নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৪৭

১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৫৯



কয়েকদিন ধরে আমার মন ভালো নেই।
বেশ কয়েকটা কারন আছে। এর মধ্যে প্রধান কারন হচ্ছে- আমার কন্যা ফারাজা'র জ্বর। সুরভি আর আমি আমরা দুজনেই খুব সাবধান থাকি- যেন ফারাজার জ্বর-জারি না হয়। অবিশ্বাস্য হলেও সত্য- গত দুই বছর ফারাজার কোনো জ্বর-ঠান্ডা হয়নি। কিন্তু এবার শীত যেতে না যেতেই জ্বর ঠান্ডা কাবু হয়ে গেছে ফারাজা। আসলে সেদিন ফারাজা খালি পায়ে ছিলো অনেকক্ষন। ফ্লোর ছিলো ঠান্ডা। যাইহোক, নাপা সিরাপ খেয়ে এবং এলারজেস খেয়ে ফারাজার জ্বর কন্টোলের মধ্যে ছিলো। গতকাল ফারাজাকে নিয়ে সুরভি ডাক্তারের কাছে গিয়েছিলো। ডাক্তার ওষুধ দিয়েছেন। আপাতত কন্যার জ্বর নেই। ঘরে কেউ অসুস্থ থাকলে আমার ভালো লাগে। ভীষন মন খারাপ লাগে। অস্থির অস্থির লাগে। গতকাল ফারাজা তার নানা বাড়ি গেছে। যাক। স্কুল বন্ধ। ক'দিন বেড়িয়ে আসুক।

কাওরান বাজারে একলোক তরমুজ বিক্রি করে।
তার বাপ-দাদাও কাওরান বাজারে তরমুজ বিক্রি করতো। তরমুজ বিক্রি দেখা- দারুন এক দৃশ্য। একদম শিল্পের পর্যায়ে চলে গেছে। রাস্তায় তরমুজ বিক্রি করতে দেখলেই- আমি থেমে যাই। তরমুজ বিক্রি দেখি। তরমুজ কাটার পর লাল হলে বিক্রেতার আত্মবিশ্বাস দারুন বেড়ে যায়। দেখা গেলো তরমুজ লাল। কড়া লাল। তখন বিক্রেতা বলে- আগুন আগুন। পাশ থেকে একজন বলে, ফায়ার সার্ভিস ডাক দে। তরমুজ বিক্রেতা বলে- চাচা হেনা কোথায়? হেনা কোথায়? চারপাশের লোকজন মুগ্ধ হয়ে লাল তরমুজ দেখে। আমি নিজেও লাল তরমুজ দেখে মুগ্ধ হই। কোনো কারণে তরমুজ লাল না হলে বিক্রেতার মুখটা হতাশায় ভরে যায়। তবুও তিনি বলেন, লাল না হলেও- মিষ্টি হবে, বাইল্লা তরমুজ খেয়ে মজা পাবেন। ইউটিউব কন্টেন ক্রিয়েটাররা তরমুজ বিক্রির দৃশ্য ভিডিও করেন।

আওয়ামীলীগ না থাকাতে দেশে অরাজকতা চলছে।
চলছে রমজান মাস। কে রোজা রাখবে, কে রোজা রাখবে না- এটা যার-যার ব্যাক্তিগত ব্যাপার। অথচ এক বয়স্ক লোক লাঠি নিয়ে রাস্তায় বের হয়েছে। রাস্তারপাশে চায়ের দোকান। সেটা কাপড় দিয়ে ঘেরা। দুজন বুড়ো রিকশাচালক চা রুটি খাচ্ছিলো। দুজন রিকশা চালকের অন্যায় তারা কেন রোজা রাখেনি। এখন তাদের কান ধরে উঠবস করাচ্ছেন। এটা কোনো কথা! রিকশাচালক রিকশা না চালালে খাবে কি? তার ঘরের বাজার কি আপনি করে দেবেন? মানুষ আইন কেন নিজের হাতে তুলে নেবেন? আরেকজনকে দেখলাম- লাঠি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পতিতাকে মারছে। আজিব!! এটা কোনো কথা! কেউ বেকার থাকলে তারা ডেকে নিয়ে চাকরি দেবে? কেউ না খেয়ে থাকলে তারা খাওয়ার ব্যবস্থা করে? কেউ অসুস্থ থাকলে তারা কি চিকিৎসা করাবে? দেশটা মগের মুল্লুক হয়ে গেলো নাকি? আওয়ামীলীগ থাকতে এরকম করতে কেউ সাহস পায়নি। এসব অন্যায়ের একদিন বিচার হবে।

আমি বলছি না, আওয়ামীলীগ ভালো দল।
সেরা দল। আওয়ামীলীগের দোষের শেষ নেই। কিন্তু এখন যা হচ্ছে গত পনের বছর তা হয়নি। এটাই ছিলো আওয়ামীলীগের সফলতা। এখন প্রতিদিন ইফতার পার্টি হচ্ছে। কারা থাকছে ইফতার পার্টিতে? জামাত, শিবির, সমন্বয়ক আর বিএনপি। ওরা ছাড়া যেন দেশে আর লোকজন নেই। দেশটা এখন ৭১ এর পরাজিতদের হাতে। ইউনুস সাহেব জাতির বড় ক্ষতি করলেন- সম্বনয়ক, জামাত শিবিরকে সুযোগ দিয়ে। হ্যা ইউনুস সাহেবের অনেক রাগ ক্ষোভ ছিলো শেখ হাসিনার উপর। তাই তিনি দায়িত্ব নিয়ে- অনেক অপরাধীর শাস্তির ব্যবস্থা করেননি। বরং কারাগার থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। যারা শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গেছে, যারা ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে, যারা গনভবন লুট করেছে। যারা থানায় আগুন দিয়েছে। মন্ত্রী এমপিদের বাড়ি লুট করেছে- ইউনুস সাহেব এই সমস্ত অপরাধীদের শাস্তি না দেওয়াতে দেশে অরাজকতা বেড়েছে। বাংলাদেশ সেনাবাহিনী যেন পুতুল।

সামুতে চাঁদগাজী/সোনাগাজী নেই।
তাকে বারবার ব্যান করা হয়- বিষয়টা আমার মোটেও ভালো লাগে না। একজন ব্লগার। একজন ভালো ব্লগার। সামুর সেরা ব্লগার। বারবার তাকে কেন ব্যান করা হচ্ছে? এটা অন্যায়। ভীষন অন্যায়। আমি তীব্র নিন্দা জানাই। ব্লগটিম কি দেখে না- কতিপয় ব্লগার তাকে কি পরিমান অশালীন কথা বলে? কি পরিমান অসম্মান করে। বরং তিনি (চাঁদগাজী) সামুতে থাকলে জামাত শিবির ও ক্রিমিনাল ব্লগাররা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। ঠিক এখন আওয়ামীলীগ নেই বলে- জামাত শিবির যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, ঠিক তেমনি সামুতে চাঁদগাজী/সোনাগাজী না থাকলে ক্রিমিনাল ব্লগাররা মাথাচাড়া দিয়ে ওঠে। ব্লগটাকে নোংরা বানিয়ে ফেলে। চাঁদগাজীর সমস্যা হলো- তিনি মানুষটা বুদ্ধিমান। ক্রিমিনালদের ধরে ফেলেন। এই অপরাধে তাকে বার বার ব্যান করা হয়। আমি ব্লগটিমকে অনুরোধ করবো- সত্যিকার অপরাধী ও ক্রিমিনালকে ব্যান করুন। একজন মুক্তিযোদ্ধা, একজন মানবিক মানুষ, একজন গ্রেট ব্লগারকে ব্যান করবেন না।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:১৫

নতুন বলেছেন: সামুতে চাঁদগাজী/সোনাগাজী নেই।
তাকে বারবার ব্যান করা হয়- বিষয়টা আমার মোটেও ভালো লাগে না। একজন ব্লগার। একজন ভালো ব্লগার। সামুর সেরা ব্লগার। বারবার তাকে কেন ব্যান করা হচ্ছে? এটা অন্যায়। ভীষন অন্যায়।


আপনি যেমন বুঝতে পারছেন না কেন চাঁদগাজী/সোনাগাজী ব্যান করা হচ্ছে। এবং তাকে ব্যান করা অন্যায় না।

তিনি ব্লগের নিয়ম মানছেন না তাই তাকে ব্যান করা হচ্ছে।

তেমনি আপনি বুঝতে পরছেন না শেখ হাসিনা কি অন্যায় করেছে যে তাকে দেশ থেকে সোলেমানী ব্যান করা হয়েছে। B-))

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি রঙ্গিন চশমা পড়ে আছেন। চশমা টা খুলে ভালো করে তাকিয়ে দেখুন। কে বা কারা বাজে মন্তব্য করছে। কারা ব্লগের পরিবেশ নষ্ট করছে।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: আমি যখন কিছু বুঝতে পারবো না, আপনি তখন আমার চোক্ষে আঙ্গুল দিয়ে ভুল দেখিয়ে দেবেন।

২| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফারাজার জন্য দোয়া রইল।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: দোয়ায় কি আসলেই কাজ হয়?

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনি রঙ্গিন চশমা পড়ে আছেন। চশমা টা খুলে ভালো করে তাকিয়ে দেখুন। কে বা কারা বাজে মন্তব্য করছে। কারা ব্লগের পরিবেশ নষ্ট করছে।

উনার কি সমস্যা সেটা আপনি বুঝতে পারছেন না। নতুবা বুঝতে চাইছেন না।

আমি উনাকে বুঝিয়ে বলার চেস্টা করেছি। উনি খুবই ভালো বিশ্লেষন করতে পারেন, লেখার হাত ভালো। কিন্তু হয়তো বয়সের কারনে মেজাজ ধরে রাখতে পারেন না।

আর আপনার বোঝার সমস্যা আছে। আপনি বুঝতে পারেন না বলেই তো শেখ হাসিনার মতন সাইকোপ্যাথদের লিডারকে সমর্থন করছেন। ;)

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: সেদিন একটা লেখা পড়লাম।
সেখানে স্পষ্ট বলা হয়েছে- আমল করলে কেউ বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যেতে হলে আল্লাহর রহমত লাগবে।

৪| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে আম্লিকের প্রয়োজনীয়তা শেষ! প্রতিটি ঘটনার প্রতিবাদ করেছে জনতা এবং সমাধান মিলেছে।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: া হা হা হা-----

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: আপনি একটা ভুল বারবার করছেন।
জামাত শিবির আর সাধারন জনগন এক নয়।
জামাত শিবিরকে আপনি জনতা বলছেন কেন?

৫| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৪

শাওন আহমাদ বলেছেন: দোয়া রইল ফারাজা'র জন্য।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

৬| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৬

চাষী২০২৫ বলেছেন:




ফারাজাকে লেবুর লেবুর শরবত ( ঠান্ডা পানি নয় ) ও কুসুম কুসুম গরম পানি ( কিংবা খুবই পাতলা চা ) লেবু দিয়ে কয়েকদিন দেন। ওর জন্য শুভকামনা।

৭| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৩

চাষী২০২৫ বলেছেন:



ব্লগার নতুনের ভাগিনা আমেরিকান ক্যু'তে অংশ নিয়েছিলো। তিনি ছেলেকে রাস্তা থেকে সরায়েছেন; ভাগ্য ভালো যে, শিবিরের জল্লাদ ও পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছে।

নতুন মনে করেছেন যে, বাংলাদেশে "বিপ্লব" হয়েছে ও ৩৬শে জুলাই, ২০২৪ সালে দেশ স্বাধীন হয়েছে। শিবির ভাড়াটে ছিলো, ইহা বুঝা উনার জন্য সহজ হবে না।

৮| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৮

চাষী২০২৫ বলেছেন:



শেখদের সবাই (১৬/১৭ জন এমপি, রেহানা, উহার স্বামী, ছেলেমেয়ে, তাপস, জয় ) বিপুল পরিমাণ দুর্নীতি করে স্বাধীনতার পক্ষকে ভয়ংকরভাবে বিপদে ফেলে গেছে। এরপরও দেশ শিবির ও জামাতমুক্ত হয়ে যাবে।

৯| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৮

নতুন বলেছেন: চাষী২০২৫ বলেছেন:
ব্লগার নতুনের ভাগিনা আমেরিকান ক্যু'তে অংশ নিয়েছিলো। তিনি ছেলেকে রাস্তা থেকে সরায়েছেন; ভাগ্য ভালো যে, শিবিরের জল্লাদ ও পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছে।
নতুন মনে করেছেন যে, বাংলাদেশে "বিপ্লব" হয়েছে ও ৩৬শে জুলাই, ২০২৪ সালে দেশ স্বাধীন হয়েছে। শিবির ভাড়াটে ছিলো, ইহা বুঝা উনার জন্য সহজ হবে না।


শেখ হাসিনার পতনের দরকার ছিলো। মানুষ সময়ের প্রয়োজনে আন্দোলনে একাত্বতা ঘোষনা করেছে।

ভারতের র এবং আপনি এখনো প্রমান করতে পারেন নাই যে এই ঘটনার পেছনে পাকিস্তানী ইন্টেলিজেন্ট আছে। যদি আপনার কাছে কোন প্রমান থাকে সেটা নিয়ে এই দাবী করতে আইসেন।

"দড়ী ধরে মারো টান, রাজা হবে খান খান" যখন ঢাবির আন্দোলনে হাসিনা সরকার বেকায়দায় পরেছে তখন সবাই এসে দড়িতে টান দিয়েছে।
যখন হাসিনার পতন আসন্ন তখন অবশ্যই সব রাজনিতিক দলই হাসিনাকে ফেলে দিতে ধাক্কা দিয়েছে।

শিবির ছাত্রদলের চেয়ে গোছানো দল, আয়ামীলীগ সবচেয়ে বেশি নির্যাতন করেছে তাদের উপরই। তাই তারা তাদের সবোচ্র্চ ক্ষমতা প্রয়োগ করবেই।

আমাদের স্বাধিনতা যুদ্ধের মতন ঘটনা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিকল্পনা মাফিক হয় নাই। বরং পাকিদের দোষেই হয়েছে। সেই ভাবে শেখ হাসিনার পতনের পেছনে আয়ামীলীগের সন্ত্রাসী ছাত্রলীগের হামলই এতো দিনের পুন্জিভুত বারুদে আগুণ জ্বালিয়েছে।

১০| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫২

নতুন বলেছেন: চাষী২০২৫ বলেছেন:
ফারাজাকে লেবুর লেবুর শরবত ( ঠান্ডা পানি নয় ) ও কুসুম কুসুম গরম পানি ( কিংবা খুবই পাতলা চা ) লেবু দিয়ে কয়েকদিন দেন। ওর জন্য শুভকামনা।


আমরা ডানাকে কুসুম গরম পানিতে মধু, লেবু আদা দিয়ে " হানি টি" বানিয়ে দেই। ও এখন ইচ্ছা করেই খায় গলা ব্যাথা হলে।

দুজনকেই এমন হানি টি দিয়ে দেখতে পারেন।

১১| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চাষী২০২৫ নিশ্চয় সোনাগাজী?

১২| ১৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:০৭

চাষী২০২৫ বলেছেন:



@নতুন,

শেখ হাসিনা শিবিরের গায়ে হাত দেয়নি; কারণ, তিনি জানতেন না যে, ওরা পাকীদের মিলিশিয়া। আমেরিকা উনার দেশ চালনা নিয়ে অখুশী হয়নি, অখুশী হয়েছে ইউক্রেন যুদ্ধের মাঝে পুটিনকে পারমানিক কেন্দ্রের জন্য পেমেন্ট করায়। আমেরিকা মাঠ দখল করার জন্য শিবিরের জল্লাদদের ভাড়া নিয়েছিলো।

১৯৭১ সালে জাতি কিসের মাঝ দিয়ে গেছে, কিভাবে স্বাধীনতা এসেছিলো, শেখের ভুমিকা কি, জামাত-শিবির (ইসলামী ছাত্র সংঘ ) ও মুসলিম লীগ কি করেছে, উহা আপনার কাছে পরিস্কার নয়।

১৩| ১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: একজন মুক্তিযোদ্ধা, একজন মানবিক মানুষ, একজন গ্রেট ব্লগারকে ব্যান করবেন না।
আপনি তো তথ্য-প্রমাণ ছাড়া ঈশ্বরে বিশ্বাস না করা মানুষ!
মুক্তিযোদ্ধা বলে বলে যে মুখে ফেনা তুলে ফেলেছেন সোনা মিয়ার মুক্তিযুদ্ধের সনদপত্র কি আপনাকে জেরক্স করে পাঠিয়েছেন নাকি ওনার মুখের কথাতেই ব্লগে গুরু বন্দনা শুরু করেছেন?
If double standard has any face??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.