নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আহত আততায়ী

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩০



সভ্য নগরের মানুষ যেনবা বনমানুষ।
মানুষকে মানে না মানুষ;
আর মানুষের হানাহানি দেখে হাসে বনের মানুষ।

পথে না বেরোলে জানতামই না-
কতটা রপ্ত করেছি আমরা অবজ্ঞা অবহেলা ও পরচর্চা।
অনেকদিন পর-পর পথে বেরোই
আর আবিষ্কার করি নিত্য নতুন রূপহীন রূপকথা।

আমাকে কেউ মানে না আমিও মানি না কাউকে এমনকি আমাকেও!
নিরন্তর নৃত্যরত বৃদ্ধাঙ্গুল।
আজকাল মানুষে মগ্ন নেই মানুষ যতটা মগ্ন অনলাইনের বাজারে।
অফলাইনে থেকে আমি এখনো পত্র লিখি আমাকে।
এতসব অগ্রসর মানুষের মধ্যে কিছু অনগ্রসর না থাকলে-
বন্ধ হয়ে যাবে ধূর্তদের চাষবাস!

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৬

নতুন নকিব বলেছেন:



জ্বি, ধূর্তদের চাষবাসের জন্য কিছু বোকা মানুষের দরকার আছে বৈকি!

আপনি তো ইতোপূর্বে জানিয়েছিলেন, আপনি কবিতা লিখতে অভ্যস্ত নন। তো এটা কার লেখা?

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ধূর্ত হচ্ছে জামাত।
জামাত ক্ষমতায়া আসতে মরিয়া। এজন্য তারা কোটি কোটি ইনভেষ্ট করছে।

কবিতা কেন আমি কিছুই লিখতে জানি না।
তবে মাঝে মাঝে আবেগ আসে। তখন দুই চার লাইন লিখে ফেলি।

২| ১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: এখনকার মানুষরা ভাবে
মৃত্যু অমর- মৃত্যু অমর
মরে গেলে তো আমি জানি না
হিংসা বিদ্বেষ করলও বুঝি না;
তাই মানুষকে মানুষ ভাবি না
অন্যকিছু বনের পশু পাখি
মুখ দিয়ে ভাত খাই- বাতাস নেয় নাক
কোন দিকদিয়ে হাগি শুধু সবকিছু
বুঝিই তালগাছ আমার- আমার আমি করে মানুষ
কবর কে করে যে দোষ।

১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৯

সাইফুলসাইফসাই বলেছেন: বুদ্ধিমানরা সৃষ্টি করছে কত যন্ত্র-যান
আমি সৃষ্টি এটা বললে কেউ করে অপমান।
কত শক্তিশালী হলো মানুষ পৃথিবীতে
এখনো কত কিছু রয়ে গেছে অজানাতে।

১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৪

এইচ এন নার্গিস বলেছেন: বাহ চমৎকার প্রকাশ । শব্দের খেলা দিয়ে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন মনের কথা।

১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে কেউ মানেনা, আমিও কাউকে পরোয়া করিনা এই সংস্কৃতি আমাদের জন্য সামনে নিয়ে আসবে ভয়াবহ বিপদ। এক কথায় নতুন নামকরণে যাদের মব বলে।

১১ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: মব কালচার ডেঞ্জারাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.