছে করে ভাগ্নীকে বাসা থেকে বের করে দেই। কিন্তু পারি না। ইদানিং ভাগ্নী রাস্তার কুকুরদের খাবার দেয়। এলাকায় সমস্ত কুকুর এখন ভাগ্নীর বাড়ির কাছে আস্তানা গেড়েছে। তোমার পশু প্রেম যে অন্যকে বিরক্ত করছে, সেটা কেন বুঝো না?

আমি কুকুর বিড়াল পছন্দ না করলেও একবার আমাদের বাসায় বিড়াল পালা হয়।
তখন আমার বয়স ১৬। একটা বিড়াল প্রতিদিন আমাদের বাসায় আসতো। ঠিক দুপুর এবং রাতের বেলা খাওয়ার সময় আসতো। এসে মিউ মিউ করতো। মা বিড়ালকে খাবার দিতো। একসময় বিড়ালটার ভয়ডর চলে গেলো। সে সরাসরি ঘরে ঢুকে যায়। সোফায় বসে টিভি দেখে। রান্নাঘরের আশপাশ দিয়ে ঘুরাঘুরি করে। যেন বাড়িটা তার নিজের। আমার ইচ্ছে করে বিড়ালটাকে লাথথি দিয়ে বাড়ি থেকে বের করে দেই। মার জন্য পারি না। আমি খেতে বসলেই বিড়ালটা পায়ের কাছে এসে মিউ মিউ করে। আমি ফিরেও তাকাই না।

শেষমেশ বিড়ালটা আমাদের বাড়িতে পুরোপুরি দাখিল হলো।
যথাসময়ে খাবার পাচ্ছে, ঘুমাতে পারছে, যত্ন আদরের কোনো ত্রুটি নেই। আমরাও বিড়ালটাকে মেনে নিলাম। থাকুক। কোনো সমস্যা তো করছে না। বিড়ালটা আমাকে পছন্দ করে না, এটা সে স্পষ্ট আমাকে বুঝিয়ে দেয়। দেখতে দেখতে বিড়ালটা বড় হয়ে গেলো। দেখতে বেশ মিষ্টি চেহারা। প্রতিদিন নিয়ম করে সে বাইরে যায়। বেশ ফুরফুরে মেজাজ তার। একদিন ঘটনা ঘটে গেলো! বিড়ালটা প্রেগন্যান্ট হয়ে গেলো। আমরা জানি না কোন বিড়াল এই কাজ করলো। আমি বাসার লোকজনদের বললাম, এবার আর বিড়ালটাকে বাসায় ঢুকতে দিবে না। নইলে ক'দিন পর বাচ্চা দিয়ে ঘর ভরে ফেলবে।

এখন বিড়ালটা নিয়মিত এক বাটি দুধ পায়।
ভালো খাবার দাবার পায়। দেখতে দেখতে বিড়ালের পেট ফুলে গেলো। বিড়াল এখন বাইরে যায় না। তার ঘরে শুয়ে বসে অলস সময় কাটায়। একদিন সকালে দেখি বিড়ালটা অনেক গুলো বাচ্চা জন্ম দিয়েছে। আমি দু:খিত বিড়ালটার নামটা ভুলে গিয়েছি। সম্ভবত মিনু বা এরকম কিছু একটা হবে। যাইহোক, ছোট ছোট বাচ্চা গুলোকে দেখতে ভালো লাগে। বাচ্চা গুলো বড় হলো। এরপর শুরু হলো যন্ত্রণা। বাচ্চা গুলো পুরো ঘর এলোমেলো করে দেয়। আমরা অনেক সহ্য করলাম। মা বিড়ালকে বললাম, তোমার বাচ্চাদের ঘর নোংরা করতে মানা করো। তোমাদের আশ্রয় দেওয়া হয়েছে, পুরো বাড়ি তোমাদের কাছে বিক্রি করে দেওয়া হয়নি। বিড়াল কি মানুষের কথা বুঝতে পারে? অন্তত ভালোবাসাটা পশু পাখি আর মানুষ সবাই টের পায়।

একদিন বিড়াল এবং তার ছানা গুলো বাইরে গেছে রোদ পোহাতে।
কে বা কারা বিড়াল ও তাদের বাচ্চাদের মেরে ফেলেছে অথবা বস্তায় করে দূরে কোথাও ফেলে দিয়েছে। আমরা চার ভাই, মা এবং বাবা মিলে রাস্তায় নেমে পড়লাম বিড়াল গুলোকে খুজতে। সারাদিন বিড়াল গুলোকে খুজলাম, কিন্তু পেলাম না। আমাদের বাসার সবার মন খারাপ। সে রাতে আমরা কেউ খেলাম না। পরের দিন আমরা বিড়ালের ছবি দিয়ে লিফলেট ছাপালাম। বিভিন্ন এলাকায় গিয়ে লিফলেট দিলাম, বিড়াল গুলো কেউ দেখেছে কিনা খোজ নিলাম। কোথাও খুজে পেলাম না। কোথাও না। মাইকিং করানো হলো। বিড়ালকে পাইয়ে দিলে পুরস্কার দেওয়া হবে এরকম কথাও বলা হলো। আমাদের বিড়ালটি তার বাচ্চা গুলোকে নিয়ে আর ফিরে এলো না।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৪

সাইফুলসাইফসাই বলেছেন: পড়লাম

২৪ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: আপনার অশেষ দয়া।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার বড় মেয়ে তার বিড়াল নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছে। তার বসার প্রিয় জায়গা আমার ল্যাপটপ।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: বিড়াল আপনার মেহমান। তার যত্ন করুন।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বিড়াল আমার অপছন্দের প্রাণী। দেখলেই বিরক্ত লাগে। মেজাজ খারাপ হয়।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: কুকুর বিড়াল কিছুই আমার পছন্দ নয়।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



লেখক বলেছেন: কুকুর বিড়াল কিছুই আমার পছন্দ নয়।

কুইত্তা বিলাই ভালা পান না ঠিক আছে। শুকুরকে ভালা পান???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.