নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসসালামু আলাইকুম। ইদ মোবারক।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:১৯



ঈদ এখন এক নিরানন্দময় উপলক্ষ্য।
কিতাবে আছে ধনী-গরীব অবিভাজনের কথা বরং এদিন আরো প্রকটতা নিয়ে প্রস্ফুটিত হয় বিভেদরেখা কেননা আমরা আমাদের রাষ্ট্র- সমাজব্যবস্থা ও জনগণকে সেভাবে দিয়েছি ঘিয়ে ভাজা রেসিপি! কত লোক পরিবারের সাথে ইদ করতে বাড়ি যেতে পারেনি, সেই হিসাব কারো কাছে আছে? তাদের খবর কেউ রেখেছে? কত পরিবারে ইদের বাজার হয়নি। সে খবর কেউ রেখেছে? এরকমই আমাদের ইতিহাস। আমরা দেখেও দেখি না। শুনেও শুনি না।

সারাবছর দেখা নেই, সাক্ষাৎ নেই, মোলাকাত নেই,
মহব্বত নেই প্রেম নেই- ঈদ এলেই আবর্জনার মতো আসিতে থাকে নির্জলা মিথ্যাচারপূর্ণ 'ইস্টিকার ম্যাসেজ!' আহা প্রেম গলিয়া গলিয়া পড়ে কিন্তু মুহূর্তেই উড়ে গিয়ে আশ্রয় নেয় কর্পূরবাড়ি! আমার ছোট ভাইয়ের স্ত্রী দশ জোড়া জুতো কিনেছে। বললাম, এত জুতো কেন? বলল, এবার আপনার ছোট ভাই টানাটানির মধ্যে আছে। নইলে আমি ২০/২৫ জোড়ার কম কিনি না। যেসব মেয়েরা বাবার কাছে থাকাকালীন সুখ- বিলাসিতা করতে পারেনি, তারা স্বামীর ঘরে এসে মন ভরে বিলাসিতা করে নেয়।

গত একমাস যারা আমরা-
অনেক কষ্ট বা সাধনাপূর্বক কুলুপ এঁটে নির্বাকতা বরণ করেছিলাম তাদের জন্য মহাসুসংবাদ- গাঁ মানুক আর না-ই মানুক আপনিই আবার মোড়ল! আসুন প্রস্তুতি নেই কলহ-কুৎসা-রটনা-মিথ্যাচার-অনাচার- চোগলখোরিসহ যাবতীয় সুকর্মের! আমি শুধু দেখি চারিদিকে ক্রিমিনাল গুলো ওৎ পেতে আছে। তারা সুযোগের অপেক্ষায়। দিন শেষে অন্যের পকেট কেটে তাদের খালি হাতে বাসায় ফিরতে হয় না। আমরা সবাই সবাইকে ঠকাচ্ছি। এবং মনে মনে ভাবি আমরা জিতে গেলাম।

সবকিছু বদলায় শুধু বদলায় না কুকুরের লেজ-
এ কথা যারা বলেন বা আমিও বলি বটে এবং বুনো শুয়োরের পালে খুঁজে পাই নিজের প্রতিচ্ছবি! আমি কি সাধু? আমি কি ভালো? আমি কি মহৎ? আমি শালা বিরাট বদ। অন্যায় দেখেও আমি চুপ থাকি। ভিক্ষুক হাত পাতলে ধমক দেই। রেস্টুরেন্টে খেয়ে হাজার টাকা বিল দেই। টিপ দেই শখানেক। অথচ ভিক্ষুককে দেই ধমক। গতকাল মসজিদের সামনে থেকে তরমুজ কিনছিলাম। তখন এক ভিক্ষুক এসে আমার হাত ধরলো। ভিক্ষুকের পুরো শরীর নোংরা। হাতের নখে ময়লা জমে আছে। ভিক্ষুকটার উপর খুব রাগ হলো। ইচ্ছা করলো একটা লাথথি দেই। হারামজাদা ভিক্ষা চাইবে, ভালো কথা। নোংরা হাতে আমাকে ধরলো কেন?

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি রোজা রেখেছেন?

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: এই কথাটা জিজ্ঞেস করা ঠিক না।
ইদে কি কিনলেন, এটাও জিজ্ঞেস করা ঠিক না।

যেহেতু আমরা চাচা ভাতিজা- তাই আমাকে জিজ্ঞেস করেতেই পারেন।
রোজা রাখি নাই। একটাও রোজা রাখি নাই। ক্ষুধা আমি সহ্য করতে পারি না। পেটে ক্ষুধা থাকলে আমার মেজাজ খারাপ থাকে। মানুষের সাথে খারাপ ব্যবফার করি। মানুষের সাথে যেন খারাপ ব্যবহার না করতে হয়, তাই রোজা রাখি না।

৩০ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আমার দাঁত ব্যথা। এজন্য আমি রোজা রাখতে পারি নাই।

২| ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


খুব বাজে একটা মাস গেল।
আমি রমজান মাস পছন্দ করি না্

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: এই মাস মন্দ নয়।
সিয়াম ও আনন্দের মাস। এই মাসে একজন ভিক্ষুকের হাতেও টাকা থাকে।

৩০ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: দেখুন, এমাসে দরিদ্ররা টাকার মুখ দেখে।
জাকাত ফেতরা পায়। শাড়ি লুঙ্গি পায়। প্রচুর ভিক্ষা পায়। খাবার পায়। মুসলমান বেহেশতের আশায় এই মাসে প্রচুর দান-খয়রাত করে।

৩| ৩০ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি কি ভিক্ষা করা পছন্দ করেন?
আমি পছন্দ করি না।
আমি চাই মানুষ মর্যাদা নিয়ে বাঁচুক।
ভিক্ষার মাঝে কোন মর্যাদা নেই।

৩০ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: যারা ভিক্ষা করছে, তারা কি শখ করে ভিক্ষা করছে?
যাদের কোনো উপায় নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে, শুধু মাত্র তারাই হাত পাতে।

৩০ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: ভিক্ষা করা আমার চরম অপছন্দ।
কিন্তু আমাদের দেশে ভিক্ষা করা একটা কালচার হয়ে গেছে।
মানুষ ভিক্ষা দেয়, এজন্যই তারা ভিক্ষা করে।

৪| ৩০ শে মার্চ, ২০২৫ দুপুর ১:২৭

কথামৃত বলেছেন: যারা ১ মাস রোজা রাখেনি তাদের জন্য ঈদ নেই।

৩০ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: হায় হায়---
তাহলে এখন কি হবে?

নতুন জামা পরবো না?? ভালো মন্দ খাবো না?

৩০ শে মার্চ, ২০২৫ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: তাহলে ১২ কোটি মুসলিম ইদ করতে পারবে না আমাদের দেশে।

৫| ৩০ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৩০

আঁধারের যুবরাজ বলেছেন: ইদ মোবারক। লেখক বলেছেন: এই কথাটা জিজ্ঞেস করা ঠিক না। - আপনার সাথে একমত , অনেকের নানা রকম অপরাগতা থাকে। তাদের এই কথা জিজ্ঞেস করলে , তারা বিব্রত হন।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ৩০ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৯

চেংগিস খান বলেছেন:



ঈদের শুভেচ্ছা।

লাখ লাখ আওয়ামী সাপোর্টার পরিবার ফেলে লুকিয়ে আছে, যারা কোন প্রকার অপরাধের সাথে যুক্ত ছিলো না; তারা কাহাদের ভয়ে লুকায়ে আছে? যারা ১৯৭১ সালে বাংগালী হত্যা করেছিলো, তাদের নতুন জেনারেশন, "রগকাটাদের" (শিবিরের) ভয়ে। লাখ লাখ পরিবার মৃত্যু ভয়ে ভীত, সেখানে কিসের ঈদ?

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: জাতি তাদের কথা ভুলে গেছে।
নিমকহারাম জাতি।

৭| ৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের মানুষ শখ করেই ভিক্ষা করে।
চরম অলস।
কাজ করতে চায় না।
আপনি কখনেই ভিক্ষা করবেন?

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: না ভিক্ষা করবো না।
আমি কাজ খুজবো।

৮| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৯

কামাল১৮ বলেছেন: ঈদের শুভেচ্ছা।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




ধর্মীয় উৎসবগুলো এখন সামাজিক সংষ্কৃতি হয়ে গেছে। ধর্মীয় আদর্শবোধ অনুধাবন করা আর তা পালনের কোন চর্চ্চা এখন আর নেই।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।

১০| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৮

নতুন নকিব বলেছেন:



ঈদ মুবারক!

অপরাধীরা পলাতক।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: সবাই অপরাধী ছিলো না। দেশের মানুষ গুলো অম,আনবিক তাই তারা পালিয়েছে।

১১| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ৩:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন: রাজীব নুর ভাই! ঈদ ধর্মপ্রাণ মুসলমানের ৩০ দিন রোজার রাখার পর
সৃষ্টিকর্তার প্রেরিত প্রাপ্ত পুরস্কার।
বাকশালী, হাসিনা প্রেমিকদের উৎসব "মুজিব জয়ন্ত" দিন। :P

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: ইদের দিন অন্তত রাজনীতি বাদ দেন।

১২| ৩১ শে মার্চ, ২০২৫ ভোর ৪:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




ঈদ মোবারক।
জীবন হোক আনন্দময় আর ভাবনাহীন।

ঈদ মোবারক।
জীবন হোক আনন্দময় আর ভাবনাহীন।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বড় ভাই।

১৩| ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৮

নকল কাক বলেছেন: ঈদ মোবারক রাজীব ভাই

আমার নতুন ছোট গল্প "ধাওয়া" পড়ার জন্য আমন্ত্রন রইল।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: ওকে।

১৪| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:১৬

নকল কাক বলেছেন: আমার লেখা সাইফাই এ্যকশন গল্প "ক্যু-২" পড়ার জন্য আপনাকে আমন্ত্রন।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.