|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রাজীব নুর
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
  
আমাদের দেশটা অনেক ছোট। জনসংখ্যা অনেক। 
দেশের বেশির ভাগ লোক দরিদ্র। এই দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হচ্ছে না। হবার কোনো লক্ষনও নেই। আমাদের দেশে অপশন দুটা, হয় আওয়ামী লীগ অথবা বিএনপি। যদি তুলনা করি কোন দলটা বেশি ভালো(?) তাহলে বিনা দ্বিধায় বলা যায় আওয়ামী লীগ। কারণ বিএনপির চেয়ে আওয়ামীলীগ দেশের জন্য কাজ বেশি করে। বিএনপি ক্ষমতায় ছিলো, তারা কি করেছে? কিছুই করে নাই। প্রতি বছর শুধু দূর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। চালচুলোহীন ফালু মালু কালুরা সীমাহীন টাকার মালিক হয়েছে। আওয়ামী লীগের আমলে একই ঘটনা। অহা মগা জগা সীমাহীন টাকার মালিক হয়েছে। স্বাধীনতার পর এরকম ভাবেই চলছে। আগামীতে যেই ক্ষমতায় আসুক, একই ঘটনা ঘটবে।
দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। 
ক্ষমতায় ছিলো, শেখ মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা আর খালেদা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জামাত শিবির অন্তত বাড়াবাড়ি করতে পারে না। গত পনের বছর জামাত শিবির গর্তে লুকিয়ে ছিলো। এখন হাসিনা নেই বলে, তারা চ্যাটাং চ্যাটাং করছে। মেয়েদের ফুটবল খেলতে দিচ্ছে না। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দিচ্ছে না। হাসিনা থাকলে তারা এত সাহস পেতো না। হাসিনা নেই, এই সুযোগে জেল থেকে সমস্ত আসামীরা ছাড়া পেয়ে গেছে। যারা বিদেশে পালিয়ে গিয়েছিল তারা বুক ফুলিয়ে দেশে ফিরেছে। মির্জা আব্বাসের ছোট ভাইও দেশে ফিরেছে। এদিকে বিএনপির আমলে যারা দূর্নীতি করেছিল তাদের কেউ কেউ এখন দুবাইতে ব্যবসা করছে। ৩২ তলার উপর রাজকীয় অফিস।
আওয়ামী লীগের লোকজন অনেক দূর্নীতি করেছে। 
আসলে হাসিনা বেশ কিছু অযোগ্য আর অদক্ষদের মন্ত্রী এমপি বানিয়েছেন। এটা তার অনেক বড় ভুল ছিল। আরেকটা বড় ভুল হলো ছাত্রলীগকে অফ না করা। আজকে আওয়ামীলীগের এই পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী ছাত্রলীগ। আওয়ামী লীগ হচ্ছে মন্দের ভালো। বিএনপির চেয়ে ভালো। দূর্নীতি করলেও দেশের উন্নয়ন করে। বিএনপি কোনোদিন পারতো না পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে। মাওয়া যাওয়ার রাস্তাটা কত না সুন্দর হয়েছে। ওই রাস্তায় গেলেই মন ভালো হয়ে যায়। এই দেশের জন্য হাসিনার অবদান অস্বীকার করার কোনো উপায় নাই। মেট্রোরেল হলো এক শান্তির নাম। এজন্য আমি সব সময় বলি, অন্যদল ক্ষমতায় এলে শুধু দূর্নীতি হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দূর্নীতি হলেও উন্নয়ন হয়। আমরা দেশের মানুষ সুস্থ ও সুন্দর ভাবে জীবন যাপন করতে চাই।
দেশে নির্বাচনটা হয়ে গেলেই, 
আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছেন তারা সবাই জামিনে ছাড়া পাবে। অতীতে বিএনপির দূর্নীতিবাজরাও নির্বাচনের পর ছাড়া পেয়েছিল। জামাত শিবিরের চেয়ে আওয়ামী লীগ ভালো, বিএনপি ভালো। এই দুই দল ছাড়া আমরা কাকে ভোট দিবো? ধরে নিলাম, আমাদের ৩০% লোক আওয়ামী লীগ সাপোর্ট করে, ৩০% বিএনপি সাপোর্ট করে। বাকি ৬০% নিরপেক্ষ লোক। এই ৬০% ই দেশের আসল জনগণ। এরা বুঝে ভোট দেয়। এরা চায় দেশের উন্নয়ন। এরা চায় বেকার মুক্ত সমাজ। মাদকমুক্ত দেশ। জ্যাম মুক্ত বাংলাদেশ। আসলে আমাদের কপাল পোড়া। ১৯৭৫ সালেই আমাদের কপাল পুড়েছে। যেদিন শেখ মুজিব কে হত্যা করা হলো সেদিনই জাতির কপাল পুড়েছে। শেখ মুজিবের মতো খাটি নেতা তো আর নাই। আমাদের দেশের মানুষ গুলো ভালো না। এজন্যই দেশেয়াজ এই অবস্থা।
আমি চাই না আমাদের দেশটা আফগানিস্তান হোক। 
তার চেয়ে আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় আসুক। যেহেতু আর ভালো কোনো দল নেই। আমরা জানি, এই দু'দলই চোর, মিথ্যাবাদী এবং দূর্নীতিবাজ। এরা দূর্নীতিবাজ হলেও দেশকে অন্তত আফগান বানাবে না। কোনো কারনে জামাত ক্ষমতায় এলে জাতির খবর আছে। ৭১ এর পরাজয়ের শোধ নিবে জামাত। তাদের দোসর হচ্ছে পাকিস্তান। তবে আমি খুব করে চাই, দেশে নতুন একটা দল আসুক। একদম নিরপেক্ষ দল। যে দল দূর্নীতি করবে না। করবে শুধু উন্নয়ন। দেশে ভিক্ষুক থাকবে না, ফুটপাতে মানুষ ঘুমাবে না, বেকার থাকবে না, জ্বালাও পোড়াও করবে না। বাজারে জিনিসপত্রের দাম বাড়বে না। রাস্তায় বের হলেই ভিক্ষুক চোখে পড়বে না। জামাত শিবির ৩২ নম্বর গুড়িয়ে দিলো। ছাত্র জনতা নাম দিয়ে। বর্তমান দেশের অবস্থা দেখে শুনে আজকাল অনেকেই বলছে, আওয়ামিলীগই ভালো ছিলো। শেখের বেটির নামে গুজব ছড়িয়ে লাভ নাই। সব সত্য জনগণ জানে।
 ৫৪ টি
    	৫৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৯:৫৯
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: মানুষকে তার যোগ্যতা দিয়েই টিকে থাকতে হয়।
২|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৯:৫৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৯:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনার গুরু ফিরে এসেছে। কামাল্পাশা২য় নামে! 
আওয়ামী লীগের বাসায় বসবাস করতো এমন একটা তেলাপোকারও বিচার করতে হবে। তাদের আত্নসমর্পণ করতে হবে। টাকা ফিরিয়ে দিতে হবে। তারপর জনগণ চিন্তা করবে।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০১
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: সূর্যকে দাবিয়ে রাখা যায় না। 
হ্যা ঠিকই বলেছেন। তবে আপনি কি ব্যাক্তিগতভাবে জামাত সাপোর্ট করেন?
৩|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০৬
সৈয়দ কুতুব বলেছেন: না। আমি কোনো দল সাপোর্ট করি না।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:৩৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: গুড।
এটাই ভালো।
৪|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:৫৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:৫৩
নতুন বলেছেন: আয়ামীলীগ যদি অনুসুচনা করে তবে আবার আসবে। 
বর্তমানের দলগুলি দূনিতি, সন্ত্রাস করতে শুরু করলে আয়ামীলীগ আবার আসবে।
আপনার আপা এখনো বিশ্বাস করেনা যে আয়ামীলীগের সন্ত্রাসীরা ১৪০০ এর  মতন মানুষ হত্যা করেছে। 
জাতীসংঘের রিপোট নিয়ে আপনার মতামত কি? 
বুঝে পড়ে আপনার মতামত দিয়েন।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০০
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: কোনো চিন্তা করবেন না স্যার। 
আমার ওস্তাদ চলে আসছেন। আর কোনো সমস্যা নেই। এখন আমি চিৎকার করে কথা বলব। 
হ্যা আওয়ামীলীগ অন্যায় করলে আর সেটা প্রমানিত হলে শাস্তি পাবে, পাওয়াই উচিৎ। 
আপা কোনো মানুষ হত্যা করে নাই। উনি মানবিক এবং হৃদয়বান মানুষ। ধরুন আপনি একটা বাড়ি করছেন পাচ তলা। হঠাত সেই বাড়ি ভেঙ্গে পড়লো ভূমিকম্পে বা অন্য কোনো কারণে। ১০ জন মানুষ মারা গেলো। এখন কি আপনাকে আমরা খুনী বলব? 
জাতিসংঘ শেখ হাসিনার উপর চেতা আছে। ওদের রিপোর্ট নিয়ে পরে আলোচনা করবো।
৫|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:৫৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:৫৪
কিরকুট বলেছেন: আমরা চাই এই দুই দল পরিশুদ্ধ রুপে আসুক ।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০১
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: সহমত।
৬|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:১৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:১৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: পাথর নীলা যেই ধারণ করে সেই ধ্বংশপ্রাপ্ত হয়!  কারণ, সে অভিশপ্ত! যে এই অভিশপ্ত নীলা-কে স্পর্শ করেছে/সংর্স্পশে এসেছে সেই ক্ষমতাচ্যুত হয়েছে/গদি নড়েছে! ওয়েট ফর নেক্সড গদি 
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: ওকে।
৭|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:১৮
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
বাঙ্গালীদের দেশে দল কোন বড় ফ্যাক্টর নয়।
আমাদেরকে ভালো মানুষ বেছে নিতে হবে।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কথা বলেছেন। 
আমার পছন্দ হয়েছে। ধন্যবাদ।
৮|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৩৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৩৩
হাসান রাজু বলেছেন: পচা দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে বার বার পেটের বারোটা বাজানোর দরকার কি।  বাজারে যদি তাজা সবজী পাওয়া যায় !
এসব বিএনপি, জামাত দরকার নাই।  নতুন তরুন দল আসছে।  আমরা নতুন দল ট্রাই করব।  যেখানে জানি যে, এসব পুরাতন দল গদির সুখ ছাড়তে চায় না।  বার বার রুক্তের ফোয়ারা বইয়ে দিয়ে এদের উৎখাত করতে হয় ।  তবে আবারো কেন পেট খারাপ করা বিএনপি জামাত।!
 
আর আপনি বার বার আঃলীগ বলছেন কেন? ওই স্বপ্ন এখনো দেখেন ? লজ্জা হয় না।!
শেখ মুজিব কি ছিল তা আমরা শুনেছি অনেক আগেই।  পরে আওয়ামী প্রোপাগান্ডায় মনে হল সেসব ভুয়া কথা।  হাসিনার দুর্নীতি, গুম, খুনের মহাযজ্ঞ যখন চোখের সামনে।  তখন বুঝতে অসুবিধে হয় না।  হাসিনা কিস চিজ কা বেটি।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৫
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: নতুন দল বলে যাকে ভাবছেন। সে তো নতুন বোতলে পুরান জিনিস। জামাতের শাখা। ওরা আরো বেশি ভয়ংকর।
৯|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৩৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৩৪
গহীনে রক্তক্ষরণ বলেছেন: যে জাতি ৭২-৭৫ থেকে শিক্ষা নেয়নি । যে জাতি ১৯৮১ সালে স্বঘোষিত সাইকোপ্যাথ যখন বিবিসিতে বলেছিল, সে রাজনীতিকে ঘৃণা করে কিন্তু সে রাজনীতিতে আসতে রাজী হয়েছে কেবলমাত্র তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে (এই ঘটনা সিরাজুর রহমান সাহেব দৈনিক ইত্তেফাকে লিখে এই জাতিকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ), এটা জানার পরও যে জাতি হাসিনার ১৯৯১ সালে মাথায় পট্টি, আর হিজাব পরে অভিনয় বুঝতে পারে না । ১৯৯১ সালে নির্বাচিত হয়ে বি এনপি ক্ষমতায় গিয়ে যেসব তুচ্ছ ভুল করে এবং সেই ভুলের কারণে যে জাতি এই সাইকো মহিলাকে ১৯৯৬ সালে নির্বাচিত করে শাসন ক্ষমতায় পাঠায়, তাদের কপালে কি জুটবে বলেন ? শুধু কি তাই ? ২০০৮-এ ১/১১ ঘটিয়ে ভারতের সরাসরি হস্তক্ষেপের মধ্য দিয়ে এই দেশের সামরিক-বেসামরিক গাদ্দারদের সহায়তায় ক্ষমতায় জেকে বসার পরও যে বিরোধী রাজনীতিবিদরা এই চক্রান্ত বুঝতে ব্যর্থ হয় এবং গোটা জাতিকে অসহায়ত্বের দিকে ঠেলে দিয়ে একটার পর একটা জংগী নাটক সাজিয়ে , নানা রকম কাহিনী বানিয়ে যে বৃহৎ জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে ভেড়া বানিয়ে ফেলে এবং ভেড়াদের ভেতরে সিনিয়রগুলো ভারতের কাছে বিক্রি হয়ে ফ্যাসিষ্ট হাসিনাকে ক্ষমতা থেকে টেনে নামাতে ব্যর্থ হয় এবং তলে তলে তাদের মাঠ পর্যায়ের কর্মীদের জীবনকে ঝুকির ভেতরে ফেলে দিয়ে তাদের নিজেদের জীবন বাঁচাতে বড় কোন আন্দোলন করতে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদের সাথে আঁতাত করে চলেছে বলে শোনা যায়, সেই জাতির সামনে আল্লাহ ২০২৪ এর গণ অভ্যুত্থান ঘটিয়ে আবার সুযোগ করে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে, আওয়ামীলীগ মূলতঃ কোন রাজনৈতিক দল নয়, এটা একটা ফ্যাসিস্ট সংগঠণ এবং বি এনপির সিনিয়র নেতারা ২০০৮ সাল থেকেই ভারতের হাতের পুতুলে পরিণত কিছু ভেড়া ছাড়া বার কিছু নয় । সেই জাতি আবার কি করে সেই ফ্যাসিস্টদের নিষিদ্ধ করার এত বড় মওকা পাওয়ার পারও নিষিদ্ধ করছে না ? এমনকি জাতি সংঘের রিপোর্ট পাওয়ার পারও যে জাতি এখনো ফ্যাসিস্ট এই দলকে নিষিদ্ধ করতে (বিশেষ করে বি এনপির সিনিয়র নেতারা ভারতের দালাল হিসেবে যারা ইতমধ্যেই পরিচিত হয়ে উঠেছেন, ভারতকে খুশী করতে তাদের কৌশলী অবস্থানের কারণে) গড়িমশি করছে, সেই জাতির কপালে আবারও নেমে আসবে দুর্যোগ । ভাবুনতো, এই মুর্খরা যখন বলে ওরা ক্ষমা চেয়ে আসলে রাজনীতি করবে ? আচ্ছা, এই ৬ মাসে তারা ক্ষমা চাওয়াতো দূরের কথা, তারা আবারো তাদের ফ্যাসীবাদী শক্তি নিয়ে ফিরে আসার হুমকি দিয়েছে কি না প্রকাশ্যে ? এরপরও এই মুর্খ দল এবং এই বোকা জাতি যদি ওদেরকে রাজনৈতিক দল বলে, তার চেয়ে মুর্খতা আর কি হতে পারে ? এরকম মুর্খ মানুষ পৃথিবীর ইতিহাসে আর কি কোথাও ছিল ? আছে ? নাকি ভবিষ্যতেও এমন মুর্খ জাতি পৃথিবীতে আর কোন স্থানে পয়দা হবে বলে মনে করেন ? বাংলাদেশের তথাকথিত বাম ঘরানার ভারতীয় দালাল সুশীলরা যারা আওয়ামীদের বাঁচিয়ে রাখতে চায়, তাদের চরিত্র কি ? ১০০% করাপটেড । তাদের কোন নীতিনৈতিকতা নেই । তাদের কোন ধর্মীয় মূল্যবোধ নেই, তারা কেবল জন্তু -জানোয়ারদের মত প্রাণী হিসেবে নিজেদেরকে মনে করে । তারা দুনিয়ার জীবনে তাদের শিক্ষা-দীক্ষা, জ্ঞান-গরিমার গৌরব করে । কিন্তু মানুষ হিসেবে তারা জঘন্ন জীবন যাপন করে । তারা ঘরের বউকে ফেলে পরকীয়া পছন্দ করে, দরকার হলে কাজের বুয়ার সাথে ফস্টি-নষ্টি করে , ধরা খেলে বউ এর হাতে কোপ খায়, তারপও তারা মাথা উঁচু করে চলে আর দাবী করে তারা সুশীল ? রাষ্ট্রের জনমতকে যারা সম্মান করে না । যারা নিজেদের বুদ্ধিকেই শ্রেষ্ঠ মনে করে, যারা ভারতের আধিপাত্যবাদকে সমর্থন করে, এমনকি ভারতের অধীন হয়ে গোলামী করতে চায়, সেই এতটা নির্বোধ যারা, তাদেরকে সুশীল বলে এই জাতি এখনো সম্মান করে কি করে ? অগোছালো যা কিছু বললাম, মনে দুঃখে , বড় কষ্টে ! এই মুর্খ জাতি যদি এবার আবারও ভুল করে আওয়ামী সন্ত্রাসী/ফ্যাসিস্টদের নিষিদ্ধ না করে তাদের জন্য কোন রকম সুযোগ দেয়, তাহলে এই রাষ্ট্রের অবশিষ্ট মুসলমান ফিলিস্তিনের মত নিশ্চিহ্ন হয়ে যাবে । কথাটা কয়লা দিয়ে হলেও লিখে রাখতে পারেন ।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: কয়লা দিয়ে লিখে রাখতে বলছেন? 
১০|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৩৯
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৩৯
এ পথের পথিক বলেছেন:  
  
আম্লিকের উন্নয়ন হয়েছে ঠিক এমন, ছবির মত । আর বিম্পির খাম্বা । তবে গ্রামে আমরা বিদ্যুৎ পেয়েছিলাম বিম্পির আমলে এটা স্বীকার করতেই হয় । 
আপনি চান বা না চান দেশ আফগান হতে পারবে না । শুধু দেখবেন আর আফসুস করবেন । সমস্যা কি আফগানে নাকি শরিয়া আইনে ?   
  
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৮
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: মানে কি? 
মেট্রোরেলে প্রতিদিন যাতায়াত করছি। পদ্মাসেতুতে করে ঢাকার বাইরে যাচ্ছি। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে করে সহজেই অনেক দূর চলে যাচ্ছি এগুলো কি ভুল?
১১|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৪০
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৪০
এ পথের পথিক বলেছেন:  
  
আজকের রেট এটা ।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৯
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ আছে এই আফগানরা। খোজ খবর নেন জানবেন।
১২|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৫৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:৫৩
ডি এইচ তুহিন বলেছেন: যেই দল আসুক এতে আমাদের মত সাধারণের কোন মাথা ব্যথা নেই আমরা চাই শান্তিতে থাকতে, স্বাধীনতার নামে বেহায়াপনা হোক, দূর্নীতি, চুরি,ডাকাতি, মানুষ ঠকানো বন্ধ হোক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক। আসলে আমরা সবাই শুধু শান্তিতে ঘুমনোর স্বপ্নই দেখি....
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৯
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: সহমত।
১৩|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:১৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:১৭
নতুন বলেছেন: লেখক বলেছেন: কোনো চিন্তা করবেন না স্যার।
আমার ওস্তাদ চলে আসছেন। আর কোনো সমস্যা নেই। এখন আমি চিৎকার করে কথা বলব।
হ্যা আওয়ামীলীগ অন্যায় করলে আর সেটা প্রমানিত হলে শাস্তি পাবে, পাওয়াই উচিৎ।
আপা কোনো মানুষ হত্যা করে নাই। উনি মানবিক এবং হৃদয়বান মানুষ। ধরুন আপনি একটা বাড়ি করছেন পাচ তলা। হঠাত সেই বাড়ি ভেঙ্গে পড়লো ভূমিকম্পে বা অন্য কোনো কারণে। ১০ জন মানুষ মারা গেলো। এখন কি আপনাকে আমরা খুনী বলব?
জাতিসংঘ শেখ হাসিনার উপর চেতা আছে। ওদের রিপোর্ট নিয়ে পরে আলোচনা করবো। 
আপনি তো অন্ধবিশ্বাসী না। যে কোন মুল্যে ক্ষমতায় থাকতে চেস্টা করেছিলো শেখ হাসিনা। তিনি না হুকুম না দিলে কোন নেতা কর্মী মানুষ হত্যার মতন কাজে সাহস পায়? 
আপনি সম্ভবত বড় কোন প্রতিস্ঠানের পরিচালনার কাজ কাছ থেকে দেখন নাই। ঐখানে কর্তার ইচ্ছায় কর্ম হয়ে থাকে। আর বাংলাদেশের মতন দূনিতিবাজ দেশে সকল বড় সিদ্ধান্তই শেখ হাসিনার কাছ থেকেই আসতো।
যাই হোক অন্ধকে পথ দেখানো যায় না। 
আফসোসলীগদের ইংরেজী রিপোট পড়ে বুঝতে অসুবিধা হচ্ছে তাই এখনো তারা বলে বেড়াচ্ছে যে আপা নির্দশ। আপনি শিক্ষত মানুষ আপনি ইংরেজী রিপোট পড়ে বুঝতে পারবেন। পড়লে আপনার ভুল ভাঙ্গবে আসা করি।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:২৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: তিনি হত্যার হুকুম দেন না। অথচ মানুষকে হত্যা করা হয়েছে। আসলে জামাতের লোক সরকারের সব সেক্টরে ঢুকে গেছে। তারাই শেখ হাসিনার বদনাম করার জন্য হত্যা করেছে। থানা পুড়িয়ে দিয়েছে। চার হাজার পুলি হত্যা করেছে। এখন বলেন, হাসিনা থানা গুলোতে আগুন লাগিয়েছে, পুলিশকেও হত্যা করেছে।
বড় প্রতিষ্ঠানে আমি কাজ করেছি। এবং খুব কাছ থেকে অনেক কিছুই দেখেছি, জেনেছি।
যাইহোক, অন্ধ মানুষ হাতে লাঠি নিয়ে পথ চলে। সেই লাঠি দিয়ে মানুষকে পিটিয়ে মেরে ফেলাও যায়।
জাতিসংঘ আগের মতো নাই। এখন তারা টাকা খায়।
১৪|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:৫৯
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১২:৫৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: তিনি হত্যার হুকুম দেন না। অথচ মানুষকে হত্যা করা হয়েছে। আসলে জামাতের লোক সরকারের সব সেক্টরে ঢুকে গেছে। তারাই শেখ হাসিনার বদনাম করার জন্য হত্যা করেছে। থানা পুড়িয়ে দিয়েছে। চার হাজার পুলি হত্যা করেছে। এখন বলেন, হাসিনা থানা গুলোতে আগুন লাগিয়েছে, পুলিশকেও হত্যা করেছে। 
থানা আক্রমন করেছে বিএনপি/জামাতের নেতারা। সাথে সাধারন মানুষও যোগ দিয়েছে। দেশের মানুষ ওলীআল্লাহ না 
ওবাইদুল কাদেরের মতন বড় বড় নেতারা আপনার কাছে জামাতের লোক বলে মনে হচ্ছে?   
 
আপনি বঙ্গন্ধুকে ভালোবাসেন, আমিও বঙ্গবন্ধুকে তার যথাযত সন্মান দিতে হবে বলেই বিশ্বাস করি। 
তবে আপনার কাছে অন্ধভক্তের মতন ৪০০০ পুলিশ হত্যা হয়েছে, আর ১৪০০ মানুষ হত্যা ১৩০০০ মানুষ আহত হয়েছে যার কারনে সেই শেখ হাসিনার পক্ষে এমন কথা আশা করিনাই রানু ভাই।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১:০২
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: সাধারন মানুষ কিচ্ছু করে নাই। সব জামাত শিবির আর বিএনপি। সাধারন মানুষ আজাইরা কামে থাকে না। তবুও কেন আপনারা বারবার সাধারন মানুষের নাম নিচ্ছেন? 
ভাইসাহেব এই বিষয় নিয়ে আপনার সাথে পরে বিস্তারিত আলোচনা করিব।
১৫|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ২:৫১
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ২:৫১
সাইফুলসাইফসাই বলেছেন: উ্ন্নতি করেছে দুর্নীতি করে
পালিয়েছে ভয়ে দেশের মানুষ মেরে
আওয়ামী লীগ কত % ভালো 
আর কত % মন্দ বলবেন কি?
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০৭
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: বাবুসোনা আরো অনেক পড়াশোনা করতে হবে। অনেক জানতে হবে।
১৬|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  বিকাল ৩:৩১
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  বিকাল ৩:৩১
আহরণ বলেছেন: শেখ হাসিনার সরকার, বারবার দরকার..................... ভাইয়া?
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০৮
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: যদি সৎ থাকে তাহলে বারবার দরকার।
১৭|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  বিকাল ৫:১৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  বিকাল ৫:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
@এ পথের পথিক,
আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ বলে শুনেছি। খবরটা কি সঠিক?
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০৮
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: প্রাইমারির পরে বন্ধ। এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হওয়া নিষেধ।
১৮|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  বিকাল ৫:২১
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  বিকাল ৫:২১
সৈয়দ কুতুব বলেছেন: শাইয়্যান@ কিছুদিন হলো মেডিকেল কোর্স বন্ধ করে দিয়েছে। দাই দিয়ে বাচ্চা খালাশ করবে এখন থেকে।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০৯
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: আফগানিস্তান ১৪শ বছর আগের নিয়ম চালু করেছে। অথচ গাধারা বুঝে না। এটা ২০২৫ সাল।
১৯|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  বিকাল ৫:৩২
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  বিকাল ৫:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
সৈয়দ কুতুব, 
বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হলে কি মেয়েদের শিক্ষা বন্ধ হয়ে যাবে?
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:১০
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে মেয়েদের শিক্ষা বন্ধ হবে না।
২০|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সন্ধ্যা  ৬:১৮
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সন্ধ্যা  ৬:১৮
কামালপাশা২য় বলেছেন: 
আওয়াৈি লীগ  নামটা ফিরবে, ডাকাতেরা ফিরতে পারবে না।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:১০
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: হ্যা এরকমই হবে।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:১১
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: ওস্তাদ আপনি ফিরে আসাতে আমি অনেক খুশি হয়েছি। আপনি সামুতে না থাকলে আমি অসহায় বোধ করি।
২১|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সন্ধ্যা  ৬:৪২
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সন্ধ্যা  ৬:৪২
আঁধারের যুবরাজ বলেছেন: @কামালপাশা২য় আপনার ব্লগতো দেখি আবারো বন্ধ করে দিয়েছে।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:১৪
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
২২|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সন্ধ্যা  ৬:৫৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সন্ধ্যা  ৬:৫৪
আমি ব্লগার হইছি! বলেছেন: আওয়ামীলীগ কে তাড়াতাড়ি ফিরাতে হলে জামাতকে একবার ক্ষমতায় আনা দরকার। বাকি কাজ অটো হয়ে যাবে।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:১৫
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: খুব একটা ভুল বলেন নাই।
২৩|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সন্ধ্যা  ৭:০০
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সন্ধ্যা  ৭:০০
সৈয়দ কুতুব বলেছেন: সত্যপথিক শ্যাইয়ান @ জানি না।
২৪|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  রাত ১১:৩৩
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  রাত ১১:৩৩
আদিত্য ০১ বলেছেন: ভাই, অবশ্যই চাই, বাংলাদেশ সাধারন জনগন ভালো নেই, আওয়ামীলীগ ফিরে আসবে সগৌরবে ও জয়ী হইয়ে ইনশা-আল্লাহ। আওয়ামীলীগকে ফিরে আসতে হবে এই দেশের স্বাধিনতা স্বপক্ষে শক্তি হয়ে শক্তিশালী হয়ে।আওয়ামীলীগ ফিরে আসবে এই দেশে গরীব মেহনতি আপামর জনসাধারন মানুসের জন্যে। তারা চেয়ে আছে আওয়ামীলীগ ও শেখ হাসিনা ফিরে আসার অপেক্ষায়। 
ইনশা-আল্লাহ আওয়ামীলীগ ফিরে আসবে শক্তিশালী ও জয়ী হয়ে।
২৫|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  রাত ১১:৩৫
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  রাত ১১:৩৫
আদিত্য ০১ বলেছেন: আমি ব্লগার হইছি! বলেছেন: আওয়ামীলীগ কে তাড়াতাড়ি ফিরাতে হলে জামাতকে একবার ক্ষমতায় আনা দরকার। বাকি কাজ অটো হয়ে যাবে। 
হা হা হা , মনের কথা কইছেন। তবে সেটা তাড়াতাড়ি হচ্ছে
২৬|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  রাত ১১:৪৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  রাত ১১:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ দেশে আওয়ামী লীগ-বিএনপি ছাড়া আর কোনো দলের এককভাবে ক্ষমতায় আসার সাধ্য নেই।
২৭|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  ভোর ৫:৫৬
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  ভোর ৫:৫৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আলীগ সফল ছিল উন্নয়নে। 
চক্রান্ত আর ষড়যন্ত্র মোকাবেলায় ছিল অদক্ষ। 
আলীগ ফিরে আসবে। 
সামান্য সময়ের ব্যাপার মাত্র। 
জয়বাংলা!!
২৮|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  ভোর ৬:০২
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  ভোর ৬:০২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
সৈয়দ কুতুব বলেছেন: না। আমি কোনো দল সাপোর্ট করি না।
সত্যিকার একজন জামাত শিবির। 
২৯|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৯:২২
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৯:২২
নতুন নকিব বলেছেন: 
আপনার ওস্তাদ আবার কোথায় হাওয়া হয়ে গেল? রহস্য কী?
৩০|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:১১
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:১১
এ পথের পথিক বলেছেন: সত্যপথিক শাইয়্যান ভাই লিখেছেনঃ  @এ পথের পথিক,আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ বলে শুনেছি। খবরটা কি সঠিক? 
এত গবেষণা চালাইনি । তবে এটুকু জানি বর্তমানে আমাদের চেয়ে তাদের অর্থনিতী উন্নত হয়েছে । 
তবে এটুকু জানি আপনার আমার দেশে নারী শিক্ষা এবং সমতা থাকার পরও খুনি হাসুর মত লেত্রী ক্ষমতায় আসে, দেশে তলানিতে যেতে থাকে ।
৩১|  ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫  ভোর ৫:৪২
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫  ভোর ৫:৪২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
লেখক বলেছেন: আমাদের দেশে মেয়েদের শিক্ষা বন্ধ হবে না।
আর ১০ টা বছর বাঁইচা থাকেন। সব দেখবার পারবেন। 
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৯:৫৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ৯:৫৬
নিচু তলাৱ উকিল বলেছেন: আমরা না চাইলেও লীগ আবারও ফিরবে তার স্বরূপে, হয়তো সেটা ১০ বছর পর কিংবা শতাব্দী